নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকার বেগম জিয়ার মমি জেলে রাখতে চায়?

১০ ই মে, ২০২১ রাত ১২:৫৩



শেখ হাসিনার মন-মানসিকতা কচুপাতার পানির মতো, উহা আছে, উহা নেই; মনে হচ্ছিল, বেগম জিয়াকে চলে যেতে দেবেন, এখন যেতে দিবেন না; ৭৬ বছরের মহিলাকে জেলে রেখে কি হবে? আশাকরি, বেগম জিয়া আরো অনেকদিন বেঁচে থাকবেন; কিন্তু মনে হচ্ছে, উনার জেল-টাইম পুর্ণ না হলে, বর্তমান প্রশাসন বেগম জিয়ার মমি রাখবে জেলে।

সম্প্রতি শেখ হাসিনার প্রতিটি সিদ্ধান্ত ভুল, প্রতিটি পদক্ষেপ ভুল; করোনা নিয়ে উনার কোন প্রস্তুতিই যথেষ্ট নয়; এখন বেগম জিয়ার প্রস্হান নিয়েও উনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আসলে ইহা নিষ্ঠুরতার পর্যায়ে চলে গেছে; মানুষ দেশের সর্বোচ্চ-পদে নিষ্টুর লোকজনকে কখনো দেখতে চান না।

বেগম জিয়া দেশের বাইরে গেলে আইনভংগ হবে কিনা? বাংলাদেশ সরকারের লোকেরা কোন আইন মেনে চলে কিনা বলা কঠিন। বেগম জিয়া এই বয়সে প্রেসিডেন্টের ক্ষমাও পেতে পারেন। সর্বোপরি, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে হাজার হাজার রাজনীতিবিদ অন্যায় করেছে, এদের কারো বিচার হয়নি, শীঘ্রই আর কারো বিচার হওয়ার কোন সম্ভাবনা নেই।

বেগম জিয়ার সবচেয়ে বড় ভুল ছিলো ১৫ই আগষ্টে কেক কাটা; ইহা শেখ হাসিনার মনে অনেক কষ্ট দিয়েছে, সন্দেহ নেই; কিন্তু ইহা বেগম জিয়ার একা অপরাধ নয়; ইহাতে বিএনপির উঁচু লেভেলের সব নেতা জড়িত ছিলো; এমন কি প্রফেসর এমাজুদ্দিনের মত লোক জড়িত ছিলো। এদের সবাই এদিক ওদিক করে বেঁচে গেছে, একা বেগম জিয়া ইহার জন্য মুল্য দিচ্ছেন।

বেগম জিয়া দেশের বাইরে গিয়ে কোন ধরণের ষড়যন্ত্র করতে পারবেন কিনা? মনে হয়, এখন উনার সেই বয়স নেই; এখন উনি হয়তো বিনা সমস্যায় নিজের জীবনটা কাটাতে চান। উনাকে চলে যেতে না দেয়াটা কোনভাবে ভালো কাজ নয়। আমি বেগম জিয়াকে নিয়ে ২/৩ দিন আগে ১টা পোষ্ট দিয়েছিলাম; সেখানে ৪ নং মন্তব্যের উত্তরে, শেখ হাসিনার কচুপাতার পানি মতো মনোভাবের কথা উল্লেখ করেছিলাম।




মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২১ রাত ১:০৯

শূন্য সারমর্ম বলেছেন: আইন দিয়ে হাসিনা নিজেকে ঘিরে, প্রকৃতির আইন অবমাননা করছেন নাতো।

১০ ই মে, ২০২১ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা হিংসুক কিশোরীর মত আচরণ করছেন।

২| ১০ ই মে, ২০২১ রাত ১:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


শেখ হাসিনা এখন ঘিরে আছেন যেসব মানুষ দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে তাকে সামনে রেখে নিজেদের স্বার্থসিদ্ধি করা। শেখ হাসিনা কে ২০০৮ এর পর থেকে যা দেখে ছিলাম তার ছিটে ফোটাও এখন চোখে পরে না। তিনি আসলে কি করতে চাইছেন সেটা বোঝা যাচ্ছে না।

খালেদা জিয়া দেশের বাইরে গেলে এখন কি হবে সেটার ভয়ে বসে আছেন। অথচ দেশের মানুষের মনে যে ক্ষোভ জন্মেছে সেটার ব্যাপার তার কোন ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না।

যেই সাধারণ জনতা লীগ বলতে অজ্ঞান ছিল তারাও আজ গালি দিয়ে যাচ্ছে। লীগের লোকজন ই আজ তাদের বড় শত্রু। নিজেরাই মারামারি করে বেড়ায়।

সব মিলিয়ে কেন জানি মনে হচ্ছে রাজনীতি আর নাই। এখন মানুষ নিজেদের মধ্যে বেচে থাকা নিয়েই বেশি আগ্রহী।

১০ ই মে, ২০২১ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:




উনার প্রশাসন, দলের কিছু মাফিয়া ও ব্যবসায়ীরা মিলে দেশটাকে কলোনিয়েল যুগে নিয়ে গেছে।

৩| ১০ ই মে, ২০২১ রাত ২:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বলা মুশকিল কেন এই বৃদ্ধা মহিলাকে নিয়ে যেতে দেয়া না দেয়া নিয়ে ফালতু সময় নষ্ট করা হলো ! সম্ভবত শেখ হাসিনার হটাৎ মনে পড়েছে ফ্রান্সে বসে বৃদ্ধ 'খোমেনী' কিভাবে শাহকে উৎখাত করে ফেলেছিলো। তাই তিনি খালেদাকে ব্রিটেনে বসে খোমেনী হওয়ার রিস্ক নেন নি।

১০ ই মে, ২০২১ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া ঠিক মতো কথাও বলতে জানেন না, উনার কথায় ফালুও চলে না। শেখ হাসিনা মানুষের সব ধরণের আস্হা হারাচ্ছেন।

৪| ১০ ই মে, ২০২১ ভোর ৪:০১

অনল চৌধুরী বলেছেন: লেলিন,হো চি মিন এবং মাও সে তুং- তিনজনের মৃতদেহই মমি করে রাখা আছে।
কিন্ত মমি করা এবং সংরক্ষণ ব্যায়বহুল।
খালেদা সারাজীবন চুরি-দুর্নীতি ছাড়া কিছু করেনি।
যেহেতু সে তার সম্পদ পরকালে নিতে পারবে না, তাই তার মৃতদেহ মমি না করে মৃত্যুর আগে তার কাছ থেকে সব অর্থ-সম্পদ উদ্ধার করে করোনা সংকটে কাজে লাগালে দেশের মঙ্গল হতো।

১০ ই মে, ২০২১ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



উনার টাকা পয়সা সুইস ব্যাংকে, মনে হয়; উনি না দিলে উহা কেহ নিতে পারবে না।

৫| ১০ ই মে, ২০২১ ভোর ৪:০৮

অনল চৌধুরী বলেছেন: বুড়ির সামান্য বিবেকবোধ থাকলে মৃত্যুর আগে সেগুলি দেশের জনগণকে ফেরত দেয়া উচিত।

১০ ই মে, ২০২১ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া আসলে লোভী ও সীমাহীন বেকুব মানুষ ছিলেন বরাবরই; না'হয়, কেহ জাতিকে নিয়ে এসব করতে পারে?

৬| ১০ ই মে, ২০২১ ভোর ৪:৫৯

কামাল১৮ বলেছেন: সুইস ব্যাংকে তার যে অর্থ আছে ,সরকার হয়তো চায় না সেই অর্থ এই সময় তার হাতে আসুক।

১০ ই মে, ২০২১ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:




সৌদী ব্যাংকে উনার টাকা বাজেয়াপ্ত করেছিলো প্রিন্স সালমান।

৭| ১০ ই মে, ২০২১ ভোর ৫:৩৫

নেওয়াজ আলি বলেছেন: একজন মন্ত্রী বলেছেন বেগম জিয়ার বিদেশ যাওয়ার আবেদন করে রাজনীতি করা হচ্ছে ।

১০ ই মে, ২০২১ ভোর ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



অনেকেই মন্ত্রী, যন্ত্রী, তন্ত্রী হয়েছে; তবে, বেগম জিয়ার ব্যাপারে শেখ হাসিনার সিদ্ধান্তই সবকিছু

৮| ১০ ই মে, ২০২১ সকাল ১১:৩৬

বঙ্গদুলাল বলেছেন: ইসরায়েল-ফিলিস্তিন নতুন করে সমস্যায় জড়িয়েছে?জাতিসংঘ দায়িত্ব নিয়ে এই সমাধান করতে পারবে না?নাকি এরা জাতিসংঘের বিচার মানার মতো অবস্থানে কখনোই যাবে না?স্থিতিশীল বিশ্ব মানুষ কখন পাবে?নাকি প্রকৃতিই একে স্থিতিশীল দেখতে চায় না?নইলে এত অতিমারী,মহামারীই বা কেন?(নাকি চীনারাই প্রকৃতির আসনে বসতে চাচ্ছে কে জানে!)

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



এইবার ইসরায়েলের সরকার গন্ডগোলটা শুরু করেছে; কিন্তু প্যালেষ্টাইনীরা আইনী প্রক্রিয়ায় গেলে ইসরায়েলী মানুষের সাপোর্ট পেতো; ঘটনাটি শুরু হয়, কয়েকটি ফিলিস্তানী পরিবারের বাড়ী কোর্টের রায়ে আগের ইহুদী পরিবারের মালিকানায় চলে যায়। ঘটনার শুরুটা আমি দেখেছি, ফিলিস্তানীরা মারামারি করে সব হারায়।

চীনারা বিশ্বকে অনেকটা ধ্বংস করতে সমর্থ হয়েছে।

৯| ১০ ই মে, ২০২১ দুপুর ১:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: সরকারের যত ভয় এখানেই! না জানি কোন বুদ্ধিতে ক্ষমতা হারিয়ে ফেলে!

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার বুদ্ধিমত্তা যেকোন গড় গার্মেন্টস কর্মী থেকে কম; শেখ হাসিনার সাহস কমে গেছে।

১০| ১০ ই মে, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা চিকন বুদ্ধির মানুষ।
তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন।

তবে শেখ হাসিনার উচিত নিজের দলের দূর্নীতিবাজদের গ্রেফতার করা। তাতে দেশের মানুষ খুশি হবে। তাঁর উপর মানুষের রাগ কমবে।

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বুদ্ধি ও সাহস দু'টোই কমে যাচ্ছে।

১১| ১০ ই মে, ২০২১ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আইনের চোখে নাকি সকলে সমান, তবে আইনের চোখ মনে হয় অসমান।

১০ ই মে, ২০২১ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিবিদদের বেলায় আইন যদি প্রয়োগ করা হয়, মাওলানা ভাসানী ও তাজউদ্দিন সাহেব বতিত সবাই জেলে থাকার কথা।
ব্যুরোক্রেটদের বেলায় প্রয়োগ করলে, ওদের মা-বারাও জেলে থাকার কথা।

১২| ১০ ই মে, ২০২১ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা চাচ্ছেন খালেদা জিয়া দেশেই মরুক। বাইচান্স বিদেশ গিয়ে যদি সুস্থ হয়ে উঠলো। আর তলে তলে হাসিনার পতনের চেষ্টা করে। তাই দেশে থাকলে খালেদা জিয়াকে চোখে চোখে রাখা যাবে।

১০ ই মে, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



বিএনপি-জামাত-শিবিরকে পাকিস্তান ব্যতিত বিশ্বের বাকী সবাই ভয় ও ঘৃণা করে; ফলে, বেগম জিয়ার কথা শোনার জন্য কোন বেকুব বসে নেই।

শেখ হাসিনার পতন উনি নিজেই ডেকে এনেছেন, উনি ডুবেছেন, স্বাধীনতার পক্ষের লোকদের ডুবায়েছেন; দেশ চলছে না।

১৩| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাও ভালো বাংলার মানুষ ইচ্ছা করলে
তার মমি দেখে দুধের স্বাদ ঘোলে
মিটাতে পারবে !!

১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



বাংলার মানুষের যেই ক্ষতি উনি করেছেন,যেই চুরি উনি করেছেন, উনাকে দেখাটাও পাপের সান।

১৪| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বেগম জিয়া ইচ্ছা করলে মহামান্য রাষ্ট্রপতির নিকট ক্ষমা চেয়ে আবেদন করতে পারেন।
তিনি অনেক খুনীকে মাফ করে দিয়েছে।
বেগম জিয়া অন্তত খুনের দায়ে শাস্তিপ্রাপ্ত নন।

১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



আবেদন করা উচিত

১৫| ১০ ই মে, ২০২১ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,





সরকার ঠিক কাজটি করেননি মনে হয়।

১০ ই মে, ২০২১ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ও উনার প্রশাসন কোন কাজটিই সঠিকভাবে করছে না, এরা জাতিকে ভয়ংকর সমস্যার মাঝে টেনে এনেছে।

১৬| ১০ ই মে, ২০২১ রাত ১০:২০

বঙ্গদুলাল বলেছেন: ইহুদিরা বর্তমান পৃথিবীর জ্ঞানী লোকজনের কাতারে পড়ে তারপরও সামান্য ধর্মীয় উপাসনালয় নিয়ে লেগে আছে।সারা দুনিয়া ওদের গালি দিচ্ছে এসবের প্রতি ওদের কোনো ভ্রুক্ষেপই নেই।কোনো সুশিক্ষিত জাতি এসব নিয়ে পড়ে থাকে?মসজিদুল আকসা আর একটা নির্মাণ করলেই তো পারে এতো বাস্তববাদী হলে!আর তা ইহুদি,মুসলিম উভয়েরই প্রিয় হলে আরও খুশী হওয়ারই কথা।সভ্য দুনিয়ার সভ্য নাগরিক হয়েও ব্যক্তিত্বহীনের পরিচয় দিচ্ছে অন্যের ডাকাতি/দখল করে দেওয়া,ভিক্ষা পাওয়া জমিতে(বেশিরভাগ অংশ) বসবাস করে।করোনা সংক্রমণ রোধ ইত্যাদিতে জ্ঞানীর পরিচয় দিলেও অন্তত এইবার ওদেরকে বেকুব মনে হচ্ছে।

১০ ই মে, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



প্যালেষ্টাইনের সমস্যাটা ইহুদীদেরকেই সমাধান করতে হবে; বিশ্ব এই সমস্যা নিয়ে ক্লান্ত হয়ে গেছে।

১৭| ১১ ই মে, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনার পতন উনি নিজেই ডেকে এনেছেন, উনি ডুবেছেন, স্বাধীনতার পক্ষের লোকদের ডুবায়েছেন; দেশ চলছে না।

দেশ তো সুন্দর চলছে। প্রতিদিন গাড়ি, বাড়ি, ফ্লাট, বাইক, জমি কেনা বেচা হচ্ছে।
বাজারে ভিড়, শপিংমল গুলোতে ভিড়। ভিক্ষুকরা প্রচুর ভিক্ষা পাচ্ছে। এই করোনার মধ্যেও লোকজন বসে নেই। মন ভরে কেনাকাটা করছে। শেয়ারবাজার চলছে আগের মতোই। সরকার বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা ইত্যাদি নিয়মিত দিয়েই যাচ্ছে।

১১ ই মে, ২০২১ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



লিবিয়া ও সিরিয়ার অবস্হা আরো ১০০ গুণে ভালো ছিলো; ১ মাসের মাঝে সব উড়ে গেছে।

১৮| ১১ ই মে, ২০২১ রাত ৩:৪৪

ছোট সাহেব বলেছেন: শেখ হাসিনার বর্তমান কার্যক্রম অনেকটা মানুষিক রোগির মত।

১১ ই মে, ২০২১ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:




জাতীকে এনার্খীষ্টে পরিণত করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.