![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পররাষ্ট্রমন্ত্রী বলছেন, টিকা আসছে: রাশিয়া, চীন, আমেরিকা থেকে টিকা আসতেছে, সব চুড়ান্ত; বাকী আছে জার্মানী ও ফ্রান্স থেকে আসা; অবস্হা দেখে মনে হচ্ছে, মাথাপিছু ৩/৪টা টিকা দেয়াও সম্ভব হবে; ২ হাতে ২ টিকা, পেছনের দিকে ২ টিকা; করোনা তো করোনা, করোনার বাবা, নিমোনিয়াও পালিয়ে যাবে; হয়তো, আমাদের টিকার ঠেলায় ত্রিপুরা, পাশ্চিম বাংলা ও আসাম থেকেও করোনা পালাবে। শুধু সমস্যা হচ্ছে এক যায়গায়, যিনি এগুলো বলছেন, উনি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রীর ভাই; আসলে, ইহা একটু বড় ধরণের সমস্যা, এরা মোটামুটি বকবক; এবং এরা ২ বছরেও টিকা দিয়ে শেষ করতে পারবে না। প্রথমে যাঁরা দিয়েছেন, তাঁদের সাইকেল ঘুরে আসবে, তখনো দেশের ৫০ ভাগ মানুষ টিকা পাবেন না।
টিকা কি রওয়ানা দিয়েছেন, পায়ে হেঁটে নাকি গরুগাড়ীতে, নাকি বাসে, নাকি উড়োজাহাজে আসছেন; এবং সংখ্যায় কি পরিমাণ, দাম কত, সেটা কেহ জানে না; নিশ্চয় মন্ত্রীও জানে না, আসলে উহা জানা হয়তো সবচেয়ে কঠিন ব্যাপার। উহা কখন এসে পৌঁচাবে, সেটাও কেহ জানে না। মন্ত্রী বলেছেন, সব চুড়ান্ত, সবকিছু সব সময় চুড়ান্ত হয়েই থাকে!
ক্রেতা হলো বাংলাদেশ, সাপ্লায়ার ছিলো ভারত, সবকিছু ছিলো চুড়ান্ত; কাজ হয়নি, টিকা আসতে পারেনি, টিকা কাঁটাতার পার হতে পারেনি। এই কাঁটাতারের সমস্যা সম্পর্কে কেহ আগে বলেননি; কাঁটাতারের সমস্যা দেশের মানুষকে জানালে, পেনসিডিল স্পেশালিষ্টরা উহাকে কাঁটাতার পার করে দিতো। সবচয়ে বড় কথা, এই মন্ত্রীকে আমেরিকা থেকে ইমপোর্ট করায় উনি আমাদের সাপ্লাই চেইনের বড় সাপ্লায়ার, নারায়নগন্জের ধোলই খাল চিনেন না; ধোলাই খালের এক্সপোর্ট জোনে অর্ডার দিলে, তারা আমাদের টিকা দিয়ে, রোহিংগাদের টিকা দিয়ে, দিল্লীতেও পাঠাতে পারতো।
যারা ১ ডোজ দিয়েছে, তারা নাকি ২য় ডোজের জন্য বসে আছে? আরে মিয়া, ২ ডোজ হলো সাদা চামড়ার লোকদের জন্য, উহারা ভিটামিন-ডি ও ফরমালিন পায় না, তাই ডোজ একটু বেশী লাগে, আমাদের ১ ডোজেই কাম শেষ। টিকার সাথে দুপুর বেলার কড়া ভিটামিন-ডি ও ফরমালিন মিশে ডোজ বড় হয়ে যাবে, এক ডোজেই কর্ম সাবাড়!
মন্ত্রী যেইভাবে সবকিছু চুড়ান্ত করেছেন, সেই পরিমাণ টিকা এসে গেলে, টিকা না পেয়ে, আগে যারা মারা গেছেন, তাদের নামে টিকা সংরক্ষণ করে স্মৃতিসৌধ গড়ে রাখা হবে, জাতি বলতে পারবে যে, সবার জন্য টিকার ব্যবস্হা করা হয়েছিলো।
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
এরা অফিসে যায়, বেতন নেয়, কাজ করে না, কোন কিছুই সঠিক সময়ে করতে পারে না, কোন সিদ্ধান্তই সঠিকভাবে নিতে পারে না।
২| ০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসতে দিন !!
আমি এখনও টিকা নেই নি
দেখি ভাগে পাই কিনা !!
০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
মুহিত সাহেবের এই ভাই, এক সময় আমেরিকায় বাড়ী কিনে, ইহাকে বাড়ীকে ঠিকঠাক করে বিক্রয় করতো, এখন সবকিছু "চুড়ান্ত" করেন, শেষে কিছুই কাজ করে না।
৩| ০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৭
কাওসার চৌধুরী বলেছেন:
মাল মুহিত আর মাল মুমিন বান্দা দুইটাই বলদ।
এরা লাইনঘাট আর ম্যাডামোর সুনজরের বদৌলতে দেশের বড় দু'টি মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছে।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
সাইফুর রহমান গরু ভালোবাসতেন, শেখ হাসিনাও ফার্ম খুলেছেন।
৪| ০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৮
রানার ব্লগ বলেছেন: আমার আত্মীয় স্বজন মটামুটি সবাই দুই ডোজ টিকা নেয়া সম্পুন্ন করেছেন। অনেকেই আছেন যারা টিকা নেবেন না বলে গো ধরে বসে আছেন, ব্যাপারটা এমন রাখে আল্লাহ মারে কে? দেখা যাক টিকা সমুদ্র পাড়ি দিতে পারে কি না। তবে কথা হলো পাড়িটা দিবে কিসে কলাগাছের ভ্যালায় না মানুষ পাচারকারীদের ভাঙ্গা নৌকায়।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
ঢাকার মানুষেরা গড় বাংগালী নন; এরা সবার আগে সবকিছু পেয়ে যান; আমাদের গ্রামের ১ জন মানুষও টিকা পাননি; কিন্তু থানা হেড-কোয়ার্টারের সব সরকারী অফিসার পেয়ে গেছেন।
৫| ০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪২
কামাল১৮ বলেছেন: শেখ হাসিনার কালেকশন ভালো।আগের অর্থমন্ত্রী তবু সুন্দর করে রাবিশ বলতে পারবো,ইনি যে কি বলেন তা নিজেও জানেন না।
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার ক্যাবিনেটে আবদুর রাজ্জাক ব্যতিত বাকীগুলো গবুচন্দ্র।
৬| ০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৫
শেরজা তপন বলেছেন: ২২ তারিখে দ্বীতিয় ডোজ নেবার কথা- শেষ মেষ চাইনিজটা নাম পাল্টে ধরিয়ে দেয় কিনা কে জানে
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
সেটাই ঘটবে, মনে হয়।
আমেরিকা যেটা দেবে, সেটা রিলিফ হিসেবে, সেটা সংখ্যায় সামান্য ও পেতে অনেক সময় লাগবে।
৭| ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৮
গফুর ভাই বলেছেন: বাংলার সব সরকারি জায়গায় অথর্ব লোকজন দেখেতে দেখতে ক্লান্ত আমরা সবাই।ব্যাপারটা এমন যে সে নিজে টয়লেট সারতে টয়লেটে যাবে নাহ অন্যজন কেও যেতে দিবে নাহ টয়লেট এ। যাই হোক এই বাংলাদেশ এর কোন বড় কোম্পানি দেশের কোন জনসার্থে R&D এর জন্য কিছু করে নাই যে কোন কিছু আবিষ্কার করবে আর তা দিয়ে জনমানুষ এর ঊপকার হবে।পারে শুধু trading বিজনেস করতে।
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
সমবায়ে কোম্পানী হচ্ছে, একটা সমাধান, যা মানুষের ব্যবসা মানুষের মাঝে রাখতে সক্ষম ও জাতির জন্য অবদান রাখতে সক্ষম হবে; বসুন্ধরা, আলম ব্রাদার্ষ, খুলনা পাওয়ার, বেক্সিমকোরা লুটেরা।
৮| ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
নূর আলম হিরণ বলেছেন: দাম নাকি বলতে নিষেধ করেছে চাইনিজরা। এক সচিব বলে পেলাতে তাকে ওএসডি করা হয়েছে।
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
কোন কিছুর দাম বলা যাবে না, কত ব্যয় হচ্ছে, সেটা বলা যাবে না; চীনারা রশিদ দেবে দরকার মতো।
৯| ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৩
শূন্য সারমর্ম বলেছেন: গত সপ্তাহে ফাইজারের ১.০৬ লাখ ভ্যাক্সিন এসেছিল; তারপর আপডেট নেই; হয়তো ভাগ বাটোয়ারা হয়ে দেহে ডুকে গেছে ভিভিআইপি দের।
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
ওগুলো ভিক্ষা, সেগুলোর হিসেবে করে লাভ নেই; কতটা কেনা হচ্ছে, সেটাও মন্ত্রী ক্সবলটে পারেনি।
১০| ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
শূন্য সারমর্ম বলেছেন: কিমের দেশে টিকার আপডেট কি? নতুন আইন পাস হইছে গালি,জিন্স ও সিনেমা নিয়ে।
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
ওখানে যাদের করোনা হয়েছিলো, ওদেরকে নাকি দুরে নির্বাসনে দিয়ে দিচ্ছে।
নতুন আইন কোথায় হচ্ছে?
১১| ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
শূন্য সারমর্ম বলেছেন: উত্তর কোরিয়াতে বিদেশি প্রভাবমুক্ত দেশ গড়তে ;নো সিনেমা,নো পোশাক, নো গালি।
০৭ ই জুন, ২০২১ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
কিম যদি সময় মতো দ: কোরিয়ার সাথে যোগ দিতে না পারে, সেনাবাহিনীর হাতে ওর মৃত্যু হবে।
১২| ০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
শূন্য সারমর্ম বলেছেন: যদি একজন শ্রমিক ধরা পড়ে, তাহলে কারখানার প্রধানকেও কারাদণ্ড দেয়া যাবে। যদি একটি শিশুর সমস্যা থাকে তাহলে তার পিতামাতাকেও সাজা দেয়া যাবে,"
উত্তর কোরিয়া তরুনের মনে বিন্দুমাত্র আবেগ যেন কাজ না করে দ.কোরিয়ারর জন্য।
০৭ ই জুন, ২০২১ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
সেটাই তার মৃত্যুর কারণ হবে, ও ২ কোরিয়া ১ হয়ে যাবে।
১৩| ০৭ ই জুন, ২০২১ রাত ৮:৪৯
আমি নই বলেছেন: প্রথমবারতো বয়সের গ্যাড়াকলে রেজিস্ট্রেশন করতে পারি নাই, আবার ট্রাই করব। আপনি যখন বললেন, কপালে ৪ টাও লেগে যেতে পারে।
পেছনের দুইটা কি ম্যান্ডাটরি?
০৭ ই জুন, ২০২১ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
আগে, ইউরোপে ভেকসিন পেছনে দেয়া হতো। বাংগালীদের হাতে মাসেল কম।
১৪| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রসবোধ বরাবরই আমাকে মুগ্ধ করে।
০৮ ই জুন, ২০২১ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
আমার বাড়ী ফেনীর কাছেই।
এবার জাতির রস বের করে ছাড়বে সরকার, ২ বছরেও টিকা দেয়া শেষ হবে না।
১৫| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: আমাদের বাসায় শুধু মাত্র মা টিকা দিতে পেরেছে। দুই ডোজ ই দিয়েছে।
আমি কবে দিব?
সরকারি চাকরিজীবিরা টিকা দিয়ে ফেলেছে। সাংবাদিকরা দিয়ে ফেলেছে। ডাক্তার নার্সরা দিয়ে ফেলেছে।
০৮ ই জুন, ২০২১ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টার ও সরকারী চাকুরীজীবিরা টিকা দিয়ে ফেললে তো টিকা দেয়া শেষ, আরো কেহ বাকী আছে নাকি?
১৬| ০৮ ই জুন, ২০২১ সকাল ৯:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @শাহআজিজ
কার কার হোগায় দেয়া যেতে পারে একটা লিস্ট করা উচিত।
১৭| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:২১
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ চাঁদগাজী ভাই। কথায় বলে না, পরাজয়ে ডরে না বীর। আমরাও এখন হয়তো তেমনই। করোনাকে মানুষ ভয় পায় না। টিকা নিয়ে অত বেশি চিন্তিত হবার কিছু নেই। সময়মত এসে যাবে। যা কিছু গ্যাপ রয়েছে তা গোছানো সম্ভব হবে, আশা করি।
লেমোনাইড বিক্রি করা সেই পিচ্চিদের সাথে আপনার ক্যাচালটা বেশ উপভোগ্য ছিল।
০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
টিকা দেয়া শেষ না হলে, গার্মেন্টস ব্যবসা কমে যাবে।
১৮| ০৮ ই জুন, ২০২১ সকাল ১১:২১
শূন্য সারমর্ম বলেছেন: কি একটা অবস্থা!!
একদিকে বোকো হারাম শতশত লোক অপহরণ করে নিয়ে যায়,অন্যদিকে কানাডায় ২০ বছর বয়সী যুবক ৃমুসলিম পরিবারের উপর ট্রাক তুলে দেয়।
০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
নাইজেরিয়া হলো অফরণের স্বর্গ, ডাকাতীর স্বর্গ; সরকারী লোকেরা ডাকাতী করে বেড়ায়।
১৯| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:১০
হাবিব বলেছেন: যাদের মাথায় লাখ টাকা ঋণের বোঝা তাদের টিকা নেয়া বিলাসিতা
০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
সরকার বাজেট থেকে ঋণ'কে এমন কৌশলে হ্যান্ডলিং করে, নাগরিকেরা বুঝতে পারে না, কিন্তু ঋণের কারণে দেশে চাকুরীর সৃষ্টি হয় না।
অনেকদিন পরে ব্লগে এসেছেন, সব ভালো?
২০| ০৯ ই জুন, ২০২১ সকাল ১০:৪০
হাবিব বলেছেন: একটু সমস্যায় ছিলাম। ঠিক হচ্ছে। ঠিক হয়ে যাবে আশা করি।
০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
সমস্যার সমাধান করে ফিরে আষুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন:
দুইটা হাতে , দুইটা হোগায় ব্যাস সব কমপ্লিট