![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গত বছর ৮/৯ লাখ তরুণ, তরুণী গ্রেজুয়েশান করার কথা ছিলো, তাদের কি হলো আমি ঠিক জানি না; তবে, এদের মাঝে হয়তো ৮/৯ হাজারও চাকুরী পায়নি। এ'ছাড়া অশিক্ষিত, অর্ধশিক্ষিত ১০/১১ লাখ শ্রমিক বাজারে আসার কথা ছিলো; এদের থেকে কেহ কি রেগুলার চাকুরী পেয়েছেন বলে মনে হয়? করোনার ফলে, কি পরিমাণ গার্মেন্টস কর্মী চাকুরী হারালেন?
শিক্ষকদের বড় অংশ, সরকারী চাকুরেদের বড় অংশ, এমপি'রা কাজ না করে, বসে বসে বেতন পেয়ে যাচ্ছেন; কিন্তু গার্মেন্টস'এর মেয়েরা কাজ করেও বেতন পাচ্ছে না, চাকুরী চলে যাচ্ছে; দেখছেন কি ধরণের অর্থনীতি চালু করেছেন বাবা মাইজভান্ডারী!
মানুষ ১ম লক-ডাউনে ঠিক মতো নিয়ম কানুন মানেনি; এবার কিছুই মানছেন না; সরকার মোটামুটি মানুষকে কিছু বলছে না, আদেশ দিয়ে দায় সারা। মানুষ একবার অরাজকতায় অভ্যস্ত হয়ে পড়লে, তাদেরকে নিয়ম কানুনের মাঝে ফেরত নেয়া খুবই কঠিন কাজ; বাংলাদেশের মানুষ অনেকভাবেই এনার্খিষ্ট।
মানুষ পিএম'এর কথায়ও আজকাল কান দিচ্ছেন না; কারণ, পিএম কোনভাবেই মানুষকে এই মহামারীতে সঠিক প্ল্যানের মাধ্যমে সাহায্য করেননি, সম্পৃক্ত করেননি; আসলে, দেশে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, মানুষকে কিছুই পরিস্কার করে বলা হয়নি; টিকার ব্যাপারে মানুষ যখন বিভ্রান্ত ছিলো, সরকার মানুষকে সঠিকভাবে জানায়নি যে, সরকার কি পরিমাণ টিকা কেনার জন্য কি পরিমাণ ডলার পে করেছে।
প্রেসিডেন্ট কিংবা পিএম'এর দিক থেকে মানুষকে কি বুঝানো হয়েছে যে, করোনা যদিএভাবে চলতে থাকে, বেকারত্ব বাড়তে থাকবে, সরকারের পক্ষে নতুন ভাবে চাকুরী সৃষ্টি করা সম্ভব হবে না! মানুষ কি বুঝতে পারছেন যে, করোনার আগেও আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিলো বেকারত্ব? এইভাবে ২/৩ বছর করোনা চলতে থাকলে, আমাদের জাতির অবস্হা কি হবে? কাজ না করলে, আমরা কতবার কি পরিমাণ টিকা কিনতে পারবো?
০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি জাতির প্রোফাইল আছে অন্য জাতিগুলোর কাছে।
২| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
আখেনাটেন বলেছেন: শুধু বেকারত্ব বাড়বে না, ছেলেপেলেরা যেভাবে পড়াশুনা থেকে বিমুখ হয়ে গেছে তার জন্য দীর্ঘমেয়াদে ভুগতে হবে। সাথে রপ্তানী বাণিজ্যে ধ্বস নামলে দেশের আপামর জনতার জন্য খারাপ দিন আসছে তা বলতেই হয়।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
অনেকটা পাকিস্তানের মতো বিশৃংখল হয়ে গেছে দেশ। ছেলেমেরা জানে না কোন কোন সাবজেক্টের উপর ক্লাশ চলছে, কোন শিক্ষক পড়াচ্ছে।
৩| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: লক- ডাউন বেশি কড়াকড়ি করলে হিতে বিপরিত হতে পারে।দেশের মানুষের চিন্তা ভাবনা কতটা পশ্চাৎপদ মামুনুলের ঘটনাই তার প্রমান ।মামুনুল বলছে ঐ মহিলা আমার স্ত্রী,আর মামুনুলকে বাঁচাতে দেশের বিরাট এক অংশ বলছে ঐ মহিলা বেশ্যা।ঘন্টায় ঘন্টায় তারা স্ববিরোধী কথা বলছে।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
হেজাজত, বিএনপি-জামাত-শিবির এসব সমস্যা সমাধান করার মতো লোকজন আওয়ামী লীগে বা সরকারে নেই; সবাই মিলে ইহাকে আফগানিস্তান বানাবে।
৪| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশের মন্ত্রীরা সংবাদ সম্মেলনে কাজের চাইতে বেশি কথা বলেন, তাই জনগণ মন্ত্রী, এম্পিদের কথায় কান দিতে চায় না।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
মন্ত্রী ও এমপিরা মুখ খুললে ভুল কথা বের হয়; করোনায় বেতন, বোনাস নিয়ে লাল হয়ে যাচ্ছে।
৫| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩০
বিদ্রোহী সিপাহী বলেছেন: এখনই জরুরী ভিত্তিতে বেকারত্বের হার বাড়ার লাগাম টেনে ধরতে না পারলে কি হবে আল্লাহ মালুম।
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব, জেনারেল জিয়া, এরশাদ,বেগম জিয়া, শেখ হাসিনা, কোন ইউনিভার্সিটির প্রফেসর, কোন সেক্রেটারীর মুখে কি শুনেছিলেন যে, বেকারত্বই আমাদের সবচেয়ে বড় সমস্যা? তারা এটা বুঝেন?
৬| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪০
বিদ্রোহী সিপাহী বলেছেন: তারা এটা বুঝেও না বুঝার ভান করেন
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
এগুলো বুঝলে উনারা আসল মানুষ হতেন, উনারা এমনিতেই নেতা, আসল মানুষ নন। উনারা এগুলো বুঝতেন না।
৭| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ সরকার স্বচ্ছ না। এরাও আগের সরকারের মতোন।
আওয়ামীলীগ যদি ভালো হতো- তাহলে এত এত নব্য ধনী সৃষ্টি হতো না। রাজনীতিবিদদের ছত্রছায়ায় থাকা লোকজন এত ক্ষমতা দেখাতে পারতো না। সীমাহীন টাকার মালিক হতে পারতো না। ভারত থেকে নায়িকা এনে গ্রামে নিয়ে গিয়ে নাচাতো না।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক ডল থেকে কলোনিয়েল গোষ্ঠীতে পরিণত করেছেন।
৮| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লক- ডাউন আরও কঠিন ভাবে আসছে এক সপ্তাহর জন্য
এমনও হতে পারে যা আরও একসপ্তাহ বৃদ্ধি পাবে ।
..............................................................................
সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাপে
আছে । কিন্ত তাই বল কি
গরু একসপ্তাহ দুধ দিবে না ?
মুরগী ডি পাড়বে না ?
কৃষকের উৎপাদিত পণ্য পঁচে যাবে ?
.........................................................................
এসব ভাবনাও আসবে ,
কৃষি ও কৃষজ অর্থনীতি নিয়ে সমাধান আনতে হবে ।
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি কি সরকারী,নাকি আধা-সরকারী চাকুরী করেন?
৯| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৯
ফটিকলাল বলেছেন: জনসাধারণ সরকার সবাই দোটানাতে। না খেয়ে মরবে না কোরোনাতে ধুকে ধুকে মরবে!
সাক্ষাত গজব নেমেছে দেশে
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
সরকার পুরোপুরি অক্ষম, মানুষ এনার্খীতে ভুগছে।
১০| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের দেশের আরেকটি সমস্যা হলো দেশের সমস্যা নিয়ে যাদের ভাবার কথা তারাই ভাবে না।
ব্লগে লিখেন মুষ্টিমেয় কয়েক জন। তাদের মধ্যে আবার জামাত শিবির তাবলিগও আছে।
দেশের সমস্যা নিয়ে কেউ ভাবতে চায় না।
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, এক সময় ব্লগে শুধু জামাত-শিবির-হেফাজত ও তাবলীগেরাই ব্লগ নিজেদের দখলে রাখার চেষ্টা করবে
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষ খুবই ধার্মিক।
কিন্তু তাদের সিংহভাগের মধ্যেই সততার লেস মাত্র নেই ।
ধর্মের লেবাস পড়ে তারা আকাম কুকাম করে বেড়ায়।