![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পশ্চিমবংগে মমতাদির বিজয়টা কোনভাবে বাংলাদেশের মানুষকে সাহায্য করবে না; তবে,শাত্বনার বিষয় হলো চা'ওয়ালার রামরাজ্যের সীমানা বেড়ে আমাদের ঘরের সাথে লাগেনি; বিজেপি'র পরাজয়ের দরকার ছিলো; ভারতের বড় অংশ ভুল পথে চলছে, আমরা চাইনা আমাদের ঘরের পাশেও মুর্খ মৌলবাদীরা ক্ষমতায় আসুক।
জ্যোতিবসু ও মমতার ভুলের জন্য পশ্চিমবংগের মানুষ ভারতের অন্য এলাকার মানুষের মতো অর্থনৈতিকভাবে শক্ত নয়; এক সময়কার বিখ্যাত কলকাতা আজ ভারতের মাঝে তেমন বিখ্যাত কোন শহর নয়। কিন্তু আমাদের প্রতিবেশী দাদাদের পড়ালেখার মান ছিলো, নিজস্ব সংস্কৃতি ছিলো, সাহিত্যিক ছিলো, অর্থনীতিবিদ ছিলো; মমতা এদেরকে কাজে লাগাতে পারেনি, সবাই ব্যাগ পেটারা নিয়ে দিল্লি গিয়ে সরকারী কেরানী হয়, কলকাতার ব্যবসা অবাংগালীদের হাতে।
মমতা ভালো রাজনীতিবিদ নন, অর্থনীতিৈদ নন; উনি কংগ্রেসের ও বামদের ভুলকে পুঁজি করে রাজনীতি করছেন; ইহা বেশীদিন টিকার কথা ছিলো না, এবার করোনা না'হলে, দিদি কাত হয়ে যেতেন। উনার জীবনটাই স্বাভাবিক নয়, বাকীগুলো দিয়ে কি হবে? একটা ভালো দিক আছে, উনি সৎ; প্রতিটি চাষীই তো সৎ, ওঁরা কি দেশ চলাাতে পারবেন?
আমরা খুশী দিদি জিতেছেন, আমরাই আবার অখুশী হবো, দিদি যখন পানিতে মারবেন, ফেনসিডিল ঢেলে দিবেন; আর পুজোরদিন ইলিশ খেয়ে মা-গংগাকে ধন্যাবাদ দেবেন। যাকগে, চা'ওয়ালাকে থামায়েছেন।
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
মানুষ উনার কাছে কিছু চাইবে না; চা'ওয়ালাকে ঠেকায়েছে, এটাই আসল কথা। গতকালও ট্রলিতে ছিলো, আজকে দিদি হাঁছেন!
২| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিদিতো মোদির চেয়েও
এক কাঠি সরেস।
নিতে জানে দিতে নয়!
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ থেকে নেয়ার কি আছে? নিলে তো ভালোই হতো!
৩| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
শাহ আজিজ বলেছেন: আমিও এরকম একটা দন্ধে ভুগছিলাম । জ্যোতি বসু ক্ষতি যা করার করে গেছেন পশ্চিমবঙ্গের । নতুন নেতৃত্ব চাইছিলাম বাট মোদী নয় , মমতাও নয় । এখনো মার্ক্সবাদের চর্চা হয় গাধাদের এলাকায় অথচ ৩০ বছর আগে চীন কলকাতার থেকে পিছিয়ে ছিল । সুশিক্ষার অভাব , দৃষ্টিভঙ্গির আধুনিকায়ন এর অভাবে প্রযুক্তির পথ কেউই মাড়াচ্ছে না । প্রচুর বাঙ্গালিকে পেয়েছি পশ্চিম ভারতে । তারা কেউই পশ্চিমবঙ্গে তাদের ভবিষ্যৎ দেখতে পাননা । কথা চরম সত্যি । আমি দুটি বৃহৎ রাস্ত্র ঘুরে থেকে পার্থক্যটা ধরতে পারি ।
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
কলিকাতার মানুষ নিজ বাড়ীতে প্রবাসী। দিল্লির সরকারের সব কেরানী বাংগালী।
এখনো সময় আছে, পশ্চিমবংগে টেকনোলোজিক্যাল ম্যানুফেকচারিং করলে, সব মানুষের চাকুরী হয়ে যাবে।
৪| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বৃটিশরা পশ্চিম বঙ্গ সৃষ্টি না করে বরং বাংলা প্রদেশ সৃষ্টি করে দিলেই ভালো হতো।
যেই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
পশ্চিম বাংলা হবার কারণে কিছু মানুষের বরং কষ্টই বেড়েছে।
জনাব শাহ আজিজ যেমনটি বললেন।
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
১৯৪০ সালে ভারতের অবস্হা, বৃটিশের সিদ্ধান্ত, বাংগালীদের মনোভাবে উপর নির্ভর করে শেরে বাংলা মুসলিম লীগের সাথে কাজ করে পুর্ব পাকিস্তান বানানোর কাজ এগিয়ে নিয়েছিলেন। বাংগালীরা আলাদা দেশ চাওয়ার মত পজিশনে ছিলেন বলে মনে হয় না।
৫| ০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
খায়রুল আহসান বলেছেন: "চা'ওয়ালাকে ঠেকায়েছে, এটাই আসল কথা" - মন্দের ভাল হলো তা'হলে?
মমতাদি'র কাছে কি আমরা আগের চেয়ে ভাল কিছুই আশা করতে পারি না?
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
মমতাদি আজকে থেকে চিন্তা করবেন আগামী ভোটে জিতার জন্য কি করতে হবে! আমাদের কথা উনি কোনদিনও ভাবেননি; আসলে, উনি পশ্চিমবাংগের কথাও ভাবেন না, উনি চেষ্টা করছেন, কংগ্রেস, বাম, বিজপি যেন পশ্চিম বাংলায় আসতে না পারে, এটাই উনার রাজনীতি! শেখ হাসিনার শিষ্য, বিএনপি ঠেকানোই একমাত্র রাজনীতি।
৬| ০২ রা মে, ২০২১ রাত ৮:৩৬
নজসু বলেছেন:
টিভির পর্দায় দিদিকে দেখেছি মানুষের সাথে আন্তরিকভাবে মিশতে।
০২ রা মে, ২০২১ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
দিদি কোন কাজের নয়, পাগলেটাের দিদি, আমাদের পানি আমাদেরকে দিলে, ২ বাংলায়ই ভালো থাকতো।
৭| ০২ রা মে, ২০২১ রাত ৯:০২
শেহজাদী১৯ বলেছেন: একদমই পছন্দ হলো না এই রেজাল্ট।
০২ রা মে, ২০২১ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
চা'ওয়ালাকে চেয়েছিলেন ঘরের পাশে? নাকি অন্য কাউকে?
৮| ০২ রা মে, ২০২১ রাত ৯:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: ভারতের নির্বাচন ব্যবস্হার প্রশংসা করতে হয়। তৃতীয় বিশ্বের একটি দেশ হয়ে এত সুন্দর একটি নির্বাচন
আয়োজন করা কেবল ভারতেই সম্বব। বিজেপির মত একটি সর্ব-ভারতীয় দল কারি-কারি টাকা ঢেলে
পশ্চিম বংগে সুবিধা করতে পারলো না।
০২ রা মে, ২০২১ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
ওপারের বাংগালী দাদারা ঠিক আমাদের গুলোর মতো বেকুব নন।
৯| ০২ রা মে, ২০২১ রাত ৯:৪৭
বোবাকান্না বলেছেন: মমতা দিদি পানি দেবেন না, এতে সমস্যা অবশ্যই আছে। তবে মৌলবাদীরা অন্তত বাংলাদেশের বড় সীমান্ত ঘেঁষা থাকলো না এটাই বড় শান্তনা
০২ রা মে, ২০২১ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
নিজেদের জামাত-শিবির-হেজাজত নিয়ে বিপদে, আবার ঘরে পাশে চা'ওয়ালা? যাক, দিদি ঝাঁটা দেখায়েছে এবার!
১০| ০২ রা মে, ২০২১ রাত ১০:২৯
কামাল১৮ বলেছেন: মৌলবাদিরা যত দুরে থাকে ততই ভালো।ঘরে মৌলবাদী ঘরের পাশে মৌলবাদী তখন হতো আরেক সমস্যা।
০২ রা মে, ২০২১ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
সেটাই, সব পায়খানা বুড়িগংগায় এসে পড়বে।
১১| ০২ রা মে, ২০২১ রাত ১০:৫২
আল ইফরান বলেছেন: 'দিল্লির সরকারের সব কেরানী বাংগালী'
দ্বিমত পোষণ করছি। নতুন প্রজন্মের মধ্যে এই অচলায়তন ভেঙ্গে ফেলার একটা প্রবনতা দেখেছি।
আমার গ্র্যাজুয়েট ক্লাসের দুই ভারতীয় বাংগালী মেয়ের একজন NYU তে পড়াশুনা শেষ করেছিলেন , আর একজন স্ট্যানফোর্ডে পিএইচডি এনরোলমেন্টে ছিলেন।
০২ রা মে, ২০২১ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
বাংলা থেকে আমেরিকা ইউরোপ কয়জন গিয়ে থাকেন?
কেরাণী বলতে সরকারী কর্মচারী বুঝায়েছি, বাংগালী অনেক ব্যুরিক্রেট আছেন; তবে, কলিকাতার দাদারা সরকারী চাকুরী ভালোবাসেন।
১২| ০২ রা মে, ২০২১ রাত ১০:৫৫
শেহজাদী১৯ বলেছেন: চাঁদগাজীভাই আপনার জন্য সোনাবীজভায়ের একটি মন্তব্য আছে আমার ব্লগে। আপনি দেখার পর তা মুছে ফেলা হবে।
০২ রা মে, ২০২১ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
উনার মন্তব্য আমার দেখার দরকার নেই, মুছে দেন; উনার সব মন্তব্য মুছে দিবেন সব সময়, কম্প্যুটারের হার্ডড্রাইভ বেঁচে যাবে।
১৩| ০২ রা মে, ২০২১ রাত ১১:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
দল জিতলেও ভুলের খেসারত কিছুটা দিদি নীজে পেয়েছে।
নন্দিগ্রামে নীজ এলাকায় হেরেছে , অবশ্য বলেছে
ভোট ডাকাতি হয়েছে । লোকে বলে চা- ওয়ালা
মনে হয় নির্বাচনের আগে এ দেশ ঘুরে কিছুটা
তালিম নিয়েছে ।
পশ্চিম বঙ্গ নীজেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে ।
ঠিকই বলেছেন তারা প্রথম ধাপে কিছুটা উত্তরে পাড়ি
দিয়েছে, বাকি ধাপটা পাশ্চাত্তের দিকে চালাচ্ছে ।
তবে তারা নীজের বঙ্গ ভাষার বারোটা বাজাচ্ছে,
তাদের স্টার জলসার বাংলা টিভি মেগা সিরিয়ালে।
উত্তরে কৃষ্টি সংস্কৃতি আর হিন্দি গান বাংলা নাটকে
চালিয়ে দিচ্ছে সুকৌশলৈ । এর বড় খেসারত দিতে
হবে পশ্চিম বঙ্গের দাদাদেরকে ।
০২ রা মে, ২০২১ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
এভাবে চললে, আগামী ২০ বছরে কলকাতায় বাংলা-ভাষী বাংগালী খুঁজেও পাওয়া যাবে না; মমতাদি, শেখ হাসিনা, এরা "চাকুরী সৃষ্টি" শব্দটি বুঝেন না।
১৪| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৩৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একাত্তরে পাকি মৌলবাদীদের বলয় থেকে বেরিয়ে এসে হাফ ছেড়ে বেঁচেছিল বাংলাদেশ। এখন ঘরের পাশে যেভাবে মৌলবাদ ঘাড়ে নিশ্বাস ফেলছে, মমতার এই জয় অন্তত কিছু সময়ের জন্য আমাদের জন্য স্বস্তিদায়ক। গেরুয়াপন্থী উন্মাদগুলো এরই মধ্যে আসামে শক্ত ঘাঁটি গেড়ে বসেছে।
০৩ রা মে, ২০২১ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
আসামীরা বিহারীদের থেকেও দরিদ্র জীবন যাপন করে; কারণ, গার্বেজগুলো হিংসুক। ভারতে এত প্রাকৃতিক সম্পদ কারো নেই: চা-বাগান, চুনাপাথর, গাছ, পশু, জমি, সবই আছে; চা-বাগান হলো বিড়লাদের, চুনাপাথর হলো রিলায়েন্সের, গাছ হলো টাটার; আসামীদের জন্য গেরুয়া কাপড়।
১৫| ০৩ রা মে, ২০২১ রাত ৩:১৯
অনল চৌধুরী বলেছেন: মমতার জয়ে নৃত্য করা কিছু নািই।
যে আন্তর্জাতিক নদীর পানি আইন লংঘণ করে বাংলাদেশকে পানি দেয়না, সরাসরি দেবে না বলে, সে বাংলাদেশের শত্রু।
০৩ রা মে, ২০২১ রাত ৩:৩৮
চাঁদগাজী বলেছেন:
তা'হলে চা'ওয়ালার জন্য কাঁদি? কোনটা করলে আপনি খুশী হবেন?
১৬| ০৩ রা মে, ২০২১ রাত ৩:৩০
অনল চৌধুরী বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:বৃটিশরা পশ্চিম বঙ্গ সৃষ্টি না করে বরং বাংলা প্রদেশ সৃষ্টি করে দিলেই ভালো হতো।
যেই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
পশ্চিম বাংলা হবার কারণে কিছু মানুষের বরং কষ্টই বেড়েছে।
জনাব শাহ আজিজ যেমনটি বললেন। বৃটিশরা পশ্চিমবঙ্গ সৃষ্টি করেনি। তারা বরং ১৯০৫ সালে বাংলা ভেঙ্গে দুই ভাগ করেছিলো। তবে ৫ বছর পর জঙ্গী হিন্দুরা বঙ্গভঙ্গ বাতিল করে।
কিন্ত ১৯৪৭ এ তারাই আবার তাতের স্বার্থে বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টি করে।
০৩ রা মে, ২০২১ রাত ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনার নিজের বাক্য, " বৃটিশরা পশ্চিমবঙ্গ সৃষ্টি করেনি। তারা বরং ১৯০৫ সালে বাংলা ভেঙ্গে দুই ভাগ করেছিলো। তবে ৫ বছর পর জঙ্গী হিন্দুরা বঙ্গভঙ্গ বাতিল করে। "
-পশ্চিমবংগ কে সৃষ্টি করলো?
১৭| ০৩ রা মে, ২০২১ ভোর ৪:১০
অনল চৌধুরী বলেছেন: ১৯৪৭ সালে বাংলা ভেঙ্গে হিন্দুরা স্থায়ীভাবে করেছে।
০৪ ঠা মে, ২০২১ ভোর ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
মুসলিম লীগ মুসলমান রাষ্ট্র করতে চেয়েছিলো, কংগ্রেস উহা চাহেনি; ফলে, হিন্দু মুসলিম ২টি আলাদা সত্বা হয়ে গিয়েছিলো, উহা ঐতিহাসিক; শেরে বাংলা ভেবেছিলেন যে, বাংগালী মুসলমানদের পাকিস্তান রাষ্ট্রের সাথে যোগ দেয়া দরকার; উনি আপনার মতো করে ভাবেননি, আপনার থেকে ভালোভাবে ভেবেছিলেন।
১৮| ০৩ রা মে, ২০২১ ভোর ৪:১১
অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:তা'হলে চা'ওয়ালার জন্য কাঁদি? কোনটা করলে আপনি খুশী হবেন? - বাংলাদেশের প্রাপ্য উদ্ধার হলে।
০৩ রা মে, ২০২১ ভোর ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
বস্তা নিয়ে কলকাতা বর্ডারে গিয়ে অপেক্ষা করেন।
১৯| ০৩ রা মে, ২০২১ ভোর ৪:৩৫
নেওয়াজ আলি বলেছেন: কেটলি ধরানোতে আমাদের দেশের মানুষ খুশির শেষ নাই
০৩ রা মে, ২০২১ ভোর ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
আমাদের লোকজন মৌলবাদীদের হাঁরে হাঁড়ে চেনেন। নিজেদের মৌলবাদীদের জ্বালায় প্রায় যায়, আবার উজনেও মৌলবাদী!
২০| ০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৩২
বিদ্রোহী সিপাহী বলেছেন: সরকারীভাবে যদি উৎপাদনশীল খাতে প্রতি বছরই নতুন নতুন চাকুরীর সুযোগ সৃষ্টি করা যেতো তাহলে উন্নতি হতো মনে হয়।
দিদি সৎ, এতে পশ্চিমবঙ্গের মানুষ কিছুটা হলেও দিদির পক্ষে। ডিডাব্লিউ'র প্রতিবেদনে দেখলাম তিস্তার বাঁধের ফলে পশ্চিমবঙ্গের মানুষও কেমন সংকটে। নাকি দিদি পুঁজিবাদের মন্ত্র বড় স্বার্থের কারনে ছোট স্বার্থ জলাঞ্জলি দিলেন?
তিস্তার ন্যায্য হিস্যা আমাদের অধিকার।
০৩ রা মে, ২০২১ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
মমতা ব্যানার্জি রাজনীতি করছেন না, তিনি পশ্চিম বাংলার মানুষের রাজনৈতিক চরিত্রের সুযোগ নিচ্ছেন; মানুষ কংগ্রেস ও বামদের দ্বারা অবহেলিত হয়ে মমতাকে সুযোগ দিয়েছিলো, উনি কিছু করেননি; মোদী যদি করোনা ঠিক মতো হ্যান্ডলিং করতে পারতো মমতার দিন ফুরায়ে যেতো। প্রাকৃতিকভাবে মোদী ক্রিমিনাল জল্লাদ, বাংলার মানুষ তাকে কেটলী ধরায়ে দিচ্ছে, কিন্তু মমতার মাথায় বুদ্ধি নেই, বাংলার মানুষ অর্থনৈতিক দৈন্যতায় ভুগবে; মমতা বাংলাদেশেরও ক্ষতি করে যাবে বরাবরের মতো।
২১| ০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৩৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: চা ওয়ালার রাম রাজ্য সংকুচিত হতে থাকবে, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের জন্য।
০৩ রা মে, ২০২১ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
ক্রিমিনাল জল্লাদ মোদী আজীবন জেলে থাকার কথা, সে ভারতকে পেছনে নিয়ে গেছে, করোনায় ভারতের এই অবস্হায় জন্য এই ক্রিমিনাল দায়ী।
২২| ০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ধারণা ভুল! দিদি চা'ওয়ালার
হাতে ক্যাটলি নয় তিনি তার হাতে হ্যারিকেন
আর পোদে বাঁশ দিয়ে রেখেছেন।
তার হাতে হ্যরিকেন আর পিছে বাঁশ দিয়ে
দিদি যথার্থ কাজ করেছেন।
০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
মমতাদি হয়তো ভালো কিছু করতে পারবেন না, তবে জল্লাদকে ঠেকায়েছেন।
২৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ৩:৫৫
অনল চৌধুরী বলেছেন: শেরে বাংলা ভেবেছিলেন যে, বাংগালী মুসলমানদের পাকিস্তানে চলে যাওয়া দরকার; উনি আপনার মতো করে ভাবেননি, আপনার থেকে ভালোভাবে ভেবেছিলেন। -পাকিস্তানে চলে যাওয়া আমার স্বাধীন বাংলা চাওয়ার চেয়ে ভালোভাবে ভাবা ??
আপনি যেমন আপনার বুদ্ধিও তেমন।
ভারে করে জেনে রাখেন, লাহোর প্রস্তাবে কোথাও পাকিস্তান নামের রাষ্ট্র সৃষ্টির কথা বলা হয়নি। একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিলো যেটা জিন্নাহ ছিনতাই করে পাকিস্তান বানিয়েছে।Lahore Resolution
শেরেবাংলাও স্বাধীন বাংলা চেয়েছিলেন ।
০৪ ঠা মে, ২০২১ ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি জানেন টানেন উহা লিখেন।
২৪| ০৪ ঠা মে, ২০২১ ভোর ৪:৩৭
অনল চৌধুরী বলেছেন: ব্লগের সব লেখা আর মন্তব্যই আমার জানা আর গবেষণার প্রমান।
০৪ ঠা মে, ২০২১ সকাল ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনি সত্য-পথিক শ্যায়ান ও ধুলোবালিছাইয়ের লেখা পড়েন কিছুদিন, আপনার সাথে মিলবে।
২৫| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার চেয়ে কি মমতা উন্নত নয়?
০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
না, মমতা অপদার্থ
২৬| ০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩৫
অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:আপনি সত্য-পথিক শ্যায়ান ও ধুলোবালিছাইয়ের লেখা পড়েন কিছুদিন, আপনার সাথে মিলবে। - তারা আমার সন্মানিত সহ-ব্লগার। তাদের তুচ্ছ করে নিজেকেই ছোটো করেছেন।
লেখক বলেছেন:মমতা অপদার্থ মনে হ্চ্ছে, পৃথিবীতে একটাই পদার্থ আছে, আর সেটা হচ্ছেন আপনি।
আমি তার ভক্ত না কারণ তিনি পানি দেন না।। কিন্ত তিনি পদার্থ না হলে ভয়ংকর জঙ্গী-বজরঙ্গীদের ঠেকাতে পারতো না।
ওখানে গিয়ে বাংলাদেশীরা কতো কম দামে গরুর কাবাব খায় !!!!!
কোনো বিপদ নাই !!!
০৫ ই মে, ২০২১ বিকাল ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
মমতা আর ১০ বছর থাকলে, কলকাতার বাংগালীরা বাংলাও ভুলে যাবে।
আজগুবি কিছু পড়তে হলে, আমি সত্যপথিক শ্যায়ান ও ধুলোবালিছাইয়ের পোষ্ট পড়ি; আজগুবি কিছু শুনতে হলে, আমি আপনার মন্তব্য পড়ি।
২৭| ০৮ ই মে, ২০২১ রাত ৮:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দিদি বৃহত্তর অর্থে বড় নেতা।
এক্ই ভাবে ক্ষুদ্রতর অর্থে তিনি ছোট নেতা।
কেননা, তিনি নিজের আসনে জিততে পারেননি।
ফলে আগামী ৬ মাসের মধ্যে এক জন বিধায়কের কপাল পুড়বে। যিনি কিনা বিজয়ী হয়েছিলেন। তাকে পদত্যাগ করতে হবে। সেই আসনে দিদিকে বিধায়ক নির্বাচিত হয়ে আসতে হবে। নইলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না।
০৮ ই মে, ২০২১ রাত ১১:২৯
চাঁদগাজী বলেছেন:
মানুষ উনাকে শাস্তি দিতে চেয়েছেন, একই সাথে মোদীকে লাথি মেরে বাংলার বাহিরে রেখেছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দিদির জন্য অভিনন্দন ও শুভ কামনা।
এবার ভালো কিছু হোক।