![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ব্লগার রাজিব নুর নিজের পরিবারের সদস্যদের সামুর ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন; উনার লেখায় পরিবারের অনেক কিছু উঠে আসে সব সময়। উনার স্ত্রী সুরভীকে সব ব্লগারই চেনেন; উনাদের ২ কন্যা: পরী ও নুরী; নুরীর জন্ম গত ডিসেম্বরে; রাজিব নুর আজকাল ছোট একটা সিরিজ লিখছেন,"প্রিয় কন্যা আমার", কন্যাকে নিয়ে একজন বাবার ভাবনাচিন্তা; সিরিজটি বেশ পপুলার।
রাজিবের বাবার মৃত্যু হয়েছে সম্প্রতি; রাজিবের মা এখন পরিবারের গার্ডিয়ান; রাজিবের চাকুরী নেই, করোনার সময়ে উনার চাকুরী চলে গেছে; উনার মা এখন উনার টাকশাল। উনার স্ত্রী ও ২ ভাইয়ের বউয়েরা সংসার দেখেন, রাজিবের মা'কে এখন সংসারের কাককর্ম নিয়ে ভাবতে হয় না, এটা খুবই ভালো দিক এই পরিবারের।
রাজিবের বাবার সাথে রাজিবের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো, রাজিব ও বাবার সম্পর্ক খুবই সহজ ছিলো। রাজিব তাঁর দাদী সম্পর্কেও লিখেছেন; তিনি পারিবারিক ব্যবসা কন্ট্রোল করতেন; রাজিবের দাদা কম বয়সে দৃষ্টিশক্তি হারায়ে ফেলার পর দাদী সবকিছু ম্যানেজ করতেন। রাজিবের শ্বশুরকেও ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন রাজিব; উনি ট্রেড ইউনিয়ন ( বাম রাজনীতি) করতেন; রাজিবের শ্বশুরের কিছু লেখা রাজিব ব্লগে প্রকাশ করছেন।
রাজিবের ছোট ভাইয়ের বিয়ে হওয়ার কথাছিলো, মনে হয়, হয়ে গেছে। রাজিবের পরিবারের একটা দিক, এরা প্রয়োজনের তুলনায় বেশী খাওয়া দাওয়া করেন বলে আমার মনে হয়; সব ধরণের উৎসব পালন করে থেকেন তাঁরা, এবং ভালো ও বেশী খাবার দাবার পরিবেশন করা হয় সব সময়। আমার মনে হয়, বেশ পরিমাণ অপচয় হয়ে থাকে; রাজিব ঘরের খাবার ফেলে বাহিরের খাবার খেয়ে থাকেন অনেক সময়।
রাজিবদের ছাদে বিবিধ ফল ও ফুলের বাগান আছে; রাজিব সেগুলোর অনেক ছবি দিয়ে থাকেন প্রায় সময়। এক সময় রাজিব নিজের প্রতি পোষ্টেই নিজের ছবি দিতেন; ইহা নিয়ে তিনি একবার জেনারেল হয়েছিলেন!
৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
উনি সাধারণত: ক্যাচালে অংশ নেন না, ক্যচাল পোষ্টে মন্তব্য করেন না।
মনে হয়, উনাকে জেনারেল করা হয়েছে; কি কারণে করা হয়েছে আমরা জানবো না, উনি জানার কথা; আমার সন্দেহ, উনার সওয়াবের পরিমাণ বেশী হয়ে গেছে।
২| ৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯
অপু তানভীর বলেছেন: একটা মানুষ মাসে ১০০র উপরে কিভাবে পোস্ট দিতে পারে, সেটা রহস্য বুঝতে পারলাম ।
পরিবারের কথা বার্তা, তার সাথে কি হচ্ছে না হচ্ছে এসব মানুষকে জানানোর জন্য সোস্যাল মিডিয়া ব্যবহার উত্তম ।
৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
উনি নিজ পরিবারকে সুন্দরভাবে তুলে ধরেছেন ব্লগে, ইহা ঢাকার সাধারণ ১টা পরিবার সম্পর্কে বেশ কিছু ভালো ধারণা দিচ্ছে।
উনার লেখা বেশ পপুলার, উনি লিখতে জানেন।
৩| ৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাঁর বাসায় একবার পুলিশ এসেছিল ।
তিনি পুলিশকে বেশ কিছু টাকা ঘুষ হিসেবে উপহার দিয়েছিলেন।
তিনি একজন অমায়িক ভদ্রলোক।
৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
তাই? ব্যাপার কি ছিলো?
৪| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব সহজ ও সরল মানুষ
তবে মাঝারি টাইপের বোকা।
যদিও তিনি তা স্বীকার করেন না।
বোকা ভােলো চালাকও ভালো
তবে মাঝারি মানে দুরমা (ডাবও না
আবার ঝুনাও না) টাইপ তাই
অনেক ঝড় ঝাপটা সহ্য করতে
হয়। তার কল্যাণ কামন করছি।
আশা করি অচিরেই তিনি ফিরে
আসবেন।
৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
উনি আধুনিক মনের মানুষ; দেশের মানুষের চরিত্রের উপর উনার ভালো পর্যবেক্ষণ আছে।
৫| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০
কামাল১৮ বলেছেন: আর দশটা বাঙ্গালীর থেকে সে আধুনিক।কেউ কেউ বেদুইনদের পোশাক পরে ব্লগে ছবি দেয়।
৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকার বড় বড় ডাকাতদের (বসুন্ধরা, বেক্সিমকো, আলম ব্রাদার্স, শিকদার ব্রাদার্স, সামিট পাওয়ার, যমুনা কর্পো ) সম্পর্কে, ও হুজুরদের সম্পর্কে উনার ধারণাগুলো সঠিক।
৬| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২
রানার ব্লগ বলেছেন: ব্লগ ঝিমিয়ে গেছে অনেকটা।রাজিব ভাই আর কিছু না পারুক কিছু ব্লগারের পচ্ছে ঠিকি আগুন ধরাতে পারতেন। এই ব্যান তারই ফলাফল(ব্যাক্তিগত ধারনা)।
বস্তুত এটা রাজিব নুরের বিজয়।
৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
আমাদের সমাজের কাউয়াদের উনি বুঝতে পারেন, ঢাকায় থাকায় দেশ সম্পর্কে উনার পরিস্কার ধারণা আছে।
৭| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২
আমি নই বলেছেন: তিতাকথা হলেও সত্য যে উনি একজন ক্যাচালপ্রিয়, পল্টিবাজ ব্লগার।
৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
উনি আপনার থেকে কম বুঝেন, সেটাই আপনার জন্য বড় ধরণের সমস্যা।
৮| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি এখনো প্রচুর পোস্ট দিচ্ছেন।
কিন্তু আমি ছাড়া আর কেউ সেখানে মন্তব্য করছেন না।
আফসোস!
৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
রাজিব নুরকে কটাক্ষ করে এক ব্লগার নীচুমানের একটা পোষ্ট দিয়েছিলো, সেখানে অনেক ব্লগার লাইক দিয়েছিলো; বুঝা যাচ্ছে, রাজিবের পাঠক কিছুটা কমেছে।
৯| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০
আমি নই বলেছেন: উনি আপনার লেভেলের ব্লগার নন,সেটাই আপনার জন্য বড় ধরণের সমস্যা।
আমি সেইঅর্থে ব্লগার নই, একজন পাঠক মাত্র। শুধু পাঠক হওয়া কি মানা?
উনি সকালে এক কথা লেখেন আবার বিকালেই বিপরিত কথা লেখেন সে জন্যেই ওনাকে সামুর এরশাদ (পল্টিবাজ) ডাকা হয়,
যেসকল বিষয়ে নিজেই বিশ্বাস করেননা সেটাই মজা করে লেখেন, আপনি নিজেও ওনাকে ঐসকল পোস্ট না করতে অনুরোধ করেছিলেন, ঐ পোষ্টগুলোই আমার কাছে ক্যাচাল পোষ্ট মনে হয়েছে।
এটা আমার মতামত, আপনার আলাদা হতেই পারে।
৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
উনার লেখা আমি পছন্দ করি।
১০| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
খায়রুল আহসান বলেছেন: ব্লগারদের লেখার ব্যাপারে ভালমন্দ অনেক কিছুই আপনি খেয়াল করেন।
৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
রাজিব দেশের অবস্হা মোটামুটি বুঝেন, নিজেও দেশের সমস্যার শিকার; উনি নিজের এলাকার বাইরে গিয়ে সম্প্রতি কোরানের সুরাহ নিয়ে আলাপ আলোচনা করছিলেন, উহা উনার জন্য সমস্যা হয়ে গেছে, মনে হয়; উহা উনার এলাকা নয়।
১১| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২১
নজসু বলেছেন:
রাজীব ভাই একজন খুবই আন্তরিক মানুষ।
উনি ভালো মন্দ যাই বলুন, যাই লিখুন বা কমেন্ট করুন তাতে কোন ছল-ছাতুরি দেখিনি আমি।
উনি মাঝে মাঝে নিজেকেই একটু ঘোলাটে করে রাখেন। সেটা ওনার নিজস্ব ব্যাপার। তবে, উনাকে আমার ভালো লাগে।
আমিও ভাবছিলাম ব্লগ খুললেই যার পোষ্ট প্রথম পাতায় থাকেই থাকে, তার কোন পোষ্ট নজরে আসছে না কেন।
উনার ফিরে আসার প্রতীক্ষায়......
৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
উনি সম্প্রতি কোরান/হাদিস নিয়ে আলাপ করতে চেষ্টা করেছিলেন; উহা করার জন্য ব্লগারের অভাব নেই, উনি ভুল যায়গায় গিয়ে ধাক্কাধাক্কি করছিলেন, বেদরকারী কাজ।
১২| ০১ লা মে, ২০২১ রাত ১২:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
রাজীব ভাই ভালো মনের মানুষ। একটু ভুলোমনা। তবে, ইতিবাচক মানসিকতার অধিকারী। উনার পরিবারকে ব্লগে যেভাবে উপস্থাপন করেছেন সেভাবে আর কোন ব্লগারকে এমনটি করতে দেখিনি। এগুলো করে তিনি আনন্দ পান। আমরাও এসব পোস্ট মজা করে পড়ি। উনি ব্লগকে খুবই ভালোবাসেন, ব্লগের লেখা পড়েন। মন্তব্য করেন। আমার খুব প্রিয় একজন ব্লগার। কিন্তু সমস্যা হচ্ছে উনি স্ববিরোধী অনেক মন্তব্য করেন। কখনো একই দিনে দু'টি বিপরীত মেরুর মন্তব্য করেন। এগুলো একজন মানুষের চারিত্রিক দৃঢ়তাকে নষ্ট করে। এজন্য কিছুদিন আগে তাকে উপলক্ষ করে একটি পোস্ট আসে। এতে তিনি মনকষ্ট পান।
সবাইকে খুশি করার প্রবণতা উনার আছে। এতে হিতে বিপরীত হয়। ব্লগারদের কেউ কেউ ভুল বুঝেন। বিশেষত যারা ব্লগে আস্তিক/নাস্তিক তালিকা নিয়ে কাজ করেন তারা মহা সমস্যায় পড়েন। তিনি কোন পক্ষের সেটা কোটি টাকার কুয়েশ্চন হয়ে দাঁড়ায়। এজন্য উনার কমেন্ট নিয়ে এই দুই ঘরনার ব্লগাররা খুবই টেনশনে থাকেন। মাঝে মাঝে পোস্ট দিয়ে তাকে টেস্ট করেন!
রাজিব ভাই ফিরে আসবেন শীঘ্রই। আর, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
০১ লা মে, ২০২১ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের অবক্ষয়ী সমাজ সম্পর্কে উনার পর্যবেক্ষণগুলো ভালো। উনার ২ মেরুর সস্যা হচ্ছে, উনি নিজেই যখন কোরান/হাদিস নিয়ে পোষ্ট দেন; ইহা উনার এলাকা নয়, এখান থেকে উনার সরে যাওয়া উচিত।
ব্লগে যারা আস্তিক/নাস্তিকের লিষ্ট করে থাকে, ওগুলো ব্লগার নয়, এগুলো ভয়ংকর লোকজন।
১৩| ০১ লা মে, ২০২১ রাত ১:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগের কোন খোঁজ রাখা হইনা ইদানীং। পোষ্ট পড়ে ফিরে আসতে ইচ্ছা হয়। আমি না ফিরলে রাজীব ভাই নিশ্চয়ই ফিরবেন। শুভকামনা ।
০১ লা মে, ২০২১ রাত ১:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কিছু সমস্যা কথা বলতেন, সেগুলোর সমাধান করতে পেরেছেন?
রাজিব অবশই ফিরবেন, আপনিও সময় করে আসুন।
১৪| ০১ লা মে, ২০২১ রাত ২:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: উনি খুব সম্ভবত সবার লিখাতেই গিয়ে মন্তব্য করতে পছন্দ করেন। তার লিখা মাঝে মধ্যে পড়া হয়। তার বাবার মৃত্যুটা আমাকে ব্যাথিত করেছে বৈ কি! কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আমার খুব বেশী ধারনা নেই, আর ধারনা নেয়ার ইচ্ছেও নেই, ওটা ব্যক্তিগত থাকটাই শ্রেয় মনে করি।
০১ লা মে, ২০২১ রাত ২:১৭
চাঁদগাজী বলেছেন:
উনি ঢাকাকে ও উহার লোকজনকে বুঝেন; সম্প্রতি উনি কোরান/হাদিসের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ইহা অপ্রয়োজনীয় কাজ, এগুলো করার জন্য লোকের অভাব নেই।
১৫| ০১ লা মে, ২০২১ সকাল ৯:২৮
জুন বলেছেন: আমি বেশ কিছু দিন ব্লগে টোটালি অনুপস্থিত ছিলাম। কি হয়েছে রাজীব নুরের? উনিতো নিয়মিত লিখতেন। আশাকরি ওনার মত ব্লগ অন্তপ্রান মানুষ শীঘ্রই ফিরে আসবেন।
০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
আজকে দেখলাম, সামনের পাতায় ফেরত এসেছে; মনে হয়, অতি ধর্মীয়রা উনার বিপক্ষে নালিশ করেছিলো, ব্লগেও মোদীর শিষ্যরাই বেশী।
১৬| ০১ লা মে, ২০২১ দুপুর ১২:১৫
তারেক ফাহিম বলেছেন: রাজিব ভাইর পোস্টগুলো মজা করে পড়ি।
উনি অনেকটা আন্তরিক সকল ব্লগারদের প্রতি।
সরল মনে পরিবারের বিষয়ে সকাল সন্ধ্যা লিখে ব্লগের পাতা সচল রাখতে দেখেছি।
আশা করছি উনি ফিরে আসবেন।
০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
ফিরে এসেছে; এখন কোরান/হাদিস নিয়ে মাথা না ঘামালে হলো।
১৭| ০৫ ই মে, ২০২১ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: পোষ্ট টা আমি আগেই পড়েছি। কমেন্ট ব্যান থাকায় মন্তব্য করা হয় নাই।
আমি মনে করি মানুষ হবে খোলা বইয়ের মতোন।
তবে আমি ঘটা করে পরিবারের কথা লিখতে চাই না। আসলে লেখার খাতিরে কিভাবে যেন পরিবারের কথা চলে আসে।
০৫ ই মে, ২০২১ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
সামু আপনার পরিবারকে জানে; আপনি তখন ব্লগে নেই, সেটা বলার জন্য এই পোষ্ট।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: রাজিব সাহেবকে কোনো কারণে হয়তো ব্যান করা হয়েছে।
উনার লেখা প্রথম পাতায় আসছে না এবং উনি কোনো মন্তব্য করতে পারছেন না কারো পোস্টে।
নিশ্চয় কোনো ক্যাচাল লেগেছিলো।