![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ব্লগার রাবেয়া রাহিম, হাসান কালবৈশাখী, রাফা, পাভেল ও ব্যোমকেশবাবুকে ব্লগে দেখছি না বেশ কিছু সময়; আপনারা এঁদেরকে ফেইসবুক মেইসবুকে দেখছেন নাকি? নিউইয়র্ক ছিলো বিশ্ব-করোনার রাজধানী, কিন্তু ব্লগারেরা বরাবরই সুস্হ ছিলেন; শুনেছিলাম; শুধুমাত্র ব্লগার ব্যোমকেশবাবুর করোনা হয়েছিলো গত বছর; উনি ভালো হওয়ার পর, চাকুরী বদলায়ে অন্যত্র চলে গেছেন; ফলে, উনার খবরাখবর পাচ্ছি না আজকাল। ব্লগার ইফতেখার ভুঁইয়াকে ব্লগে নিয়মিত দেখছি, বুঝা যাচ্ছে, উনি ভালো আছেন।
নিউইয়র্কে কয়েকজন প্রাক্তন ব্লগার আছেন, তার মাঝে জ্যাকব রায়হান, জাহিদ,পারভিন ও ভুমিহীন জমিদারের সাথে আমার যোগাযোগ আছে, উনারা ভালো আছেন। কিন্তু উনারা রাফা, হাসান কালবৈশাখী, রাবেয়া রাহিম ও পাভেল সম্পর্কে কিছু বলতে পারেননি।
ব্লগার ব্যোমক্যাশবাবু খুবই আলাপী ও ফানী মানুষ; উনার আগের কাজের যায়গায় উনার সাথে আমার প্রায়ই দেখা হতো, আমি উনার পোষ্ট ও বই নিয়ে আলাপ করতাম; কিন্তু উনি জানতেন না যে, আমিও ব্লগিং করি, উনি জানতেন যে, আমি কয়েকটি ব্লগের পাঠক।
ব্লগার পাভেল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তাজুউদ্দিন সাহেবের এলাকা, কাপাসিয়ার অধিবাসী; আমি তাজউদ্দিন সাহবের বিপক্ষে লেখায়, একবার উনি বিশালভাবে মনোক্ষুন্ন হয়েছিলেন, উনি রেষ্টুরেন্টের মাঝেই আমার সাথে জোরে জোরে কথা বলছিলেন, ফানী মানুষ।
রাফা ও রাবেয়া রাহিমের সাথে দেখা হয়নি কোনদিন; রাবেয়া রাহিম চেষ্টা করেছিলেন সবাইকে একবার একত্রিত করার, সম্ভব হয়নি; আমিও চেষ্টা করেছিলাম, আমিও ফেল করেছি। রাবেয়া রাহিম মাঝে মাঝে কিছুদিন ডুব দিয়ে থাকেন; আশাকরি ভালো আছেন। রাফা আমার উপর ক্ষ্যাপা, উনার ধারণা, আমি ধর্মের বিপক্ষে কথা বলি, যারা ধর্মের বিপক্ষে কথা বলে, তিনি তাদের সাথে কথা বলতে চান না, এর থেকে ফানী আর কি আছে?
হাসান কাল-বৈশখী ডুব দিয়ে থাকার লোক নন, ব্লগের এই অবস্হায় উনি সরব থাকার কথা, সেইজন্য কিছুটা চিন্তিত। নিউিইয়র্কে করোনা অনেক কমে এসেছে, ভয়ের কিছু নেই, উনারা নিশ্চয় সুস্হ আছেন; ব্লগ অনেককে আর আগের মতো আকর্ষণ করছে না, মনে হয়।
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
আখের গুড় অনেক স্বাস্হ্যকর খাদ্য, তাজউদ্দিন সাহেব ঢাকায় থেকে সাদা চিনি বেশী খেয়েছিলেন, মনে হয়।
২| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩১
নেওয়াজ আলি বলেছেন: আশা করি সবাই ভালো আছেন। পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো সাময়িক দুরে অবশ্যই ফিরে আসবেন সবাই।
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর আকর্ষণ কমছে নাকি?
৩| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
খুব সম্ভব নাহ। কারণ তখন বাংলাদেশ চিনিকলগুলোর শক্ত ও প্রভাবশালী ব্যবসা ছিলো। বাংলাদেশ সুগার মিলের লাল চিনি। গণহারে সাদা চিনি আমদানি ও চিনির ডিলারশিপ শুরু হয় ১৯৭৬ থেকে।
গাজীপুর বেল্টের লোক একটু জোড়ে কথা বলতে পছন্দ করেন।
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
এখনো কি আখ হয়? ওটা তো শিল্প এলাকা হয়ে গেছে!
৪| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আর কারো না এলেও চলবে।
আপনি একাই এক শ!
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমিও কিছুটা হতাশ হয়ে যাচ্ছি, ব্লগ এখন ওয়াজের মন্চ।
৫| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা করি সবাই সুুস্থ্য আছেন.
সময়ের সাথে তাল মিলাতে
পারছেন না বলেই এমন
নীরবতা। আশা করি
অচিরেই ফিরে
আসবেন।
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
করোনা সিনড্রম, নাকি আকর্ষণ কমে যাচ্ছে?
৬| ০৬ ই মে, ২০২১ রাত ৮:২০
কামাল১৮ বলেছেন: অপেক্ষা করা ছাড়া কোন উপায় কি আছে?
০৬ ই মে, ২০২১ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
শেষভাগে এসে করোনা না হলেই হলো; আগষ্ট থেকে নিউইয়র্কে করোনা খুবই কমে যাওয়ার কথা।
৭| ০৬ ই মে, ২০২১ রাত ৯:২২
ডার্ক ম্যান বলেছেন: হাসান কালবৈশাখী কয়েকদিন আগে ফেসবুকে কমেন্ট করতে দেখলাম।
০৬ ই মে, ২০২১ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
ভালো খবর, করোনা না হলেই হলো।
৮| ০৬ ই মে, ২০২১ রাত ৯:২৭
ডার্ক ম্যান বলেছেন: করোনা হলেও সমস্যা নাই ভালো হয়ে যাবেন
০৬ ই মে, ২০২১ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আশাকরি আমার হবে না; আমি এখনো চেষ্টা করছি, ইহা থেকে দুরে থাকতে; আমি ভয়ংকর যায়গায় আছি, ব্রুকলীনে; এখানে এত বেশী মানুষ আক্রান্ত হয়েছিলো যে ভয়ের ব্যাপার ছিলো। আমি ৬/৭ জন মানুষের সাথে আড্ডা দিই, উনাদের আমি সাহায্য করেছিলাম, তারপরও সবার হয়েছিলো, সবাই ভালো হয়েছেন।
৯| ০৬ ই মে, ২০২১ রাত ১১:২৯
নান্দনিক নন্দিনী বলেছেন: রাফা'র জন্য সত্যি উদ্বিগ্ন...
গত ঈদে লাস্ট পোষ্ট দিয়েছিল!
০৬ ই মে, ২০২১ রাত ১১:৫৩
চাঁদগাজী বলেছেন:
তাই? কেহ যদি উনাকে চেনেন এবং ফেইসবুকে চেষ্টা করেন, ভালো হতো; আমার ফেইসবুক নেই।
১০| ০৭ ই মে, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: ব্লগার রাবেয়া রহীম ফেসবুকে আসছেন। গতকালও একটা স্ট্যাটাস দিয়েছেন।
০৭ ই মে, ২০২১ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
ভালো; আসলে, ব্লগিং কষ্টকর বিষয়, ফেইসবুকে কিছু একটা বললেই হলো।
১১| ০৭ ই মে, ২০২১ রাত ১২:৪৫
কাতিআশা বলেছেন: আমি আছি..বেঁচেই আছি..(যদি লং আইল্যান্ড কে নিউ ইয়র্কের মধ্যে ধরেন)!
০৭ ই মে, ২০২১ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আপনার নামটা আসেনি।
ভালো আছেন জেনে খুশী হলাম।
১২| ০৭ ই মে, ২০২১ রাত ২:২১
নতুন বলেছেন: আশা করি সবাই সুস্থ আছেন।
০৭ ই মে, ২০২১ ভোর ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
নিশ্চয় সুষ্হ আছেন, ব্লগ একটু কম টানছে, মনে হয়।
১৩| ০৭ ই মে, ২০২১ রাত ৩:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি তো আছি ভাই।
কাজের চাপে পোষ্ট না লিখলেও সময় পেলেই ব্লগে চোখ বুলাই। সপ্তা খানেক আগে শাহ আজিজ ভাইয়ের পোষ্টে কমেন্ট করলাম।
আমি সুস্থ আছি, বাংলাদেশে গেলে একটু ডায়ারিয়া ভাব হয়, বাংগালী ফ্রী খাওয়া পেলে যা হয় সেই কারনেই হয়তো।
ঠাকুরমাহমুদ সহ অনেকে স্মরন করছে সে জন্য ভাল লাগছে।
টিকা অবস্য দুই ডোজই নিয়েছি, বর্তমানে মাস্কও পড়ি না
০৭ ই মে, ২০২১ ভোর ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
মাস্ক আগের থেকে বেশী পরেন, যাদের ক্ষেত্রে টিকা কাজ করবে না,তাদের সংক্রকণ হলে, উহা ভয়ংকর হতে পারে।
১৪| ০৭ ই মে, ২০২১ ভোর ৫:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
কই নিউ ইয়র্কের ব্লগারতো নিস্ক্রিয় হয়নি
নিউইয়র্কের ব্লগারের সাথেওতো এখানে
বাতচিত করছি ।
তবে হ্যাঁ অনেককে অনিয়মিত হতে দেখা যাচ্ছে ।
তাঁরা এই পোষ্টের লেখা দেখে হয়ত ব্লগে সক্রিয়
হবেন , সে আশাই করছি ।
০৭ ই মে, ২০২১ ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
রাফা, পাভেল, ব্যোমকেশবাবু চুপ হয়ে গেছেন; রাবেয়া রাহিম ব্রেক নিয়েছেন মনে হয়।
১৫| ০৭ ই মে, ২০২১ সকাল ৮:৪৯
কালো যাদুকর বলেছেন: করোনা তে মানুষজনের মানসীক সমস্যা তৈরী হচ্ছে ৷ মানুষ এখন হতাশ হয়ে পড়ছে। নিত্যদিনের স্বাভাবিক অভ্যাস জনিত কাজ থেকে দুরে সরে যাচ্ছে। এজন্যই হয়ত ব্লাগ লিখছে না।
০৭ ই মে, ২০২১ সকাল ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
করোনা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করেছে।
ব্লগের আকর্ষণ কমে গেছে কিছুটা
১৬| ০৭ ই মে, ২০২১ সকাল ১০:৪০
নতুন নকিব বলেছেন:
আমিও কিছুটা হতাশ হয়ে যাচ্ছি, ব্লগ এখন ওয়াজের মন্চ।
-ইহা কি বলেন! ওয়াজ আবার কে করে এখানে? নূরু ভাই ধর্মীয় বিষয়াদি নিয়ে দু'এক কথা মাঝেমধ্যে হয়তো লিখে থাকেন। উহাকেই তাহলে ওয়াজ বলতে চাচ্ছেন?
আশা করি সবাই সুস্থ আছেন। হাসান কালবৈশাখী ভাই পোস্টে এসে উপস্থিতি জানান দিয়ে গেলেন বলে তাকে ধন্যবাদ। তিনিসহ অন্য যেসব ব্লগারদের কথা স্মরণ করেছেন সবার জন্য শুভকামনা।
০৭ ই মে, ২০২১ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ ব্লার সামাজিক আলোচনা, রাজনৈতিক আলোচনা, পদ্যে, গদ্যে ধর্মকে টানছে,এটাই ওয়াজী স্বভাব।
হাসান কালবৈশাখী যেই এলাকায় আছেন, সেই এলাকায় ও আমার এলাকায় করোনা ভয়ংকরভাবে দীর্ঘ সময় ছিলো।
১৭| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি নিউ ইয়র্ক এর ব্লগাদের নিয়ে একটা টিম বানাচ্ছেন না কেন? আপনাকে মাসে একদিন বসলেন। আড্ডা দিলেন। খুব কঠিন কিছু না।
০৭ ই মে, ২০২১ বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
দেখি সম্ভব হয় কিনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগার হাসান কালবৈশাখী আমার একজন প্রিয় মানুষ। তিনি ভালো আছেন বলে আমার ধারনা। করোনা প্রকোপ শুরু হওয়ার পর বেশ কয়েকজন ব্লগার জাস্ট ব্লগ থেকে নাই হয়ে গেছেন তার মধ্য অন্যতম কয়েকজন ব্লগারের নাম আমি উল্লেখ করেছি আমার পোস্টে। ব্লগের কারো সাথেই আমার ব্যক্তিগত যোগাযোগ নেই তাই কোনো কিছু জানিনা।
তাজ উদ্দিন সাহেবের এলাকা কাপাসিয়ার মানুষ বেশ ভালো মানুষ। কাপাসিয়া ও টোক আখের গুড়ের জন্য প্রসিদ্ধ এলাকা।