নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৬০\'এর দশকে ২ শিবিরের (ইসলামী ছাত্র সংঘ ) কান্ড

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৬



চট্টগ্রাম কলেজে ভর্তি হওয়ার পর, শুরুতে একটা একটা বিষয় লক্ষ্য করলাম, চট্টগ্রাম শহরের ছেলেরা গ্রামের ছেলেদের সাথে বেশ খারাপ ব্যবহার করে; ইহা নিয়ে একদিন আমার সাথে লেগে যায় ৮/৯ জনের একটা গ্রুপের সাথে; আমার হয়ে প্রথমে ২ জন এগিয়ে আসে; পরে দেখি ২ জনই শিবির, আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠেনি; এটা সেই ঘটনা।

কলেজে ক্লাশ শুরু হয়েছে, আমি 'বি' সেকশনে; ইহাতে ৭০ ভাগই গ্রামের ছেলেমেয়ে, ৩০ ভাগ শহরের ছেলেমেয়ে; শহরের ছাত্ররা বিবিধ স্কুলের হলেও, এরা মোটামুটি নিজেদের সাথে পরিচিত ছিলো; তদুপরি, পুলিশ স্কুল, কলেজিয়েট, আগ্রাবাদ কলোনীর ছেলেরা প্রানবন্তের নামে আসলে কিছুটা বেয়াদব ছিলো; এসব স্কুলে কো-এজুকেশন ছিলো না; এরা পারলে ক্লাশের মেয়েদের নিজেদের ঘরে নিয়ে যাবার চেষ্টা করতে লাগলো; এরা জোর করে মেয়েদের পেছনের বেন্চের সীটগুলো দখলে রাখতো।

ক্লাশের সামনের বেন্চে বসার জন্য ভালো ছাত্রদের মাঝে ভালোই প্রতিযোগীতা ছিলো; এরা স্যারদের লেকচার শুনতো; ১০০ জন ছেলেমেয়ের ক্লাশে স্যার কি বলছেন, তা নিয়ে আমি মাথা ঘামাতাম না, আমি সবচেয়ে পেছনের বেন্চে বসতাম, অনেক সময় পুরো বেন্চে আমি একা, স্যার কোন সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আমার এলাকা অবধি আসতো না, আমি বসে বসে টেক্সট বই পড়তাম।

তখনো হোষ্টেলে সীট পাইনি, বাসে পোর্ট-কলোনী থেকে আসতাম, পথে আগ্রাবাদ কলোনীর গ্রুপ উঠতো; এরা ছিলো খুবই নীচু মানের, ৪ মাইলের পথ যেতে এদের বাসের সীটের দরকার হতো ও এরা টিকেটের পয়সা দিতে চাই তো না; এদের ৪/৫ জনের একটা গ্রুপ ছিলো, এরা ছিলো আসলেই ছোট লোক। এদের সর্দার ছিলো মাসুদ নামের এক ছেলে; সে একদিন আমাকে বলে,
-এই, তুই তো গ্রামের ছেলে, থাকিস কোথায়?
-পোর্ট কলোনীতে।
-আমাদের সাথে চলবি।
-তোমরা বাসের ভাড়া দাওনা, তোমাদের সাথে কি করে চলবো?
-এভাবে কথা বললে পিঠের ছামড়া তুলে নিবো, বুঝলা বাবাজী।

ক্লাশে আমার তথকথিত ১ মামা ( আমার স্কুল বন্ধুর আপন মামা ) ছিলো, উহা ছিলো পুলিশ স্কুলের ছেলে; সে কলেজিয়েটের ছেলেদের সাথে মিলে গন্ডগোল করে বেড়াতো; সে আমাকে সেই দলে ভেড়াতে চাইলো, আমি বললাম,
-মামা, আমি গ্রামের ছেলে, আমার এসব পোষাবে না, তোমরা যেভাবে ক্যাম্পাসে হাউকাউ কর, ইহা আমার দ্বারা হবে না।
-মামা শহরে এসে গেছ, এখানে গরু চরানোর যায়গা নেই, বিপদে পড়লে মামাকে স্মরণ করিও।

এর সপ্তাহ'খানেকের মাঝে বিপদের দিন ঠিকই এসে গেলো; একদিন শেষ ক্লাশের পর, শহরের সব ছেলেমেয়েরা মিলে ঘোষণা করলো, একটা মিটিং আছে, সবাইকে থাকতে হবে। তারা গ্যালারীর দরজা বন্ধ করে মিটিং শুরু করলো। ৮/৯ জন লেকচার ষ্টেজে উঠে "বি-সেকশন কালচারেল গ্রুপ" নামে একটি কমিটির নাম ঘোষণা করলো; এতে আমাদের ক্লাশের ৬ জন ছেলে ও ১ জন মেয়ের নাম আছে; এরা আমাদের ক্লাশের পক্ষ থেকে সাংস্কৃতিক কার্যকলাপ করবে, ম্যাগাজিন বের করবে, অনুষ্ঠান করবে; সবাইকে মাসে ২ টাকা করে চাঁদা দিতে হবে। সভাপতি হচ্ছে, আমারই মামা।

মামাকে পরিচয় করে দেয়া হলো, মামা ২/৩ মিনিট বক্তব্য দিয়ে, সবাইকে হাত তুলে সমর্থন করতে বললো; ভয়ে হোক, বা আনন্দে হোক, সবাই সবাই হাত তুললো; আমি পেছন থেকে দাঁড়িয়ে বললাম,
-মামা, কমিটি করার আগেও তো আমাদের মতামত নেয়ার দরকার ছিলো, তাই না?
-এখন নিচ্ছি তো, তোমার আপত্তি কোথায়?
-আমার আপত্তি হলো, কমিটি তোমরা করেছে, চাঁদাও তোমরা দাও, আমি ইহাতে নেই।

চারিদিক থেকে হঠাৎ প্রতিবাদ উঠার শুরু করলো; ছেলেমেয়েরা প্রশ্ন করার শুরু করলো, এই ৭ জনকে কারা নিযুক্ত করেছে? মামা ও মন্চের লোকজন ক্ষেপে চীৎকার দিয়ে সবাইকে চুপ করায়ে বললো, ১ বছর পর, ভোটের মাধ্যমে ইহাকে ঠিক করা হবে, এখন এভাবে চলবে। মামা আমাকে লক্ষ্য করে বললো,
-মামা, ইহা শহর, এখানে ভিলেজ পলিটিক্স করলে পিঠের চামড়া থাকবে না!
-তাই নাকি?

আমি সবেগে পেছন থেকে দৌঁড়ে মন্চে এসে উঠলাম; মামাকে ধরার চেষ্টা করতে বাকীরা আমাকে ঠেলে মন্চ থেকে নামিয়ে দিলো; আমাকে হুশিয়ারী দিলো যে, কলেজে থাকতে দেবে না। আমি চীৎকার দিয়ে বললাম,
-যারা এই কমিটির বিপক্ষে, তারা মন্চে নেমে আসেন।

প্রথমে ২ জন আসলো, একটু পরে ৫০ জনের মতো আসলো, কমিটি শেষ। যেই ২ জন প্রথমে এলো, পরে দেখি ২ জনই শিবির (ততকালীন সময়ের 'ইসলামী ছাত্র সংঘ' ), আমি জানতাম না; এরা কয়েকদিন আমার সাথে চলেছিলো; ১ সপ্তাহ পরে টের পেলাম যে, ইহারা শিবির, বন্ধুত্ব শেষ।

( চলবে )



মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৪

কোথাও কেউ নেই বলেছেন:
ইসলামী ছাত্র সংঘ এর বদনাম কি ৬০ এর দশক থেকেই ?

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:




ওদের কোন বদনাম নেই, ওরা জন্ম থেকে জল্লাদ, মানসিকভাবে জল্লাদ।

১৯৭১ সালে, আমাদের যত মানুষকে পাকী বাহিনী হত্যা করেছে, তার ৯০ ভাগ হচ্ছে আলবদর ও রাজাকারদের সহযোগীতার ফলে।

২| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বলেন কি!
টান টান উত্তেজনা।

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



কলেজের শুরুটা সব সময় ঘটনা বহুল ছিলো; তবে, জীবনটা বিষন্ন করে রাখতো ইসলামী ছাত্র সংঘ ও অন্যান্য ছাত্র রাজনৈতিক দলের মাফিয়ারা।

৩| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

আমি সাজিদ বলেছেন: মৃত্যুর মুখে যদি শিবির এর ছেলেপেলে এসে পানিও দেয় তাহলে এর পেছনে উদ্দেশ্য আছে। শিবির চট্রগ্রাম কলেজের ত্রাস ছিল, এখন ছাত্রলীগ চট্রগ্রাম কলেজে মাস্তানি করে বেড়ায়। আমার এক পরিচিতের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি চট্রগ্রাম কলেজ গিয়েছিলাম, দেখি শিবিরের জায়গা ছাত্রলীগ দখল করে নিয়েছে, অবিভাবকদের ধাক্কা দিচ্ছে।

২৫ শে মে, ২০২১ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র সময়, চিটাগং কলেজে ও চিটাগং ইউনিভার্সিটিকে মাদ্রাসা বানায়ে ফেলেছিলো ওরা; আবারো বানাবে।

৪| ২৫ শে মে, ২০২১ রাত ৮:৩৮

আমি সাজিদ বলেছেন: শিবির কিভাবে এড়ালেন সেটা নিয়ে জলদি পোস্ট দিন।

২৫ শে মে, ২০২১ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



দেবো, সামান্য ব্যস্ত; জীবনটা ডাক্তারের অফিসেই কেটে যাচ্ছে।

৫| ২৫ শে মে, ২০২১ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: ভেজালের মধ্যে আপনি আগে থেকেই ছিলেন।ভগ্যিস বড় কোন ভেজালে জড়ান নাই।

২৫ শে মে, ২০২১ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে যারা কলেজ/ইউনিভার্সিটিতে পড়েছেন ও সামান্য প্রতিবাদী ছিলেন, তাঁরা চাপের মাঝে ছিলেন সব সময়।

৬| ২৫ শে মে, ২০২১ রাত ৯:১৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: ইহারা শিবির, বন্ধুত্ব শেষ! চরম হাসি পেল।
১৯৯৮ সালেও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ পুরো সিলেট জুড়েই ছিল তাদের জল্লাদের রাজত্ব।
অন্তত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এদের কিছুটা হলেও দূরে সরানো গেছে।

২৫ শে মে, ২০২১ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ভুল অর্থনীতির কারণে এই জল্লাদেরা ফিরে আসবে আবারো; এরা বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু ক্সকরে মিশর/ ইয়েমেন অবধি বিস্তৃত; আমেরিকা থেকে ইউরোপে এরা বাসা বাঁধছে।

৭| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




মেয়েদের পেছনে লেগে থাকা ছেলেরা জেনেটিকভাবে এরা কাপুরুষ হয়ে থাকে। শিবির হোক আর টিবির মেয়েদের পেছনে লেগে থাকা ছেলেরা অতীতেও ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এরা নষ্ট ডিমের মতো নষ্ট মানুষ।


২৫ শে মে, ২০২১ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের সময় চট্টগ্রাম শহরে গার্লস স্কুল ছিলো, গ্রামে ছিলো কো-এজুকেশন; শহরের ছেলেরা কলেজে ক্লাশে মেয়ে দেখে, শুরুতে বেকুবের মত পাগলামী করতো।

৮| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৩৯

ডার্ক ম্যান বলেছেন: শিবিরের টার্গেট থাকে অসচ্ছল মেধাবীরা। এরা পকেটে রগ কাটা যন্ত্র নিয়ে ঘুরতো। চট্টগ্রামে এদের তৎপরতা এখন তেমন একটা নেই।

২৫ শে মে, ২০২১ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



চট্টগ্রামের এরা বাতাসে মিশে আছে, এখন ফেরেশতা হয়ে গেছে, দেখা যাচ্ছে না; শেখ হাসিনার পরে নুহের প্লাবনের মতো আসবে।

৯| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৪১

শাহ আজিজ বলেছেন: চালিয়ে যান , মজা পাচ্ছি ।

২৫ শে মে, ২০২১ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:




আপনি তো অনেকটা আমার সম-সাময়িক, ইহা কি আপনার জন্য নতুন কিছু?

১০| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৪৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: সেই '৯৫ সাল থেকেই ওদের পয়সাওয়ালা ছাত্ররা ইউকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় ছাত্রের বেশে যাচ্ছে, হয়তরা তারও আগে থেকে। আমার ধারণা এসব দেশে এদের শক্ত ঘাঁটি না থাকুক শক্ত অবস্থান আছে।

২৫ শে মে, ২০২১ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



লন্ডন শহরে ওরা ফেরশতা, নিউইয়র্কের জামাইকাতে, ট্রাম্পের বাড়ীর পাশে এদের রাজধানী। এখন ফিলস্তিনের জন্য চাঁদা তুলছে; কিন্তু টাকা যাবে ঢাকা।

১১| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৫৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: বলেন কি? সরকারী নজরদারী নেই, কোথা থেকে কত টাকা আসবে কোথা যাবে?

২৫ শে মে, ২০২১ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:




ওরা প্রশাসননে আছে; প্রশাসনের লোকদের জন্য ওরা হয়তো হুন্ডি ব্যবসাও করছে। বাংলাদেশে বছরে ১৫/২০ বিলিয়ন বা তার বেশী ডলারের হুন্ডি হয়ে থাকে।

১২| ২৫ শে মে, ২০২১ রাত ১০:০৩

আমি সাজিদ বলেছেন: সিপাহী ভাই, সরকারের লোকজনই এদের কাছ থেকে টাকা নিয়ে এদের সেল্টার দিয়ে এসেছে। ছাত্রদলের সময় ছাত্রদল টাকা নিয়েছে, ছাত্রলীগের সময় ছাত্রলীগ টাকা নিচ্ছে চাঁদা নিচ্ছে। দেখেন গিয়ে জামাতি লোক ঠিকই আওয়ামী লোককে বিজনেস পার্টনার বানিয়েছে।

১৩| ২৫ শে মে, ২০২১ রাত ১০:০৫

কানিজ রিনা বলেছেন: ষাটের দশকে আপনি শিবির নাম কোথায় পাইলেন?
তখন ইসলামী ছাত্র সংঘ অর্থাৎ মুসলিম লীগ ছাত্র সংঘ।
তারা সব ছিল মাওলানা ভাসানীর আদর্শের ছাত্র সংঘ।
পাকিস্তানি সামরিক শোষকদের বিরুদ্ধে কোন দল 52 ভাষা আন্দোলনে জড়িয়ে ছিল ও কোন দল বিরোধী ছিল?
আমাকে বলতে পারবেন?

২৫ শে মে, ২০২১ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



ছিলো এনএসএফ (মুসলিম লীগ ), ছিলো ইসলামী ছাত্র সংঘ ( কান কেটে শিবির হয়েছে ), ছিলো ছাত্র ইউনিয়ন ( মওলানা ও মোজাফ্ফর আহমেদ ) ছাত্রলীগ (আওয়ামী লীগ )

১৪| ২৫ শে মে, ২০২১ রাত ১০:১২

আমি সাজিদ বলেছেন: আপনি কি আপনার এই পোস্টে কিছুমিছুর উপস্থিতি টের পাচ্ছেন? অনেকদিন পর আমার রাডারে এই মাত্র ম্যা ম্যা ডাক ধরা পড়লো।

২৫ শে মে, ২০২১ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:




অসুবিধা নেই।

১৫| ২৫ শে মে, ২০২১ রাত ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন: অপেক্ষারত...

২৬ শে মে, ২০২১ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



বাকীটুকু লিখবো।

১৬| ২৫ শে মে, ২০২১ রাত ১১:১৯

রানার ব্লগ বলেছেন: শিবিরের কাজই এমন তারা তাদের পক্ষে থাকে যারা দলগত ভাবে দুর্বল এর পর এরা সেই টার্গেট কে নিজেদের রঙে রঙিন করে।

২৬ শে মে, ২০২১ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



১৯৪০ সাল থেকে আজ অবধি বড় অবদান হচ্ছ্বে, কয়েকটি গণহত্যা ও নেতাদের ফাঁসী।

১৭| ২৬ শে মে, ২০২১ রাত ১২:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমার এক মামা আমাকে কিশোর কণ্ঠ নামে এক পত্রিকা ছিল তার সদস্য হতে বলে ছিল। আমি না করে দিয়েছিলাম। দুসম্পর্কের বলে বেশি জোরাজুরি করতে পারে নাই। পরে শুনেছিলাম সে শিবির করে।

তারপর থেকে তার কাছ থেকে দূরে থেকেছি।

২৬ শে মে, ২০২১ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



একটা ভালো দিক হলো, শয়তানও এদেরকে গুরু মানে।

১৮| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: শিবির শব্দটাই আমার কাছে ভয়ঙ্কর।
এই শিবির একসময় বহু ছাত্রদের পায়ের রোগ কেটেছে। ওদের স্টাইল পায়ের রোগ কেটে দেওয়া।
আওয়ামীলীগের আমলে ওরা অন্যরুপে আছে।

২৬ শে মে, ২০২১ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



সাপ খোলস বদলাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.