![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এটি আমার ব্যক্তিগত মতামত, ইহা একটা প্রস্তাব মাত্র, ইহা গৃহিত না'হলে মন খারাপের কিছু থাকবে না। সামুর এডমিন সম্প্রতি ঘোষণা করেছেন যে, ব্লগার রিম সাবরিনা জাহানের গল্পের ভিত্তিতে যাঁরা গল্পটিকে সম্প্রসারিত করেছেন, তাঁদের মাঝে একজনকে পুরস্কৃত করার জন্য নির্বাচিত করা হয়েছে, এবং পুরস্কারটা সামু দিচ্ছে না, একজন ব্লগার দিচ্ছেন।
পুরো ব্যাপারটা খুবই উৎসাহের ব্যাপার; এই ধরণের প্রতিযোগীতা লেখকদের সব সময় উৎসাহিত করার কথা। আমার ব্যক্তিগত মতামত, এই পুরস্কারটা সামু নিজে ফান্ড থেকে দিলে ভালো হবে।
০৭ ই মে, ২০২১ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমি এই মহুর্তে কোন ধরণের লেখার জন্য কোন পুরস্কার ঘোষণা করার প্ল্যান আমার নেই। পুরস্কারটা সামু দিলে ভালো হয়, এটা আমার ব্যক্তিগত মতামত।
২| ০৭ ই মে, ২০২১ বিকাল ৫:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: পুরুষ্কার চালু হলেই শুরু হবে দলাদলি-রেশারেশি
০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
সেটা পুরোপুরি সঠিক নয়, পুরস্কার দিতে হয় উৎসাহিত করার জন্য; এতে ছোটখাটভাবে ২/১জনের সাময়িকভাবে মন খারাপ হলেও ইহা সঠিক পদক্ষেপ।
৩| ০৭ ই মে, ২০২১ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: একটা সম্মাননা ক্রেস্ট দিলে ভালো হয়। সাথে একটা প্রশংসা পত্র।
০৭ ই মে, ২০২১ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
সামুর ফান্ড থেকে দিলে ভালো হয়।
৪| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার প্রস্তাব খুবই উত্তম।
সামহোয়ারইন ব্লগ নিজ থেকে পুরস্কার দিলেই সেটাই হবে উত্তম।
০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
সামুর উপর ফোকাস থাকুক।
৫| ০৭ ই মে, ২০২১ রাত ৮:২১
নেওয়াজ আলি বলেছেন: সামু ভবিষ্যতে এমন প্রতিযোগিতার আয়োজন করে দিবে পুরষ্কার । এখন যেহেতু মা হাসান বলেছে উনি দিক
০৭ ই মে, ২০২১ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
অসুবিধা নেই, সামুর ফান্ড থেকে দিলে উহা একটু বেশী ঠিক হতো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২১ বিকাল ৫:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরস্কার দেওয়া হলে পাবে কল্পদ্রুম
আপনা্র লোভ করার কোন মানে নাই।
বেল পাকিলে বলো কাকের কি?
আপনি নিজ থেকে কোন পুরস্কার
বা সান্তনা পুরস্কার দিবেন কাউকে?