নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার অধ্যায় শেষ হতে যাচ্ছে শীগ্রই?

০৮ ই মে, ২০২১ রাত ১২:৩৬



সত্য কি মিথ্যা, জানা খুবই কঠিন, ২০০৮ সালে সামরিক সরকার নাকি বেগম জিয়াকে চাপ দিচ্ছিল দেশ ছেড়ে চলে যাবার জন্য; তাঁর শিষ্যদের কথানুযায়ী, তিনি হলেন, 'আপোষহীন নেত্রী', তিনি মিলিটারীর সাথে আপোষ করেনি, দেশ ছেড়ে যাননি; এখন তিনি চলে যেতে চাচ্ছেন; আগামী কয়েকদিনের ভেতর উনার চলে যাবার সম্ভাবনা আছে; মনে হয়, এখানেই বেগম জিয়ার অধ্যায়টা শেষ হবে।

১৯৭১ সাল থেকেই বেগম জিয়ার ভুমিকাটা জাতির পক্ষে ছিলো বলে মনে হয় না; স্বামী যখন মুক্তিযুদ্ধ করছিলেন, তখন তিনি বাংগালীদের চেয়ে পাকীদেরকে শক্তিশালী ( হয়তো, পাকীদের প্রচারনায় বিভ্রান্ত হয়ে! ) হিসেবে ধরে নিয়ে, সেই পক্ষকেই সাপোর্ট করেছেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা না থাকাতে তিনি ধরে নিয়েছিলেন যে, দেশের সাধারণ মানুষ পাকিস্তানের সুগঠিত,শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধে পেরে উঠবে না।

জেনারেল জিয়া হয়তো স্বপ্নেও ভাবেননি যে, তার অনুপস্হিতে বেগম জিয়াকে একদিন বাংলাদেশের ও উনার দলের সর্বোচ্চ পদে থাকতে হবে। তবে, জেনারেল জিয়া জেনে, কিংবা না জেনে সেই পথ রচনা করে গিয়েছিলেন। জেলারেল জিয়া সামরিক শাসনকর্তা থেকে যেদিন দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে নেমেছিলেন, সেদিনই হয়তো উনি নিজের মৃত্যুদন্ডের ব্যবস্হা করে গিয়েছিলেন; উনার মৃত্যু ছিলো সময়ের ব্যাপার মাত্র।

জেনারেলের মৃত্যুর পরে, উনার দলে যেসব লোকজন ছিলেন, তারা বেগম জিয়াকে দলের সর্বোচ্চ নেতৃত্ব কিংবা দেশের প্রাইম মিনিষ্টার বানানোর পক্ষে থাকার কথা নয়; তারপরও, বেগম জিয়া কি করে এই ২ সর্বোচ্চ পদে চলে গেলেন? কোন শক্তি উনাকে এসব পদে সমাসীন করেছিলো? সেটার উত্তর হলো, মিলিটারী।

জেনারেল জিয়া যেই পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন, তাতে বেগম জিয়া সুখে স্বাচ্ছন্দে বসবাস করতে পারতেন; এরপর, জেনারেল এরশাদ বেগম জিয়াকে জাতির সম্পদ থেকে ২ টি বাড়ী, ততকালীন সময়ে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোসিট, গাড়ী, ছেলেদের পড়ালেখার খরচ, চাকর বাকর, ইত্যাদি দেন। এগুলোর আয় দিয়ে তিনি ততকালীন সময়ে খুবই বিলাসবহুল জীবনের মালিক হতে পারতেন; ছেলে ২টিকে পড়ালেখা করায়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারতেন।

তিনি রাজনীতিতে আসায় উনার ২ ছেলের লেখাপড়া হয়নি ঠিক মতো, ২টি ছেলেই ক্ষমতার অপ-ব্যবহার করে, দুনিয়ার যতসব মাফিয়ার মতো দখলদারীর ব্যবসায় জড়িয়ে যায়; উনার ভাইয়েরা, বোনেরা সবাই সব যায়গায় অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার করে ব্যবসা বাণিজ্য দখল করে নেয়।

উনার সাধারণ জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে ব্যুরোক্রেটরা দেশকে মগের মুল্লুক করে তোলে। উনার বড় ছেলে রাজনীতির নামে দলের তরুণদের নিয়ে "হাওয়াভবন" নামে রাজনৈতিক অফিস খোলে, দেশে আরেকটি প্যারালাল সরকার চালাতে থাকে। হাওয়াভবনে দলের ৪০/৫০ জন তরুণ সদস্য পুরোপুরি মাফিয়া ব্যবসা শুরু করেছিলো: এরা সরকারী খাস জমি, ঢাকার নবাবদের জমি, ব্যাংকলোন, কারেন্সী ব্যবসা, আমদানী রপ্তানী, সরকারের টেন্ডার সব দখল করে নেয়। উনার বড় ছেলে মিলিটারীতে প্রমোশন ইত্যাদিতেও জড়িত হয়ে যায়। উনার বড় ছেলে বিদেশ ভ্রমণে যাবার সময় সেনাবাহিনীর এক জেনারেলকে সাথে নিয়ে যেতো।

উনার ২য় টার্ম'এর পর, দেশের ভয়ংকর অবস্হায় মিলিটারী আবার দেশের ক্ষমতা দখল করে নেয়; উনারই নিযুক্ত সেনাপ্রধান উনাকে এক সময় গ্রেফতার করে জেলে আটকায়ে রাখে, এই ছিলো উনার রাজনীতির চরম ফল। উনি ক্ষমতায় থাকার সময় দেশে জামাতের চরমপন্হিদের একটা গ্রুপ (বাংলা ভাই ) সাধারণ মানুষকে হত্যার শুরু করে, সেই গ্রুপের সাথে উনার ছেলের ঘনিষ্টতা ছিলো; সেই রকম আরেক গ্রুপ শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা চালায় বারবার। মিলিটারী ক্ষমতা নেয়ার পেছনে এগুলো কাজ করেছিলো; মিলিটারী নাকি উনাকে দেশ ত্যাগ করতে বলেছিলো, উনি দেশ ত্যাগ করেননি তখন, এখন মনে হয় উনি দেশ ত্যাগ করছেন!


মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: জেনারেল জিয়া সৎ মানুষ ছিলেন। দূর্নীতি করেন নি। জিয়ার মৃত্যুর পর দেখা যায়, তাঁর কোনো সম্পদ নেই। তাই খালেদা জিয়াকে কিছু দান করা হয়।

০৮ ই মে, ২০২১ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



সরকারের টাকা চুরি দিয়ে যদি সততা মাপা হয়, জেনারেল জিয়া সৎ ছিলেন; আর, জাতি ভুল পথে নেয়া যদি অসততা হয়, তিনি এক বিশাল ভয়ংকর মানুষ; বাংগালী জাতির সংগ্রাম ছিলো মিলিটারী থেকে মুক্ত হওয়া।

২| ০৮ ই মে, ২০২১ রাত ১:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:

হাজার বছর ধরে বইতে একটা লাইন আছে, রাত বাড়ছে হাজার বছরের সেই রাত এমন।

বেগম জিয়াকে হাসপাতালে নেয়ার পর বাবা কে বলেছি উনি বোধ হয় আর বাচবে না। বাবা বলছে কয়েক দিন পরই মারা যেতে পারেন। আমি বলেছি দু মাস লাগতে পারে। তিনি বলেন না আরও কম।

বেগম জিয়া আসলে সিদ্ধান্ত নিতে পারতেন না। আমার মনে হয় দল ওনাকে সামনে রেখে সব করেছে। কারণ ওনার ওই রাজনৈতিক দূরদর্শীতা নেই যে ভবিষ্যতের রাজনীতি কি হবে। দেশের অবস্থা কোথায় যাবে।

আমার মনে হয় তিনি ভেবে ছিলেন ক্ষমতায় আছি যেভাবেই হোক থেকে যেতে পারব। কিন্তু এভাবে সব কিছু উল্টে যাবে তিনি সেটা স্বপ্নেও ভাবেননি।

০৮ ই মে, ২০২১ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:



একটা পরিবার চালানোর মতো জ্ঞানও উনার ছিলো না।

৩| ০৮ ই মে, ২০২১ রাত ২:০৭

আমি সাজিদ বলেছেন: ভালো বলেছেন। ব্লগার অপুর দ্বিতীয় কমেন্টের সাথে একমত।

০৮ ই মে, ২০২১ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


উনার রাজনীতির সময়টা ছিলো, এরশাদের পর, ২য় লেভেলের ডাকাতী।

৪| ০৮ ই মে, ২০২১ রাত ২:৩২

নূর আলম হিরণ বলেছেন: লন্ডনেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।

০৮ ই মে, ২০২১ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



সেটার সম্ভাবনা আছে; তবে, শেখ হাসিনাও কচুর পাতার পানির মতো, হয়তো শেষে আটকায়ে দেবে।

৫| ০৮ ই মে, ২০২১ রাত ২:৪৬

কামাল১৮ বলেছেন: জিয়ার অনেক ছবি আছে হাতকাটা নতুন গেন্জিগায়ে গলায় লকেট ওয়ালা সোনার চেন মাথায় ক্যাপ, ঠিক যেন রংবাজ।
ভাঙ্গা সুটকেস আর ছেড়া গেন্জির ঘটনাও সত্য।নিহিত হবার ঘটনার দিন কোন ক্রুদ্ধ সৈনিক শেখ মুজিবের মৃত্যুর ঘটনা শরণ করে পুরো এক ম্যাগজিন তার মুখে শেষ করে,তারপরও সৈনিকের ক্রুধ প্রশমিত না হওয়ায় তার পাশে রাখা বাক্সে আরেক ম্যাগজিন শেষ করে।বাক্স ও গেন্জি টুকর টুকরো হয়ে যায়।এই হলো ভাঙ্গা বাক্স আর ছেড়া গেন্জির গল্প।
বেগম জিয়া একবার ঢাকা ছাড়লে ছেলের মতোই আর ঢাকা মুখো হবেন না যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

০৮ ই মে, ২০২১ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:



জিয়া ৩০০ মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দিয়েছিঅ, ৩ হাজার জেলে ছিলো, ৫ হাজারের চাকুরী খেয়ে ফেলেছিলো, এরপরও উনি অনেককের জন্য বীর।

৬| ০৮ ই মে, ২০২১ সকাল ৯:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া না দেয়া নিয়ে সময় নষ্ট না করে সিদ্ধান্ত নিলেই তো ল্যাঠা চুকে যায়।

আমার মনে খালেদা ও হেফাজতের চাইতেও হাসিনার জন্য অনেক বেশি সমস্যা অপেক্ষা করছে আরো দুই/তিন সপ্তাহ পরে।
তিনি তার গুরু মোদির পথে হাঁটা শুরু করেছেন বলেই মনে হচ্ছে এখন। দেশের জনগণকে ঈদের আনন্দ করার জন্য যেভাবে মুক্ত করে দিয়েছেন তাতে কুম্ভ মেলার পরিণতি হতে যাচ্ছে অচিরেই বাংলাদেশে। ভয়াবহ সংক্রমণের খুব কাছেই চলে আসছে বাংলাদেশ

০৮ ই মে, ২০২১ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



মানুষের সাথে শেখ হাসিনার কোন বাঁধন নেই; মানুষ উনার কথা শোনেন বলে মনে হয় না; উনি করোনা নিয়ে যা বলেন, বিএনপি, জামাত-শিবির-হেফাজত উল্টোটা করতে থাকে, সাধারণ মানুষও উনার উপর বিরক্ত হয়ে, উল্টোটা করছে; দেশের কি হবে, বলা মুশকিল।

৭| ০৮ ই মে, ২০২১ সকাল ১০:৪২

শাহ আজিজ বলেছেন: কাল রাতের খবর প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পাসপোর্টে খালেদার সাইন, আঙ্গুলের ছাপ দরকার নেই যেহেতু তিনি আই সি ইউতে । সম্ভবত আজকেই তা হয়ে যাবে। মনে হচ্ছে আগামিকাল খালেদা দেশ ছাড়ছেন । দূর যাত্রা একটা সমস্যা সেক্ষেত্রে ব্যাংকক তার প্রথম স্টেপ হতে পারে ।

০৮ ই মে, ২০২১ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:




করোনার মাঝে কেহ ভিসাদেয়ার কথা নয়, উনার ভিসা কি আগেই করা ছিলো? নাকি বিশেষ কোন ব্যবস্হার মধ্য দিয়ে এখন ভিসা পাচ্ছেন?

৮| ০৮ ই মে, ২০২১ সকাল ১১:৩৫

ডার্ক ম্যান বলেছেন: বেগম জিয়ার অধ্যায় শেষ হলেও বিএনপির অধ্যায় শেষ হবে না

০৮ ই মে, ২০২১ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশকে ইয়েমেন না করে বিএনপি-জামাত-শিবির ও হেফাজত থামবে না; দেশকে পুরো কলোনী না বানিয়ে শেখ হাসিনার প্রশাসন থামবে না।

৯| ০৮ ই মে, ২০২১ সকাল ১১:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেগম জিয়ার অধ্যায় শেষ।

০৮ ই মে, ২০২১ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:




লা ফেঁ, ফিনিতো, কাপুত

১০| ০৮ ই মে, ২০২১ দুপুর ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি কিসের ইঙ্গিত দিলেন !!!
কোন দেশ ছেড়ে চলে যাচ্ছেন!!া
ওনার বড় ছেলেতো দেশ ছেড়েছেন
তাই বলে কি তার অধ্যায় শেষ।
তবে ওনার ছোট ছেলে পৃথিবী
ছেড়েছেন তার অধ্যায় শেষ
হয়েছে !!

০৮ ই মে, ২০২১ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



২ ছেলের এই পরিণতি হয়েছে উনার লোভের কারণে; জিয়া যেই সম্পদ রেখে গিয়েছিলেন তাতে পরিবার সুন্দরভাবে চলতো; এরশাদ উনাকে ২টি বাড়ী, ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ও গাড়ী হাঁড়ি দিয়েছিলো জিয়া হত্যায় চুপ থাকার জন্য; এগুলো উনাকে লোভী করে তোলে।

১১| ০৮ ই মে, ২০২১ দুপুর ১:১৪

রানার ব্লগ বলেছেন: তার সুস্থ্যতা কামনা করছি।

০৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, উনি সুস্হ আছেন, চলে যাবার জন্য উনাকে অসুস্হ দেখানো হচ্ছে, বিএনপি এই ব্যবসা অনেক করেছে। করোনা হলে উনাকে প্লেইনে উঠতে দেয়ার নয়ম নেই।

১২| ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এর পরে কি!!!

০৮ ই মে, ২০২১ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



এরপরে শেষ হাসিনার পতনের জন্য অপেক্ষা করবে জাতি, তারপর আফগানিস্তান।

১৩| ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:২১

মোস্তফা সোহেল বলেছেন: সব অধ্যায় এক সময় শেষ হবে।

০৮ ই মে, ২০২১ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



এন্জেলা মার্কেলেটা শেষ হবে,বেগম জিয়ারটাও শেষ হবে!

১৪| ০৮ ই মে, ২০২১ রাত ৮:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নতুনদের সুযোগ দেয়া উচিত।
নেতা পরিবর্তন হলে অনেক কিছুই পরিবর্তন হয়।
চিন্তার পরিবর্তন হয়।
পরিকল্পনা পরিবতর্ন হয়।
একেক মানুষের কাজে ধরন, গতি প্রকৃতি আলাদ রকম হয়।
এই কারণেই প্রতি ৫ বছর পর পর নেতা পরিবর্তন করা দরকার।
সবাইকে কাজের সুযোগ দেয়া দরকার।

বেগম জিয়া তো আর রাণী এরিজাবেথ নন।
সারা জীবন ক্ষমতায় থাকা গনতন্ত্র সম্মত নয়।
গণতন্ত্র মানেই পরিবতর্ন।

০৮ ই মে, ২০২১ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



উনি, জামাত ও উনার স্বামী মিলে, জাতীকে যাযাবরে পরিণত করে গেছেন। নতুনদের মাঝে কারোনাম শুনিনি।

১৫| ০৮ ই মে, ২০২১ রাত ১০:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:




ভুলে ভরা বেগম জিয়ার জন্য মনে হয় তার পরিবার পরিজন আরো একটি ভুলই করতে যাচ্ছে । যাহোক,
বিদেশ গিয়ে চিকিৎসা নিয়ে তাঁর রোগ নিরাময় হোক এটাই এখন কামনা করি ।

দেশে এত সব নামী দামী সরকারী বেরকারী হাসপাতাল ও ডজন ডজন বিদেশী ডিগ্রীধারি ডাক্তার থাকতে
ও বিজ্ঞ সকল বিশেযজ্ঞ ডজন খানেক ডাক্তার নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিতসা সেবা দেয়ার
পরেও কেন একজন রুগীকে(তিনি সাবেক কিংবা বর্তমান প্রধানমন্ত্রী কিংবা যে কেও হোন না কেন)কেন বিদেশে
গিয়ে চিকিৎসা নিতে হবে তা ভাবলে বিস্ময়াবিভুত হতে হয় । এই যদি হয় অবস্থা তাহলে তারা যুগের পর যুগ
দেশ পরিচালনা করে দেশকে কি দিলেন তা বিরাট প্রশ্নের সন্মুখিন । দেশের সাধারণ অনেক মানুষ এর থেকেও
মারাত্মক ব্যধিতে ভুগছেন । তাদেরকে মরনের মুখে রেখে দেশের জনপ্রতিনিধিগন কি ভাবে, কোন মুখে
বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য আকুল হন সে প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে । দেশের চিকিৎসা
ব্যবস্থা, নিদেন পক্ষে যে কোন একটি সরকারী/বেসরকারী হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা গড়ে
তোলার দায়িত্ব ছিল তাদেরই । অনেকেই প্রায় এক যুগেরো বেশী ক্ষমতায় ছিলেন । একটি উন্নত মানের
হাসপাতাল গড়তে কত বছর লাগে , জনপ্রতিনিধি সহ দেশের ধনিক শ্রেণীর মানুষজন এক বছরে বিদেশে
গিয়ে চিকিৎসা খাতে যে পরিমান অর্থ ব্যয় করেন তা দিয়ে দেশেই গড়া যায় বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা ।
এখন হতে যারা চিতিৎসার জন্য বিদেশে যাবেন তাদেরকে যাওয়ার আগে কিংবা পরে বলতে হবে কেন তারা
পারেননি উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা দেশে গড়তে । তাদের এ ব্যর্থতা লেখা থাকবে কালো অক্ষরে ও তা
প্রদর্শিত হতে হবে দেশের সব যাদুঘরে। তারা দেশের জন্য যা গড়েছেন তাতে তাদের বিদেশ গিয়ে চিকিৎসা
নেয়া ছাড়া উপাই নাই , বাচার রাস্তা একটাই তারা খোলা রেখেছেন । কারো জীবনের করুন লগ্নে এ সব কথা
বলা শোভন নয় জানি , তবে প্রসঙ্গক্রমে বিষয়টাকে দেশের সার্বিক একটি চিত্র হিসাবেই ধরে নিয়েই কথাগুলি
বলা ।

যাহোক, দেশের কোটি কোটি মানুষকে উন্নতমানের চিকিৎসার অভাবের মধ্যে রেখে তারা বিদেশ যান নীজের
জীবন বাচাবার তরে, আমরাও দোয়া করি তারা সুস্থ হোন আর অনুভব করুন তাদের ব্যর্থতার করুন গাথাগুলিকে।
চাচা আপন প্রাণ বাঁচা এটাই হোক তাদের জীবনের মিশন ও ভিশন। আমরাও অনুভব করি তাদের জীবনের মর্মকথা।

০৮ ই মে, ২০২১ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া আগে সৌদীতে চিকিৎসা করাতেন; এখন উনার করোনা থাকলে বিমানে উঠতে দেয়ারও কথা নয়; বুঝা যাচ্ছে যে, উনার ডাক্তারেরা মিথ্যা বলছে।

আমাদের ১ প্রেসিডেন্ট মৃতয়ু হয়েছে বিদেশ, এরা দেশ নিজের জন্যও একটা ভালো হাসপাতাল করেনি, এরা ভয়ংকর বেকুব লোকজন। এখনকার প্রেসিডেন্ট সব সময় মাউন্ট এলিজাবেথে থাকতন। এই হলো কম বুদ্ধিমানদের পৃথিবী।

১৬| ০৯ ই মে, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: যাক, তাহলে মা ছেলের দেখা হচ্ছে বলা যেতে পারে।

০৯ ই মে, ২০২১ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, সেটাই হতে যাচ্ছে; উনার টাকা পয়সা সুইস ব্যাংকে; এখন লন্ডন ব্যতিত অন্য দেশের ভিসা পাবার কথা নয়।

১৭| ০৯ ই মে, ২০২১ রাত ১:০৯

নতুন বলেছেন: দাবার চালের মতন খেলার চেস্টা হচ্ছে মনে হয়।

খালেদা জিয়া দেশের বাইরে গেলে বিএনপির জন্য ইসু কমে যাবে। বিএনপি ইমেজ ছাড়া হয়ে যাবে।

এটা বিএনপি কেন চাইছে বুঝতে পারছিনা।

যদি সত্যিই অসুস্থ হয়ে থাকে তবে এটা তার শেষ যাত্রা হতে পারে। কিন্তু মনে হচ্ছে অসুস্থের সুবিধা নিয়ে দেশ ত্যাগই করতে চাইছেন তারা।

০৯ ই মে, ২০২১ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:



উনি বুঝতে পারছেন, করোনার পর আবারো জেলে যেতে হবে; উনাকে বের করে আনার মতো কেহ নেই।

১৮| ০৯ ই মে, ২০২১ রাত ১:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ড: আলী বলেছেন "তারা পারেননি উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা দেশে গড়তে "।
সহমত।
এদের যেই ক্ষমতায় এসেছে নিজের আখের গোছাতে পারলেও জনগণকে নূন্যতম চিকিৎসা প্রদানে কখনই আন্তরিকতা ছিল না।
প্রয়াত এক নেতা স্বাস্থ্য খাতকে লুটপাটের আখড়া বানিয়ে তছনছ করে গেছিলো - আফসোস নিজের অসুস্থতার সময়ে সেই ধ্বংস প্রাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা তাকে রক্ষা করতে পারে নি।

০৯ ই মে, ২০২১ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে যারা ক্ষমতায় গেছে, তাদের বুদ্ধিমত্তা লপো পেয়েছে।

১৯| ০৯ ই মে, ২০২১ রাত ২:৪৫

মিরোরডডল বলেছেন:



আলী ভাইয়ের মন্তব্যকে সমর্থন করছি ।
বর্তমান সরকার এবং বিরোধী দল এরা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন ও আছেন ।
যদি অসুস্থ হলেই তাদের চিকিৎসা মানেই দেশের বাইরে যেতে হয়,
তাহলে ওনাদের অ্যাচিভমেন্ট কোথায় ! তারমানে দেশে সুচিকিৎসা নেই ?

সাজ্জাদের মন্তব্যর সাথে একমত ।
সব দলেই পরিবর্তন আসুক । নতুনদের সুযোগ দেয়া হোক ।

যাই হোক, দেশে অথবা বিদেশে ওনার প্রপার চিকিৎসা হোক ।
সবার জন্য রাজনীতি না । উনি যা কিছু ভুল করেছেন, তার শাস্তি ওনার হয়ে গেছে ।
রাজনীতি থেকে ইস্তফা দিয়ে সুস্থ হয়ে রেস্ট অভ দ্যা লাইফ উনি ভালো থাকুক ।


০৯ ই মে, ২০২১ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:




এরা মানুষের পয়সা খরচ করে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য টিকা কিনেনি, এদেরকে কি বলা যায়?

২০| ০৯ ই মে, ২০২১ রাত ৩:১৪

মিরোরডডল বলেছেন:



অমানবিক, স্বার্থপর, ক্ষমতালোভী ।

বর্তমানে ওয়ান এং অনলি প্রায়োরিটি করোনা থেকে দেশকে সেভ করা, দেশের মানুষের জীবন বাঁচানো ।
এনাফ সময় পেয়েছিলো যেটা কাজে লাগানো হয়নি । এখনও যদি একটু ফোকাস করতো ।
সিরিয়াসলি হ্যান্ডেল করতো । যেখানে পাশের দেশে এরকম ভয়াবহ অবস্থা !


০৯ ই মে, ২০২১ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



নির্বুদ্ধিতার কারণে প্রশাসন নিজেদের কয়েকজনকে হারায়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.