নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার মাথা কাজ করছে বলে মনে হয় না

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৪



মহামারীর সময়, বাংলাদেশ সরকার টিকা কিনবে, উহাতে কি করে বেক্সিমকো ঢুকে গেলো? এখন আজকে ব্লগে পড়লাম, এবার কোন এক কোম্পানী নাম নাকি রেনাটা, উহা বাংলাদেশে মডের্নার টিকা আমদানী করতে চায়, সরকারের কাছে অনুমতি চেয়েছে! এগুলো কিভাবে সম্ভব? টিকা কি ৫৫৫ সিগারেট যে, কোন প্রাইভেট কোম্পানী আমদানী করবে? বাংলাদেশে কিসের নাম দিয়ে কে কি আমদানী করে তাহা কি কেহ জানে? এবং তারা আমদানী করলে টিকার মুল্য কোথায় গিয়ে দাঁড়াবে? এরা এসব করছে কোন সাহসে?

মহামারীর মাঝে কি কারণে সরকার নাগরিকদের প্রান নিয়ে খেলা করতে দেয় এসব ডাকাতদের? আমেরিকা থেকে বিশ্বে বড় ক্যাপিটেলিষ্ট দেশ আর কে আছে? ওরা তো টিকাতে কাউকে হাত দিতে দেয়নি; আমেরিকান সরকার গবেষণায়, উৎপাদনে সরাসরি অংশ গ্রহন করে, সরাসরি কিনে সরাসরি বেশীরভাগ টিকা সরকারীভাবে দিয়েছে। তারা একটা ভুল করেছিলো, দেশের সবচেয়ে বড় কয়েকটি ফার্মেসী চেইনকে টিকা দিতে দিয়ে বেশ কিছুটা সময় নষ্ট করেছিলো; সেটা বুঝতে পেরে, বড় বড় শহরগুলোতে 'মিলিটারী' দিয়ে টিকা দিয়ে সেই সময়টুকুকে রক্ষা করে, প্ল্যান-করা সময়ের অর্ধেকের মাঝে প্রথম ১০০ মিলিয়নকে টিকা দিতে সমর্থ হয়েছিলো।

শেখ হাসিনার জ্ঞান কি শিশুদের লেভেলে চলে গেছে যে, মহামারিতে টিকার মতো প্রাণ রক্ষাকারী প্রতিষেধক ডকাতদের হাতে তুলে দিচ্ছে? চট্টগ্রামে ১ ডাকত পরিবার, 'আলম ব্রাদার্স'কে ১৩০০ মেগাওয়াট ক্যাপাসিটির বিদ্যুত কেন্দ্র বানাতে দিয়েছে, সেই ভুমিদস্যুরা ভুমি দখল করতে গিয়ে, জমির মালিকদের ৪ জনকে হত্যা করেছে; এখন নির্মাণকালে আরো ৬ জনকে হত্যা করেছে, শেখ হাসিনা চুপ; ইহা কি শেখ সাহেবের মেয়ে? জঘন্য সব কাজ করছেন তিনি; উনি সরে যাবার পর, স্বয়ং আওয়ামী লীগ উনার নাম মুছে দিবে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ৫৫৫ সিগারেট মানে যেটাকে আমরা বাংলা ফাইফ বলতাম সেটা এখন আমাদের দেশে পাওয়া যায় না। এখন আছে বেনসন। ১৪ টাকা দাম। দোকানদারকে ১৫ টাকা দিলে এক টাকা ফেরত দেয় না। চাইলে একটা ফালতু চকলেট দিয়ে দেয়।

শেখ হাসিনার যোগ্যতা আছে প্রাইমারী স্কুলের শিক্ষিকা হবার। অথচ তিনি প্রধানমন্ত্রী। তাহলে বাকিটা বুঝে নিন।

প্রথম মন্তব্যকারী হলে লোকজন চা বিস্কুট চায়।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



উনি জাতিকে মগের মুল্লুকে পরিণত করেছেন।

২| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: কৌতূহল থেকে একটা প্রশ্ন-
আপনি কি সিগারেট খান? মদ খান? নাকি আগে খেতেন এখন ছেড়ে দিয়েছেন?

ইচ্ছা না হলে উত্তর দিবেন না।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:




আমি সিগারেট ও মদ খাই না।

৩| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আজকে কাজে যাওয়া পথে রেডিওতে শুনলাম, প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন বলছেন যে তার মেয়াদের প্রথম ১০০ দিনের ভেতরই ২০০ মিলিয়ন লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে।

তাদের সবার দেয়া শেষ হলে পৃথিবীর গরীব দেশগুলোর কথা ভাবা উচিত।

২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



এখনো গরীব দেশগুলো নিয়ে আলাপ করতে শুনিনি।

৪| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: স্বাস্থ্য মন্ত্রণালয় নিজে উদ্যোগী হয়ে এই টিকার বিষয়ে যথাযথ পদক্ষেপ চাইলেই নিতে পারে। এতো জনগুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেয়াটা ঠিক হবে না। ধনী-গরিব অর্থাৎ দেশের আপামর জনগণকে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণে আগ্রহী করা এবং তাদেরকে সরকারী তত্বাবধানে দ্রুত টিকা প্রদানের ব্যবস্থা করতে পারলে কিছুটা হলেও দায় এড়ানো যাবে।

২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে যারা বিলিওনিয়ার, মিলিওনিয়ার ব্যবসায়ী, ওদের ব্যবসার মডেল হলো ব্যাংক ও মানুষের টাকা ডাকাতী করা; ওরা কিসের ব্যবসা করছে, ওদের কাজ ডাকাতী।

৫| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত
ঠান্ডা মাথার মানুষ। মাথা গরম করেন না
বলেই দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশের
প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করে আছেন।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



উনি দীর্ঘ সময় আছেন,তুঘলকী রাজ্য চালাচ্ছেন; দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।

৬| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: ডিজিটাল মামলা সকালে হয়েছে দুপুরেই চারজন আটক ফেনীতে। পুলিশ এমন মার দিবে বাপের নাম ভুলে যাবে। এই ভয়ে সবসময় ।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনার নাম ইতিহাসে ভয়ংকর ৈসেবে প্রবেশ করবে।

৭| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

উম্মে সায়মা বলেছেন: এদেশের ভবিষ্যৎ যে কি আল্লাহই জানেন!

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



এখন মগের মুল্লুক, ভবিষ্যত আফগানিস্তান, কিংবা ইয়েমেন।

৮| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪২

কবীর হুমায়ূন বলেছেন: আমাদের ব্যবসায়ীদের লোভের উচ্চাঙ্খা এতো বেশি যে, ওরা নিজের জীবন ছাড়া আর কোন মানুষের জীবনকে এক পয়সার মূল্য দিতে চায় না। লাভের জন্য রাহাজানি করতেও দ্বিধান্বিত হয় না। টিকার মতো জীবন সংশ্লিষ্ট বিষয়কে দুর্বৃত্তায়নে পারদর্শী ব্যবসায়ীদের হাতে দেয়া কোনমতেই উচিৎ হবে না। এখন বেক্সিমকোর ব্যানারে আমদানী ও রক্ষণাবেক্ষন হলেও, সম্পূর্ণ কর্মযজ্ঞ রাষ্ট্র নিয়ন্ত্রাধিন। এ টিকা কার্যক্রমকে প্রাইভেটাইশন করলে, হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হবে। শুভ কামনা চাঁদগাজী।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:




আমি বাংলাদেশে ব্যবসায়ী দেখিনি, ওগুলো ডাকাত।

৯| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১০

জে.এস. সাব্বির বলেছেন: গোবর আছে এবং সেটা কিছু নির্দিষ্ট কাজে কার্যকরীও!

ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির হাল ধরে থাকে, তবে আমাদের স্বাস্থ ব্যবসায়ীরা হায়েনার সমজাতী।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:




ব্যবসায়ী গড়ে উঠেন পেশাধার থেকে, যে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে; আাদেরগুলো জন্ম থেকেই ডাকাত।

১০| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শেখ হাসিনার জ্ঞান কি শিশুদের লেভেলে চলে গেছে যে, মহামারিতে টিকার মতো প্রাণ রক্ষাকারী প্রতিষেধক ডকাতদের হাতে তুলে দিচ্ছে?

কিছু পাইতে হইলে কিছু দিতে হয়।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা শিশুর মতো আগডুম বাকডুম খেলছেন।

১১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যুদ্ধপরবর্তী সময়ের মত এখনো যদি সরকার নিজ দায়িত্ব প্রাইভেট কোম্পানিগুলোকে দেওয়ার চেষ্টা করে, তবে স্বাধীনতার অর্ধ শতক পর রাষ্ট্রের সফলতা কোথায়?

আওয়ামী সরকার যুদ্ধপরবর্তী সময়ে পাকিস্তানিদের ফেলে যাওয়া শিল্প বানিজ্য এবং রাষ্ট্রিয় শিল্প বানিজ্য- ব্যাংক প্রতিষ্ঠানের মত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশগুলোকে ব্যক্তি মালিকানায় দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে দাঁড় করানোর পরিবর্তে আরো ভেঙে দেয়। এখনো সেই তরিকায় রাষ্ট্রীয় সম্পদ ভোগ ও জনগণের দায়িত্ব ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের মূল কার্যক্রমকে ভিন্ন খাতে নিয়ে দুর্নীতিকে ধামাচাপা দেওয়া হচ্ছে। এগুলোই আওয়ামীলীগের কর্ম।

কেন যেন মনে হয়, এটা সরকারের ব্যর্থতার পাশাপাশি ধনাট্যদের জন্যই সরকারের চেষ্টার প্রকাশ। যা আমাদের সামনে রেনেটার খোলসে প্রকাশ পাচ্ছে মাত্র।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:




প্রাইভেটাইযজেশান করেছে জিয়া ও সাইফুর রহমান।

১২| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ২:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে একটা মধ্যস্বত্বভোগী আছে।ব্যাক্তি পর্যায়ে আমদানি করবে,সরকার তার কাছ থেকে কিনে নিবে।এটা একটা খুব পুরনো নিয়ম।সরকার আমদানির ঝামেলায় যেতে চায় না।মাঝখান থেকে আমলারা বিরাট অংঙ্কের একটা কমিশন পায়।
সরকারই আমদানি করতো যদি দামের বিষয়টা গোপন থাকতো।যদি এক টাকার জিনিস তারা দশ টাকায় কিনতে পারতো।

২৩ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:





আপনি বুঝলে শেখ হাসিনা বুঝে না কেন?

১৩| ২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:১২

ডাব্বা বলেছেন: রাশিয়ার স্পুটনিক ভ্যাক্সিন এখন বাংলাদেশে তৈরি হবে। চুক্তি হয়েছে শুনলাম।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:



ভালো, কিন্তু উহা কি ধরণের ভেকসিন সেটা কি কেহ বুঝেন?

১৪| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কিভাবে মামুনুলকে সিস্টেম করে দিলো দেখলেন?
এর পরও কি বলবেন, শেখ হাসিনার বুদ্ধি কম?

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:




বিএনপি-জামাত-শিবির-হেফাজত একটা শক্তিতে পেিণত হচ্ছে, যেটা এই দেশকে কোনদিকে নিবে শেখ হাসিনা বা অন্য কেহ এখনো জানে না।

১৫| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৫

ডাব্বা বলেছেন: "ভালো, কিন্তু উহা কি ধরণের ভেকসিন সেটা কি কেহ বুঝেন?

এটা জ্ঞানী ব্যাক্তিরা বুঝবেন ও বুঝাবেন। আমি বিশ্বাস করি সরকারে কিছু এমন ব্যাক্তি এখনও আছেন। না থাকলে অন্য জ্ঞানীরা কথা বলবেন।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:




সরকারের যদি জ্ঞানী লোকজন থাকতো, ১৪ কোটী লোকের ভেকসিনের জন্য এভাবে হাত-পা ছেড়ে দিয়ে বসে থাকতো, নাকি কারো সাথে উৎপাদনের চুক্তি করতো?

১৬| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

ডাব্বা বলেছেন: সরকারের যদি জ্ঞানী লোকজন থাকতো, ১৪ কোটী লোকের ভেকসিনের জন্য এভাবে হাত-পা ছেড়ে দিয়ে বসে থাকতো, নাকি কারো সাথে উৎপাদনের চুক্তি করতো?
বিশ্বের কয়টি এই চুক্তি করতে পেরেছে সেটাও দেখুন। সময়তো কম গেল না।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:




যাদের মাথায় মগজ আছে, তারা করেছে; আপনি বিশ্বের কথা বলে চাব্বা মারছেন কেন, আমরা কি আফ্রিকায় থাকি?

১৭| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১১

ডাব্বা বলেছেন: এশিয়ার কয়েকটি দেশেরই নাম বলুন। ইউরোপের বলুন। অ্যামেরিকার বলুন। তুলনা করুন। তারপর এভাবে কথা বলুন।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগে এই বিষয়ে পিএইচডি'র লেখা প্রকাশ করছি না।

১৮| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৭

ডাব্বা বলেছেন: তাহলে তো আপনি জানেনই বিষয়টা। শুধু শুধু প্রশ্নের কী প্রয়োজন?

২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:



অন্যেরা কি ভাবছেন, সেটা বুঝার জন্য প্রশ্ন করেছি।

১৯| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯

অক্পটে বলেছেন: স্বাস্থ্য মন্ত্রণালয় কি কাজে লাগে যদি এই জাতীয় দুর্যোগের ভার ডাকাতদের হাতে তুলে দিতে হয়।

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



আমার আত্মীয় ও পরিচিতদের মাঝে ৩ জেনারেশনে ৪ জন ব্যুরোক্রেটকে দেখেছি, এরা জাতির ক্ষতি ছাড়া অন্য কিছু করে নি, করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.