নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেকুবী টাইপের লক-ডাউন দিয়ে শেখ হাসিনা নিজের ওজন কমালেন

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪



শেখ হাসিনার সরকার কোন প্রকার প্ল্যান বতিত, মোটামুটি উদ্দেশ্যহীনভাবেই এবারের লক-ডাউনটা দিলেন; করোনা নিয়ে উনার সরকারের যেই লেজে-গোবরে অবস্হা, এই অবস্হায় সংক্রমণ কমাতে এই ধরণের লক-ডাউন কাজ করার কথা নয়; মানুষ গত লক-ডাউনের অসারতা মনে রেখেছে, সেই লক-ডাউনের ফলে সৃষ্ট অর্থনৈতিক দৈন্যতার মাঝে গরীবেরা এখনো ডুবে আছে। এইদিকে হেফাহত, বিএনপি-জামাত উনার যেই কোন পদক্ষেপের বিপক্ষে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত বছরের লক-ডাউন সামান্য কাজ করেছে; সঠিক পদক্ষেপের অভাবে শুরুর লক-ডাউনটা আসলে গরীব মানুষদের বিপক্ষে চলে গেছে, গার্মেন্টস কর্মীদের বিপক্ষে গেছে; এতে সরকারের দক্ষতা দেখে মানুষ কষ্টের মাঝেও হেসেছে। এবার বাংলাদেশে সংক্রমণ আগের থেকে অনেক বেড়েছে; সম্ভবত: ইহা ঘটছে ভাইরাসের বিবর্তনের কারণে।

যেখানে সর্বপ্রকার সাহায্য দিয়েও জার্মানীর মতো সুশৃংখল লোকদেরও আর লক-ডাউনে রাখা যাচ্ছে না, সেখানে কোন প্রকার সাহায্য না করে গরীব বাংগাীদের কি করে লক-ডাউনে রাখা যাবে? পুরো করোনা নিয়ে মানুষ সরকারী কর্মচারী, হাসপাতাল ও ডাক্তারদের কর্মকান্ডে হতভম্ব! মানুষ আজকাল বিশ্বের অবস্হা জানে; ফলে, বেকুবী করে উহাকে ঢেকে রাখার উপায় নেই।

আজকে ঢাকাতে করোনা হলে, হাসপাতালে যেতে হলে, হাতে ৫/৬ লাখ টাকা থাকতে হবে; তারপরও চিকিৎসার কোন নিশ্চয়তা নেই। মানুষ জানে যে, হাসপাতালগুলোর ডাকাতি থামানোর ক্ষমতা সরকারের নেই।

দেশের সর্বাংগীন অবস্হা জাতির সাথে কোনভাবে আলোচনা করছেন না শেখ হাসিনা; জাতি জন্য উনার প্ল্যান, প্রোগ্রাম কিছুই মানুষ জানেন না; লক-ডাউনের ফলে যাদের আয় বন্ধ থাকবে, তাদের নিয়ে সরকারের কি প্ল্যান সেটা সরকার মানুষের সাথে আলাপ করেেনি।টিকা নিয়েও মানুষ সরকারের কোন রোডম্যাপের সাথে পরিচিত হতে পারেনি আজো; কি পরিমাণ টিকা আসছে, কি পরিমাণ দেয়া হচ্ছে, কখন টিকা দেয়া শেষ হবে, কিছুই পরিস্কার নয়; মানুষকে সাথে না নিয়ে মানুষের জন্য ভালো কিছু করা কিসম্ভব?


মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৩

আলাপচারী প্রহর বলেছেন: শুকরিয়া গাজী ভাই, গণমানুষের মনের কথা লিখেছেন।

তবে মনে রাখবেন, গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা ৭ টি অনানারি ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত। খামোখা তাকেঁ জ্ঞান দিতে যাবেন না।

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



উনার সামনে ভিয়েতনাম, চীন, তাইওয়ান, জার্মানী, ব্রাজিল, ভারত, আফগানিস্তানের উদাহরণ চলমান; একটু মনোযোগ দিয়ে দেখলে, উহা বুঝা কষ্টকর নয়।

২| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকে একটি উন্নয়নশীল দেশে্র সীমাবদ্ধতা সম্পর্কে বুঝতে হবে।

ক্ষুদ্র পরিসরে হলেও, দেশের উন্নয়নে আপনি যা করেছেন তা তুলে ধরুন। উদাহরণ হিসেবে তা সবার কাছে থাকবে।


[উপরের কমেন্ট মুছে দিবেন, প্লিজ]

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



বুঝার চেষ্টা করেছি।
আমি জাতি গঠনে অংশ নিয়েছিলাম।

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:







লেখক বলেছেন: বুঝার চেষ্টা করেছি। আমি জাতি গঠনে অংশ নিয়েছিলাম।

সেটা অনেক বড় ব্যাপার, চাঁদগাজী ভাই। এজন্যে আমরা আপনার কাছে কৃতজ্ঞ।

কিন্তু, এরপর? গত ৪০ বছরে শিশুটি তো এখন মাঝ-বয়সে উপনিত। তাঁর চাহিদা এখন ভিন্ন। সেই মাঝ-বয়সী ভূমিটির জন্যে কি করছেন এখন?

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



কয়েক হাজার বাংগালীকে ফ্রি পড়ায়েছি।

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: কয়েক হাজার বাংগালীকে ফ্রি পড়ায়েছি।

ব্লগে পড়িয়েছেন কি? না কি কোন কলেজ/বিশ্ববিদ্যালয়ে?

তাহলে, সেটা নিয়ে লিখলে অনেক ব্লগার উপকৃত হবেন। জানতে পারবেন, কিভাবে, কোন কোন উপায়ে দেশের উপকারে আসা যায়।

ধন্যবাদ নিরন্তর।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমি যায়গা ভাড়া করে পড়ায়েছিলম, কোন স্কুল ইত্যাদি নয়; এখন পড়াচ্ছি না, তাই এখন এটা নিয়ে কথা বলছি না। রোগ সারলে আবার পড়াব, তখন লিখবো।

৫| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫

ঢাবিয়ান বলেছেন: ইজ্রাইল থেকে আনা ফোনালাপ ফাশ করার যুন্ত্রপাতি দিয়ে এখন ভন্ড জুরদের টাইট দিতে ব্যস্ত আছেন সরকার। করনা ফরোনা নিয়ে চিন্তা করার সময় উনাদের নাই।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



উনার ভয়ংকর ভয়ংকর ভুল পদক্ষেপের কারণে মানুষের আস্হা হারাচ্ছেন করুণভাবে; সেই সুযোগ নেবে হেফাজত-জামাত-শিবির-বিএনপি।

৬| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৮

নেওয়াজ আলি বলেছেন: কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া পুরো ফেনী জেলায় লকডাউন চলছে তবে আক্রমণ অনেক বেড়েছে।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



ভাইরাসের ষ্ট্রাকচার বদলায়েছে মনে হয়; শেখ হাসিনা মানুষের সমস্যারগুলোর মোকাবেলা করে, মানুষকে নিজের সাথে নেয়ার চেষ্টা করছেন না, দায়িত্ব সারার জন্য বলছেন মাত্র।

৭| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রতি মাসে একবার জাতির কাছে দেশের সর্বশেষ অবস্থা বিস্তারিত জানানো উচিত।ভবিষ্যতে কি করতে চায় তারও ইংগিত দেওয়া।
সরকার আসলে তার উদ্দাম হারিয়ে ফেলেছে,এখন চলার জন্য চলছে।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:




পিএম 'এর উচিত প্রতিদিন সন্ধ্যায় জাতিকে ৩০ মিনিট ব্রীফ করা

৮| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: দূরে বসেও আপনি স্বদেশ সঠিক দেখছেন।
কথা গুলো যুক্তি যুক্ত, আমরা সরাসরি দেখতে পারছি।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



উনার ভুলের মাসুল গুণতে হবে স্বাধীনতার স্বপক্ষের লোকদের।

৯| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: দশ জন যেদিকে উনিও সেদিকে।
মানে উনার আগে যারা ক্ষমতায় ছিলো তারা যা করেছেন উনিও তাই করছেন। তবে পদ্মাসেতু আর মেট্রোরেল উনার অবদান।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



চীন, থাইল্যান্ড, ইতালীর মানুষদের চাকুরীর ব্যবস্হা করার জন্য পদ্মা ও মেট্রোরেল করছেন উনি।

১০| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৬

আখেনাটেন বলেছেন: জনবিচ্ছিন্ন আমলারা যেভাবে বলছেন, সেভাবেই আগপাছ না ভেবেই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। জনগণও বাটে পড়েছে। ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতমের উদাহরণ হয়ে যাচ্ছে দিনকে দিন।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষ দেশ চালাচ্ছেন, এখানে যে মানুষ আছেন, সেটা মনে হয় ভুলে গেছেন।

১১| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৩

লাতিনো বলেছেন: অত্যন্ত বেকুবি টাইপের লকডাউন হয়েছে। সরকার এখন বুঝতে পারলে হয়।

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪০

চাঁদগাজী বলেছেন:



এদের নিবেদিত মানুষজন নেই।

১২| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: সদা ব্যস্ত কর্মজীবি এক বছরের উপর হয়ে যায় কর্ম নাই এমন মানুষদের নিয়ে বিশেষ ভাবনা আছে বলে মনে হয় না।

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



করোনার সংক্রমণ বেড়েছে, সরকার ইহা ঠেকেতে চায়; কিন্তু সঠিক প্ল্যান করার লোকজন নেই সরকারে।

১৩| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: আমি রাস্তায় বের হয়েছি। কোথাও সঠিক লকডাউন দেখি নি।
আসলে অভাব এবং প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে।

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫

চাঁদগাজী বলেছেন:





সরকার যখন লকডাউন দেয়নি, মানুষ কি স্বাস্হ্য বিঢি মানছিলো? মানুষ নিজের থেকেও কিছু করছে না।

১৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৬

পুলক ঢালী বলেছেন: গনমানুষের সরকার যদি গনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গলাবাজী করা নেতা আর আমলা নির্ভর হয় তাহলে এমন লেজে গোবরে অবস্থাই হওয়ার কথা।
আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছিলো সরকার যদি কারখানা মালিকদের, দোকান মালিকদের, বাস মালিক থেকে শুরু করে শ্রম নির্ভর প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্য-বিধির ম্যানুয়াল তৈরী করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে মনিটর করতেন, কোন গাফিলতি পেলে নির্দয়ভাবে (জিরো টলারেন্সে) সেই প্রতিষ্ঠান ১৫ দিনের জন্য সিল করে কর্মীদের ঐ ১৫ দিনের বেতন দিতে বাধ্য করে উদাহরন সৃষ্টি করতেন, তাহলে সবাই সতর্ক হয়ে গেলে বোধহয় লকডাউন দেওয়ার প্রয়োজন হতো না।
কেউ বলতে পারেন বেড়ায় ক্ষেত খেলে----।
আমি বলবো ঐ প্রতিষ্ঠানের কর্মীরাই নিজেদের স্বার্থে গনমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মালিকদের গাফিলতি বা অপকর্ম ফাঁস করে দিতে পারতেন।
যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো অলীক স্বপ্ন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, শেখ হাসিনা উনার চারিপাশে তাদের নিয়েছেন, যাদের বুদ্ধির পরিমাণ সবচেয়ে কম! এটাই হয়তো যোগ্যতা হিসেবে ধরা হয়েছিলো।

১৫| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: লকডাউন ঘোষণার সময় তারা কত স্বাভাবিক ভাবে বলে দেয় অমুক দিন থেকে লকডাউন! তাদেরকে আতঙ্কগ্রস্ত বা কিংবা নিজের দেশের মানুষের জন্য কিছু করতে না পারার আক্ষেপটুকুও প্রকাশ পাচ্ছে না।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার লোকগুলো বাংলায় কথা বলেন, আসলে এরা ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর লোকজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.