নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের নাতানিয়াহু খারাপ ছিলো, এবার চেংগিস খান আসতে পারে।

৩০ শে মে, ২০২১ রাত ৮:৩১



ইসরায়েলের প্রেসিডেন্ট, রুভেন রিভলিন দেশটির ২য় বৃহত্তম রাজনৈতিক দল, ইয়েশ আতিড'এর নেতা, ইয়াইর ল্যাপিডকে সরকার গঠনের অনুমতি দিয়েছে; ইয়াইর ল্যাপিড যদি সফল হয়, এই সপ্তাহে নাতানিয়াহু দীর্ঘদিনের প্রধানমন্ত্রীর পদটি চলে যাবে, সে ২টি মামলা কাঁধে নিয়ে কোর্টে যাবে; তার বিরুদ্ধে ২টি দুর্নীতির মামলা দীর্ঘদিন ঝুলে আছে।

গত মার্চ মাসে ইসরায়েলের ভোট হয়েছিলো, কোন দলই সংখ্যা গরিষ্ঠতা পায়নি; বেশী ভোট পেয়েছে নাতিনিয়াহু'র দল, কিন্ত সরকার গঠনের জন্য কোয়ালিশন গঠন করতে পারেনি। ইসরায়েলের পার্মামেন্ট "Knesset" নামে পরিচিত, উহাতে ১২০টি সীট আছে।

এখনো ইসরেয়েলের শতকরা ৪৫ ভাগ মানুষ মনে করে যে, ফিলিস্তিনীদের ভুমি তাদের দিয়ে, তাদেরকে স্বীকৃতি দেয়া হোক; তারা চেষ্টা করে দেখুক ভালো থাকতে পারে কিনা! শতকরা ৬০ ভাগ ইসরায়েলী বিশ্বাস করে যে, হামাস রাজনীতিতে থাকাকালীন ওদেরকে ভুমি দেয়া যাবে না; ভুমি দিলে হিজবুল্লাহ ও ইরানের সাহায্যপুষ্ট শিয়া মিলিশয়ারা ফিলিস্তিনে স্হায়ীভাবে বাসা বাঁধবে; এই ৬০ ভাগের মুখপাত্র ছিলো নাতানিয়াহু, সে ২০০৯ সাল থেকে শুরু করে আজ অবধি আছে; মনে হয়, তার সময় শেষ হয়ে এসেছে, নতুন একজন আসবে, তাকে চেংগিস খানের সাথে তুলনা করা যায়।

ল্যাপিডের দল ২য় স্হানে আছ, এখন সে কোয়ালিশন গঠনের চেষ্টা করবে, তার হাতে ২৮ দিন সময় আছে। যদি সে সফল না হয়, দেশটিকে আবারো ভোটে যেতে হবে; ২ বছরে ৫ বার ভোট হয়েছে, কিছুতেই কোন দল সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না, কোয়ালিশনও টিকছে না। অবশ্য, নাতানিয়াহু বসে নেই, সে নতুন প্রস্তাব নিয়ে অন্য দলগুলোকে কোয়ালিশনে আনতে চাচ্ছে; তার নিজের দল লিকুদ তার কারণেই জনপ্রিয়তা হারাচ্ছে; লিকুদকে এক সময় চরমপন্হি দল মনে করা হতো, এখন লিকুদ থেকে চরমপন্হি দলের আবির্ভাব ঘটেছে ইসরায়েলে।

ইয়াইর ল্যাপিড চেংগিস খান নন, তিনি মোটামুটি মডারেট; কোয়ালিশন সফল করতে হতে হলে, তাকে একটি ধর্মীয় দলকে কোয়ালিশনে নিতে হবে, উহার নাম "ইয়ামিনা পার্টি"; এই দলের নেতার নাম নাফতালী বেনেট, ইহাই ইসরায়েলের চেংগিস খান; ইহা বিশ্বাস করে যে, সিনাই থেকে গোলান অবধি যায়গা স্বয়ং আল্লাহ ইহুদীদের দিয়েছেন, এখানে অন্য কোন জাতি থাকতে পারবে না; ফিলিস্তিনীদের যায়গা সিরিয়া, মিশর ও জর্দানে। তিনি ইসরায়েলের ১.৩ মিলিয়ন মুসলিম নাগরিকদের ইসরায়েল থেকে বের করে দেয়ার পক্ষে। উনার দাবী, কোয়ালিশন সরকার গঠন হলে, তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে হবে, ইহা স্বয়ং আল্লাহের ইচ্ছা।



মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২১ রাত ৯:০৩

জগতারন বলেছেন:

ইসরায়েলের নাতিয়ানাহু খারাপ ছিলো, এবার চেংগিস খান আসতে পারে।


এই শা*র পো শা*র পোষ্ট গুলোর নামকরন এ রকমই বিরক্তকর, বাজে, ও আপত্তিকর।
প্রবন্ধের ভিতর ঢুকলাম নয়, পড়লাম ও না।

৩০ শে মে, ২০২১ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



এটা কি আপনার পড়ার কথা ছিলো? আমার স্মরণে পড়ছে না।

২| ৩০ শে মে, ২০২১ রাত ৯:০৮

শূন্য সারমর্ম বলেছেন: মন্দের ভালোর পৃথিবী।

৩০ শে মে, ২০২১ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



৩০ বছরের মাঝে বিশ্বের জনসংখ্যা ১০ বিলিয়নে পৌঁছবে; মানুষের জন্য কঠিন সময় আসছে।

৩| ৩০ শে মে, ২০২১ রাত ৯:২৯

জুন বলেছেন: আমিতো এতদিন জানতাম ইস্রাইলী প্রাইম মিনিষ্টারের নাম নেতানিয়াহু । আপনি লিখেছেন নাতিয়ানাহু । এটা কি আসল উচ্চারন ??

৩০ শে মে, ২০২১ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



ওটা হিব্রু নাম, আমি এভাবেই বলে আসছি; লোক এক জনই।

৪| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৪৩

শূন্য সারমর্ম বলেছেন: মানবিক পৃথিবী থেকে দানবিক পৃথিবী হয়তো হবে একসময়। বুদ্ধের নির্বানের চেয়ে চেঙ্গিস খানের নিসংসতা সহজ।

৩০ শে মে, ২০২১ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



একটা আশা, ইউরোপ যদি আরেকটু চেষ্টা করে আফ্রিকা ও এশিয়া নিজেদের কিছুটা শোধরাতে পারবে; তখন মানব সমাজের জীবনটা আরেকটু ভালো হবে।

৫| ৩০ শে মে, ২০২১ রাত ৯:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: উন্নত ও গণতান্ত্রিক দেশগুলোতে যে দলই ক্ষমতায় যায় তাদের রাষ্ট্রীয় মূলনীতি ও পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হয় না।

৩০ শে মে, ২০২১ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:





সঠিক, ওদের নীতি খুব একটা বদলায় না।

ফিলিস্তিন নিজের সমস্যা নিজে সমাধান করতে পারছে না, ইসরায়েলের সাহায্য দরকার; নাতিনিয়াহু কোন ধরণের সমাধান চায়নি।

৬| ৩০ শে মে, ২০২১ রাত ১০:০৩

শূন্য সারমর্ম বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং,খাদ্যে চিনি ও লবণ, মাদক ও ড্রিংকস, এগুলাোই তো বড় হুমকি। যুদ্ধ, অস্ত্র, ক্ষমতা দখল তো সেকেন্ডারি।

৩০ শে মে, ২০২১ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:




মাদক পৃথিবীকে নিস্প্রাণ করে দিচ্ছে; বিশ্বের ৫ ভাগের ১ ভাগ মানুষ জীবিত থাকলেও এদের মানসিক অবস্হা এত খারাপ যে, এদেরকে গণনার মাঝে ধরাই মুশকিল; এদের পরিবারগুলোর জীবন নরকের কাছাকাছি।

৭| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৫৩

নেওয়াজ আলি বলেছেন: যে আসুক তাদের নীতির পরিবর্তন হবে না। তারা আমাদের দেশের মত না

৩০ শে মে, ২০২১ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:




তাদের নীতি খুব একটা বদলায় না; তবে, এবার সামান্য খারাপের দিকে যাবার সম্ভাবনা ছিলো; কিন্তু ফিলিস্তিনীদের ভাগ্য ভালো যে, বাইডেন প্রেসিডেন্ট হয়েছেন।

আমাদের দেশের কোন নীতি ককখনো ছিলো না; মিলিটারী দল বানালে উহা কোন নীতিতে পড়ে না; মিশর ও বার্মায়ও কোন নীতি নেই।

৮| ৩১ শে মে, ২০২১ রাত ১২:০৬

কামাল১৮ বলেছেন: আমরা ভাবি একটা হয় আরেকটা।ট্রাম যাবার পর ভাবলাম বাইডেন আসলে দুধের নহর বইবে কিন্তু বাস্তবে দেখছি পানির নহরও বইছে না।ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুর বিদায় হবে যেনে খুসিই লাগছিল,এখন আবার যেই খবর শুনালেন তাতে তো সুবিধার মনে হয় না।

৩১ শে মে, ২০২১ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:



বাইডেন ও ইউরোপ নিজেদের সমস্যা নিয়ে ভয়ংকর অবস্হার মাঝে আছে। ইসরায়েলের রাজনীতিতে সোভিয়েত থেকে আসা ইহুদীদের ( লেবার পার্টি ) প্রভাব কমে আসছে।

৯| ৩১ শে মে, ২০২১ রাত ২:২৫

রাজীব নুর বলেছেন: চেঙ্গিস খান ছিলেন আসলে একজন জঙ্গি। এবং খুবই দুষ্টলোক।

৩১ শে মে, ২০২১ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



রাশিয়া, আনাতোলিয়া ও পারস্যের বিরাট এলাকা জনশুন্য করে ফেলেছিলো চেংগিস।
সেই রকম্বে ১ জন আসতেছে ইসরালের পার্লামেন্টে ও কেবিনেটে।

১০| ৩১ শে মে, ২০২১ রাত ২:৩৪

আমি সাজিদ বলেছেন: নামের বিকৃত উচ্চারণ ।

৩১ শে মে, ২০২১ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:



কার নাম, নাতিনিয়াহু? এর নাম বিবিধ ভাসায় বিবিধভাবে উচ্চারিত হয়।
চেংগিস খান, গেংগিস খান।

১১| ৩১ শে মে, ২০২১ ভোর ৫:১৮

অনল চৌধুরী বলেছেন: এক বাহিনী হামাস শুধু গাজা থেকে রকেট মেরে ইসরাইলের প্রাণ কাপিয়ে দিয়েছে। ৩৬৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। তারা যদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে।হামাসের হামলায় ইসরাইলের ৩৬৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
ইসরাইলে যদি চেঙ্গিস খান আসে, তাকে শায়েস্তা করা জন্য এবার আরব-ইরানীরা গাজী সালাউদ্দিন আসবে।

৩১ শে মে, ২০২১ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ইসরায়েলের বিপক্ষে পোষ্ট ডিয়ে সর্বনাশ করেছেন, ইহুদীরা পালানোর শুরু করেছে।

১২| ৩১ শে মে, ২০২১ ভোর ৫:৪১

অনল চৌধুরী বলেছেন: পালিয়েছেও।
আপনি সারাদিন এদের পক্ষে লিখেও আর কাজ হবে না।
আপনার সিআইএর আর মোসাডের বসদের বলে দেন, অনল চৌধুরী তাদের ধ্বংসের ভবিষ্যতবাণী ঘোষণা করেছে।

৩১ শে মে, ২০২১ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



বসদের কথা বাদ দেন, চাচা আপন পরান বাঁচা, আমি নিজেই বাসা বদলানোর জন্য কম্প্যুটারে রিয়েল-ষ্টেইট এড দেখছি।

১৩| ৩১ শে মে, ২০২১ ভোর ৫:৫৪

শূন্য সারমর্ম বলেছেন: মুসলিম বিশ্বের ভক্তির জন্য প্যালেস্টাইন মার খেয়ে যাবে, ইসরাইল ঐক্যের জন্য এতদুর এসেছে। ইসরাইলকে হারাতে বিভক্তি দরকার, নাহয় জনসংখ্যা ৬০ লাখ থেকে কমানো দরকার।

৩১ শে মে, ২০২১ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলকে হারালে, ওরা যাবে কোথায়?
দরকার প্যালেষ্টানকে তাদের ভুমি দিয়ে স্বাধীন করে দেয়ার, এবং ইরানী বলয় থেকে বের করে, কিছু কাজ দেয়া।

১৪| ৩১ শে মে, ২০২১ ভোর ৬:০০

শূন্য সারমর্ম বলেছেন: *ভক্তির স্খলে বিভক্তি হবে...দুঃখিত

৩১ শে মে, ২০২১ ভোর ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



প্যালেষ্টাইন নিয়ে মুসলমানরা বিশ্বকে ভুল সিগন্যাল দিচ্ছে; ইউরোপ সব সময় ইহুদীদের বিপক্ষে এবং ফিলিস্তিনীদের ভালো চায়।

১৫| ৩১ শে মে, ২০২১ ভোর ৬:২৬

শূন্য সারমর্ম বলেছেন: আপনি যেভাবে ভাবছেন এভাবে মুসলিম বিশ্বে ভাবে কতভাগ? ইউরোপ হয়তো ভাবে।ইসরাইল আইডেনটিটি ক্রাইসিসে ভুগছ। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো "এই বাক্যটির সাথে বাস্তবের ছিটেফোঁটায মিল নেই।

৩১ শে মে, ২০২১ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



সোভি্যেত ইউানিয়ন থেকে আগত অনেক ইহুদী অষ্ট্রেলিয়া, আমেরিকা ও জার্মানীতে পালিয়ে গেছে, তাদের বংশধরেরা পালিয়ে যাচ্ছে; সুখে থাকলে কেহ পালাতো না।

মুসলমানেরা শান্তিতে ফিলিস্তিন সমস্যা সমাধানে এগুলে ইউরোপ থাকতো তাদের সাথে; জার্মানী, স্পেন, ইতালী, ফ্রান্স ও পর্তুগালের মানুষ ফিলিস্তিনের পক্ষে; কিন্তু তারা জংগীবাদ ও হত্যার বিপক্ষে।

১৬| ৩১ শে মে, ২০২১ সকাল ৯:৫৯

নূর আলম হিরণ বলেছেন: এইদিকে আমাদের সরকার পাসপোর্ট থেকে ইসরাইল ব্যতীত কথাটি উঠিয়ে দেওয়াতে সেটার ব্যাখ্যা দিতে দিতে ঘামিয়ে যাচ্ছে!

৩১ শে মে, ২০২১ দুপুর ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



পরীক্ষার খাতায় আপনিও ব্যাখ্যা লিখে নম্বর পেয়েছেন। ক্লাশের কিছু ছাত্র খুবই কম নম্বর পেতো, সেটার কথা আপনি ভুলেননি তো?

১৭| ৩১ শে মে, ২০২১ সকাল ১০:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নাফতালী আরো বেশি বদমাশ।

৩১ শে মে, ২০২১ দুপুর ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



সে ধর্মীয়ভাবে বিশ্বাস করে যে, পুরো ফিলিস্তিন এলাকা খোদা ইহুদীদের দিয়ে দিয়েছে, সেখানে অন্য জাতি বাস করতে পারবে না; এবং সে ইসরায়েলের নাগরিক, ১.৩ মিলিয়ন ফিলিস্তিনীকের ইসরায়েল থেকে বের করে দেয়ার পক্ষে।

১৮| ৩১ শে মে, ২০২১ সকাল ১০:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খেলা হবে।
খেলা জমবে

৩১ শে মে, ২০২১ দুপুর ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছিলো বাইডেন কিছু ব্যবস্হা নেবে, সে সুর বদলায়ে ফেলেছে।

১৯| ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৪৪

রানার ব্লগ বলেছেন: বেনেটের মতো বদ্ধ্য উন্মাদ দেখি সব দেশেই আছে

৩১ শে মে, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



সকল দেশে ছিলো, এখন আমেরিকা, জার্মানী ও পশ্চিমের কয়েকটি দেশে ইহারা আগাছার মতো দ্রুত বাড়ছে।

২০| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৬

ডার্ক ম্যান বলেছেন: যেই আসুক ইসরায়েলের নীতির পরিবর্তন হবে বলে মনে হয় না।
প্যালেস্টাইনের এই সমস্যা কেয়ামত পর্যন্ত থাকবে ।

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলের নীতি ঠিকই ছিলো, ফিলিস্তিনরা ক্রোধে মত্ত হয়ে, বিশ্বকে বুঝতে পারছে না।

২১| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৫

অনল চৌধুরী বলেছেন: মুসলমানেরা শান্তিতে ফিলিস্তিন সমস্যা সমাধানে এগুলে ইউরোপ থাকতো তাদের সাথে; জার্মানী, স্পেন, ইতালী, ফ্রান্স ও পর্তুগালের মানুষ ফিলিস্তিনের পক্ষে; কিন্তু তারা জংগীবাদ ও হত্যার বিপক্ষে- পৃথিবীর দেশে দেশে শতকোটি মানুষ মারা আর আদিবাসী নির্বংশ করে দুই এ্যামেরিকা মহাদেশ দখল করা এই দেশগুলির মানুষ বিরাট শান্তিবাদী তাইনা !!
যে ফ্রান্স এখনো আফ্রিকার দেশে দেশে হত্যা-লুটপাট চালিয়ে যাচ্ছে তারাও গান্ধীবাদী !!!!!
আপনি যেমন, আপনার তত্বও তেমন।

৩১ শে মে, ২০২১ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:




সাধারণ ফরাসীরা করেছিলো ফরাসী বিপ্লব, বিশ্বকে মু্ক্ত করেছে; আমেরিকার সাধারণ মানুষ কালোদের পক্ষে গিয়ে গৃহযুদ্ধ করেছিলো।

২২| ০১ লা জুন, ২০২১ রাত ১২:৫৩

সোহানী বলেছেন: চেঙ্গিস খান আসুক বা নাই আসুক ইসরাইল তার রাস্ট্রীয় নীতি থেকে সরে আসবে না। সবচেয়ে বড় কথা ওরা সবাই জায়গামত এক। তাই মধ্যপ্রাচ্যের শান্তি অনেক কঠিন। আর এর সাথে যোগ হয়ে বাকি বেইমান আরব বিশ্ব, ইসরাইলের টাকা, শক্তি, কুটনীতি, শিক্ষা, গবেষনা আর অসীম ক্ষমতা। আর তাই এ অসম লড়াইয়ে ফিলিস্তিন কিছু রকেটই ছুড়তে পারবে এর বেশী কিছু নয়। এবং ইয়াসিন আরাফতের মতো আরেকজন আসার মতো সম্ভাবনাই দেখিনি। অবশ্য সম্ভাবনা থাকার মতো পরিবেশইতো নেই ফিলিস্তিন এর।

০১ লা জুন, ২০২১ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:




এবার ঘটনা-প্রবাহ আপনি অনুসরণ করেছেন? হামাস রকেট ছুঁড়ে ফিলিস্তিনীদের যেই পরিমাণ ক্ষতি করেছে, ইহা ভয়ংকর ক্রাইম।

২৩| ০১ লা জুন, ২০২১ রাত ৩:৪৯

সোহানী বলেছেন: আসলে ফিলিস্তিনীদের এর জায়গায় আমি আপনি থাকলে একই কাজ করতাম। ওদের পিঠ ঠেকে গেছে। ওরা এখন ইট দিয়েও পারলে ঠেকাতে চাইছে। মিসাইলের বিপরীতে ইট কতটুকু কাজ করে তা বোঝার মতো অবস্থা ওদের নেই। ওরা ভয়াবহ অবস্থার মাঝে আছে। খাদ্য শিক্ষা সবকিছুতে চরমভাবে পিছিয়ে আছে। আর এ গ্যাপ বাড়ছেই কেবল। এর সমাধান এখন অনেক জটিল। পুরো বিশ্বকে এগিয়ে আসতে হবে। শুধু মাত্র ইসলামিক আবেগ দিয়ে এর সমাধান সম্ভব নয়। আর আমাদের মতো কিছু গরীব মানুষ ওদের পিছনে থেকে তেমন কোন কাজে আসবে না। দরকার শক্তিশালী সাপোর্ট। কিন্তু সেটা খুব কঠিন নয় কি। কারন শুধুমাত্র ফিলিস্তিনীদেরকে টার্গেট করে পুরো বিশ্বকে এখন মুসলিমদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে।

০১ লা জুন, ২০২১ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:


যদি পাথর ও রকেট না ছুঁড়ে ইহুদীদের সাথে বসে পথ বের করতো, ইহার সমাধান হয়ে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.