নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নাতানিয়াহু আউট, নতুন কোয়ালিশন গঠিত হয়েছে

০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৩৩



নতুন সরকার গঠনের উদ্দেশ্যে ইসরায়েলে নতুন কোয়ালিশন গঠিত হয়েছে; ৩ টি কারণে এই সংবাদটি মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপুর্ণ: (১) নাতানিয়াহু ও তার দল লিকুদ সরকার গঠন করতে পারেনি, এটা ভালো খবর (২) আরবদের দল, রা'আম এই ১মবার সরকারী কোয়ালিশনে স্হান পেয়েছে, এটা ভালো খবর (৩) ফিলিস্তিন বিরোধী নাফতালি বেনেটও সরকারে থাকবে ও সরকারে ১ম অর্ধেক সময়ে সে প্রাইম মিনিষ্টার হবে, এটা খারাপ খবর।

নাতানিয়াহু ও তার দল লিকুদ ১২ বছর সরকারে ছিলো; নাতানিয়াহু দুর্নীতি করেছে, সে ফিলিস্তিন সমস্যার সমাধান করার জন্য ফলপ্রসু কোন পদক্ষেপ নেয়নি, সময় ক্ষেপণ করেছে। ২০১৪ সালে গাজা আক্রমণ করে ২৩০০ জন ফিলিস্তিনীকে হত্যা করেছিলো ও ৫০ বিলিয়ন ডলারের ঘরবাড়ী ধ্বংস করে দিয়েছিলো।

গত মার্চ মাসে ইসরায়েলে ভোট হয়েছিলো, কোন দলই সংখ্যা গরিষ্ঠতা পায়নি; বেশী ভোট পেয়েছে নাতিনিয়াহু'র দল (৩৪ সীট ), কিন্ত সরকার গঠনের জন্য কোয়ালিশন গঠন করতে পারেনি। ইসরায়েলের পার্মামেন্ট "Knesset" নামে পরিচিত, উহাতে ১২০টি সীট আছে। এরপর প্রেসিডেন্ট, রুভেন রিভলিন দেশটির ২য় বৃহত্তম রাজনৈতিক দল, ইয়েশ আতিড'এর নেতা, ইয়াইর ল্যাপিডকে সরকার গঠনের অনুমতি দিয়েছিলো; ইয়াইর ল্যাপিড সফল হয়েছে; আগামী সপ্তাহে নাতানিয়াহুর প্রধানমন্ত্রীর পদটি চলে যাবে, সে ২টি মামলা কাঁধে নিয়ে কোর্টে যাবে; তার বিরুদ্ধে ২টি দুর্নীতির মামলা দীর্ঘদিন ঝুলে আছে।

এখনো ইসরেয়েলের শতকরা ৪৫ ভাগ মানুষ মনে করে যে, ফিলিস্তিনীদের ভুমি তাদের দিয়ে, তাদেরকে স্বীকৃতি দেয়া হোক; তারা চেষ্টা করে দেখুক ভালো থাকতে পারে কিনা! শতকরা ৬০ ভাগ ইসরায়েলী বিশ্বাস করে যে, হামাস রাজনীতিতে থাকাকালীন ওদেরকে ভুমি দেয়া যাবে না; ভুমি দিলে হিজবুল্লাহ ও ইরানের সাহায্যপুষ্ট শিয়া মিলিশয়ারা ফিলিস্তিনে স্হায়ীভাবে বাসা বাঁধবে।

ইয়াইর ল্যাপিড মোটামুটি মডারেট; কোয়ালিশন সফল করতে ধর্মীয় দল, "ইয়ামিনা পার্টি"কে কোয়ালিশনে নিয়েছে ; এই দলের নেতার হচ্ছে নাফতালী বেনেট, ইহাই ইসরায়েলের চেংগিস খান; ইহা বিশ্বাস করে যে, সিনাই থেকে গোলান অবধি যায়গা স্বয়ং আল্লাহ ইহুদীদের দিয়েছেন, এখানে অন্য কোন জাতি থাকতে পারবে না; ফিলিস্তিনীদের যায়গা সিরিয়া, মিশর ও জর্দানে। তিনি ইসরায়েলের ১.৩ মিলিয়ন মুসলিম নাগরিকদের ইসরায়েল থেকে বের করে দেয়ার পক্ষে। উনার দাবী অনুযায়ী, কোয়ালিশন সরকারে তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছে; ইহা নাকি ইহা স্বয়ং আল্লাহের ইচ্ছা; আল্লাহের ইচ্ছা পুরণ হয়েছে: প্রথমে বেনেট প্রধানমন্ত্রী হবে, শেষ অর্ধেক সময়ে ল্যাপিদ প্রধানমন্ত্রী হবে।

আরবদের নেতা মনসুর আব্বাস সরকারে আছে; সে হয়তো বেনেটকে থামানোর চেষ্টা করবে।


মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৫৫

কলাবাগান১ বলেছেন: প্রথম দুই বছর নাফতালি প্রধানমন্ত্রী হবেন পরের দুই বছর ল্যাপিদ..

০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:




তাই? আমি অবশ্য অনেক সংবাদ মিস করেছি।
ধন্যবাদ, ঠিক করে দিচ্ছি।

২| ০৩ রা জুন, ২০২১ সকাল ১১:৪৩

জুন বলেছেন: নাফতালি বেনেট ফিলিস্তিনিদের জন্য অশনি সংকেত নিয়ে আসছে :(

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


বেনেট ভয়ংকর; সে আয়াতোল্লাহ, মওদুদী, গোলামে আজম, ইত্যাদির মতো ভয়ংকর, এরা ধর্ম হাতিয়ার হিসেবে ব্যবহার করে; তবে, বিশ্ব ইসরায়েলকে চেনে।

৩| ০৩ রা জুন, ২০২১ দুপুর ১২:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রথম দুই বছর নাফতালি প্রধানমন্ত্রী হবে এবং পরের দুই বছর সে অন্য কাউকে প্রাধান মন্ত্রী হতে দেবেনা; অযথা ফ্যাসাদ লাগিয়ে জোট থেকে বের হয়ে যাবে এবং সরকারের পতন হবে। এটা আমার পর্যবেক্ষণ।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



সম্ভব, ইহা খুবই ভংগুর কোয়ালিশন।

৪| ০৩ রা জুন, ২০২১ দুপুর ১২:৫৩

রানার ব্লগ বলেছেন: নাফতালি বেনেট শুধু ফিলিস্তিনের জন্য নয় ইজরায়েলি মুসলমানদের জন্য্ও অসনি সংকেত ডেকে আনছে।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



সে ইসরায়েলকে শুধু ইহুদী জাতির জন্য চায়।

৫| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: ইসরায়েল ফিইলিস্তিন বা মুসলিমদের যা ঘটছে তা নবীজি আগেই বলে গেছেন।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



মানুষ এসব গল্প বানায়েছে, নবী এসব জানার কথা নয়

৬| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৪

শূন্য সারমর্ম বলেছেন: প্রথম ২ বছর ধর্মীয় দল ক্ষমতায় গিয়ে কি পদক্ষেপ নেয় দেখার বিষয়। গাজা এটাকে রেকর্ড না ভাঙলেই ভালো।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



গাজা থেকে রকেট না পাঠালে, কোন প্রাইম মিনিষ্টার ব্যবস্হা নিতে পারে না, ইসরায়েলের লোকজন সচেতন।

৭| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




নিয়াহু গিয়ে যে বা যারা আসবেন তারা কি ফিলিস্তিন ছেড়ে দিবেন? আমার কাছে মনে হয় নাফতালি ও ল্যাপিদ একই কাজ করে যাবেন। সরকার যায় সরকার আসে, সরকারের ভূমিকা সাধারণত পরির্বতন হয় না।

***আপনার ধৈর্য শক্তি অসাধারণ।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল গাজা দখল করে, ১ লাখ হামাসকে বের করে দিয়ে, ইহাকে স্বাধীন করে দিলে, ইসরায়েল উপকৃত হতো; কিন্তু ইসরায়েলের আইন তা করতে দেবে না।

আমার যদি সামান্য ধৈর্য শক্তি থাকে, আমাদের তরুণ সমাজের সবার, গড়ে আমার থেকে বেশী থাকলে ভালো হতো, অসতেরা হেরে যেতো।

৮| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




অসতের হার হয়। তরুণসমাজ লড়তে হবে এমন কোনো কথা নেই। আর তরুণরা ভালো হবে এমনও কোনো কথা নেই। প্রকৃতির লড়াই বলেও একটি চিরন্তন সত্য আছে যা অস্বীকার করার ব্যবস্থা নেই। গ্রীন হাউজের জন্য হোক আর অসত মানুষের জন্য হোক পৃথিবী দূষিত হচ্ছে। নিরাপদ থাকাটাই সবচেয়ে বড় চাওয়া।

রাষ্ট্র বনাম নিয়াহু এমন বড় ধরণের মামলা হবার সম্ভবনা আছে কি?

০৩ রা জুন, ২০২১ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


ওর নামে মামলা করা আছে, সে প্রাইম মিনিষ্টার থাকায় সেগুলোর মেরিট যাচাই (? ) যাচাই হয়েছিলো কিনা আমার মনে নেই; নাতিনাহুর জেলে যাবার সম্ভাবনা আছে। বিচার শুরু হবে।

৯| ০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

কামাল১৮ বলেছেন: আমেরিকা ও ইউরোপ কি করে সেটাই এখন দেখার বিষয়।তারা কতটুকু বাড়তে দেয় তার উপর অনেক কিছু নির্ভর করে।

০৩ রা জুন, ২০২১ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ও ইউরোপ কইছু করবে না, ফিলিস্তিন ওদের দেশ নয়।

১০| ০৩ রা জুন, ২০২১ রাত ১১:৩৭

স্প্যানকড বলেছেন: বাংলাদেশে কি এর প্রভাব পড়তে পারে। দেশের মানুষ তো মার্কিন নির্বাচন আসলে যেই টেনশন দেখায় মনে হয় কি জানি হয়ে যাবে ? ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



না, বাংলাদেশে এর প্রভাব পড়বে না; বাংলাদেশের মানুষের ভুল ধারণা আছে, তারা মনে করে যে, ইহুদীরা অত্যাচারী জাতি; এই ভুল আমাদেরকে রাজনৈতিক ভুল ধারণা দিচ্ছে অনেকভাবে।

১১| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মানুষ এসব গল্প বানায়েছে, নবী এসব জানার কথা নয়

তাহলে কি ইমাম মাহাদি, দজ্জাল আসবে না পৃথিবীতে?

০৪ ঠা জুন, ২০২১ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



ইমাম মাহাদি, দজ্জাল, এসব বাচ্চাদের রূপকথা।

১২| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ৭:১৮

সোহানী বলেছেন: কয়দিন টিকবে এ সংসদ তা আমি গুনছি!!!

০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



বেনেট ভয়ংকর সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী, কোয়ালিশনে মিনিমাম দরকার ছিলো ৬১ জন, ৬১ জনই আছে; ১ জন নড়ে গেলে শেষ! ইহারা মুসলমানদের বড় ভাই, অস্হির; ফলে, ইহার ভবিষ্যত বলা কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.