নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার বয়স কি সমস্যা, নাকি অন্যদের ভাবনায় সমস্যা?

২৮ শে মে, ২০২১ বিকাল ৫:১৮



আমার চোখের সমস্যা ও বয়স নিয়ে যতসব হাউকাউ কথা শুনতে হচ্ছে; আমার বয়স আমার কাছে এখনো সমস্যা বলে মনে হচ্ছে না, সেটা নিয়ে একটা ছোট ঘটনা।

সুপার মার্কেটে বাজার করছি, পাস্তা-সস দরকার; দেখি পাস্তা-সস তাকের পুরো এলাকা দখল করে রেখেছে ১১/১২ বছরের একজন ইহুদী কিশোরী: উনি এমনভাবে দাঁড়ায়েছেন, ও নিজের শপিংকার্টকে এমন পজিশনে রেখেছেন, অন্য কেহ সহজে তাকের কাছেও ভিড়তে পারবে না। উনি একটা পাস্তা-সসের বৈয়ামের লেভেল মনযোগ দিয়ে পড়ছেন; আমি পেটটাকে সংকুচিত করে, এঁকেবেঁকে উনার শপিংকার্টের ফাঁক দিয়ে তাকের কাছাকাছি চলে গেলাম। কিশোরী আমাকে বললো:
-মিষ্টার, তাকের উপরে ষ্টোরেজ এলাকায় লিদিয়া ব্রান্ডের যে পাস্তা-সসটা দেখছেন, উহা আমাকে নামিয়ে দিতে পারবেন, প্লীজ?
-অবশ্যই।

আমি হাত উপরে তুলে বুঝতে পারলাম, উহা আমার নাগালের ১ ফুট উপরে আছে, লাফ দিয়ে নিতে হবে। পাস্তা-সসের তাকের পাশে, দোকানের কর্মচারী এক মেয়ে কাজ করছিলো; সে অলিভের জারগুলো সাজিয়ে রাখছে। আমি উপর থেকে পাস্তা-সস নেয়ার চেষ্টা করছি দেখে, সে আমার কাছে এসে, আমাকে বলতে লাগলো:
-উপর থেকে কিছু নিওনা, ওগুলোতে মুল্যের ট্যাগ লাগানো হয়নি।

আমি তার বাক্যের জন্য প্রস্তত ছিলাম না, সে তার বাক্য শেষ করার আগেই আমি লাফ দিয়েছি; সস নিয়ে মাটিতে পা লাগার সাথে সাথে কাঁচের একটা জার ভাংগার আওয়াজ পেলাম; মনে হয়, লাফ দেয়াতে, আমার হাতে লেগে তাক থেকে সসের বৈয়াম পড়ে ভেংগেছে। কিন্তু মেঝেতে দেখি অলিভের বোতল ভেংগে মেংগে ছড়ায়ে আছে। দোকানের মেয়ে বললো:
-দেখেছ, আমার কথা না শুনে তুমি কি সমস্যর সৃষ্টি করেছ? বয়স্ক লোকদের নিয়ে অনেক সমস্যা, এরা চোখেও দেখে না, কানেও শোনে না।
-অলিভের বোতল কোথা থেকে পড়লো? আমি জানতে চাইলাম।
-আমার হাত থেকে পড়েছে; তুমি যেভাবে লাফ দিয়েছ, আমি মনে করেছি, তুমি শেষমেষ আমার গায়ে পড়বে; আমি সরতে গিয়ে হাত থেকে জার পড়ে গেছে; দেখেছ, কি অবস্হা হয়েছে? এখন আমাকে সবকিছু পরিস্কার করতে হবে।
-আমি পরিস্কার করে দেবো; আমাকে ঝাড়ু এনে দাও!
-তোমাকে পরিস্কার করতে হবে না, শুধু মনে রেখো, ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স আর নেই!




মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনে তাইলে সব জায়গায় ঝামেলা পাকায় রাখেন......

২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



কখন কি করে বসি, অনেক সময় সহজে টের পাই না, পরে বুঝতে পারি যে, একটু বেশী হয়ে গেছে।

২| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৩০

জুন বলেছেন: হা হা হা আপনার এই পোস্ট পড়ে লগ না হয়ে পারলাম না।৷
ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না তোমার আর সেই বয়স নেই
দারুন বলেছে দোকানী মেয়েটা।
+

২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:




দোকানের মেয়েরা অনেক লোকজন দেখে, এদের নিয়ে সমস্যা; কি বলতে কি বলে!

৩| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৪১

শূন্য সারমর্ম বলেছেন: ঐ দেশে সুন্দরীদের সাথে অজান্তেই হয়ে যায়, এদেশে হলে অন্য কিছু হতো।

২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



মেয়েদের অনুরোধ রক্ষা করতে হয়, স্হান, কাল, ফলাফল নিয়ে ভাবার সময় নেই!

৪| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু মনে রেখো, ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স আর নেই!
এই বানীতো চিরন্তন!!! আমরা সকলই ঐ পথে হাঁটি, কেউ আগে পৌছবো কেউ পড়ে। কেউ মুনিয়া পাখি পুষবে, কেউ খাঁচা কেনার স্বপ্ন নি্য়েই উড়ে যাবে পরপারে।

২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের সবাই সময়ের সাথে, সমান গতিতে, সবার সাথে তাল মিলিয়ে সামনে যাচ্ছেন, চিন্তিত হওয়ার কোন কারণ নেই।

৫| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দারুণ উপভোগ্য।
সুন্দর হয়েছে।

২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



ছোট ঘটনা।

৬| ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:৫৮

শাহ আজিজ বলেছেন: তাইলে একটা বুইড়া সুন্দরী খুজে দাও ---------------------------- অলিভের বোতল ভাংবে না আর -------------------- ;) B-)

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



অল্পের জন্য বেঁচে গেছি, আমার হাতে লেগে কিছু পড়েনি; এখনো ঠিক মতো লাফ দিতে পেরেছি।

৭| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




দারুন........................ছোট্ট সুন্দরী দেখে লাফ দিও না, তোমার সেই বয়স আর নেই!
বয়স হয়তো নেই তাই বলে কি মনটাও নেই ? :( লাফটা তো আর বয়স দেয়নি দিয়েছে মনটা........... ;)

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:




সেটাই আসল ব্যাপার; দোকানের মেয়ে কাজ করে ক্লান্ত

৮| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২০

আমি সাজিদ বলেছেন: কি একটা অবস্থা।

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



বয়স বৃদ্ধি পাওয়া তো অনেকের জন্য সমস্যা, মনে হচ্ছে!

৯| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাগ্যিস আপনার জরিমানা হয়নি। তবে কিছুযেএকটা হয়েছে তাতেইতো ব্লগ উঠুনে সোজা এসে গেছে...।

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:




মানসন্মান যাওয়ার উপক্রম।

১০| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩০

কামাল১৮ বলেছেন: কর্মচারী মেয়েটার রসবোধ আছে।

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান মেয়েরা হিউমারিষ্ট

১১| ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দরী দেখে হিরো হয়েগেলেন !:#P !:#P !:#P

২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



সব মেয়েই সুন্দরী, আপনিও লাফ দিতেন।

১২| ২৯ শে মে, ২০২১ রাত ১:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল করে নাক কান চোখ খোলা রাখলে
এমন লাফালাফি ব্লগেও অনেক দেখতে
পাবেন । গল্প সুন্দর হয়েছে ।

২৯ শে মে, ২০২১ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখার সময় হয়ে গেছে, লিখুন।

১৩| ২৯ শে মে, ২০২১ রাত ১:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ, একটা লেখার কাজ এগিয়ে চলছে ।
তবে আকারে বেশ বড় হয়ে যেতে পারে ।

২৯ শে মে, ২০২১ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:




আলী সাহেব, লেখা বড় আকারে দিলে পাঠক পাওয়া যাবে কিনা বলা মুশকিল, পাঠক নেই বললেই চলে; সামারাইজ করে ছোট আকারে দিন; আপনাকে যাঁরা বুঝেন, তাঁরা পড়বেন।

১৪| ২৯ শে মে, ২০২১ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: আপনি লাফটা বেশ ভালৈ দিয়েছেন। কিন্তু সেলস গার্ল আপনার লাফ দেখে ভয় পেয়ে বোতল ফেলে দিলো হাত থেকে!!! মেয়েটা ভেবেছে আপনি হয়তো মাটিতে পড়ে যাবেন।

আমারও বয়স বাড়ছে। রাস্তা ঘাটে অনেকেই আমাকে এখন আংকেল ডাকে।

২৯ শে মে, ২০২১ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:




আংকেল ডাকা খারাপ না, আপনার ২ মেয়ে আছে, ওরা বাবা ডাকে।

তবে, বয়স হলে, অনেকে ডিক্রিমিনেট করে, বিশেষ করে চাকুরীর বেলায়।

১৫| ২৯ শে মে, ২০২১ রাত ৩:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:
সুখের কথা পাঠকেরা সব এখন বড় বড় লেখক হয়ে গেছেন ।
পাঠের থেকে নীজের লেখাতেই সকলেই বেশী মনযোগী ।
এটা শুভ লক্ষনই বটে ।

২৯ শে মে, ২০২১ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:



অনেকেই লিখছেন, ইন্টারেষ্টিং লেখার অভাব খুব বেশী।

১৬| ২৯ শে মে, ২০২১ রাত ৩:৪৯

অনল চৌধুরী বলেছেন: ১১/১২ বছরের একজন ইহুদী কিশোরী সে যে ইহুদী-এটা বুঝলেন কিভাবে? গায়ে লেখা ছিলো ?
হামাস রকেট মারলে দোষ, আর এখন চুক্তি করার পরও যে সন্ত্রাসী ইসরাইল গ্রেফতার চালাচ্ছে, সেটা অপরাধ না?নামেই যুদ্ধবিরতি, ফিলিস্তিনিদের গণগ্রেফতার ইসরাইলের

২৯ শে মে, ২০২১ ভোর ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



কারো গায়ে কিছু লেখা থাকতে হয় না, দেখে বুঝাটা অভিজ্ঞতার ব্যাপার।

১৭| ২৯ শে মে, ২০২১ ভোর ৪:৪৬

অনল চৌধুরী বলেছেন: কারো গায়ে কিছু লেখা থাকতে হয় না, দেখে বুঝাটা অভিজ্ঞতার ব্যাপার। তার মানে আপনি কোনো কথা না বলে দেখেই বলে দিতে পারেন, কে বাঙ্গালী বা ভারতীয়, রুশ-বা জার্মান, ইহুদী না খ্রিষ্টান !!!!
ব্লগার থেকে সাধু বাবা হয়েছেন !!!!

২৯ শে মে, ২০২১ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



আমি মানুষের চেহারা ও আচরণ দেখে শতকরা ৯০ ভাগ সঠিকভাবে বলতে পারবো সে কোন জাতির মানুষ।

১৮| ২৯ শে মে, ২০২১ ভোর ৫:১২

অনল চৌধুরী বলেছেন: আর আমি চেহারা না দেখেও শুধু একটা মানুষের কথা শুনে বা লেখা দেখে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারি।

২৯ শে মে, ২০২১ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ভালো; তবে, আপনি নিজকে "অতি মানব" না ভেবে, অন্যদের মতো সাধারণ একজন মানুষ ভাবার শুরু করেন, তাতে আপনার জীবনটা সহজ হয়ে উঠবে।

১৯| ২৯ শে মে, ২০২১ সকাল ১০:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার বয়স মনে হয় সমস্যাই হয়ে দাঁড়িয়েছে যার প্রভাব পড়ছে অনেকের ভাবনায়। কারো কারো ক্ষেত্রে আপনার বয়স ওসিডির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে। =p~

২৯ শে মে, ২০২১ দুপুর ২:৩০

চাঁদগাজী বলেছেন:



অনেক ব্লগারও আমার বয়স নিয়ে সমস্যায় পড়ে গেছেন।

২০| ২৯ শে মে, ২০২১ সকাল ১১:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বড়ভাই!!
আপনার বয়স কোন সমস্যাই না! যারা বলে তাদের সমস্যা!!
দীর্ঘদিন পরে আসলাম, এসেই মজা পেলাম!!!

২৯ শে মে, ২০২১ দুপুর ২:৩১

চাঁদগাজী বলেছেন:




আপনি দীর্ঘ সময় অনুপস্হিত ছিলেন, সব ভালো তো? করোনা থেকে পালিয়ে থাকবেন।

২১| ২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি মানুষের চেহারা ও আচরণ দেখে শতকরা ৯০ ভাগ সঠিকভাবে বলতে পারবো সে কোন জাতির মানুষ।

মানুষের লেখা আর মন্তব্য পড়েও কিন্তু মানুষ চেনা যায়। জামাত, শিবির আর রাজাকার চেনা যায়।

২৯ শে মে, ২০২১ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:




সঠিক, লেখা ও মন্তব্য থেকে অনেক কইছু পরিস্কার হয়।

২২| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শোকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি বড়ভাই।
নানা কারনে ব্লগে আসার সুযোগ হয়না।
করোনার টিকা ২ ডোজ নিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা।
আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো তো?
সাবধানে থাকবেন।।

২৯ শে মে, ২০২১ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:




আমার কইছুটা শারীরিক সমস্যা চলছে, দেখা যাক কি হয়!

২৩| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: "মানুষের লেখা আর মন্তব্য পড়েও কিন্তু মানুষ চেনা যায়। জামাত, শিবির আর রাজাকার চেনা যায়।"- যথার্থ মন্তব্য রাজিব ভাই।।

২৯ শে মে, ২০২১ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:




রাজিব একটিভ ব্লগার, অনেক কিছু খেয়াল করছেন।

২৪| ৩০ শে মে, ২০২১ ভোর ৪:৫৫

অনল চৌধুরী বলেছেন: আপনি নিজকে "অতি মানব" না ভেবে, অন্যদের মতো সাধারণ একজন মানুষ ভাবার শুরু করেন, তাতে আপনার জীবনটা সহজ হয়ে উঠবে। - আমি নিজে যা, তার চেয়ে বেশী কিছু ভাবিনা।
সুপারসনিক আর ফকার-১৯১২ বিমানের উড়ার শব্দ একরকম হয়না।

৩০ শে মে, ২০২১ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আজকে রেষ্ট নেন, আমি একটু এলার্জিতে ভুগছি।

২৫| ০১ লা জুন, ২০২১ দুপুর ১:২০

সিগনেচার নসিব বলেছেন: তোমার সেই বয়স আর নেই! :) B-)



খুব মজার একটা স্টোরি পড়লাম।

০১ লা জুন, ২০২১ দুপুর ১:২৮

চাঁদগাজী বলেছেন:




কখন যে বয়স বেড়ে গেছে টেরই পাইনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.