![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গতকাল ব্রুকলীনের রাস্তায় সাড়ে ৪০০ জন মানুষের ঈদের জামাতের অনুমতি নিয়ে ৪ হাজারের বেশী মানুষ জামাত করেছে; পুলিশ শুরুতে কিছুটা বাধা দিলেও, পরে তারা ইহাকে মেনে নিয়ে চুপ হয়ে যায়।
কোন ধর্মের কোন দোয়া কাজ করে না; কিন্তু যেই বিষয়ের উপর দোয়া করা হয়, উহা নিয়ে দোয়া পরিচালনাকারীর যদি সঠিক ধারণা থাকে, এবং সেটা নিয়ে যদি কোন লজিক্যাল কথা বলা হয়, উহাকে দোয়া হিসেবে উচ্চারণ করা হয়, সেটা মানুষের মনের উপর পজেটিভ ভাবনা হিসেবে আলোকপাত করতে সমর্থ হওয়ার কথা।
প্রত্যেক জতির ধর্মীয় অনুষ্ঠানে দোয়া করা হয়, এতে সমসাময়িক ব্যাপারে দোয়া করা হয়ে থাকে; দোয়ার বিষয়বস্তু নির্ভর করে দোয়া যিনি পরিচালনা করেন উনার জ্ঞান ও ধারণাশক্তির উপর। ঈদের নামাজ যারা পরিচালনা করে থাকেন, তারা সমসাময়িক ব্যাপারগুলো না বুঝার সম্ভাবনা ৯৯ ভাগ; এবং সেটাই ঘটেছে গতকাল ব্রুকলীনে ঈদের নামাজের দোয়ায়।
গতকাল, সমসাময়িক ২টি বিষয়ের উপর দোয়া করা হয়েছে ব্রুকলীনে: (১) করোনা (২) প্যালেষ্টাই-ইসরায়েল সংঘর্ষ।
করোনা সম্পর্কে আমেরিকান বাংগালীদের শতকরা ৮০ ভাগ মানুষের সঠিক, কিংবা অনেকটা সঠিক ধারণা আছে। নিউইয়র্কের বাংগালীরা করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছিলেন, অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারায়েছেন, বেশীরভাগই সুস্হ হয়েছেন; ব্রুকলীনের বাংগালীরা সবার আগে টিকা (অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে ) নিয়েছেন। দোয়ায় ব্রুকলীনে ও বিশ্বে করোনা কমিয়ে আনার জন্য আল্লাহকে ধন্যবাদ দেয়া হয়েছে, এবং বাংলাদেশের মানুষকে করোনা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহকে অনুরোধ করা হয়েছে। টিকা, টিকা আবিস্কারক, ডাক্তার, নার্স, হাসপাতালগুলো ভুমিকা নিয়ে কোন কথাই বলা হয়নি।
প্যালেষ্টাইন-ইসরায়েল সংঘর্ষ নিয়ে আমেরিকায় বসবাসকারী ৭০/৮০ ভাগ বাংগালীদের ধারণা পুরোপুরি পরিস্কার নয়; তার কারণ হলো এরা বাংলা ভাষায় টেলিভিশন দেখেন, বাংলা টেলিভিশনে প্যালেষ্টাইন-ইসরায়েল সমস্যা সঠিকভাব এনালাইসিস করা হয় না কখনো। যাক, সেখানে যুদ্ধ বন্ধ করার জন্য ও "নিপীড়িত, নির্যাতীত মুসলমানদের জানমাল রক্ষার" জন্য আল্লাহকে অনুরোধ করা হয়েছে। গাজায় সম্পদের ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে ও ৭০ জনের বেশী মানুষের মৃত্যু হয়েছে; আল্লাহ যদি রক্ষা করতেন, ইহা ঘটার কথা নয়; অপরদিকে তেল আবিবের অবস্হা দেখলে মনে হয় ওরাই সংঘর্ষে ভালো করছে; গতকাল ও আজকে মিলে, বিশ্বের ১৮০ কোটী মুসলিম গাজার মানুষের জন্য দোয়া করেছে; দেখা যাক, ইহা কিভাবে কাজ করে!
১৪ ই মে, ২০২১ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
সফল মানব জীবন হলো লজিক্যাল ভাবনার ফসল।
২| ১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৩৯
আমি সাজিদ বলেছেন: ৪০০ মানুষের কথা বলে ৪০০০ মানুষ নিয়ে আসা প্রতারণার সামিল। ব্রুকলিনের জন্য দোয়া করলো৷ বাংলাদেশের জন্য দোয়া করলো, অন্য স্টেটসগুলোর জন্যও দোয়া করেছে?
আপনার এনালাইসিস মাঝে মাঝে চমৎকার।
১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
মানুষ মানুষের জন্য শুভকামনা করে থাকেন, উহাই দোয়া; কিন্তু যারা সাধারণ জ্ঞান খাটায়ে সঠিকভাবে চলতে পারে না, সঠিকভাবে ভাবতে সক্ষম নয়, তাদের শুভ কামনাটা সঠিক হওয়ার সম্ভাবনা কম।
৩| ১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে আরো কয়েকশত বছর হয়তো মানুষ দোয়া দরুদ নিয়ে থাকবে।
এর পর এটা একটা অনাবশ্যক বিষয় হয়ে দাঁড়াবে।
কেননা, দোয়ায় যে কোন কাজ হয় না এটা বিগত এক বছরে ভালো ভাবেই প্রমানিত হয়েছে।
১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি একজন রোগীকে দেখতে যান, রোগীর জন্য সব সময় শুভ কামনা করতে হয়, ইহাই আসল দোয়া।
জেরুসালেমে কিছু ইহুদী ১টি রাস্তায় উত্তেজনা সৃষ্টি করে মারামারির সৃষ্টি করেছে; কি কারণে হামাস রকেট ছাড়লো তেল আবিবে? তেল আবিবে কি শুধু সৈন্য বাহিনী ও নাতিনাহুবাস করে? যারা রকেট ছাড়ে, আল্লাহ কি করে তাদেরকে ইসরায়েলী বিমান থেকে রক্ষা করবেন?
৪| ১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৫০
কানিজ রিনা বলেছেন: বাংলাদেশে কতদিন টিকা দেয়া হয়েছে? সে কতদিন হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। এখন টিকা শেষ মানুষের আর উপায় কী? আল্লাহতে বিশ্বাস যার তারা আল্লাহকে ডাকবে। আপনার এত গা জ্বালা কিসের?
যার যার ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকবে, নাস্তিকরা না ডাকলে সমস্যা কি?
বিশ্বে মহামারী চলছে ভারতের লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মারা যাচ্ছে। টিকার অভাব অক্সিজেনের অভাব ভারত সরকারের লেজেগোবরে নাকাল।
আপনি এই হটকারি পোস্ট না দিলেও পারতেন।
পৃথিবীতে 700 কোটি মানুষের মাত্র 120 কোটি নাস্তিক।
এখন সব কিছুতেই যুক্তি দাঁড় করাতে হবে তাহলে তো মানুষ সবই নাস্তিকের দলে। আচ্ছা বলুন তো কোন বিজ্ঞানী
সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে যদি করেও থাকে তারা
কি ধর্ম নিয়ে যুক্তি দেখাতে আসে? না আসেন না।
কারণ তারা জ্ঞানী প্রজ্ঞাবান বিজ্ঞানীরা এখন অসহায় হয়ে পড়েছেন। কারণ আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি অ্যাটোমিক অ্যাটোম, ও নানা ধরনের মারণাস্ত্র, গোটা পৃথিবী থরথর
মানুষের হৃদ কম্পন।
আমরা যে অনলাইন প্রযুক্তি ব্যবহার করছি তাতে রেডিয়েশনের ফলে মানুষ অন্ধ হচ্ছে শিশুরা মায়ের পেট থেকে বিকলাঙ্গ হচ্ছে আরও নানান রকম এফেক্ট হচ্ছে।
এসব বিষয়ে যুক্তি দেখাতে পারেননা?
১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
শুধু টিকা মানুষকে রক্ষা করতে পারবে, আল্লাহ কোন মানুষকে করোনা থেকে রক্ষা করতে পারবেন না।
৫| ১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমেরিকার টেক্সাসে বসবাসরত আমার এক বন্ধু বলে, যারা আমেরিকার নিউইয়েকের বাংলা এলাকা যেমন জ্যাকসন হাইটসে থাকে তাদের ইংরেজি না জানলেও চলে। কেননা, তাদের কখনো ইংরেজি বলার দরকারই পরে না।
তার কাজ করে বাংলা স্টোরে।
বেচাকেনাও করে বাংলার মানুষের সাথে।
থাকেও বাংলার জনগণের সাথে।
তাদের চিন্তা ভাবনাও গড়পড়তা বাংলাদেশীদের চেয়ে উন্নত হবার কথা নয়।
১৪ ই মে, ২০২১ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
ব্রুকলীন, জ্যাকসনহাইটস, জামাইকায় এমন বাংলাী আছেন, যারা এই দেশে আসার পর, ইংরেজী শিখেননি কোনদিন, ইংরেজীটে কথা বলেন না।
৬| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৩
কামাল১৮ বলেছেন: অযৌক্তিক দোয়া আল্লাহ কবুল করে না।আমরা আল্লাহকে যতটা বোকা ভাবি আল্লাহ অতটা বোকা না।সে যথেষ্ট লজিক্যাল।প্রকৃতিতে ইলজিক্যাল কিছু ঘটে না।
১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
কোন দোয়া আল্লাহ কবুল করেন, কোন দোয়া আল্লাহ কবুল করেন না, সেই কথা আল্লাহ আপনাকে জানায়েনছেন বলে আমি বিশ্বাস করি না।
৭| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ নামাজের কিছু ছবি দেখলাম ফেসবুকে।
আসলে দোয়ায় কাজ হয় না। কাজ হলে আজ আমার এই অবস্থা হত না।
১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ সব সময় মানুষের জন্য শুভকামনা রাখতে পারেন, মানুষের কাজের জন্য প্রশংসা করতে পারেন, মানুষ কোন বিষয়ে আশাবাদী হতে পারেন, এটুকুই।
৮| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: হ্যাঁ নামাজের কিছু ছবি দেখলাম ফেসবুকে।
আসলে দোয়ায় কাজ হয় না। কাজ হলে আজ আমার এই অবস্থা হত না।
তারপরও দোয়া করতে থাকুন।
জিকির করতে থাকুন।
বলা যায় না কাজ হতেও তো পারে।
এতো তাড়াতাড়ি ভেঙ্গে পড়লে চলবে কেন!
১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
শুভকামনা, ভালো কাজের জন্য প্রশংসা, কোন বিষয়ে আশাবাদ মানুষের মনের উপর পেজিটিভ প্রভাবের সৃষ্টি করে থাকে!
৯| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৪
আমি সাজিদ বলেছেন: ওখানের মুদি দোকানেও বাংলাদেশের কিছু লোক এমন প্রতারণা আর জালিয়াতি করে?
১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
প্রতিটা মুদি দোকান সব মহিলাদের ঠকায়। আমি বাংগালী দোকানে খুব একটা বাজার করি না; কিন্তু সামান্য কিছু কিনলেও ঠকিয়ে দেয়, নীচু মানের মালামাল রাখে।
১০| ১৪ ই মে, ২০২১ রাত ৯:২০
পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: কাজ করে কিনা জানিনা, তবে আরজ আলির সন্তানদের যে পশ্চাদ্দ দেশে আগুন লেগে যায় এটা সবাই বুঝতে পারে
১৪ ই মে, ২০২১ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
এগুলো আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে? ব্লগে মিলাদের ব্যবস্হা থাকলে আপনার জন্য একটু ভালো হতো?
১১| ১৪ ই মে, ২০২১ রাত ৯:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা মনে করে দোয়া কবুল হয়না তারা মূর্খ!
তবে সবার দোয়া কবুল হয়না এটাও সত্য।
কারণ দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে যেমনঃ
১/ আল্লাহ্ ছাড়া অন্য কাউকে না ডাকা।
২/ শরিয়ত অনুমোদিত কোন কিছুর জন্য দেয়া।
৩/ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া না করা।
৪/ দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা।
৫/ আল্লাহ্র প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে দোয়া করা।
৬/ দোয়ায় মনোযোগ থাকা।
৭/ দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা
৮/ দোয়ার ক্ষেত্রে কোন সীমালঙ্ঘন না করা।
৯/ ফরয আমল বাদ দিয়ে দোয়াতে মশগুল না হওয়া।
১০/ মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে তার শেখানো আদব রক্ষা করে।
চাইলেন আর পাইলেন এমন ভাবা ঠিক নয়।
১৪ ই মে, ২০২১ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
৩/৪ হাজার বছর আগে, যারা এসব রূপকথা বলেছে, তারা জানতো না যে, মানব সভ্যতা এতটুকু এগুবে।
১২| ১৪ ই মে, ২০২১ রাত ১০:৫১
নেওয়াজ আলি বলেছেন: দেশে বিদেশে সব জায়গায় কিছু লোক আছে আইন কানুনের দ্বার ধার না
১৪ ই মে, ২০২১ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
মুসলমানেরা কোন কাজই সঠিকভাবে করে না।
১৩| ১৫ ই মে, ২০২১ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: বাঙ্গালিরা এরকমই। নিজ দেশে কি অন্যদেশে।
১৫ ই মে, ২০২১ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
এরা যেখানে যাবে, সেই দেশের ১২টা বাজবে।
১৪| ১৫ ই মে, ২০২১ রাত ১২:২৬
শূন্য সারমর্ম বলেছেন: সঠিক এ্যানালাইসিস বুঝার উপায় কি? কিভাবে শিখা যায়?
১৫ ই মে, ২০২১ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
ঘটনাপ্রবাহ ও তথ্যকে লজিক্যালী ও অভিজ্ঞতার আলোকে এনালাইসিস করার দরকার ।
১৫| ১৫ ই মে, ২০২১ রাত ১২:৪২
রোকসানা লেইস বলেছেন: বাইডেন নিজে মাস্ক খুলে ফেলেছে। ত্রিশ ভাগ আমেরিকান টিকা নিবে না। কিন্তু আমেরিকানদের ভাব হয়েছে করোনা জয় হয়েছে।
মানুষ বিশ্বাস মতন দোয়ার উপর নির্ভর করবে। খড় কুটো কিছু ধরে বাঁচা মানুষের স্বভাবের মধ্যে পরে।আদি অন্ত শিক্ষাও অত বুদ্ধি খাটলে চলে না।
বাইডেন কি সেরাম কে কাঁচা মাল দিয়েছে?
১৫ ই মে, ২০২১ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
বাইডেন ভুল করছে; সে অর্থনীতি নিয়ে চিন্তিত; মাস্ক কোলা ঠিক হয়নি; করোনাকে নিশ্চিহ্ন করতে হলে অনেক দিন মাস্ক পরে থাকতে হবে।
১৬| ১৫ ই মে, ২০২১ রাত ১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুসলমানেরা কোন কাজই সঠিকভাবে করে না।
আপনিতো ভুল করেন না !
তা হলে আপনি কি মুসলমান না ?
১৫ ই মে, ২০২১ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
সরকার চালনা, সমাজিক দায়িত্ব পালন, জাতির জন্য কাজ করা, ইত্যাদিকে বুঝায়েছি।
১৭| ১৫ ই মে, ২০২১ রাত ২:১৭
আমি নই বলেছেন: করোনা বিষয়ে বিশ্বের সবচাইতে গোয়ার্তুমি বাংলাদেশের মানুষই করে। গতবার করোনাতেও দেখেছি এবারো দেখছি মানুষ স্বাস্থবিধি না মেনে শপিং করছে, গাড়ীতে উঠছে, জনসমাবেশ করেছে, গায়ের সাথে গা লাগিয়ে বাজার করছে, একখানা মাস্ক পরলেও নাক বের করে রাখছে ইত্যাদি। সোজা কথায় বাংলাদেশে করোনা বিষয়ে সচেতেনতার কোনো কিছুই নাই, তার পরেও তুলনামুলক ভাবে বাংলাদেশে করোনা সংক্রমন এবং মৃত্যু দুইটাই কম। ভাইরোলোজিষ্টদের পরামর্শের ছিটেফোটাও না মানা এরকম একটা বেখেয়ালি জাতীর এতদিনে অন্তত ৫০%তো আক্রান্ত হওয়া উচিৎ ছিল, কিন্তু হয়নি।
এব্যপারে আপনার কি মতামত, কেন করোনা তুলনামুলক ভাবে বাংলাদেশে তেমনভাবে আঘাত হানতে পারতেছেনা?
১৫ ই মে, ২০২১ রাত ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
প্রাকৃতিকভাবে বাংলাদেশের মানুষের দেহে করোনা ভাইরাসের বিপক্ষে প্রতিরোধ ছিলো; সরকার, হাসপাতাল ও মানুষ নিয়ম মেনে চললে, দেশে যেই পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, উহার শতকরা ১০ ভাগেরও মৃত্যু হতো না।
১৮| ১৫ ই মে, ২০২১ রাত ৩:২৪
অনল চৌধুরী বলেছেন: প্যালেষ্টাইন-ইসরায়েল সংঘর্ষ নিয়ে আমেরিকায় বসবাসকারী ৭০/৮০ ভাগ বাংগালীদের ধারণা পুরোপুরি পরিস্কার নয়; তার কারণ হলো এরা বাংলা ভাষায় টেলিভিশন দেখেন, বাংলা টেলিভিশনে প্যালেষ্টাইন-ইসরায়েল সমস্যা সঠিকভাব এনালাইসিস করা হয় না কখনো- আপনি একাই যখন সব জানেন এখন সব টিভি চ্যানেলের সংবাদ বিভাগের প্রধান হিসেবে আপনাকে বসানো উচিত। আপনার মোসাডের বসের নাম কি?
এরা যেখানে যাবে, সেই দেশের ১২টা বাজবে - একদম আনার মতো, যেভাবে আপনি এ্যামেরিকা আর ইসরাইলের ওকালতি করে নীরিহ লোকদের ১২ টা বাজাচ্ছেন।
১৫ ই মে, ২০২১ রাত ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমার পোষ্ট পড়ার পর নাতিয়ানাহু গাজা আক্রমণ করেছে।
১৯| ১৫ ই মে, ২০২১ ভোর ৫:৩৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যারা দায়িত্বজ্ঞানহীন কাজ করে আর যারা প্রতারণা ও দুর্নীতি করে তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি ধর্মীয় যুক্তি দিয়ে এসকল কাজ ডিফেন্ড করেন ?
১৫ ই মে, ২০২১ সকাল ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
মৌলিক জ্ঞান না থাকলে কোন কাজই সঠিকভাবে করা হয় না।
২০| ১৫ ই মে, ২০২১ সকাল ১১:১৪
শেরজা তপন বলেছেন: আপনার কি। মনে হয় ফিলিস্তিন আর ইসরায়েল নিয়ে বাংলাদেশী মুসলিমরাও খুব পেরেশানিতে আছে?
সর্বশেষ কবে বাংলাদেশে এসেছিলেন?
১৫ ই মে, ২০২১ দুপুর ২:০০
চাঁদগাজী বলেছেন:
২০১৯ সালে।
ফিলিস্তিন আর ইসরায়েল নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, অনেক মুসলিম দেশ, রাশিয়াও ইউরোপ চিন্তিত।
২১| ১৫ ই মে, ২০২১ দুপুর ১২:৪২
রানার ব্লগ বলেছেন: দয়া করে একটু বলবেন এই প্যালেস্টাইন আর ইহুদিদের রিসেন্ট সমস্যা শুরু কি নিয়া? কারন বাংলাদেশের মানুষ কে জিজ্ঞাসা করলে এক একজন এক এক রকমের মনগড়া উত্তর দিচ্ছে যার সবই ধর্মীয় যোশে পরিপূর্ণ।
১৮ নং এর উত্তর টা সেই রকম ছিলো। ১০০ + এই উত্তরের জন্য।
১৫ ই মে, ২০২১ দুপুর ২:১০
চাঁদগাজী বলেছেন:
২টি ঘটনার কারণে ফিলিস্তিনীরা রেগে গিয়ে সাধারণ মানুষের সাথে মারামারিতে জড়িয়ে যায় (জরুসালেলে ): (১) পুর্ব যেরুসালেমে কিছু বাড়ী থেকে কয়েকটা ফিলিস্তিনী পরিবারকে উৎখাত করা হয়, এসব বাড়ী ১৫০ বছর আগে জর্ডানের বাদশাহের এক অর্ডারে ইহুদী মালিকদের থেকে কেড়ে নেয়া হয়েছিলো (২) ১৯৬৭ সালে ইস্ট জেরুসালেম দখল করার পক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো পাড়ার কিছু ইহুদী।
পরেপুলিশ আসে ও ফিলিস্তিনীরা আল আকসা মসজিদ প্রাংগনে জড়ো হয়ে পুলিশের সংঘর্ষে লিপ্ত হয়; মারামারি চলতে থাকে, বহু ফিলিস্তিনী আহত হয়, কোন মানুষ মরেনি; এই ঘটনাকে কেন্দ্র করে হামাস গাজা থেকে রকেট ছোঁড়ে; ইহাই ঘটনার শুরু।
২২| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:০৬
শেরজা তপন বলেছেন: আমি ঈদের ছুটিতে গ্রামে-গঞ্জে মফস্বলে ঘুরছি, পরিচিত লোকদের সাথে আড্ডা দিচ্ছি। কিন্তু কাউকেও আগের মত এ বিষয় নিয়ে
খুব বেশী চিন্তিত বলে মনে হচ্ছে না... হেফাজত নিয়েও খুব বেশী আলোচনায় কেউ যাচ্ছেনা।
১৫ ই মে, ২০২১ দুপুর ২:১২
চাঁদগাজী বলেছেন:
আগে বাংলাদেশে মিছিল হতো, পাকিস্তানে ও ভারতে মিছিল হতো, তেহরান অচল হয়ে যেতো; এবার কি হলো?
২৩| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: হেফাজত নেতা গ্রেফতার হওয়ার কারনে এবার মিসিল মিটিং হচ্ছে না। টা না হলে মুসলমানদের উপর আক্রমন আমাদের দেশের লোকজন সহ্য করত না।
১৫ ই মে, ২০২১ দুপুর ২:২৮
চাঁদগাজী বলেছেন:
গাজার মানুষের মৃত্যুর জন্য হামাস দায়ী; গাজায় ইহুদীদের সাথে কিছু ঘটেনি, হামাস ২০০ মতো রকেট ছোঁড়ার পর বোমা পড়তে থাকে, এবার অনেক মুসলিম দেশ চুপ হয়ে গেছে।
২৪| ১৫ ই মে, ২০২১ বিকাল ৩:০৬
শেরজা তপন বলেছেন: কি হলো?
আমি বরাবরই দেশ বিদেশের ধর্ম-কর্ম নিয়ে বেশ সোচ্চার একজনকে প্রশ্ন করেছিলাম এসব নিয়ে;
সে বেশ রাগান্বিত স্বরে বল্ল, করোনার ...দনে অস্থির! এইসব ... ছাল নিয়ে ভাবার সময় আছে! শালার জন্মের পর থেকেই এই ফাও ক্যাচালের গল্প শুনে আসতেছি। আল- আকছায় নামাজ না পড়লে কি নামাজ কবুল হবে না-নাকি?
একবার আমাকে এক ফিলিস্তিনি বেশ পোক্তভাবে অপমান করেছিল;
ওরা যদি শতভাগ মুসলিম হয় আমরা নাকি বড়জোড় দশভাগ!!!!
১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
আরবদের মাথায় বেদুইনী বুদ্ধি, বিশ্ব ওদের জন্য বসে থাকতে পারবে না।
২৫| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১২
অক্পটে বলেছেন: তাহলে ফিলিস্তিনবাসরিা হামাসের অপকর্মের ফল ভোগ করছে।
১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
সেটাই চলছে গত ২৫ বছর। গত ৬ মাস থেকে গাজা থেকে বেলুনের সাহায্য আগুন লাগানো হচ্চিল ইসরায়েলের ভেতরে; এসব বেকুবী কাজ করলে, ওদেরকে কি পছন্দ করবে?
২৬| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই ব্লগের যারা দোয়া করেছেন তারা সম্ভবত পুরোপুরি হিংসামুক্ত হয়ে দোয়া করতে পারেননি।
তারা কেবল নিজের জন্য দোয়া করেছেন।
পুরো মানব জাতির জন্য দোয়া করেননি। এটার কারণ অবশ্যই হিংসা।
তাদের দোয়া কাজ দিয়েছে।
নিজে সুস্থ আছেন।
সারা পৃথিবীর মানুষ মারা যাচ্ছে।
সবার জন্য দোয়া করুন।
২৭| ১৬ ই মে, ২০২১ রাত ১২:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: চীন একটা অপরাধ করেছে, ওরা করোনাকে চীনে আটকায়ে রাখেনি।
চীন তখন কোরোনাকে আটকিয়ে না রেখে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছে। তারা তাদের প্রবাসীদের দেশত্যাগের ক্ষেত্রে চরম শিথিলতার আশ্রয় নেয়।
এখন আমাদের প্রতিবেশী ভারত সেই একই পথ অনুসরণ করছে। ভারতীয়রা এখন তাদের ভেরিয়ান্টকে আটকিয়ে রাখছে না। এদের আদমরা বিভিন্ন দেশে গিয়ে তাদের ভেরিয়েন্ট ছড়াচ্ছে। অস্ট্রেলিয়া বাধ্য হয়ে তাদের ঠেকাতে কঠোর আইন প্রণয়ন করেছে। বাংলাদেশও করছে। টরোন্টোতে সম্প্রতি ৩৬ জন ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত রোগী প্রবেশ করেছে।
১৬ ই মে, ২০২১ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
ভারতের বর্তমান সরকারে অনেক ইডিয়ট স্হান করে নিয়েছে; ভারত সম্পর্কে বিশ্বের মতামত পাল্টে গেছে; এদের কথায় ও কাজে কোন মিল নেই এখন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২১ বিকাল ৫:০৮
নির্জন অঙ্কন বলেছেন: দারুণ বলেছেন