নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সামুতে ব্যক্তি আক্রমণ আছে?

০৯ ই জুন, ২০২১ রাত ১০:২৪



সামুতে ব্যক্তি আক্রমণে শতশত ব্লগার আহত হয়ে গেছেন, অনেকেই নিখোঁজ, সামান্যের জন্য রক্ষা, কেহ পটল তোলেননি; নিখোঁজদের মাঝে আছেন, ২ কবি ও একজন গল্পকার; একজন কবি হচ্ছেন, কবি জাহিদ অনিক। আমি উনার সম্পর্কে খুবই চিন্তিত ছিলাম, শুধু যে ব্যক্তি আক্রমণ হচ্ছে, তা'নয়, ঐ'দিকে করোনাও আছে, চিন্তার বিষয়; যাক, উনি জানায়েছেন যে, উনি ভালো আছেন; উনি ব্যক্তি আক্রমণ বা করোনার আক্রমণে পড়েননি ; তবে, আক্রমণের কথা শুনে, আত্মরক্ষার্থ ফেইসবুকে লুকিয়ে আছেন।

আপনাদের সবার মতো আমিও ব্লগের কবি, নীল পরীর কবিতার পাঠক; উনি এখনো নিখোঁজ; ব্যক্তি আক্রমণকারীদের মাঝে আমার নামও আছে; তাই ভাবছি, উনি কার আক্রমণে নিখোঁজ হলেন? শেষে আমার আক্রমণে নিখোঁজ হলে তো ইহা বড় ধরণের স্ক্যানডাল হয়ে যাবে! উনি কোথায় আছেন, কেহ খবর টবর পেলে, জানাবেন; উনি কি করোনার থেকে পালিয়ে আছেন, নাকি, ব্যক্তি আক্রমণে তচনচ হয়ে, আত্মরক্ষা করতে সামু থেকে দুরে আছেন, সেটা জানার দরকার; আমি হয়তো মিছামিছি ভয়ে আছি!

গল্পকার ফাহমিদা বারী একবার ঘোষণা দিয়ে ব্লগ ছাড়ছিলেন; উনি কি লিখেছেন, আমি সেটা না পড়ে, মন্তব্য থেকে পড়া শুরু করলাম; সেখানে দেখি আমার নাম আছে, কয়েকজন ব্লগার আমার নাম বলছেন; তিনি নাকি আমার আক্রমণে ব্লগ ছাড়ছেন! আমি চুপ হয়ে থাকলাম, লো-প্রোফাইলে থাকার দরকার। আমার ধারণা ছিলো যে, উনি ভালো কথ শিল্পি, আমি উনার লেখা পড়ি, সমালোচনা করি, উনি উহাতে উপকৃত হচ্ছেন; ফলাফল দেখছি উল্টা; যাক, আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, কালপ্রিটটা কি আমি? উনি বললেন যে, না, আমার কারণে নয়, অন্য কয়েকজন ব্লগারের কারণে; আমি কখনো এসব ব্লগারের নাম জানতে চাইনি, আমার নাম নাই এটাই বড় কথা।

আহত কে কে হয়েছেন, আমি ব্লগ থেকে জানতে চাই না, জানতে গিয়ে শেষে কোন বিপদে পড়ি, আমি বরং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে লিষ্টটা সংগ্রহ করে নেবো।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২১ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: অ্যাম্বুলেন্স কি আনতে হইব গাজী ভাই ? আগেই বুকিং দেওয়া যায় ।

০৯ ই জুন, ২০২১ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



সামুর বাম প্যানেলে, লগিন-করাদের নামের মাঝে আমার নাম দেখলে, অ্যাম্বুলেন্স কোম্পানীকে ষ্টান্ড-বাই রাখতে পারেন। আপনি একটা হেলমেট কিনে নিয়েন নিজের টাকায়, পরে সামু হয়তো রি-এম্বার্সমেন্ট করবে।

২| ০৯ ই জুন, ২০২১ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় একাধিক পোস্ট থাকা নিয়ে আমি একটা পোস্ট করার পরে ব্যাক্তি বিশেষকে উদ্দেশ্য করে অনেক পোস্ট হতে দেখছি ইদানিং।

০৯ ই জুন, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:




রাজিব নুর অনেকের চক্ষুশুলে পরিণত হয়েছেন। উনাকে বললাম, মেয়েগুলোকে দেখাশোনা করতে, ব্লগে কম লিখতে, খবর নাই!

৩| ০৯ ই জুন, ২০২১ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: ফাহমিদা বারী খুব ভাল গল্প লিখতেন। নীলপরি এবং জাহিদ অনিক ভাল কবিতা লিখতেন। জাহিদ অনিক তাও মাঝে মাঝে ব্লগে এসে উঁকি ঝুকি দিয়ে যান, অতি সম্প্রতিও এসেছিলেন একদিন। কিন্তু বাকি দু'জন দীর্ঘদিন ধরে ব্লগে অনুপস্থিত।

ব্যক্তি আক্রমণ অবশ্যই বন্ধ হওয়া উচিত।

০৯ ই জুন, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগে অনেকেই পোষ্ট দেয়ার সময় মামি ও ড্যাডিকে সাথে আনেন।

জাহিদ অনিক, নীল পরী ও ফাহমিদা বারীকে মিস করছি; আশা করছি, ফিরবেন।

৪| ০৯ ই জুন, ২০২১ রাত ১১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিতো আপনাকে ব্যক্তি আক্রমন,
আপনান শিষ্যদেরসহ আক্রমন,
নব্য পাগলদের নিয়ে আক্রমন করি
কই আপনিতো পালান না !!
আপনি সকল প্রতিকূলতার মাঝেও
টিকে আছেন। আসলে যাদের মেরুদণ্ড
শক্ত না তারা ঝরে পড়বেই।
তাদের নিয়ে চিন্তিত হয়ে
র্লাভ নাই।সবার মনে
রাখা উচিত ইটটি
মারলে পাটকেলটি
খেতে হয়।

০৯ ই জুন, ২০২১ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:




অনেকে দুধু খাওয়া শেষ না করেই ব্লগে চলে এসেছেন।

৫| ০৯ ই জুন, ২০২১ রাত ১১:০৭

স্প্যানকড বলেছেন: আপনার ইংলিশ ভার্শন নিখোঁজ ! চিন্তায় আছি । =p~

০৯ ই জুন, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



উর্দু ভাসর্ন তৈরি করতে গেছেন।

৬| ০৯ ই জুন, ২০২১ রাত ১১:৪৫

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: নতুন এসেছি।এসব লেখা দেখে ভয় লাগে।

১০ ই জুন, ২০২১ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



বুঝা গেছে

৭| ১০ ই জুন, ২০২১ রাত ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: অনেকে দুধু খাওয়া শেষ না করেই ব্লগে চলে এসেছেন।
দুধু যেটুকু খেয়েছেন তাও এক্সপায়ার্ড !

১০ ই জুন, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:




ইউএস আইড'এর রিলিফে পাওয়া

৮| ১০ ই জুন, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আমার ধারনা একজন ব্লগার বিভিন্ন নিকে ব্যাক্তি আক্রমণ করিয়া থাকে।

১০ ই জুন, ২০২১ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



সামুর অনেক ব্লাগার চান যে, কমেন্ট হতে হবে:

(১) প্রথম হয়েছি চা দেন
(২) সুন্দর
(৩) চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.