নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার বড় বড় দুর্বলতা ধরা পড়ছে, মানুষ অস্বস্তিতে

১৩ ই মে, ২০২১ বিকাল ৪:৩৭



গত ৪ দিন আমেরিকার ১১ রাজ্যের বেশীরভাগ গ্যাস পাম্পে গ্যাসোলিন নেই; খুবই ছোট একটি হ্যাকিং গ্রুপ আমেরিকার সবচেয়ে বড় পাইপলাইন কোম্পানীর টেকনোলোজী অটোমেশনের কম্প্যুটিং সিষ্টেম হ্যাকিং করায় কোম্পানী পাইপলাইন বন্ধ করে দিয়েছে; এদিকে বেশীরভাগ গ্যাসোলিন কেরিয়ার কোম্পানীর ড্রাইভারদের অনেকের কাজ নেই, তারা করোনার সময় চাকুরী হারায়েছে। ট্রাকিং ব্যবহার করে, তারা প্রয়োজনের ২০ ভাগও বহন করতে পারছে না; শুধু গাড়ীঘোড়া বন্ধ হলে হতো, বিমান কোম্পানীগুলোর লম্বা দুরত্বের বিমান চলাচল বন্ধ রাখতে হচ্ছে, কিংবা অন্য রাজ্যে গিয়ে তেল নিতে হচ্ছে। এত ছোট গ্রুপ যদি আমেরিকার ২৫ ভাগ এলাকা বন্ধ করে দিতে পারে, আমেরিকার অবস্হা কি?

গত নভেম্বরে, ক্যাপিটোল হিলে(আমেরিকান কংগ্রেস ভবন ) ট্রাম্পের লোকেরা খুবই সহজে ঢুকে ভেতরে অনেক ক্ষতি করেছে; এক পর্যায়ে মানুষ কংগ্রেসম্যান ও সিনেটরদের রুমের খুবই কাছে এসে গিয়েছিলো। মানুষ এদর ঠিক লোকেশনটা বের করতে পারেনি; ইহা ছিলো এক ভয়ংকর মহুর্ত; এফবিআই ও সিআইএ এদের অবরোধ ও কংগ্রেস ভবনে প্রবেশ সম্পর্কে কিছুই জানতো না; অবরোধ মুক্ত করতে ৪ ঘন্টা সময় লেগেছিলো।

উহান থেকে বিমানে নিউিইয়র্ক, কালিফোর্নিয়া, ইলিনয় ও নিউজার্সিতে ২০২০'এর ফেব্রুয়ারীতে যে করোনা ভাইরাসে আক্রান্ত বিমান যাত্রীরা আসছে, আমেরিকা তা সঠিভাবে জানতো না।

আমেরিকায় করোনার কারণে প্রায় ৪০ মিলিয়নের চাকুরী চলে গিয়েছিলো, এদের মাঝে এক সময় ২৩ মিলিয়ন মানুষ আন-এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে আন-এমপ্লয়মেন্ট ভাতা পেয়েছিলো; এই মাসের পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার প্রাইভেট সেক্টর ৯ মিলিয়ন খালি পদ পুরণ করার চেষ্টা করছে; ১২ মিলিয়ন মানুষের চাকুরী নেই; কিন্তু গতমাসে মাত্র ৩ লাখ ৭০ হাজার মানুষের চাকুরী হয়েছে; সমস্যা কোথায়, সরকার জানে না।

এই ব্যতিত করোনার সময় পিপিই ওভেনটিলেটর নিয়ে অনেক বড় বড় সমস্যা হয়েছে, যেগুলো আমেরিকায় ঘটার কথা নয়। করোনা নিয়ে সর্বশেষ সমস্যা হবে, প্রায় ৩০ ভাগ মানুষ টিকা নেবে না; কিন্তু সরকার এখনো কোন ধরণের আইন প্রনয়ন করার চেষ্টা করছে না; ৩০ ভাগ মানুষ টিকা না নিলে করোনা থেকে যাবে দীর্ঘ সময়।


মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্রমান্বয়ে আরো বেশী দূর্বলতা ধরা পড়বে।
একসময় আমেরিকার মানুষ প্রতিবাদী হয়ে
উঠবে। সরকারের পতন হবে।

১৩ ই মে, ২০২১ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ২৪৫ বছরের ইতিহাসে সরকার পতনের কোন ইতিহাস নেই; তবে,সাম্প্রতিক সময়ে দুর্বলতার চিহ্ন দেখা যাচ্ছে।

২| ১৩ ই মে, ২০২১ বিকাল ৫:৪৮

নজসু বলেছেন:




আমেরিকা হলো পৃথিবীর সব রাষ্ট্রের বাপ।
এদের দূর্বলতার সুযোগ নেয়ার মতো কেউ থাকলে তখন চিন্তার বিষয় হতো। :D :D :D

অঃ টঃ শ্রদ্ধেয় কি ঈদ উদ্‌যাপন করেন?

১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা, ঈদের জামাতের পর বাসায় ফিরলাম।
আমেরিকা সমস্যার মাঝে আছে।

৩| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এখন সময় সবার জন্যই খারাপ।

১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



সামান্য হ্যাকারেরা যদি তেল সরবারাহ বন্ধ করতে পারে, বিদ্যূৎ,এয়ারপোর্ট কন্ট্রোল হ্যাক করা হয়তো কিছুই না।

৪| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫০

নেওয়াজ আলি বলেছেন: হ্যাকারেরা আর সময় ফেলো না আজ ঈদের দিন আমেরিকাকে বিপদে ফেললো

১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



এটা ৫/৬ দিন চলছে, এখনো পাইপ লাইন চালু করতে পারছে না; ওদের সিষ্টেমকে লক করে দিয়েছে হ্যাকারেরা; তদুপরি, ওরা জানে না, কোথায় কি ঘটতে পারে।

৫| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

মীর শাহেদুর রহমান বলেছেন: সাধারণ একটা ছোট গ্রুপ হ্যাক করছে ল্যাপটপ দিয়ে ঈদের দিন কাম ঘটাইয়া দিলো। আমেরিকা কে আমেরিকা করেছে মিডিয়া। আমেরিকা যা তার চেয়ে বেশি দেখায় মিডিয়া ।

১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



জমিতে চাষ করছে, গরু পালছে, বড় বড় শহর গড়েছে, বড় বড় বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটি করেছে, কম্প্যউটার বানায়েছে, সেলফোন বানায়েছে, বোয়িং বিমান বানাচ্ছে, এগুলো মিডিয়ার কাজ? একটু বড় হোন, ভাবুন, চিন্তা করতে শিখুন।

৬| ১৩ ই মে, ২০২১ রাত ৯:০৯

শূন্য সারমর্ম বলেছেন: আপনি মুসলমান?

১৩ ই মে, ২০২১ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ

৭| ১৩ ই মে, ২০২১ রাত ৯:২৫

শূন্য সারমর্ম বলেছেন: ইসলাম ধর্ম নিয়ে আপনার ভাবনা কেমন? কিভাবে পালন করেন?

১৩ ই মে, ২০২১ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



ইসলাম সম্পর্কে আমার ধারণা হলো, ইহা জুডাইজম ও খৃশ্চিয়ানিজমের আরবী ভার্সন; আমি কিছু কিছু ট্রাডিশন মেনে চলি, যেটা বর্তামান সভ্যতার সাথে মিল আছে, বাংগালী সামাজিকতার সাথে মিল আছে।

৮| ১৩ ই মে, ২০২১ রাত ৯:৪৩

শূন্য সারমর্ম বলেছেন: কি কি ট্রেডিশন বলা যাবে?

১৩ ই মে, ২০২১ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



ইদ করা, রোজা রাখা, ইসলামী নিয়মে, বিয়ে করা, মসজিদে যাওয়া, নামাজ পড়া, ইত্যাদি

৯| ১৩ ই মে, ২০২১ রাত ১০:২৫

শূন্য সারমর্ম বলেছেন: অলৌকিকত্ব(কুরআন),রুপকথা(মিরাজ),মৃত্যুর পর জীবন এসব কি ট্রাডিশনের মধ্যে পড়ে না?

১৩ ই মে, ২০২১ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



ইহুদী ধর্মে সামান্য, খৃষ্টান ধর্মে ও মুসলিম ধর্মে অনেকেই সুযোগ মতো অনেক রূপকথা যোগ করে দিয়েছে; আমাদের মোল্লারা ও ব্লগারেরাও নিয়মিত ছোটখাট অনেক কিছু যোগ করে চলেছেন; ওগুলো নিয়ে আমি মাথা ঘামাই না।

১০| ১৩ ই মে, ২০২১ রাত ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন: মৃত্যুর পরের জীবন নিয়েও নয়?

১৩ ই মে, ২০২১ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



মৃত্যু মানে জীবনের অবসান, জন্ম হলো জীবনের শুরু।

১১| ১৪ ই মে, ২০২১ রাত ১২:১৬

শূন্য সারমর্ম বলেছেন: ধন্যবাদ,হিউমার করলেন বোধহয়।

১৪ ই মে, ২০২১ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:




আমি কোন ধরণেের হিউমার করিনি

১২| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা জানাই আপনাকে।

১৪ ই মে, ২০২১ সকাল ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:




আপনি ও আপনার পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা রলো।

১৩| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
আজ আমাদের ঈদের দিন। আপনি কেমন আছেন?

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি।
আশাকরি, আপনার পরিবার ভালো আছে।

১৪| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:৪৩

স্থিতধী বলেছেন: মৃত্যু মানে জীবনের অবসান, জন্ম হলো জীবনের শুরু

মৃত্যু মানুষ বরণ করে এবং জন্ম মানুষ গ্রহণ করে।

যারা এই বরণ আর গ্রহণের দর্শন বুঝতে হোঁচট খান হয়তো তাঁদের অন্য মানুষদের মৃত্যুর পরের গন্তব্য নিয়ে বেশী চিন্তা না করাটাই ভালো।

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনার বড় জীবন শুরু হবে মৃত্যুর পর, আপনি আজকের এই সামান্য জীবন নিয়ে বসে আছেন কেন, বড় জীবনের দিকে রওয়ানা হোন।

১৫| ১৪ ই মে, ২০২১ বিকাল ৩:১৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:


পোস্টের চেয়ে কমেন্ট বেশি ইন্টারেস্টিং ছিলো,
সক্রটিসকে হেমলক পানে আত্মহত্যা না করে পালিয়ে যেতে বলা হলে সে উত্তর দিয়েছিল, মৃত্যু দেহ হতে আত্মার মুক্তি।

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:




সক্রেটিস বিখ্যাত ছিলেন আধুনিক সভ্যতার রূপকার হিসেবে। ততকালীন মানুষ আত্মা নামে কিছু একটাতে বিশ্বাস করতেন, যা ভুল ছিলো।

১৬| ১৫ ই মে, ২০২১ ভোর ৬:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমেরিকা ব্লেইম দেয়ার জন্য এখনো কোনো বকরা খুঁজে পায় নাই !!! চীনের উপর দোষ চাপিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়।

১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



চীন একটা অপরাধ করেছে, ওরা করোনাকে চীনে আটকায়ে রাখেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.