![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
২ দিন আগে, সামুর আধুনিক মননের ব্লগার, লেখক আবু হেনা মো: আশরাফুল ইসলাম পরলোক গমণ করেছেন; তিনি এখন আমাদের মন জুড়ে আছেন; তাঁর সম্পর্কে সবাই হয়তো সব তথ্য জানেন না; সম্ভব হলে, তাঁর সম্পর্কিত তথ্য, উনার লেখার বিষয়, ভাবনাচিন্তা নিয়ে একটা পোষ্ট সামুর প্রথম পেইজে দিতে পারেন।
তিনি শক্তিশালী লেখক ও আধুনিক মননের ব্লগার ছিলেন; তাঁর জীবনমুখী লেখায় আমাদের সমাজের প্রতিফলন ঘটেছে বিশালভাবে। জীবনের অভিজ্ঞতায় সমাজকে বুঝার ক্ষমতা ও লেখায় তার প্রতিফলন ঘটানো লেখকদের জন্য একটি বড় ধরণের চ্যালেন্জ; তিনি এই কাজটিতে সফল হয়েছিলেন; উনার লেখা অনেকের সাথে আমাকেও সমানভাবে টেনেছে সব সময়। তিনি আমাদের স্মৃতিতে থাকবেন আজীবন।
০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
প্রয়াত ব্লগারদের অবদানের কথা সামনে এলে ভালো হবে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি খুবই ভালো এক জন লেখক ছিলেন।
সেই সাথে তিনি ছিলেন অমায়িক ব্যবহারের অধিকারী এক জন মানুষ।
এক জন ভালো মানুষ বলতে যা বুঝায় তিনি ছিলেন্ তাই।
আপনার সাথে সহমত পোষণ করছি।
০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
উনার আধুনিক ভাবনাচিন্তা, লেখায় সমাজের প্রতিফলন, লেখার ষ্টাইল অন্যদের টেনেছে।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯
আমি সাজিদ বলেছেন: উনাকে যারা কাছ থেকে দেখেছেন এবং যারা উনার লেখার সাথে সবসময় ছিলেন তাদের মধ্য থেকে কেউ যদি উনাকে নিয়ে বিশদ আকারে পোস্ট দিতেন ভালো হতো। কয়েকটি পোস্ট এসেছে অবশ্য।
০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
সঠিক, যাঁরা উনাকে কাছের থেকে জানেন, তাঁদের মাঝ থেকে লেখা আসতে হবে।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা একজন সত্যিকারের সুহৃদকে হারালাম।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক
সইবার শক্তি দিন। আমিন
প্রয়াত ব্লগার আবুহেনা ভাইয়ের ছবি/তথ্য দিয়ে
অনেকেই পোস্ট দিয়েছেন যদিও তা সম্পূর্ণ নয়।
আরো বিস্তারিত যদি তার সম্পর্কে কারো জানা থাকে
তবে তারা তার বিষয়ে লিখলে সবাই উপকৃত হতো।
গাজীসাবকে ধন্যবাদ এমন আহ্বান জানানোর জন্য
০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
প্রামানিক সাহবে ও সাদা মনের মানুষের পোষ্টগুলোতে হেনা সাহেবের জীবন ও অভিজ্ঞতার কিছু তথ্য যোগ করে, একটি পোষ্ট উনারা তৈরি করলে ভালো হয়।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৭
নেওয়াজ আলি বলেছেন: ভালো আইড়িয়া, যারা বগ্লের পুরাতন বগ্লার উনাদের ভিতর যে কেউ একজন করতে পারে এমনকি আপনিও পারেন। তবে বগ্লের দায়িত্ববান কেউ বগ্লের পক্ষ হতে শোক জানিয়ে পোষ্ট দিলে ভালো লাগতো
০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
সঠিক, ব্লগার খায়রুল আহসান সাহেবও লিখেছেন।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:০৯
ম্যাড মাক্স বলেছেন: মি তখন একদমই নবীন ছিলাম এই ব্লগে, তখন প্রথম যাকে দিক নির্দেশক হিসাবে পেয়ে ছিলাম তিনি হচ্ছেন এই হেনা ভাই! তাকে আমরা কিছু ব্লগার গুরু হিসাবে মানতাম আর শ্রদ্ধা করতাম। তিনিও আমাদের বটবৃক্ষের মত ছায়া দিয়ে গিয়েছেন সব সময়। তার সাথে মাঝে মাঝেই ফোনে কথা হত। যখন তার সাথে কথা বলতাম তখন মনেই হত না যে আমাদের মাঝে বয়স এর ব্যবধান এত বেশি। তিনি সব সময় বন্ধু আর বড় ভাইয়ের মত করে কথা বলতেন। তিনি নিরন্তন ভালোবাসা বিলিয়ে গিয়েছেন সব সময়। আমি বেশ নীরস টাইপ মানুষ আর হেন ভাই ছিলেন রসের ভান্ডার! এত মজা করে সারাক্ষণ কেউ কথা বলতে পারে তা ভাবায় যায় না! তিনি ভাল পরামর্শ দিতে পারতেন, তাই জীবনের অনেক কঠিন সিধান্ত নেওয়ার সময় তার সাথে আলোচনা করে নিয়েছি অনেক বার।
আমি প্রথম খবরটি শুনি আরেক শ্রদ্ধেয় বড় ভাই ব্লগার আরাফআহনাফ ভাই এর কাছ থেকে। আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। আমি লাষ্ট শুনেছি হেনা ভাই আস্তে আস্তে উন্নতি করছেন অসুস্থতা থেকে এবং দেশের অবস্থা একটু স্বাভাবিক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হবে। এর মধ্যেই তিনি না ফেরার দেশে চলে গেলেন সবাইকে কাদিয়ে! আমার অনেক দোয়া আর ভালোবাসা ভাই এর জন্য। মহান আল্লাহ তায়ালা উনাকে বেহেস্ত নসিব করুন, আমিন। ওপারে নিশ্চয় ভাল থাকবেন প্রিয় মানুষটি।
প্রিয় চাঁদগাজী ভাই বলেছেন: উনি চাকুরীর দিক থেকে কোন পেশায় ছিলেন? উনার জন্ম কোন সালে?
উত্তরঃ তিনি পহেলা মার্চ, ১৯৫৫ সালে রাজশাহী জেলায় জন্ম গ্রহণ করেন। রাজশাহী ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন। পেশা জীবনে বাংলাদেশ ডাক বিভাগে দীর্ঘ দিন চাকরী করার পর ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। স্ত্রী, দুই পুত্র সন্তান এবং পুত্র বধূ নিয়ে তার ব্যক্তিগত সংসার জীবন।
০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনার সাথে ঘনিষ্ট ছিলেন শুনে ভালো লাগলো; উনি ব্লগারদের হৃদয়ে থাকবেন সব মসয়। উনার জন্ম, শিক্ষা ও পেশার তথ্য দেয়ার জন্য ধন্যবাদ।
৭| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: আমি আপনার প্রস্তাবকে সমর্থন করছি।
০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১:২২
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, উনার সম্পর্কে আরো ভালো কিছু জানা সম্ভব হবে।
৮| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: এই পোষ্টের জন্য আপনাকে স্যলুট কমরেড।
০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
আমরা উনার জীবনের অনেক কিছু জানতে পারিনি; কিন্তু উনার সম্পর্কে খুবই উঁচু ধারণা আমাদের।
৯| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৯
রাজীব নুর বলেছেন: আজ সন্ধ্যায় ঢাকায় হঠাত ঝড় হলো। জানেন? আমি তখন রাস্তায়। কি বাতাস!
০৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় ঝড়েৃর সময়, বাড়ীগুলোর ছাদ থেকে অনেক কিছু নীচে পড়ার সম্ভাবনা, বাইরে থাকবেন না।
১০| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
সকলের প্রিয় এই গুণী ব্লগার উনার নীজের পরিচয় একটি মাত্র শব্দ লেখালেখি
দিয়ে প্রকাশ করে গেছেন, এতেই বুঝা যায় উনি কতটা নীজকে নিয়ে প্রচার বিমুখ ছিলেন ।
গত ২৯ শে অক্টোবর ২০২০ তারিখে সামু ব্লগে প্রকাশিত উনার লেখাটির নাম ছিল
গল্পঃ ফাতেমার প্রেম
তাঁর সেই গল্পটি আমি মুগ্ধ হয়ে পাঠ করেছিলাম । গল্পটি শুধু বলার চমকের জন্যই দূর্দান্ত ছিলনা,
সে গল্পের সারটুকুও মনে দাগ কেটেছিল। সে দাগটা আমার কাছে এখনো গভীর হয়ে আছে।
শুধু সেটিই নয়, তার লেখা সকল গল্প পাঠেই সুখ আছে, খন্ড মুহূর্তে সেগুলিতে ডোবার স্বাদ হয়,
তারঁ লেখা গল্প , উপন্যাস ও রম্যের ভাষাও সুখকর ।
ফাতেমার প্রেম গল্পের পোষ্টটিতে ব্লগার জাফরুল মবীন এর করা প্রশ্ন কেমন আছেন?
এর প্রেক্ষিতে হেনা ভাই জানিয়েছিলেন
না ভালো, না খারাপ। এরকম একটা অবস্থা শরীরের। তবে আরও কিছুদিন হয়তো
আপনাদেরকে জ্বালাতন করার জন্য বেঁচে থাকতে পারি। হাঃ হাঃ হাঃ।
কে জানত এটাই ছিল আমাদের জন্য উনার শেষ হাসি । উনার ঐ শেষ পোষ্টটিতে আমার মন্তব্যটিই ছিল
( আজকের এই দিন পর্যন্ত) শেষ মন্তব্য ।
আমার ঐ মন্তব্যটি সম্ভবত উনার অদেখা থেকে যায় ,কেননা সেটার কোন প্রতিউত্তর দেয়ার মত অবস্থায় সম্ভবত
উনি আর ছিলেন না । দিন কয়েক পুর্বে ভাবছিলাম তাঁর পোষ্টে গিয়ে জানতে চাইব তিনি কেমন আছেন । কিন্তু
তার পোষ্টে যাওয়ার আগেই উনার প্রয়ানের সংবাদটি সামুর পাতায় দেখতে পাই । তাঁর শেষ পোষ্টে
তাঁকে দেয়া আমার শুভেচ্ছাটুকু তিনি দেখে গেছেন কিনা এ জীবনে তা আর জানা হবেনা ভেবে মনটা ব্যথাতুর
হয়ে আছে। যাহোক আল্লার কাছে দোয়া করি তিনি যেন উনাকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন ।
মনে পড়ে সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ
শিরোনামে ২০১৭ সনের ৩১ শে অক্টোবরে সামুর প্রবৃদ্ধি ও উন্নতি চেয়ে গুরুত্বপুর্ণ একটি পোষ্ট তিনি দিয়েছিলেন ।
৬১৬০টি পাঠক ভিউ , ৫১ টি লাইক ও ৩৭০ টি মন্তব্য/প্রতিমন্তব্য নিয়ে পোষ্টটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল ।
পোষ্টটি বেশ কিছুদিন সামুতে স্টিকি পোষ্ট হয়েছিল বলেও মনে পড়ে । সামুর উন্নতির জন্য উনার যে কি পরিমান
দরদ, মায়া মমতা ও প্রচেষ্টা ছিল তার কিছুটা ঐ পোষ্টটি হতেই প্রতিভাত হয় । এ ছাড়া তাঁর সবগুলি লেখা বিশেষত
সামুতে প্রকাশিত গল্প, রম্যকথন ও উপন্যাস সামুর জন্য সম্পদ হয়ে থাকবে বলে মনে করি ।
ব্লগীয় লেখা পাঠ ও মন্তব্য প্রতি মন্তব্য চালাচালি ছাড়া উনার সাথে আমার ব্যক্তিগত কোন জানাশুনা
গড়ে তোলার সুযোগ হয়ে উঠেনি । তবে তাঁর একটি পোষ্টে মন্তব্যের ঘরে রাজশাহীতে গিয়ে তাঁর
সাথে সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করেছিলাম, সে ইচ্ছাটা অপুর্ণই রয়ে গেল ।
যাহোক, আপনার প্রস্তাবের সাথে সহমত পোষন করি । উনার জীবনালেক্ষ নিয়ে সামুর প্রথম পৃষ্ঠায়
একটি পোষ্ট দিলে খুবই ভাল হয় সম্পর্কিত প্রস্তাবের সাথে সহমত পোষণ করি ।
০৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
উনার সম্পর্কে আপনার ধারণা অনেক উঁচু লেভেলের, এবং তিনি উঁচু মানের লেকজ ছিলেন; তিনি জীবনের অভিজ্ঞতার আলোকে লিখতেন; আমাদের সমাজ, জাতি, সংস্কৃতি সম্পর্কে উনার নিরীক্ষণ ছিলো উঁচু লেভেলের।
আপনাকে ধন্যবাদ।
১১| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি নিজেও কয়েকদিন ধরে ভাবছি আর ব্যানার খেয়াল রাখছিলাম কোন শোক ছবি আছে কিনা। এর আগেও সামু প্রয়াত ব্লগার, নাট্যকর্মী এবং অন্যদের ছবি পিন করে শোক জানাত। এবার হেনা ভাইয়ের ক্ষেত্রে তা এখনও হল না...
০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
উনাকে যাঁরা ব্যক্তিগতভাবে চেনেন, তাঁদের কেহ পোষ্ট দিলে সঠিক হবে; ব্যানার দেয়াও সঠিক হবে।
১২| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরি। অলরেডি ছবি দিয়েছে। আমি সাধারণত ১ম পাতায় যাওয়ার আগে আপনার ব্লগে আসি...
০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, ছবি এসেছে।
১৩| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মন মানুসিকতা আধুনিক না হলে তাদের লেখা আধুনিক হবে না।তার কোন লেখা আমি পড়ি নাই।
০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
উনি আধুনিক সভ্যতার মানুষ ছিলেন।
১৪| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম পেইজে দেয়া হয়েছে
ধন্যবাদ আপনাকে
আমাদের প্রিয় ব্লগার স্মৃতি হয়ে থাকুন আমাদের হৃদয়ে।
০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৫
চাঁদগাজী বলেছেন:
তিনি আমাদের মনে থাকবেন আজীবন।
১৫| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৮
রানার ব্লগ বলেছেন: প্রয়াতো সকল ব্লগাদের নিয়ে একটা আর্কাইভ করা হোক
০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
এসব তথ্য জানলে ব্লগারেরা নিজেদের লোকদের নিয়ে ভাবার সুযোগ পেতেন।
১৬| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৮
প্রামানিক বলেছেন: হেনা ভাইয়ের লেখা আমি খুঁজে খুঁজে পড়তাম, ধন্যবাদ চাঁদ গাজী ভাই।
০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
উনার সম্পর্কে বিশদ একটা পোষ্ট দেয়ার চেষ্টা করবেন নাকি?
১৭| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০০
জুল ভার্ন বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০১
অক্পটে বলেছেন: হ্যা সহমত পোষণ করছি। তাঁর মৃত্যু সংবাদ শোনার পর চিনতে পারছিলাম না আসলে উনি কে, তার একটা লেখার খুব অভাব বোধ করছিলাম। অবশেষে অনেক পরে ড. এম আলী স্যারের লেখায় তার একটি লিংক পেলাম। আসলেই উনি লেখা গুলো চমৎকার, যৌক্তিক এবং ওনার মনন অনেক বেশি শক্তিশালি। ওনার চিন্তা চেতনা অনেক সুন্দর। ব্লগে যারা একসময় নিয়মিত ছিলেন এখন চলেগেছেন ওপারে প্রতি বছর তাদের স্মরণে তাদের লেখাগুলো ১ম পাতায় দেয়া যেতে পারে।