নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় রাজনৈতিক দল ও অগণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশকে ধ্বংশ করছে ও করবে।

০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:১১



কিছু কিছু ব্লগার লেখেন যে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান ভারতের মানুষের জীবনযাত্রার মান থেকে উন্নত; এটা ভয়ংকর ভুল ধারণা; জাতীয় জীবনযাত্রার মান মাপতে হয় কতগুলো সুচক্বের মাধ্যমে, তার মাঝে কয়েকটি হচ্ছে: শিক্ষার হার ও শিক্ষার মান, এইচডিআই, মাথাপিছু আয়, জিডিপি, বেকারত্বর হার, আন-এমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স, হেলথ-ইনস্যুরেন্স, প্রভৃতি। এগুলোতে আমরা ভারতের পেছনে আছি।

এখন ভারতের অবস্হা দেখছেন? চা'ওয়ালা ও বিজেপি মিলে ভারতকে "চিতায় পরিণত" করেছে! বিশ্বের বড় একটি "অক্সিজেন রপ্তানীকারক দেশ"এর মানুষ হাসপাতালের সামনে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে? ১৫ বছরের মেয়ে অক্সিজেনের লাইনে ১০ ঘন্টা অপেক্ষা করে, অক্সিজেন পাবার পর, দেখে মা মারা গেছে। গতকাল অবধি মোদী দরকারী কোন "জরুরী ব্যবস্হা" নেয়নি, সে ভোট নিয়ে ব্যস্ত ছিলো। এটা হচ্ছে ধর্মীয়দের অবদান।

ভারতকে সাহায্য করার ক্ষমতা আমেরিকারও নেই; একমাত্র চীন সাহায্য করলে ভারতের অবস্হা ৩/৪ দিনে ভালোর দিকে যেতে পারতো; কিন্তু ইডিয়ট মোদী ও বিজেপি চীনের সাহায্য এখনো নিচ্ছে না, মনে হয়। ভারতের এই অবস্হা থেকে বের হতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। ধর্ম মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়।

বিএনপি-জামাত-শিবির-হেফাজত জাতীয় জল্লাদেরা ১৯৭১ সালে আমাদের জাতীর উপর গণহত্যা চালিয়েছিলো; আবারো চালাবে; এরা এবং বিজেপি একই, বরং এরা বিজেপি থেকে আরো ভয়ংকর।

আওয়ামী লীগ ছিলো ধর্ম নিরপেক্ষ দল, কিন্তু শেখ হাসিনা দলটাকে শতকরা ১০০ ভাগ অগণতান্ত্রিক ও দেশকে ডাকাতীর ক্যাপিটেলিষ্ট দেশে পরিণত করেছেন, তিনি নিজে ৪০ বছর আওয়ামী লীগের সভাপতি; শেখ হাসিনার সরকারে থেকে বেক্সিমকো কি করছে এই মহামারীতে আপনারা দেখছেন, বেক্সিমকো জাতীর ক্যাপিটেল দখল করে রেখেছিলো; বসুন্ধরা সরকারের "খাস জমি দখল করাকে ব্যবসায়িক মডেল" হিসেবে নিয়ে, সরকারের ও মানুষের জমি দখল করে কি দৈত্যে পরিণত হয়েছে, মানুষের পর মানুষ মেরে চলছে? বসুন্ধরা যেই সম্পদ দখল করে রেখেছে এটার মালিক বাংগালী জাতি, এটা কেড়ে নেয়ার দরকার।

শেখ হাসিনার নাকের ডগায় কি করে আলম ব্রাদার্স মানুষের পর মানুষ মেরে চীনাদের নিয়ে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাচ্ছে? আমাদের দেশের মানুষকে বেকার রেখে চীনাদের নিয়ে বিদ্যুত কেন্দ্র? মানুষের জমি দখল করতে গিয়ে ৪ জন মেরে, ২০ জনকে পংগু করেছে, এখন ৬ জন শ্রমিক মেরে ৮ জনকে পংগু করেছে; এরা আমাদের সম্পদ ও ব্যাংক ডাকাতী করেনি? এরা ডাকাত, শেখ হাসিনা উনার বাবার স্বপ্ন ভুলে গিয়ে, বেক্সিমকো, বসুন্ধরা ও আলম ব্রাদার্সদের স্বপ্নকে বাস্তবাায়িত করছেন; উনার সরে যাওয়া উচিত।



মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের অনেক ব্লগার আছেন যারা যুক্তি ও বুদ্ধি দিয়ে সব কিছুর বিচার করতে চান না ।
অনেকেই আছেন নিছক আবেগের বশে সবকিছু চিন্তা করেন ।
আবার অনেকে আছেন সব কিছুতেই ধর্মীয় বিশ্বাসকে নিয়ে আসেন ।
এদেরকে দিয়ে আর যা কিছুই হোক না কেন মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির চর্চা চলবে না।

০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:




পিএইচডি ব্লগার ধর্ম প্রচারের বই লিখেছেন; উনার প্রফেশানেল অভিজ্ঞতাকে শেয়ার করার জন্য বই লিখেননি।

২| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

সৈয়দ এমদাদুল শাহ্ বলেছেন: ঠিক বলছেন দাদু

০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করেন।

৩| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৭:৩১

আল ইফরান বলেছেন: উন্নয়নের নামে আমাদের সাথে যেভাবে প্রতারনা করা হয়, সেইটা নিয়ে লেখা শুরু করলে আমাদের আর এই দেশে খুজে পাওয়া যাবে না। দেশের বাইরে থেকে বসে অনেক কিছুই লেখা যায়, কিন্তু অন দ্য গ্রাউন্ড যারা কাজ করে অথবা থাকে কেবল তারাই বুঝেন যে রাস্ট্রকাঠামোর সমালোচনা করার পরিণতি ভয়াবহ হতে পারে। রাস্ট্রচিন্তা নামক একটা সংগঠনের সবাইকে সরকার এখন জেলে ভরে রেখেছে। আর এইচডিআই ভিত্তিক উন্নয়ন পরিমাপের কথা সরকার বেমালুম ভুলে আছে, সবাই ব্যস্ত জিডিপি প্রবৃদ্ধি নামক মিথ্যার বেসাতি নিয়ে।

০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা যেই ঐতিহাসিক পটভুমিতে ক্ষমতায় এসেছেন, তিনি নিজের টিকে থাকাকেই আসল রাজনৈতিক সাফল্য হিসেবে নিয়েছেন; এটা বুঝার দরকার। সুযোগ পেলে, উনাকে খতম করার লোকের অভাব নেই।

সেই অবস্হায়, যাঁরা দেশের ভালো দেখতে চান, দেশের জন্য কিছু করতে চান, তাঁরা মিলে শেখ হাসিনার সাথে কাজ করা একটা সমাধান, উনাকে নিশ্চয়তা দেয়ার দরকার, কেহ উনাকে ক্ষমতাচ্যুত করতে বা হত্যা করতে চাচ্ছে না।

৪| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০

কামাল১৮ বলেছেন: ভারতের সামরিক বরাদ্দ বিশ্বে এখন তৃতীয়।এটা করছে তার অর্থনৈতিক সামর্থের বাইরে।এটা করতে গিয়ে জনগনের জীবনযাত্রার মানকে পিছিয়ে দিয়েছে।
ধর্ম আর রাজনীতি হাত ধরাধরি করে চলতে পারে না।যেটা করে মোদি ভারতকে পিছিয়ে দিয়েছে আর আমাদের ধর্মই হলো রাজনৈতিক ধর্ম,যেটা ওয়াজিরা এখন স্পষ্ট করেই বলছেন।

০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



ওয়াজী, মোয়াজী, মাদ্রাসার গ্রেজুয়েট এরা পেশাহীন মানুষ, এদের পেশার দরকার; সরকার এদেরকে পেশা ও চাকুরী না দিয়ে জাতিকে ভয়ংকর বিপদের মাঝে টেনে নিয়েছে; আমাদের এই সরকার একদিন হেফাজত, জামাত-শিবির ও আওয়ামী বিরোধীদের হাতে পারাজিত হবে।

৫/৭বছরেই ধর্ম ভারতকে আজকের অবস্হানে এনেছে।

৫| ০১ লা মে, ২০২১ রাত ৮:৩৬

রানার ব্লগ বলেছেন: ধর্মকে যেদিন রাজনীতির হাতিয়ার বানানো হয়েছে ওই দিনি ধর্ম পচে গন্ধ ছড়িয়েছে।

০১ লা মে, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:




সামন্তবাদের সময়ের জন্য মোটামুটি চলতো; এখন রাষ্ট্রীয় ব্যবস্হা এত কমপ্লেক্স যে, ধর্মীয় ভাবনাচিন্তা কোনভাবে সাহায্য করতে পারবে না, অকারণ সময় নষ্ট

৬| ০১ লা মে, ২০২১ রাত ৮:৩৮

নেওয়াজ আলি বলেছেন: ভারতে ষাট ভাগ লোক রাস্তাঘাটে ময়লা ত্যাগ করে এইদিক দিয়ে আমরা সভ্য আমরা উপরে :P । মোদি সরকার বলতেছে এইসব অপপ্রচার বাহিরের দেশের তারা নাকি ঠিক আছে। আমাদের দেশে আবুল খায়ের ঘোষণা দিয়েছে অক্সিজেনের ঘাটতি তারা মিটাবে। দরকার হলে স্টিল মিল বন্ধ করে সমস্ত অক্সিজেন দেশের জন্য সরবরাহ করবে। আমার মনে হয় আবুল খায়ের একাই যথেষ্ট ।

০১ লা মে, ২০২১ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:




আবুল খায়ের গত ৪০ বছরে যেই পরিমাণ ডাকাতী করেছে, টিকাও ওরা ফ্রি দিতে পারবে।

৭| ০১ লা মে, ২০২১ রাত ৯:২২

ডঃ এম এ আলী বলেছেন:



বাংলাদেশে ধর্মীয় এবং রাজনৈতিক সবগুলি দলই অগনতান্ত্রিক ।
তাই তাদের সকলের মুখে শুনা যায় শুধু গনতন্ত্রের জন্য দাবী ।
ক্ষমতায় যখন থাকে তখন হয় গনতন্ত্রের ধারক বাহক,
ক্ষমতা হারালে একমাত্র ধ্যান জ্ঞান থাকে ক্ষমতা
দখলের জন্য গনতন্ত্রের দাবী, বাকি সব তুচ্ছ ।
নীজের দলের বড় বড় পদ দখলের জন্য
কোন গনতন্ত্র অনুসরন করেনা , তখন
তারা গনতন্ত্রের কথা ভুলে যায় ।
নীজে যা করে সেটাই তখন
তাদের গনতন্ত্রের আদর্শ।
রাজনৈতিক দলগুলীর
ভন্ডামীরও সীমা
থাকা দরকার
বলে মনে
হয় ।


০১ লা মে, ২০২১ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:




আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো সঠিক রাজনৈতিক একটাই ছিলো, উহা ছিলো আওয়ামী লীগ; শেখ হাসিনা ৪০ বছর সভাপতি থেকে উহাকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন।

৮| ০১ লা মে, ২০২১ রাত ৯:৩১

আকন বিডি বলেছেন: ধর্ম ছাড়াই যে বিভৎস দেশ বানাইছে, তাতে হেডিংটা ফালতু মিনিং করে।

০১ লা মে, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



ম্যাচ নিয়ে ভারত যান, চিতায় আগুন দেয়ার লোকজন পাচ্ছে না।

৯| ০১ লা মে, ২০২১ রাত ১০:৫৪

বোবাকান্না বলেছেন: কে শোনে কার কথা, ক্ষমতা আমার চাই চাই

০১ লা মে, ২০২১ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা যেন মৃত্যুর পরও আওয়ামী লীগের সভাপতি হয়ে থাকতে পারেন, উহার জন্য চীৎকার দিতে চাই ঢাকায়।

১০| ০১ লা মে, ২০২১ রাত ১০:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: পাকিস্তান,ভারত,বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব,
জীবন-যাএার মান অনেকটা একই রকম বরং ভারত
কিছু দিক থেকে এগিয়ে।
শুধু ভারতে করোনা পরিস্থিতি এত ভয়াবহ হওয়ার
কারন কি?

০১ লা মে, ২০২১ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ১ কোটী ১০ লাখ মানুষ কাজ করে ১৮ বিলিয়ন ডলার রেমিটান্স পাঠায়; ভারতের ২১ লাখ আইটি স্পেশালিষ্ট ৭০ বিলিয়ন ডলার আয় করে।

বিজেপি ও মোদী হচ্ছে ধর্মীয় ইডিয়ট; ওদের কাছে সব আছে, কিন্তু প্রস্তুতি নেয়নি; যেমন শেখ হাসিনা কোন ধরণের "করোনা কমিটি" গটন করেননি, জরুরী ভিত্তিতে চাষ, টিকা সংগ্রাহ, হাসপাতাল ম্যানেজ করার জন্য পদক্ষেপ নেননি।

১১| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব সরকার।

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



উনি ভুমিদস্যু ও ব্যাংক ডাকাত পালন করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.