![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বিশ্ব বর্তমানে যেই অবস্হায় আছে, কোন জাতির সাধ্য আছে ১৩৭ কোটী মানুষের দেশ ভারতকে সাহায্য করার? ইসরায়েলের লোক সংখ্যাই ৭০ লাখ, ওরা কি পাঠাবে ১৩৭ কোটীর জন্য? ভারতের ১৩৩৭ মিলিয়ন মানুষের জন্য আমেরিকা ১০০ মিলিয়ন ডলারের এটা সেটা ও কিছু অক্সিজেন, টেষ্টকিট, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার পাঠায়েছে; এগুলো কি আসলে ভারতের জন্য দরকারী জিনিষ, এগুলোর অভাব আছে ভারতে? ভারতের দরকার টিকা, উহা কে দিতে পারবে? ভারতের দরকার অক্সিজেনসহ হাসপাতালের সীট, উহা কে দিতে পারবে? ভারতের জন্য দরকার শৃংখলা, উহার ব্যবস্হা কে করবে? ভারতের দরকার ম্যানেজমেন্ট, উহার ব্যবস্হা করে করবে? ভারতের দরকার নতুন প্রাইমমিনিষ্টার, চা-ওয়ালা ভারতেকে চিতায় পরিণত করেছে।
গত জানুয়ারীর ২৮ তারিখে, সুইজারল্যান্ডে ইকোনোমিক ফোরামের সন্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলো যে, ভারতের স্বাস্হ্য ব্যবস্হা সাফল্যের সাথে করোনাকে পরাজিত করেছে; এই সপ্তাহে বিশ্ব হতবাক, চা'ওয়ালা কি বলেছিলো, আর কি করেছে? সে ভোট করেছে! এই সপ্তাহের অবস্হা কি গত ৯ দিনে হয়েছে, নাকি ২/১ মাস সময় লেগেছে? চা'ওয়ালা বসে বসে কি করছিলো?
ভারতের লোকজন গত ২ভোটে ভুল করেছেন, তাঁরা ধর্মের কোন অংশটা মিস করেছিলো বলা কঠিন; তবে, তারা এই মৃত্যুদুতকে ভারত চালানোর ভার দিয়ে নিজেদের মৃত্যুকে ডেকে এনেছে; সারা বিশ্বে অক্সিকেন রপ্তানীকারক দেশের মানুষ সামান্য অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে!
চীনারা উহানে ৯ দিনে ২টি হাসপাতাল তৈরি করেছিলো, ভারতীয়রা পারে না? চা'ওয়ালার লোকেরা মানুষকে তাঁবু টানায়ে যায়গা দিতে পারছেনা? কয়েকজন শিখ ভলনটিয়ার হাসপাতালের অদুরে সামিয়ানা টাংগায়ে মানুষকে অক্সিজেন দিচ্ছেন, চা'ওয়ালার হাসপাতালের লোকেরা এসব মানুষকে অক্সিজেন দিতে পারেনি। চা'ওয়ালা কোন অবস্হায়ই ১৩৭ কোটী মানুষকে চালাতে পারার কথা নয়, উহাকে হাতে আবার চায়ের কেটলী ধরায়ে দিলে, ভারতের মানুষ এর থেকে ভালো থাকবে।
০১ লা মে, ২০২১ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভারতের ক্যাপিটেলিষ্ট চক্র ও উচ্চবর্ণের ব্যুরোক্রেটরা মিলে আরেকজন বেগম জিয়া খুজে বের করেছে।
২| ০১ লা মে, ২০২১ রাত ১:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: জাতীয়তাবাদের ধুঁয়ো তুলো সুর্নিদিষ্ট কোন একটা গোত্রের লোকজনদের বিরুদ্ধে দেশের মানুষকে ক্ষেপিয়ে দেয়ার রাজনীতি, ক্ষমতায় আসার পথ সুগম করলেও তা দিন শেষে দীর্ঘমেয়াদী কোন সুফল নিয়ে আসে না। হিটলার থেকে ট্রাম্প বা মোদী সবই একই পথের যাত্রী, দুর্ভাগ্য যে মানুষ ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় নি।
০১ লা মে, ২০২১ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়রা নিজেদের পায়ে কুঠার মেরেছে; নীচু বর্ণের হিন্দু ও মুসলমানদের সবকিছুর জন্য দায়ী করে, উঁচুবর্ণের হিন্দুরা এই জল্লাদকে নেতা বানায়েছে; বাকী থাকছে সতীদাহ
৩| ০১ লা মে, ২০২১ রাত ১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি দূর থেকে উনেক কিছু লিখেন, লিখতে পারেন।
মন্ত্রী-এমপি-আমলাদের মৌখিক বাকবাকুম আছে আমাদের ১৬ আনা, কিন্তু আমাদের স্বাস্থ খাতের অবস্থা সম্পর্কে সকলেরই ধারণা আছে। ভারতে অবস্থা খারপ হয়েছে মানে আমাদের গোদের উপর বিষফোরা হয়েছে। ভারত ছাড়া আমাদের চলে নাযে।
আমাদের কি হবে গো......
০১ লা মে, ২০২১ রাত ২:১১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা নিজের প্রাণের ভয়ে গর্দভ-সভা গঠন করে তুঘলকের সাম্রাজ্য চালাচ্ছেন।
৪| ০১ লা মে, ২০২১ রাত ২:০৮
কামাল১৮ বলেছেন: কুসংস্কারে বিশ্বসী লোকজন ক্ষমতায় থাকলে তাদের অবস্থা এমনি হয়।পুরো জাতিকে কুসংস্কার আচ্ছন্ন করে ফেলছে।
০১ লা মে, ২০২১ রাত ২:১২
চাঁদগাজী বলেছেন:
এই লোকটা রাস্তাঘাটের খুনী, এখন ভারতীয়রা ওর হাতে খুন হচ্ছে।
৫| ০১ লা মে, ২০২১ রাত ২:৩১
সিডনি গটলিব বলেছেন: ফালটু লেখা
০১ লা মে, ২০২১ রাত ২:৪৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগে এসেছেন, লিখে দেখেন, তখন নিজকে বুঝতে পারবেন; এখনো চোখে রামধনু, উহা মিলায়ে যেতে সময় লাগে না।
৬| ০১ লা মে, ২০২১ রাত ২:৩৯
সিগনেচার নসিব বলেছেন: চা'ওয়ালা ভারতবর্ষকে ভিখারির দেশে পরিনত করছে।
করোনায় দেশের জনগণকে বাঁচাবে নাকি নিজের ইমেজ রক্ষা করবে?
মানুষজন নাকি পদত্যাগ দাবি করতেছে।
০১ লা মে, ২০২১ রাত ২:৪৭
চাঁদগাজী বলেছেন:
ভারত অনেক কষ্ট করেছে, কিন্তু কোনদিন হাত পাতার অবস্হানে ছিলো না।
৭| ০১ লা মে, ২০২১ রাত ৩:০৯
নেওয়াজ আলি বলেছেন: এইসব শাসক নিজেকে নিজেও ক্ষমা করতে পারবে না। এইসব অযোগ্য লোক মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে
০১ লা মে, ২০২১ রাত ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
রামরাজ্যের খোয়াব বেশীদিন চোখে থাকবে না।
৮| ০১ লা মে, ২০২১ রাত ৩:৩২
কলিমুদ্দি দফাদার বলেছেন: view this link
সাব কি চায়ে, মোদিকি চা
০১ লা মে, ২০২১ রাত ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
ভারতের মানুষ আবার বানরে পরিণত হতে যাচ্ছে।
৯| ০১ লা মে, ২০২১ রাত ৩:৪৪
স্প্যানকড বলেছেন: নিজের দেশে হলে কি হবে ভেবেছেন? আমাদের সব ঠিক আছে তো? এত কিছুর পরেও পশ্চিম্বঙ্গের ইলেকশন থেমে নেই। সইত্য সেলুকাস! কি বিচিত্র এ জাতি!
০১ লা মে, ২০২১ ভোর ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে হলে, দেশে সরকার আছে বলে এখন যে প্রবাদ আছে, উহাও থাকবে না।
১০| ০১ লা মে, ২০২১ ভোর ৫:১৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: করোনার প্রথম ধাক্কার সময়ে বাংলাদেশের কিছু কিছু চামচা মন্ত্রী ও নেতারাও চায়ওয়ালার মতোই হম্বিতম্বি করছিলেন, কোরোনাকে পরাজিত করা, করোনা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে। এদের কি কিছুটা বোধোদয় হবে এখন ?
স্প্যানকড বলেছেন: এত কিছুর পরেও পশ্চিম্বঙ্গের ইলেকশন থেমে নেই।
এরা এতই বেপরোয়া হয়ে গেছে যে কুম্ভ মেলাটাও নিয়ন্ত্রণ করতে পারে নি। আইপিএলটাও বন্ধ করি নি চরম অর্থলোভের কারণে।
০১ লা মে, ২০২১ ভোর ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
মৌলবাদীদের মগজ কাজ করে না।
শেখ হাসিনা আওয়ামী লীগকে চিড়িখানায় রূপান্তরিত করেছেন।
১১| ০১ লা মে, ২০২১ সকাল ৮:৪৬
জুন বলেছেন: সাময়িক কেন, থাকুক পোস্ট চাদগাজী। আমরা ইতিহাস বই পড়েছি এর পাতায় পাতায় লেখা থাকে একটি লাইন "history repeats It'self " । একারনে আগে রাজনীতিতে যারা আসতো তারা আইন আর ইতিহাস এর উপর ডিগ্রি নিয়েই আসতো। যাতে ইতিহাসের পুনারাবৃত্তি না হয় তাদের হাতে। মহাত্মা গান্ধী যে চরকা কেটেছে, কিন্ত সে একজন ব্যারিস্টার ছিলেন।
আপনি গতকালের ভারতীয় বর্তমান পত্রিকায় সন্দীপন বিশ্বাসের আর্টিকেলটা পড়ে দেখেন, ভারত আজ ছন্নছাড়া শ্মশ্মানভুমি। কত বড় এক অযোগ্য ব্যাক্তি ভারতের মত প্রাচীন এক সভ্যতার দেশ যারা কিনা আজও জ্ঞ্যানে বিজ্ঞানে কত দূর এগিয়ে আছে তাকে কোথায় এনে নামিয়েছে। করেছে সে তো দলিত হিন্দু আর মুসলমানদের পদদিলত করছে না, করছে সমগ্র দেশবাসীকে। পরবর্তী নির্বাচনে যদি ভারতবাসীর হুশ হয়। করোনাকালে লক্ষ লক্ষ লোকের সমাগমে কুম্ভমেলা, পশ্চিম বংগের নির্বাচন এ লাখ লাখ মানুষ জুটিয়ে সভা করা কোন সুস্থ মস্তিস্কের একজন নেতার নেতৃত্বে সংঘটিত হয় তা কেউ বলতে পারবে কি? মৃতদের লাশ পরে আছে সারি দিয়ে শ্মশানের বাইরে, শিয়াল কুকুর ছিড়ে খাচ্ছে। পুরো দিল্লী মহারাষ্ট্রয় এখন ২৪ ঘন্টাই চিতা বনহিমান। আমাদের ও সাবধান হওয়া উচিত। ঈদ এই বছর নাই বা উদযাপন করলাম, মরেতো যাবো না। তাও এই চিতায় আত্মাহুতি দেয়া থেকে সতর্ক থাকুক সবাই।
০১ লা মে, ২০২১ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সরকার ঈদের জামাত বন্ধ করা উচিত, কিংবা প্রতি জাাতে ১০০ জন মানুষ ৬ ফুট দুরে থেকে জামাত করার জন্য অর্ডার দেয়া উচোত; এতে প্রতি গ্রামে ৩/৪ টা জামাত করা উচিত হবে।
ভারতে হাজার হাজার পিএইচডিও বিজেপি'তে আছে; ধর্ম মানুষকে অন্ধ করে দেয়; এক ব্লগার পিএিচডি 'অলৌকিক কোরান ও বিস্ময়কর হাদিস' নামে বই লিখেছেন।
১২| ০১ লা মে, ২০২১ সকাল ১০:২৫
নতুন নকিব বলেছেন:
করোনায় ভারতের কয়েক কোটি মানুষ মরিয়া সাফ হইয়া গেলেও উহাকে লইয়া কথা বলা কি উচিত হইবে? উহাকে নিয়ে কথা বলিলে আবার শাস্তি টাস্তি পাবার ভয় টয় আছে কি না তাহাও তো চিন্তার বিষয়! উহাকে অনেকে আবার দেবজ্ঞান করে কি না!
০১ লা মে, ২০২১ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
বিজেপি ধর্ম দিয়ে মানুষের ভাবনা-চিন্তাকে ভুল পথে ধাবিত করেছে; বাংলাদেশে এরা আছে, ব্লগেও এরা আছে; আমাদের অবস্হা ভারত থেকে আরো খারাপ হবে।
১৩| ০১ লা মে, ২০২১ দুপুর ১২:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাওয়ালা আবার ক্ষমতায় এলে
দেশের মানুষকে ফ্রিতে চা খাওয়ার
একটা দোকান খোলা হবে। আপনাকে
সেখানে তদারকীর দায়িত্ব দেওয়ার জন্য
বিশেষ ভাবে সুপারিশ করা হবে।
০১ লা মে, ২০২১ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
চা-ওয়ালা ভারতকে চিতায় পরিণত করছে; ১৯৭১ সালে জামাতের জল্লাদেরা বাংলাকে বধ্যভুমি বানায়েছিলো; আগামীতে হেফাজত জামাত মিলে বাংলাদেশে ইয়েমেন বানাবে।
১৪| ০১ লা মে, ২০২১ দুপুর ২:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক কথা।
তবে ভারতের ভোটারদের বেশীরভাগ নির্বোধ!
০১ লা মে, ২০২১ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
ভারতের শিল্পপতি ও উচ্চ-বর্ণের ব্যুরোক্রেটরা বিজেপি চােয়েছিলো।
১৫| ০১ লা মে, ২০২১ বিকাল ৪:০৩
শাহিন-৯৯ বলেছেন:
মোদি কসাই ছিল, আছে, থাকবে! যতদিন ভারতের জনগণ উপলব্ধি না করতে পারবে ততদিন তাদেরকে শুধুই চমৎকার বক্তব্য শুনে যেতে হবে।
০১ লা মে, ২০২১ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
বিএনপি-জামাত-শিবির-হেফাজতের গন্তব্য কোথায়া?
১৬| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: একজন কলাবিক্রেতার সন্তান অনেক বিদ্যাবুদ্ধির অধিকারী হয়ে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ হলেও দেশবাসী ওনার প্রতি আস্থা রাখেনি। দেশবাসী দেড়হাজার বছরের প্রতিক্ষিত হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন সার্থক করার সুবর্ণ সুযোগ সুযোগ মোদিজীকে অর্পন করেছেন। মোদিজি ঘটি বাসন বাজিয়ে দেশব্যাপী অন্ধকার করে পঞ্চগব্য সেবন করে অলিতে গলিতে মন্দির প্রতিষ্ঠা করে মুখে জয়শিরিরাম ধ্বনি আউড়ে করোনার রোগিকে নিরমূল করবেন। এখানে ওনার শতভাগ সাফল্য আপনার চোখে পড়লো না?।এখানে শৈশবের ঐ পেশাকে স্মরণ না করালেই কি হতো না?
০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
ভারত এতটুকু সামনে এগিয়ে গেছে শিক্ষা ও টেকনোলিজীর কারণে; ভারতের অর্থনীতিবিদরা সফল হয়েছে অনেকটা; ভারতের ক্যাপিটেলিজম ও উচ্চবর্ণের ব্যুরোক্রেটরা ভারতকে গলাকাটা ক্যাপিটেলিজমের দিকে নেয়ার জন্য মোদী পোদীর মতো ইডিয়টদের কাজে লাগাচ্ছে।
১৭| ০১ লা মে, ২০২১ রাত ৮:২৯
রানার ব্লগ বলেছেন: বিজিপি তে যদি আপনি বারাক ওবামা কেউ এনে দিন কিছুদিন পরে দেখবেন সে চা ওয়ালার মতো আচরণ করছে। বাংলাদেশের জামাত ভারতের বিজেপি একই বস্তু। এরা স্বার্থের জন্য যা খুশি করতে পারে।
০২ রা মে, ২০২১ রাত ৩:১৭
চাঁদগাজী বলেছেন:
সঠিক, এগুলোর মগজ কাজ করে না।
১৮| ০২ রা মে, ২০২১ রাত ১:২২
কাওসার চৌধুরী বলেছেন:
আমার মনের কথাগুলো উঠে এসেছে আপনার লেখায়। চা ওয়ালা দিয়ে গরুর চনা নিয়ে গবেষনা করানো যেতে পারে। দেশ থেকে করোনা দূর করতে একজন একজন রাষ্ট্রনায়ক দরকার। মোদিকে দ্বিতীয়বার ক্ষমতায় বসানো ভুল ছিলো।
০২ রা মে, ২০২১ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়রা ভয়ংকর বেকুরী করেছে এই জল্লাদকে ২য় চান্স দিয়ে।
১৯| ০৩ রা মে, ২০২১ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন বাবু কর্তৃক প্রদত্ত নৈশভোজের ভাষণে বলেছিলেন-
আমি এটা জেনে খুবই আনন্দিত যে এক জন চাগরম (ঢাকার চাওয়ালারা বলে চাগ্রম) ওয়ালা ভারতের প্রেসিডেন্ট হয়েছেন।
তিনি এই ঘটনার জন্য খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে নাকি প্রকাশিত হয়েছিল।
০৩ রা মে, ২০২১ ভোর ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প, পুটিন, শি জিন পিং ও চা'ওয়ালার মাঝে অনেক মিল আছে; সবগুলো জীবন্ত শয়তান।
২০| ০৩ রা মে, ২০২১ রাত ১০:০০
ডঃ এম এ আলী বলেছেন:
চা -ওয়ালা নীজে নীজে পয়দা হয়নি ,
তাকে যারা পয়দা করেছে ও এখন
লালন পালন করে চলছে মানুষ
তাদেরকে চিনার চেষ্টা করুক ।
বাংগালীরাই মনে হয় তাকে
চিনছে আগে ।
০৪ ঠা মে, ২০২১ রাত ১২:২২
চাঁদগাজী বলেছেন:
উত্তর ভারতের মানুষের দয়ামায়া কম, ওখানে অনেক দানব জন্মে।
২১| ০৫ ই মে, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ভারত বিশাল দেশ। দিল্লী থেকে গাড়িতে করে কলকাতা যেতে সময় লাগে ৪৫ ঘণ্টা।
০৫ ই মে, ২০২১ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
তার চেয়ে কম সময়ে এক মুঠো ভিক্ষা এসেছে আমেরিকা ও ইসরায়েল থেকে; ভারত, তার বিমান ব্যবহার করে, অন্য রাজ্য ও চীন থেকে অক্সিজেন আনতে পারতো ৮ ঘন্টার কম সময়ে।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২১ রাত ১:৩৫
আল ইফরান বলেছেন: চাওয়ালার বিষয়টি আমার কাছে বিশ্বাসযোগ্য বলে কখনোই মনে হয়নি।
ওনার মত অযোগ্য একজন ব্যক্তিকে ভারতের আমজনতার কাছে গ্রহনযোগ্য বানানোর জন্যই এই চা-ওয়ালা অথবা গুজরাট মডেল ইত্যাদির মত মুখরোচক গল্প ছড়ানো হয়েছে। উনি একজন বর্বর এবং নিষ্ঠুর শাসক।