নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

\'Chandgazi\' নিকে সামুতে নতুন এক ব্লগার ( সাময়িক )

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:২০



Link To The Account 'Chandgazi,'

ভালো খবর, সামুতে ব্লগার বাড়ছে!
'Chandgazi' নিক নিয়ে একজন ব্লগার একাউন্ট খুলে ব্লগিং শুরু করেছেন; নিয়ম মাফিক ঊনাকে স্বাগতম বলার দরকার ছিলো; কিন্তু উনি যা' করেছেন, ইহা একটি অপরাধ; আমার প্রোফাইলকে অনুকরণ করে, অন্যান্য ব্লগারদের পোষ্টে গিয়ে মন্তব্য করছেন, ইহা বুদ্ধিমানের কাজ নয়; ফলে, স্বাগতম পাচ্ছে না। ১৬ ঘন্টা আগে একাউন্ট খুলে, পোষ্টও দিয়েছেন; পোষ্ট পড়ে উনাকে বুদ্ধিমান বলে মনে হলো না; বুঝা যাচ্ছে, লেখার হাত নেই।

উহা আপনাদের পোষ্টে বেকুবী ধরণের মন্তব্য করলে, আপনারা যাতে বিভ্রান্ত না'হন, সেইজন্য আমি এই সাময়িক পোষ্টটা দিলাম।







মন্তব্য ৬০ টি রেটিং +০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি বিভ্রান্ত হয়েছি !!
সত্যিই বড় বিভ্রান্তিতে পড়েছি।
আমি মনে করেছিলাম এটা আপনার
মাল্টি !! যা হোক এখন থেকে সতর্ক
থাকবো।

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:




আমি কোন জাতিতে এত আগাছা দেখি নাই।

২| ০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৩৬

শাহ আজিজ বলেছেন: তাকে একটা বান্দর ধরায়া দিলে হয় । আপনার কপি রাইট হচ্ছে গাধা ।

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেশে এত বেশী মগজহীন গর্দভ জন্ম নিয়েছে যে, জাতি এদের ভারেই ক্লান্ত হয়ে যাচ্ছে।

৩| ০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৩

শেরজা তপন বলেছেন: আমি তক্ষুনি নিশ্চিত হয়ে গেছি- সে বান্দা আপনি নন :)

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো ময়লা, দেখলেই বুঝা যায়।

৪| ০২ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৭

আমি সাজিদ বলেছেন: আপনিই যে নিজে নিজে এইটা খুলেন নাই তার প্রমান কি? আর যে ওই আইডির বাংলিশ আর ইংলিশ কমেন্ট পড়ে মন চায় উগ্র ছাগলের পাছায় জালি বেত দিয়ে সাত ঘন্টা টানা প্রহার করি।

০২ রা জুন, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



আমি খুলেছি কিনা, সেটা এডমিন বলতে পারবেন।

দেশে এমন শিক্ষিত মানুষ আছে, ব্লগিং'এর প্রতিও এসব লোকের কোন সন্মান নেই, গার্বেজ

৫| ০২ রা জুন, ২০২১ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: এত নাম থাকতে তাঁর আপনার নামটাই বা পছন্দ হলো কেন? দেশে কি নামের অভাব পড়েছে? নিশ্চয়ই তাঁর কোনো উদ্দেশ্য আছে। এডমিন এই নামে তাকে ছাড়পত্র দিলো কেন?

০২ রা জুন, ২০২১ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


দেশে নামের অভাব নেই, ইহার ভাবনার অভাব।

এ্যাপ একাউন্ট খুলতে দেয়, এতে এডমিনের দরকার হয় না।

৬| ০২ রা জুন, ২০২১ বিকাল ৫:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য করতে দেখেছি।
বেশ মন্তব্য করছে- তাও ইংরেজিতে। আমি আবার ইংরেজি কম বুঝি। তাই নিকের দিকে লক্ষ্য করি নাই আগে।

০২ রা জুন, ২০২১ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



দেশে এত বেশী বিবেকহীন মানুষ জন্মেছে যে, জাতি এদের নিয়ে পর্যুদস্ত হয়ে গেছে।

৭| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৭

স্প্যানকড বলেছেন: আমি তো ভাবছি আপনি ! এই বয়সে কত ধকল সইতে যে হচ্ছে ! তাই নুরু ভাই লিখে রাখছে " Chandgazi is fucked " চারপাশে এত ঠাপ আর চাপ সাবধানে থাকবেন।

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা ভালো বলে মনে হচ্ছে না।

৮| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

স্প্যানকড বলেছেন: দুঃখিত ব্যথিত হলে। মুছে দেন। কাউরে কষ্ট দিতে চাই না। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



অসুবিধা নেই।

৯| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪১

শূন্য সারমর্ম বলেছেন: আগাছা, পরজীবী এসব শব্দ পশ্চিমের চোখ দিয়ে দেখলে সহজে ধরা পড়ে। দেশের শিক্ষিতরা এদের থেকে সুবিধা নিয়ে, ছুড়ে ফেলে দেয়। দেশে এদের সংখ্যা এত বেশি যে এড়িয়ে যেতে গেলেও সামনে পড়ে, ডানে, বায়ে পড়ে, উপর নিচ বাদে।

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


জাপানীরাও আমাদের মতো মানুষ, ওদের বুদ্ধিমতা, বিবেক, সততা আমাদের চেয়ে বেশী হওয়ায় ওরা ভালো করছে; আমাদের মাঝে নীচু মানের মানুষ বেড়ে যাওয়ায় জাতি ভুগছে।

১০| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আপনার কোন হেটার্স এই কাজ করতে পারে।

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:




এডমিন জানবেন কোথা থেকে এসব জীবাণু আসে

১১| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

শূন্য সারমর্ম বলেছেন: আপনাকে পুরো বিশ্ব থেকে দেশ বাছাই করতে বলা হলো,যেখানে আপনি থাকতে চান, এই ধরেন - এশিয়া থেকে ২ টি, মধ্যপ্রাচ্য থেকে ১টি, ইউরোপ থেকে ৪ টি, আফ্রিকা থেকে ২ টি, দ.আমেরিকা থেকে ২ টি ( অস্ট্রেলিয়া,ইউএস, বাংলাদেশ বাদে)

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



এশিয়া: জাপান, দ: কোরিয়া
মধ্যপ্রাচ্য: ইসরায়েল
ইউরোপ: নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানী
আফ্রিকা: আলজিরিয়া, তিউনিসিয়া
দ: আমেরিকা: কোষ্টারিকা, কিউবা

১২| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন: টপ থ্রি???

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



জাপান, নরওয়ে, জার্মানী।

১৩| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩২

সিগনেচার নসিব বলেছেন: ফেক কাজ কারবার করা আর মনোপলি খেলায় বড়লোক হওয়া একই কথা।
এসব করে সময় নষ্ট ছাড়া কিছু হয় না।

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



দেশের কতভাগ শিক্ষিত মানুষ সত? খুবই অল্প পরিমাণ

১৪| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

শূন্য সারমর্ম বলেছেন: দেশের মানুষকে কিভাবে সৎ করা যায়? ধর্ম ও শিক্ষা দিয়ে তো হচ্ছে না।

০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


জাতির সদস্য হিসেবে সাধারণ মানুষ সমান সুযোগ পাচ্ছেন না; প্রশাসন, ব্যবসায়ী, দল ও ঠগবাজরা মানুষের সম্পদ ও সুযোগ দখল করে রেখেছে; মানুষের রাজনৈতিক অধিকার ফিরায়ে দিয়ে, মানুষকে নাগরিক অধিকার ও সমান সুযোগ দিতে হবে প্রথমে; তারপর, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

১৫| ০২ রা জুন, ২০২১ রাত ৮:১১

শূন্য সারমর্ম বলেছেন: যা উপায় বললেন বাস্তবায়ন তো হবে না ;দেশের মানুষ নিজের পরিবার ছাড়া কাউকে ভালো দেখতে চায় না।

০২ রা জুন, ২০২১ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:




রাষ্ট্র ও সমাজ থেকে তারা কিছু পাচ্ছে না, এখন পরিবারই একমাত্র যায়গা; পড়ালেখা, চাকুরী, সুযোগের জন্য মানুষ অন্যদের পরিবারের সাথে প্রতিযোগীতা করছে।

*** শিক্ষা ফ্রি হয়ে গেলে, ও সবার জন্য চাকুরী থাকলে, পরিবারের পরিবারে প্রতিযোগীতা থাকবে না।

ব্যুরোক্রেটরা সকালে সেক্রেটারিয়েটে কাজ যায়, বেশীরবাগ সময় ওরা নিজ পরিবারের জন্য কাজ করে।

১৬| ০২ রা জুন, ২০২১ রাত ৯:৪২

শূন্য সারমর্ম বলেছেন: দেশের যুবসমাজ বিশৃঙ্খলায় থাকতে থাকতে রোগী হয়ে যাচ্ছে।

০২ রা জুন, ২০২১ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:



সরকার কর্ত্তৃক যুব শ্রেণী বন্চিত হচ্ছে বহুভাবে; ফলে একাংশ বিশৃংখল হয়ে সামজের ক্ষতি করছে, অন্য অংশ নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজ পরিবারের ক্ষতি করছে; জাতি পেছনে পড়ে যাচ্ছে।

তবে, ইহার পেছনে, আমাদের যুবশ্রেণীর অন্য অংশে, যারা সুযোগ পেয়েছে, তাদের অপরাধ-প্রবনতাও কাজ করছে; সাথে সাথে, যারা বন্চিত হচ্ছে, তাদের বড় অংশও সৎ নয়; সৎ হলে, তারা সরকারকে বাদ দিয়ে অনেক কষ্ট করে হলেও কিছুটা করতে পারতো।

১৭| ০২ রা জুন, ২০২১ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন: ৫০ বছর ধরে তিল তিল করে গড়ে উঠা আজকের সাম্রাজ্য।

০২ রা জুন, ২০২১ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:




লুটতরাজ, দখল, অপরাধ ও অদক্ষতার সুবর্ণ জয়ন্তী।

১৮| ০২ রা জুন, ২০২১ রাত ১০:১৮

অপু তানভীর বলেছেন: কাজটা যেই করছে মোটেই ভাল কিছু করছে না । পরিস্কার ভাবে এটা আপনার পেছনে লাগার জন্যই খোলা হয়েছে। আপনার অনেক কাজ কর্ম আমার পছন্দ না হলেও, এই মাল্টি খুলে এই ধরনের কাজ সমর্থনযোগ্য নয় মোটেও ।

০২ রা জুন, ২০২১ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:




ব্লগারদের মাঝেও অপরাধী বাংগালী আছে।

১৯| ০২ রা জুন, ২০২১ রাত ১০:৩৮

জাদিদ বলেছেন: সব ছাড় তো আপনি একাই পান। তাই অন্যদের কিছু ছাড় দেয়া হচ্ছে।
দেখি কয়দিন ছাড়ের আনন্দ বজায় থাকে।

০২ রা জুন, ২০২১ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:




আমাদের মাঝে কি পরিমাণ অপরাধী লোকজন আছে, সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

২০| ০২ রা জুন, ২০২১ রাত ১০:৫১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, উনি আপনার পিছনে লেগেছেন বলে মনে হচ্ছে।

০২ রা জুন, ২০২১ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো ক্রিমিন্যাল মাইন্ড, এরা যেখানে খায়, সেখানে পায়খানা করে।

২১| ০২ রা জুন, ২০২১ রাত ১০:৫৯

শূন্য সারমর্ম বলেছেন: বাংলিস নামেই বুঝা যাচ্ছে দৌড় হবে কতদুর।

০২ রা জুন, ২০২১ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:



সে নীচুমানের ক্রিমিন্যাল মাইন্ড।

২২| ০৩ রা জুন, ২০২১ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: ফেইক নিক খেলুক কিছু দিন। নাটাই তো এডমিনের হাতে। বেশি বাড়াবাড়ি করলে এডমিন তাকে যথাসময়ে থামিয়ে দিবেন।

০৩ রা জুন, ২০২১ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:



এই ক্রিমিনাল কর্মজীবনে যেখানে যাবে, উহাকে ধ্বংস করবে।

২৩| ০৩ রা জুন, ২০২১ রাত ১:৫৮

কামাল১৮ বলেছেন: ভালো গোলক ধাঁধায় পড়ে ছিলাম।অনেক বড় চালবাজ।ব্লগে আছে এবং থাকবে মনে হয়।

০৩ রা জুন, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



সামু ও অন্য আরো ৩ টি ব্লগ মিলে, আমি অনেক শিক্ষিত ক্রিমিন্যালকে ব্লগিং করতে দেখেছি; এরা কর্মস্হলে কি করছে?

২৪| ০৩ রা জুন, ২০২১ রাত ৩:৩৮

মাসউদুর রহমান রাজন বলেছেন: আমার মনে হয় না এটা রিয়েল চাঁদগাজী ভাই খুলছেন। যদিও উনার সকল মন্তব্যের সাথে আমি একমত না, তার মন্তব্যের ধরণও আমার পছন্দ না, তবুও এই ব্যাপারটা একদম পছন্দ হয় নাই। যিনি এ কাজ করছেন, ঠিক করেন নাই।

০৩ রা জুন, ২০২১ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:



গত ৯ বছরে, সামুতে আমি এই ধরণের অনেক ক্রিমিনালকে ব্লগিং করতে দেখেছি; এরা হয়তো চাকুরী করছে, ব্যবসা করছে; এরা কি কাজকর্মে সৎ?

২৫| ০৩ রা জুন, ২০২১ ভোর ৪:৩৬

অনল চৌধুরী বলেছেন: কয়েকদিন আগে জানতে চেয়েছিলাম, এটা কে।
মধ্যপ্রাচ্য: ইসরায়েল- সবচেয়ে বড় খুনী অবৈধ রাষ্ট্রে বসবাসের ইচ্ছা থেকে বোঝা যাচ্ছে, আপনি ওই ভূয়া লোকের চেয়ে অনেক বড় ধ্বংসকারী মানসিকতার।
ওখানকার সব বড় দেশ ধ্বংস করেছে এ্যামেরিকা আর ইসরাইল।
তারপরও ওমান, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন, মিসরের অবস্থা ভালো।
কিন্ত আপনার পছন্দ ইসরাইল !!!!

০৩ রা জুন, ২০২১ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:



বনাগলাদেশে বাংগালীকে খুন করছে, অন্য সম্পদ ও সুযোগ কেড়ে নিচ্ছে; কোন ইহুদী অন্য ইহুদীকে খুন করে না, অন্যের সম্পদ ও সুযোগ কেড়ে নেয় না।

২৬| ০৩ রা জুন, ২০২১ সকাল ৯:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকে ওঁঝার স্বরণাপন্ন হতে হবে বলে মনে হচ্ছে।

০৩ রা জুন, ২০২১ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



লেখক, কবি, সাহিত্যিকদের মাঝে কিছু ক্রিমিনালও যায়গা পেয়েছে; তবে, এরা শিক্ষিত অসৎ, এরা যা করছে, তাতে সমাজের ক্ষতি হচ্ছে।

২৭| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: আপনার এ পোষ্টে মন্তব্য গুলোর উত্তর খুবই গুরুত্বপূর্ন। দূর্দান্ত সব উত্তর দিয়েছেন।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



চিন্তা করেন, ব্লগে যারা ক্রাইম করে, এরা কোথায়ও চাকুরী করে, কিংবা অন্য কিছু করে; এই ক্রিমিনালরা কি সৎ?

২৮| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রথম যখন আমি দেখেছি তখন আমি নিশ্চিত হয়েছি যে আপনি অন্ততপক্ষে এমন কাজ করবেন না।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



ব্লগেও শিক্ষিত ক্রিমিনাল আছে, এরা অসৎ

২৯| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি নন এই আইডি। আমরা বিশ্বাস করি।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



আমাদের মাঝে অসৎ লোক বিচরণ করছে।

৩০| ০৪ ঠা জুন, ২০২১ ভোর ৪:০৭

অনল চৌধুরী বলেছেন: বৃটেন, ফ্রান্স-কোনো খুনী নিজেরা নিজেদের লোক মারে না, কিন্ত নির্বিচারে মারে অন্যান্য জাতির লোকদের।
তবে এ্যামেরিকার সরকার না মারলেও কিছু লোক নিজেদের দেশী হত্যা করে।

০৪ ঠা জুন, ২০২১ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি কুপের মাঝে আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.