নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজায় যুদ্ধ-বিরতী শুরু হয়েছে, ৩ ঘন্টা ভালোই কেটেছে (সাময়িক )

২১ শে মে, ২০২১ বিকাল ৩:২৪



মিশরের উদ্যোগে গাজা ও ইসরায়েলের মাঝে যুদ্ধ-বিরতি শুরু হয়েছে; আজ শক্রবার, আমেরিকান সময় ভোর ২:০০ টার সময় থেকে যুদ্ধ-বিরতি চলছে; ৩ ঘন্টা ভালোই চলছে; হামাস বিজয় ঘোষণা করেছে, তারা কিছুক্ষণ নেচেছে রাস্তায়। এবারের ক্ষয়ক্ষতি ২০১৪ এর তুলনায় অনেক কম: এবার গাজায় ২৩৫ জন মানুষ হারায়েছে, ৩/৪ শত পংগু হবে, সম্পত্তির ক্ষয়ক্ষতি ৫/৬ বিলিয়ন ডলারের কাছাকাছি হবে। আনুপাতিক হারে এবার বেশী ইহুদী প্রান হারায়েছে, সংখ্যা ১২ জনের মতো, সম্ভবত। ফিলিস্তিনের টাকা ভুতে যোগায়, কোন অসুবিধা নেই। গাজার ৮০ ভাগ মানুষ দরিদ্র সীমার নীচে বাস করে; কিন্তু তাদের গড় মানুষের কাপড়চোপড় ইউরোপের লোকজনের সমকক্ষ।

ব্লগারেরা এখন অন্য বিষয়ের উপর পোষ্ট দিতে পারেন। অবশ্য কিছু কিছু ব্লগার এবার উইকি মুইকি খুঁজে ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে কিছুটা জেনেছেন; অনেকই জানতেন যে, ফিলিস্তিন এখন স্বাধীন দেশ, ১৩৯ টি দেশ ইহাকে স্বীকৃতি দিয়েছে; ইহার সমস্যা হচ্ছে, ইহা অধিকৃত দেশ, এবং জি-২০ দেশগুলোর মাঝ থেকে ১১ টি দেশ ফিলিস্তিনের স্বাধীনতা মানে না; তারা চাচ্ছে যে, পিএলও "অসলো শান্তি চুক্তি" কার্যকরী করুক। হামাস "অসলো শান্তি চুক্তি" মানে না, ওরা বিশ্বাস করে যে, ইসরায়েল নিজেই ক্লান্ত হয়ে দখল করা এলাকা ছাড়তে বাধ্য হবে। ইহা কিন্তু ঘটবে একদিন, সময়ের ব্যাপার মাত্র; সেই সময় অবধি ফিলিস্তিনীদের এইভাবে বাস করতে হবে, এটা হামাস ও পিএলও'র জন্য লাভজনক ব্যবসা; ২ সংস্হাই লাভবান হচ্ছে; হামাসেরা চাকুরী করে ভালো থাকছে; পিএলও দীর্ঘদিন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে আসছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২১ বিকাল ৩:৩৯

নতুন নকিব বলেছেন:



গাজায় রক্তপাত বন্ধ হোক - এটা কি আপনি সত্যি সত্যি চান? চাইলে তো এত দিনে ব্লগে মিলাদের একটা আয়োজন অন্ততঃ আপনার করার কথা। B-)

২১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমি চাই আপনি ভলনটিয়ার হয়ে আল-আকসা মসজিদের জন্য যুদ্ধ করেন; পাকিস্তানী আমলে জামাতের অনেকই পিএলও'তে ভলনটিয়ার হয়ে ফিলিস্তিনের জন্য প্রাণ দিয়েছে; ওরা সবাই এখন বেহেশতে।

আমার মতে, গাজার মানুষের বড় সমস্যা হামাস; হামাসের ভয়ে ইয়াসির আরাফাত "অসলো চুক্তি' কার্যকরী করতে পারেনি; অবশ্য উনি শেষ জীবনে চুরিতে ব্যস্ত ছিলেন।

২| ২১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৩

নতুন নকিব বলেছেন:



পোস্ট সাময়িক ক্যারে?

অসাময়িক হইলে অসুবিধা কি? আলগা আলগা লাগতাছে, কেমুন জানি! আবার যেমুন লাগে, হামলা টামলার সম্ভাবনা দেখতাছেন! একটু খুইল্যা কন দেহি, ভাই! রক্তপাত আর কত?

২১ শে মে, ২০২১ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:



এসব ব্যাপারে অন্যেরা ডিটেইলস পোষ্ট দেবেন হয়তো; আমি শুধু সংবাদটা জানাতে চাচ্ছি; ফিলিস্তিন নিয়ে ব্লগারেরা চিন্তিত। যতদিন জামতে-শিবিরের মতো লোকজন মুসলিম দেশগুলোতে আছে, ততদিন এসব দেশে রগকাটা যাবে, মানুষের প্রাণ যাবে।

৩| ২১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৩

ঢাবিয়ান বলেছেন: গাজায় শান্তি চায় না ইস্রাইল, হামাস এবং আপনার মত ইসরাইলপন্থী মানুষেরা।

২১ শে মে, ২০২১ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাষায়, আমি ইহুদী হয়ে গেছি, আপনার মাথায় মগজ কম হওয়ায়, আপনার দুনিয়াটা অনেক সহজ হয়ে গেছে; আপনি ড: ইউনুসের মতো শান্তি পুরস্কার পাবেন।

৪| ২১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৩

নেওয়াজ আলি বলেছেন: যুদ্ধ বন্ধ হলে দুই দেশের বাহির হতে টাকা পাওয়ার বানিজ্য কী বন্ধ হয়ে যাবে

২১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


হামাস ও পিএলও আামাদের দেশের রাজনীতিবিদদের চেয়েও বড় ডাকাত; ওরা চায় ফিলিস্তিন এভাবে থাকুক। গাজার সবচেয়ে বড় রেষ্টুরেন্টগুলোতে হামাস ও পিএলও'দের পরিবারে আড্ডা মারে।

৫| ২১ শে মে, ২০২১ বিকাল ৩:৫৯

নতুন নকিব বলেছেন:

তা, হাজার কথার এক কথা- আমারে এত তাড়াহুড়ো কইরা বেহেশতে পাঠাইতে পারলে আপনার লাভটা কি?

তবে আপনার সুবিধা যদি সেইরকম কিছু সত্যিই দেখি, তাহা হইলে রিস্ক প্রয়োজনে একটা নিয়েই নিব। আসল কথা, আপনার জন্য সামান্য এই জীবনটা বিসর্জন দিতে পারবো না - এটা একটা কথা হইলো? :)

২১ শে মে, ২০২১ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:




আপনারা এখনো বেদুইন যুগে আছেন, এইজন্য হেফাজত ইত্যাদি অকারণে দেশটাকে মাদ্রাসার দেশে পরিণত করেছে, নিজেরা বেদুইনদের মতো থাকে, জাতিকে বেদুইনে পরিণত করার চেষ্টা করছে।

৬| ২১ শে মে, ২০২১ বিকাল ৪:০১

নতুন নকিব বলেছেন:

হামাস আর পিএলও ডাকাত আর ইসরায়েল বুঝি দুধে ধোয়া তুলসি পাতা। তাই না?

২১ শে মে, ২০২১ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



ইহুদীদর মাঝেও অনেক প্রতারক আছে; তবে, ইহুদীরা গড়ে সব মুসলমানদের চেয়ে সৎ।

৭| ২১ শে মে, ২০২১ বিকাল ৪:১২

এ কাদের বলেছেন: আমার ম নে হয় শিগ্রই মধ্যপ্রাচ্য পরিস্তিতীর পরিবরতন হবে। কারন তেল/গেস এর চাহিদা এখন থেকে দিনদিন কমে যাবে ন তুন তেল ছাড়া ইবি প্রযূক্তির কারনে।
তা যদি হয় এই যূদ্ধটা এখন বাংলাদে ,ভারতের চিকেন নেক ও চায়নার হিমালয়ে ডকলামের মধ্যে চলে আসাটা অস ম্ভব কিছু নয়।
মূল ক থাটা হ ল আমাদের নিতীনিরদারকদের বিষয়টি মাথার রাখা অত্যন্ত অত্যন্ত অত্যন্ত জরুরী।

২১ শে মে, ২০২১ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



সঠিক, তেলের ব্যব হার কমে যাবে ১০ বছরের মাঝেই; তেলের দাম কমবে, আরবদের পা মাটিতে লাগবে; তবে, আরবেরা সব সময় পেছনে পড়ে থাকবে।

বাংলাদেশে এলাকায় যুদ্ধ কি কারণে হবে?

আমাদের প্রত্যেকটা বিসিএস ডাকাত, প্রতিদি ব্যবসায়ী অসৎ, প্রতিটি দলীয় নেতা ইডিয়ট, প্রতিটি মানুষ কাজে ফাঁকি দেয়।

৮| ২১ শে মে, ২০২১ বিকাল ৪:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: যুদ্ধের ভয়াবহ দিক আছে, কখন মাথায় বোমা পড়বে এমন অবস্থা নিয়ে বেঁচে থাকা আমরা বুঝতে পারবো না, এটা তারাই বুঝবে যারা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।

মানুষ বাঁচুক আনন্দে ও ভালবাসায়, এবং সে যে দেশেরই হউক না কেন।

২১ শে মে, ২০২১ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:




ফিলিস্তনে দরকার কিছু বুদ্ধিমান মানুষ, যারা ইসরায়েলের সাথে শান্তি স্হাপন করে, ফিলিস্তিনীদের ভালো জীবন প্রদান করতে পারে; হামাস মামাস এগুলো জল্লাদ।

৯| ২১ শে মে, ২০২১ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়েছে। আর হামাস বলছে তাদের বিজয় হয়েছে। কেমন কি?
গত ১১ দিনের যুদ্ধে ২৩৫ জন ফিলিস্তিনী মারা গেছে। আর হামাসের রকেট হামকলায় জন মারা গেছে।
আম্রিকায় টাইম স্কয়ারে নাকি কিছু ফিলিস্তিনিরা মিছিল মিটিং করেছে। পুলিশ তাদের ধাওয়া করেছে।

২১ শে মে, ২০২১ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



অনেক ফিলিস্তিনি আমেরিকা ও ইউরোপে আছে, এরা দেশে গিয়ে যদি ইহুদীদের সাথে মিলেমিশে কাজ করতো, গরীব ফিলিস্তিনীরা নিজের ভুমিটা ফেরত পেতো; ইসরায়েল ক্লান্ত হয়ে গেছে।

১০| ২১ শে মে, ২০২১ বিকাল ৫:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:


এই যে বিরতি এটাও তো সাময়িক। আবার কিছুদিন থেমে থাকবে। তারপর শুরু করবে। ইসরায়েল ক্লান্ত তবে তারা ছেড়ে দিবে বলে মনে হয় না ।

২১ শে মে, ২০২১ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলের মানুষেরা (ইমিগ্রেন্দের একাংশ) সুযোগ পেলে আমেরিকা ও অষ্ট্রেলিয়া চলে যাচ্ছে; ক্রমাগত সংঘর্ষ, অধিক কাজ, ধর্মীয় চাপে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে।

নতুন সমস্যা হবে, দেশের ১.৩ ফিলিস্তিনী মুসলিম নাগরিক, এরা পেছনে পড়ে আছে, অসন্তষ্ট; ইসরায়েল বাধ্য হবে এদের একাংশকে বের করে দিতে, তখন ইউরোপ বেঁকে বসবে।

১১| ২১ শে মে, ২০২১ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ফিলিস্তিনিরা কি গোয়াড়? ঘাড় ত্যারা লোকজন? লজিক বুঝে না?

২১ শে মে, ২০২১ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



সাধরণ মানুষ সব দেশেই নিরীহ; এরা নিজের দোষে দেশ হারায়নি, এরা দেশ হারায়েছে আল-আকসা মসজিদের ততকালীন ইমাম, বেকুব ও সন্ত্রাসী আরবদের কারণে; হামাস, হিজবুল্লাহ, শিয়া সন্ত্রাসীরা আমাদের জামাত-শিবিরদের মতো, এরা ফিলিস্টিনীদের জিম্মি করে রেখেছে।

১২| ২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

শাহ আজিজ বলেছেন: কারা হামাসের অস্ত্র সরবরাহকারী? ৩০০০ রকেট ছোড়ার পর স্টক শেষ , রেস্টও দরকার । সাপ্লাই অন দি ওয়ে । টানেল নষ্ট হওয়াতে হামাস বিপদে , অতএব যুদ্ধ বিরতি ।




এরপর একদিন গুড়ুম করে তেল আবিবের ওপর আবার সুচনা করবে হামাস , বড্ড বজ্জাত ।

২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



হামাস ইত্যাদি মগজহীন বেদুইনদের বংশ; ফিলিস্তিনীদের পক্ষে বিশ্বের বেশীরভাগ মানুষ; কিন্তু হামাস ও পিএলও'র কারণে জাতিটি নিজ দেশে রিফিউজি।

এরা ইহুদীদের সাহায্য ব্যতিত কিভাবে গাজার মতো যায়গায় রকেট আনে?

১৩| ২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৬

আমি সাজিদ বলেছেন: ইহুদিরা মানুষ হিসেবে কেমন?

২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



ভালো, কঠোর পরিশ্রমী, এরা অনেকই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; ধর্মীয়গুলো নিজেদের মাঝে কট্টর; তবে ভদ্র।

১৪| ২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: যুদ্ধ বিরতি হলো,আল আকসায় ইসরাইলী পুলিশও অ্যাটাক করলো,পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলাও হল।
****গতকালের পোস্ট রিমুভ করেছেন নাকি?

২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট টি ড্রাফট করে রেখেছি; সেখানে ব্লগারদের বিপক্ষে কথা বলেছি; কিছু সিনিয়র ব্লগার ক্ষেপে যেতে পারে।

যুদ্ধ-বিরতি গাজার সাধারণ মানুষের জন্য দরকার; এই মানুষগুলো হামাস ও ইসরায়েলের ভিকটিম।

১৫| ২১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১

বিজন রয় বলেছেন: হামাসেরা বিজয় দাবী করল কেন? তাদের তো অনেক ক্ষতি হলো।

২১ শে মে, ২০২১ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



এবার তো কিছু না, ২০১৪ সালে হামাস ৩ ইসরায়েলী কিশোরকে হত্যা করার পর, ইসরায়েল গাজাকে মাটির সনে মিশিয়ে দিয়েছিলো: ২৩০০ মানুষের মৃত্যু হয়েছিলো ৫০ বিলিয়ন ডলারের সম্পত্তির ক্ষতি হয়েছিলো; ইসারায়েলী বোমা থামার পর, হামাস বিজয় উৎসব করেছিলো।

১৬| ২১ শে মে, ২০২১ রাত ৮:০৭

বিজন রয় বলেছেন: এরা কি তাহলে সেই জাতের, যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় এক বিশেষ শ্রেণীর লোক পাকিস্তানী সেনাদের কাছে নিজের মেয়েকে তুলে দিয়ে তৃপ্তি পেত, শান্তি লাভ করত?

২১ শে মে, ২০২১ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



মগজের দিক থেকে এরা আমাদের জামাত-শিবিরের মতো; তবে, এরা ভয়ংকর প্রতিশোধ পরায়ন। গাজার মানুষ এদের কাছের জিম্মি; গাজার মানুষ ইসরায়েলে গিয়ে কাজ করে, এরা মানুষের জন্য চাকুরীও সৃষ্টি করেনি; টাকা পায় প্রচুর, রকেট কিনে ও নিজেরা ভালো থাকে, প্রাণ হারায়।

১৭| ২১ শে মে, ২০২১ রাত ৮:১৩

আমি সাজিদ বলেছেন: এই যে এত সুদীর্ঘ সময় ওখানে আছেন, ইহুদিদের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে কেমন ক্ষতির সম্মুখীন হয়েছেন?

২১ শে মে, ২০২১ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



আমরিকা ক্যাপিটেলিষ্ট দেশ, ইহুদীরা যদি মানুষের ক্ষতি করতো, ওরা এই দেশে থাকতে পারতো না; ওরা আমেরিকার অর্থনীতি, টেকনোলোজী, বিজ্ঞান ও রাজনীতিতে বিশাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.