![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কমেন্ট করলেই, কমেন্টে ভুল ধরা পড়ে; অবস্হা সজীব ওয়াজেদ জয়ের মতো হয়ে গেছে, মনে হয়; জয় মুখ খুলেই দুনিয়ার ভুল বের হতে থাকে। আরেক উদাহরণ মনে হচ্ছে, সরল অংক; বলা হয় 'সরল' অংক: যোগ-বিয়োগ, পুরণ, ভাগ, সব সোজা লজিক; পরীক্ষার খাতায় গোল্লা, উত্তর মিলেনি; আমার অবস্হা সেই রকম হয়ে গেছে!
গতকাল কমেন্ট ব্যান থেকে বেরিয়ে এসেছি, এডমিনকে এখনো ধন্যবাদ দেয়ার সুযোগও পাইনি; পা-ভাংগা মমতাদি'র খবর টবর নিচ্ছি, দিদি আমাদের মুখ রক্ষা করেছেন; চা'ওয়ালাকে কেটলী ধরায়ে দিয়েছেন; এর মাঝেই দেখি গোটা দু'য়েক কমেন্ট কোনখান দিয়ে ২/১ জন ব্লগারকে আহত করে ফেলেছে; এখন ডাক্তারেরা করোনা রোগী নিয়ে ব্যস্ত, এসব হৃদয়ে আঘাত-প্রাপ্তদের কে দেখবেন? ডা: জাফর উল্লাহ চৌধুরী সাহেব যে ঘোষণা দিয়েছেন, উনার ডাক্তারেরা বাড়ীতে এসে দেখবেন, উহা নাকি কাজ করছে শুধু ধানমন্ডীতে, তাও ইংরাজী গ্রামারের পাষ্ট-পারফেক্ট টেন্সের উদাহরণের মতো।
কমেনট মাইনিং করে নিকটা হারাতে চাই না, আমের দরকার নেই, ছালাটা থাকুক। তাই ঠিক করেছি, আমার পোষ্টে যাঁরা কমেন্ট করবেন, শুধু মাত্র তাঁদের মন-মরজি বুঝে, সেগুলোর উত্তর দেবো। একটা দিক ভালো, আমার পোষ্ট নিয়ে কেহ আপত্তি করছেন না; আপত্তি যাঁরা করতেন, তাঁরা আজকাল ব্লগে কম আসেন, সেদিক থেকে রক্ষা।
যাকগে, ব্লগে যাঁদের কমেন্টের দৈর্ঘ্য পোষ্টের বাবার থেকেও লম্বা, তাঁদের কয়েকজনকে মডেল হিসেবে নিয়ে কমেন্ট প্রেকটিস শুরু করবো; কমেন্টের আগে পিছে ২ বার ধন্যবাদ, শুভরাত্রি ও চা-কফির ছবি যোগ করে দেবেো ভাবছি। আমি আবার ইমো টিমো বুঝি না, উহা বুঝার জন্য হয়তো ইউ-টিউবে ২/১টা টিউটোটোরিয়াল নিতে হবে। এর বাহিরে আপনাদের উপদেশ ইত্যাদি থাকলে দিতে পারেন; আশাকরি কাজ করবে!
০৩ রা মে, ২০২১ রাত ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট টোষ্ট না লিখলে অবস্হা আরেকটু ভালো হতে পারে?
২| ০৩ রা মে, ২০২১ ভোর ৫:৩৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চায়ওয়ালার টুইট থেকে কাট এন্ড পেস্ট করে চালিয়ে দিন !
০৩ রা মে, ২০২১ ভোর ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
উহা সামুতে এলে ধরা খেতো, চা'য়ের কেটলী সাহায্য করতো না; অবশ্যই আমার নামে নালিশ করে বসতো!
৩| ০৩ রা মে, ২০২১ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন বাবু কর্তৃক প্রদত্ত নৈশভোজের ভাষণে বলেছিলেন-
আমি এটা জেনে খুবই আনন্দিত যে এক জন চাগরম (ঢাকার চাওয়ালারা বলে চাগ্রম) ওয়ালা ভারতের প্রেসিডেন্ট হয়েছেন।
তিনি এই ঘটনার জন্য খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে নাকি প্রকাশিত হয়েছিল।
০৩ রা মে, ২০২১ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
যাক, মমতাদি উহার গরুর-প্রশ্রাবের চা কেটলীসহ ফেলে দিয়েছে।
৪| ০৩ রা মে, ২০২১ ভোর ৬:৫৫
কামাল১৮ বলেছেন: শনির দশা কাটানোর জন্য মোদিজির সাথে আলাপ করুন।পশ্চিম বাংলার ভোটে অবশ্য মোদির সকল তন্ত্র মন্ত্র ফেল।বাংলাদেশের মন্দিরের পূজায়ও কাজ হলো না।
০৩ রা মে, ২০২১ সকাল ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমাকে ব্লগারদের থেকে পরামর্শ নিতে হবে; না'হয়, সমস্যা লেগেই থাকবে, মনে হচ্ছে।
৫| ০৩ রা মে, ২০২১ ভোর ৬:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
আজ সূর্যাস্তের পূর্বেই অনেকে ইতিকাফে বসেছেন ।
তাঁদেরকে এই কয়দিন ব্লগে পাওয়া যাবেনা ।
আপনি ভাল উদ্যোগ নিয়েছেন নীজের ব্লগেই
প্রাসঙ্গিকতা বজায় রেখে কমেন্ট করেন ,
সেগুলি পরবর্তীতে একেকটি পোষ্টের
দাবীদার হয়ে যেতে পারে ।
০৩ রা মে, ২০২১ সকাল ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
ইতিকাফটা বছর'খানেক করা গেলে ভালো হতো।
৬| ০৩ রা মে, ২০২১ সকাল ১০:৫৮
নেওয়াজ আলি বলেছেন: গণস্বাস্থ্য পর্যায়ক্রমে ঘোষিত এলাকায় কাজ করবে। আপনিও আস্তে আস্তে চেষ্টা করুণ । দেশে এখন গরম বেশী গ্রামেও গরমে ছোট বাচ্চা এবং মা বাপ ঘুমাতে কষ্ট হচ্ছে। এসি লাগানো ছাড়া আর উপায় নাই ফ্যান কাজ হচ্ছে না। এই গরমে মানুষও গরম।
০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
কিছু ব্লগার আজব আজব কথা লিখেন, অপধারণা প্রচার করেন; এরা ছোট বাচ্চার ন্যায় নালিশ করতে থাকেন।
৭| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:০৭
কালো যাদুকর বলেছেন: ইদানিং লিখতে পারছি না। অবস্থা এমন হয়েছে, বাচ্চা প্রসব হবে, কিন্তু হচ্ছে না। প্রসব বেদনাতে অবস্থা কাহিল ৷ কি করব ভাবছি ৷
আসলে কে কি ভাবল, কি বলল, এত না ভেবে মুক্ত মনে ব্লগ চর্চা করে গেলেই হয় ৷
কতগুলো বিষযে আমি ব্লগে কখনো মন্তব্য করিনা ৷ ধর্ম, অর্থনীতি, ব্যক্তিগত বিষয়ে মতামত ইত্যাদি ৷ এগুলোতে মন্তব্য না করেও ব্লগ করা যায় ৷
কথা হচ্ছে নিঃস্পন্দন নদীতে শেওলা জমে , নদী একসময মরে যায় ৷ তর্কহীন আলাপ ও হয়ত সেরকমই হবে।
০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি নিয়ে মন্তব্য না করলে, আপনি আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ধর্ম নিয়ে লেখা পোষ্টও মন্তব্য করার দরকার, ধর্মের নামে ভুল সংস্কৃতি চালু করে, আমাদের মানুষজনকে ভালো জীবন থেকে বন্ছিত করছে কমবুদ্ধিমান লোকজন।
৮| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুড আইডিয়া !! তাতে আপনি কমেন্টস ব্যান থেকে
নিরাপদ থাকবেন। দেখলাম মডারেটর আজও আপনার
একটি মন্তব্য মুছে দিয়েছেন !! সতর্ক বার্তা। সাবধান হোন!!
০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
কিছু ব্লগার আছেন, এরা আজব কথা লিখে ব্লগ ভরায়ে ফেলেন; এটাই উনাদের ব্লগিং; কিছু বললে কাঁদতে থাকে, নালিশ করে।
৯| ০৩ রা মে, ২০২১ দুপুর ১:৩৪
স্থিতধী বলেছেন: আপনার এই জাতীয় রসে ডুবানো পোস্টগুলা পড়ার একটা আলাদা আনন্দ আছে!
ডঃ এম এ আলী বলেছেন: "আজ সূর্যাস্তের পূর্বেই অনেকে ইতিকাফে বসেছেন ।
তাঁদেরকে এই কয়দিন ব্লগে পাওয়া যাবেনা ।"
আজকে তো ডঃ এম এ আলী সাহেব আর আপনি দুইজনেই হেবী ফর্মে আছেন মনে হচ্ছে! ব্লগ জমার কথা এমন হলে। ভালোই।
এমনিতেও যারা ব্লগে "নিরেপেক্ষ পর্যবেক্ষক" টাইপ ব্লগার খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন, তাঁদের যন্ত্রণায় তো সামনে সবার ব্লগের কমেন্টগুলো খুব 'নিরপেক্ষ' হয়ে নিচের তিনরকমের হয়ে যাবে বলে আমার ধারণা;
১) হুমমম
২) থুক্কু
৩) হাহাহাহা
০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের বেশীরভাগ ব্লগার এখনো ছিঁচকাঁদুনে শিশু; ব্লগে শিশুতোষ গল্প লিখতে, কোলা ব্যাংগের ছড়া, বড়শীতে ইলিশ ধরার গল্প, ভুতের কাহিনী, কিন্ডার গার্টেন!
১০| ০৩ রা মে, ২০২১ দুপুর ২:৫৭
ডার্ক ম্যান বলেছেন: কমেন্ট পোস্টের কথা বাদ দিন। আপনি দেশে কিছু করতে চেয়েছিলেন । সেটা কতদূর হল।
০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমি ক্রমেই বেশী অসুস্হ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি নাকি হচ্ছে!
১১| ০৩ রা মে, ২০২১ বিকাল ৩:১৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: যার ভিতরে যা বুঝ, দাঁড়ি ফালাইয়া রাখে মোচ।
সমস্যা আরও বাড়বে যদি পোষ্টের বাবা কমেন্ট করেন।
চা'আলা আর দিদি আমাদের জন্য প্রতিবেশি হিসেবে জ্বলন্ত আগুন আর ফুটন্ত কড়াই।
০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
কইছু ব্লগার শিশুতোষ গল্প লিখতে ও পড়তে ব্লগে আসেন, আরেক অংশ মিলাদ পড়তে এখানে জমা হয়ে থাকেন।
১২| ০৩ রা মে, ২০২১ বিকাল ৪:৪৬
কালো যাদুকর বলেছেন: রাজনীতি ও সমাজনীতি নিযে কমেন্ট করি ৷ কারন, এগুলো বোঝা যায়। অর্থনীতি সে বড় কুটিল ও দুঃবোধ্য বোঝা কাজেই সেটা নিযে কথা বলা মুসকিল ৷
আমরা অনেকেই অধুনীক নই ৷ বা বলা যায় আধুনিক বিশ্বে থেকেও আধুনিকতা অস্বিকার করি। বা না বুঝেই ভূল পথে চলি। তবে এরকম কখনো মনে হয়নি আধুনিকতা আমার ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে বাধা দিয়েছে।
আগেই বলেছি ধর্ম নিযে কথা বাড়াব না। তবে একটা গল্পা দিয়ে বিদায় নিচ্ছি ৷ এক ব্যক্তি অসুস্থ। তাকে একটি অঙ্গ প্রতিস্থাপন করতে হবে ৷ তার বন্ধুবান্ধব অর্থ সাহায্যের আয়োজন করেছেন। অনেক টাকার ব্যাপার ৷ তো সবাই মোটামুটি অর্থ দিয়েছে। তাদের মধ্যে একজন বিওশালী বন্ধু টাকা দিবে না। তার যুক্তি হচ্ছে এরকম কাজে টাকা দিলে সেটা ধর্মসম্মত হবে না। এখানে লক্ষনীয ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোথাও বলিনি উক্ত ব্যক্তি কোন ধর্মের ৷ আর এটি একটি ঐচ্ছিক ব্যাপার। সে কোথায় সাহায্য করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে সে ধর্মের কারনেই সাহায্য করেনি। বলে রাখা ভাল যে , ঐ অসুস্থ ব্যাক্তির জন্য প্রযোজনের থেকে অনেক বেশী টাকা উঠানো হয়েছে। তবে সে সত্যই চিকিৎসা শেষে ভাল হবেন কিনা সে এক রব ই জানেন।
ধন্যবাদ৷
০৩ রা মে, ২০২১ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
ধর্ম একটা সংস্কৃতি, ইহার সাথেসৃষ্টিকর্তার কোন যোগাযোগ থাকার কথা নয়; কারণ, সৃষ্টিকর্তা সম্পর্কে যা বলা হয়েছে, ধর্মের সাথে উহা মিলে না।
আমাদের প্রধানমন্ত্রী অর্থনীতি বুঝে না বলেই বসুন্ধরা সরকারের খাস জমি ও মানুষের জমি দখল করেই চলছে, আলম ব্রাদার্স ানুষ মেরেই চলছে, পদ্মাসেতু চীনারা বানাচ্ছে!
১৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৩৯
কাওসার চৌধুরী বলেছেন:
কমেন্ট ব্যান থেকে মুক্ত হয়েছেন এজন্য ভালো লাগছে। ব্লগে প্রতিদিন অনেক লেখা আসে। লেখাগুলো সব মানসম্মত কিংবা সব পাঠকের কাছে সমান গুরুত্বপূর্ণ হবে তেমনটি ভাবনার কোন কারণ নেই। তবে, এসব লেখা পড়ে আমারা লেখকদের বিষয়ে একটা ধারণা পাওয়ার চেষ্টা করি। আমি এমন অনেক লেখা পড়ি যেগুলো পড়ে কমেন্ট করার কোন উপযুক্ত লজিক খুঁজে পাই না। কোন কোন লেখায় লেখকের ভাবনায় বড় ধরণের ভুল থাকে। কোন কোন লেখায় লেখক কমেন্টের সদুত্তর দিতে অপারগ। ব্লগে এমনটি হবে। আমি সাধারণত এসব পোস্ট এড়িয়ে চলি। লেখককে অযাচিতভাবে কিছু বলতে গেলে মাইন্ড করতে পারেন এই ভয়ে।
তবে, আপনি সহ কিছু ব্লগার আছেন যারা সরাসরি লেখাটি নিয়ে নিজের মতামতটি জানিয়ে দেন। এগুলো ইতিবাচক। এতে লেখক নিজেকে সুদরে নিতে সুযোগ পান। আবার, কখনো দেখা যায় ভালো একটি পোস্টে আপনি এমন একটি কমেন্ট করলেন যা পোস্টের সাথে সম্পৃক্ত নয়। এগুলো লেখককে আহত করে।
আপনি লেখার গঠনমূলক সমালোচনা করুন। এটা খুবই দরকারী। ব্লগে সবাই তা পারে না। তবে অপছন্দের কারো পোস্টে এমন কোন মন্তব্য করা ঠিক হবে না যা পড়ে মনে হয় কমেন্ট উদ্দেশ্য প্রনোদিত। আপনি সামু ব্লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্লগার। আপনার উপস্থিতি ব্লগকে প্রাণবন্ত করে রেখেছে। জানি না জীবনে কখনো দেখা হবে কিনা। কিন্তু মৃত্যুর আগে অন্তত একবার হলেও 'চাঁদগাজী' নিকের সাক্ষাৎ চাই। কথাগুলো রেসপেক্ট থেকেই বলছি।
ভালো থাকুন।
০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, করোনার পর দেশে দেখা হবে। আমি পড়তে পছন্দ করি, মতামত জানাই। আমি অবশ্য মাঝে মাঝে লেখকের মনোভাব বুঝার জন্য কঠোর কিছু বলি; লেখকদের শক্ত হতে হয়, লেখকেরা মানুষ মনকে ভাষায় রূপ দেন।
১৪| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: এখন থেকে সাবধান থাকতে হবে। যেন আর কমেন্ট ব্যানের ঝামেলায় না পড়ি।
০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট পড়ে দেখেন, পোষ্ট কি বলছে
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২১ রাত ৩:২৯
নূর আলম হিরণ বলেছেন: ঠিক আছে আপাতত ভালো বুদ্ধি।