![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** আমি এখনো কমেন্ট করতে পারছি না; ২/১টা লেখায় কমেন্ট করার দরকার ছিলো, লেখাগুলো ভালো হয়নি; কিন্তু সেটা বলার উপায় নেই।
বছর চারেক আগের ঘটনা; এক সৌদী মেয়েকে সামান্য সাহায্য করেছিলাম; সাহায্য করতে গিয়ে তার হাত ধরতে হয়েছিলো; সাহায্যের পর, সে আমাকে বলে, তার হাত ধরা ঠিক হয়নি।
কিছুদিন থেকে আমি দুপুরের খাবার খেয়ে হাঁটতে বের হচ্ছি, সকালে মানুষ কাজে যায়, রাস্তায় অনেক গাড়ী, ধুয়া সহ্য হচ্ছে না আমার; দুপুরের দিকে রাস্তায় গাড়ী কম। আমি আমার বাসার উত্তর পাড়ায় হাঁটি, এদিকে ফুটপাতগুলো প্রশস্ত ও ভালো; দক্ষিণ পাড়ায় হেসিডিক ইহুদীরা থাকে, স্বামীগুলো কাজে যায়, বউয়েরা সারাক্ষণ রাস্তায় আড্ডা দেয়, ১ ডজন ছোট বাচ্চা নিয়ে হাঁটে, ফুটপাথ ব্লক করে রাখে।
সেদিন, এক ব্লকের মাথা থেকে দেখছি একটা মেয়ে সাইকেলে চালায়ে আমার দিকে আসছে, তার সাইকেলের সামনের চাকার কাঁপুনি ও তার শরীরের পজিশন দেখে আমি দুর থেকেই বুঝলাম যে, উহা সাইকেল শিখছে; আমি পাশ করে দাঁড়ালাম, পড়লে যেন আমার গায়ে না পড়ে। সে কাছে আসার আগের থেকেই চীৎকার করে বলছে, "আমাকে ধর, আমাকে ধর, আমি পড়ে যাচ্ছি"।
আমি ধরলাম, একহাতে বাইকের স্টিয়ারিং, অন্যহাতে তার বাহু; ভীষণ মোমেন্টাম ছিলো; যাক, সে পড়েনি; আমাকে ধন্যবাদ দিলো, তারপর আমাকে বললো,
-এই, তুমি আমার গায়ে হাত দিয়েছে কেন?
-তুমি না কাউ কাউ করছিলা, আমাকে ধর, আমাাকে ধর?
-তা তুমি বাইক ধরবা, আমার গায়ে কেন হাত দিয়েছ?
-গা বলতে যা বুঝায়, আমি সেই রকম কোন এলাকায় ধরিনি, আমি তোমার বাহু ধরেছি!
-আমি সৌদী মেয়ে, আমার বাহু ধরাও নিষেধ! জান, এজন্য সৌদীতে অনেক শাস্তি দেয়?
-এটা সৌদী না!
-শোন, আমাদের নিয়ম বদলায় না, আমরা আরব; আমরা আমেরিকা বা লন্ডনে গেলেও পরিবার চায় যে, আমরা সৌদী আরবের মতো থাকি।
-তোমার বয়কাট চুল দেখে তোমাকে মেয়ে বলে মনে হয়নি আমার কাছে!
-এখন তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ!
-আমি তোমার সৌন্দয্য সম্পর্কে বলছি না, তুমি অনেক সুন্দরী; তোমার চুল দেখে দুর থেকে বুঝা মুশকিল, তুমি ছেলে না মেয়ে!
-এবার কিছুটা ঠিক বলেছ; তবে, তুমি বোধ হয় চোখে কম দেখ! চুল ব্যতিতও যেকোন মেয়েকে মেয়ে বলেই বুঝা যায়; তুমি কোন দেশী?
-বাংলাদেশী!
-অনেক ভালো, অনেক ভালো; রিয়াদে আমাদের বাসায় এক বাংলাদেশী কাজ করে, আমি তাকে ভালোবাসি, সে খুবই ভালো।
-ওকে ছেড়ে এখানে এসেছ কেন, ওকে বিয়ে করে সুখী হলে পারতে!
-শোন, ঐলোকটার বয়স ৫০'এর উপরে, আমাদের ঘরের কাজে সাহায্য করে, আমি তার প্রেমে পড়িনি, ওর স্বভাব ভালো, আমাদের সাথে সম্পর্ক ভালো, সেটা বলছিলাম।
-এখানে কি করছ?
পড়তে এসেছি; আমার চাচার বাসায় থাকি; সৌদীতে আমাকে সাইকেল শিখতে দেয়নি, আজকে শিখছি। তুমি ব্যস্ত?
-না, আমি ব্যস্ত না।
তা'হলে, আমাকে সাহায্য কর, আমি বাইকে উঠি, তুমি ঠেলে দাও; ঐ পাশে আমার কাজিন আছে, সে আমাকে সাহায্য করছে; তুমি এখানে থাক, আমি ফিরে আসবো, ফিরে এলো, দরকার হলে আবারো ধরবা।
-ঠিক আছে; বাহু ধরা যাবে তো?
-না, আমাকে ছোঁয়ার চেষ্টা করো না, বাইক ধরবা।
সে ৫/৬ বার আসার পর, মোটামুটি সহজ হয়ে গেছে; শেষবার কাছে আসতে আমি বললাম,
-আস্তে আস্তে ব্রেক কর।
সে কড়া ব্রক করলো, পড়ার আগে আমি তাকে ধরে ফেলেছি; সে লাফাতে লাগলো:
-আমি শিখে ফেলেছি, আমি শিখে ফেলেছি!
-এবার নিজে নিজে চেষ্টা করো।
-আমাদের বাসায় এসো, ২০২ নম্বর বাসা; আমি আমি স্প্রিং'এ স্কুলে যাবো; এখন ফ্রি আছি।
-আমি তোমাদের বাসায় গেলে, তোমার চাচা আমাকে কাবাব বানাবে!
-হেই, আমরা আরব, মেহমান এলে আমরা খুশী হই, আমরা কাউকে কাবাব বানাই না, ভয় পেয়ো না।
২৮ শে জুন, ২০২১ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমের মানুষ অনেক সহজ, এরা সবকিছু সহজভাবে নেয়, জীবনও বেশ সহজ।
২| ২৮ শে জুন, ২০২১ রাত ১১:৩৩
খায়রুল আহসান বলেছেন: "উহা সাইকেল শিখছে, আমি পাশ করে দাঁড়ালাম" - পাশ কেটে দাঁড়াবার পরও তো শেষ রক্ষাটি হলো না! যাহোক, হাঁটার পথে মাঝে মাঝে এ ধরণের ঘটনা ঘটলে হাঁটার ক্লান্তি দূর হয়, 'ফান' এর কারণে।
২৮ শে জুন, ২০২১ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
পথে বের হলে, মানুষের সাথে দেখা হয়, কথা হয়, ভালো লাগে।
৩| ২৯ শে জুন, ২০২১ রাত ১২:২১
কামাল১৮ বলেছেন: আবারো উপকার করতে যেয়ে বিপত্তি।কথা বলতে জানা একটা শিল্প,সবাই পারে না বিশেষ করে আমি।প্রায় আমার সাথে তর্ক লেগে যায়,তাই কথা কম বলি।মনে হয় গল্প কবিতা কম পড়ার ফল।
নাম উল্লেখ করে আপনার এখান থেকেও মন্তব্য করতে পারেন।এতে কি নিয়ম লঙ্ঘন হবে?তা হলে আমরা অনেক কিছু জানতে পারি।
২৯ শে জুন, ২০২১ রাত ১:৩২
চাঁদগাজী বলেছেন:
আমাকে কমেন্ট ব্যান রাখলে, মনে হয়, আমি আসলে উপকৃত হবো!
৪| ২৯ শে জুন, ২০২১ রাত ১২:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
সৌদি পরিবারের সাথে আমার সম্পর্ক আছে। এরা খুবই আপ্যায়ন প্রিয় ও মিশুক। সৌদি মেয়েরা প্রচুর রান্না জানে। খুব সম্ভব অধিকাংশ সময় বাসায় থাকে তাই রান্না ভালো জানে। সৌদি মেয়েদের ব্যবহার অত্যন্ত ভালো। আরব দেশগুলোর মেয়েদের ব্যবাহার ভালো একমাত্র মিশর বাদে।
২৯ শে জুন, ২০২১ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আরব দেশগুলো, আফগানিস্তান ও আফ্রিকান মেয়েরা, ওসব দেশের পুরুষদের চেয়ে উল্টো, এরা খুবই সহজ ও ভালো।
৫| ২৯ শে জুন, ২০২১ রাত ১:০৬
শায়মা বলেছেন: ভাইয়া
তোমার গল্পে কি শুধুই মেয়েরাই আসে!!!!!!!!!!!
২৯ শে জুন, ২০২১ রাত ১:৩৫
চাঁদগাজী বলেছেন:
পুরুষেরা আছে, তাদের কথা ইন্টারেষ্টিং নয়।
৬| ২৯ শে জুন, ২০২১ রাত ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে জুন, ২০২১ রাত ১:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি আরবী কবি হলে, হয়তো আরব্য উপন্যাসের মেয়েদের নিয়ে রোমান্টিক কাব্য রচনা করতে পারতেন!
৭| ২৯ শে জুন, ২০২১ রাত ৩:১১
স্প্যানকড বলেছেন: আহলান সাহলান ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
২৯ শে জুন, ২০২১ ভোর ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো আছি; আপনার জন্যও শুভকামনা রলো।
৮| ২৯ শে জুন, ২০২১ সকাল ৭:১৪
সাসুম বলেছেন: আপ্নে মেয়েদের হাত ধরতে গেছেন তাও আবার এই বয়সে ? আজ যদি আম্রিকা সৌদি আরবের মত সহীহ শরীয়া দেশ হত, আপনার হাত কেটে ফেলা হত। ভাগ্য ভাল আপনার।
বিঃদ্রঃ নেক্সট থেকে হাটাহাটি করার সময় মিসেস গাজি কে সাথে রাখবেন, তাহলে ঝামেলা কবে যাবে :প
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩০
চাঁদগাজী বলেছেন:
করোনায় দেড় বছর হাঁটা হয়নি, এখন স্ত্রী সাথে থাকে; তাতে আরো ভালো, বাংগালী মেয়েদের সাথে জোক টোক করা যায়।
৯| ২৯ শে জুন, ২০২১ সকাল ৯:৩৯
জুন বলেছেন: অনেক মজা পেলাম আপনার লেখায় চাদগাজী। আসলে কিছু কিছু ঘটনা মনে দাগ কেটে যায়। আপনার দাগ কাটা ঘটনাগুলো সত্যি ইন্টারেস্টিং। স্টিয়ারিং ধরতে পারবেন কিন্তু হাত ধরতে পারবে না ভালোই
+
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩১
চাঁদগাজী বলেছেন:
আি সৌদী আরব যাইনি, সেখানকার মেয়েদের ঘরের আসবাবের মতো সাজিয়ে রাখে মনে হয়।
১০| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:১৮
হাবিব বলেছেন: মেয়েটার বাসায় গিয়েছেন কখনো? দেখা হলে বলবেন আমি তাদের বাসায় কাজ করতে ইচ্ছুক
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩৬
চাঁদগাজী বলেছেন:
না, বাসায় যাওয়া হয়নি; তবে, বহুবার দেখা হয়েছিল, কথা হয়েছিলো; সে শিকাগোতে পড়ালেখা করতো।
১১| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:২০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি চেষ্টা করছি, যাতে পাঠকেরা পছন্দ করেন।
১২| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:২২
রানার ব্লগ বলেছেন: সৌদি মেয়ে গুলো গাধা টাইপের হয় সেই তুলনায় এই মেয়েটি বেশ চটপটে!! একবার বাসায় দাওয়াত দিয়ে বাংলাদেশি ঝাল কোন ডিশ খাওয়েন এরা পছন্দ করে।
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
তাই? আমি তো সাধারণ ঘরের মেয়েদের দেখিনি; যারা আমেরিকা পড়তে আসে, বেড়াতে আসে, এরা মনে হয়,শিক্ষিত পরিবারের।
১৩| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চলতি পথে এরকম হলে মন্দ কি; মনটা ফ্রেস হয়। যাহোক এবারে ঝগড়াঝাটিও ভালো লেগেছে।
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৪২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে, দোকানে ১ মেয়ের সাথে দেখা, বেচারী বেকার; আমি বললাম, আপনি কম্প্যুটার শিখুন কোন স্কুলে, মেয়ে বলে, "আমার মামা কম্প্যউটার জানেন, উনার কাছে শিখবো। আমি বললাম, "আপনার মামা ভালো বর দেখে আপনাকে বিয়ে দিয়ে দেবে, কম্প্যউটার শিখাবেন না; মেয়ে ও দোকানী হেসে অস্হির।
১৪| ২৯ শে জুন, ২০২১ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মজার ঘটনা। পরেরবার মনে থাকে যেন। বাইক ধরবেন মেয়েকে ছুঁতে যাবেন না
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৪৩
চাঁদগাজী বলেছেন:
আসলে, সে আমেরিকায় এসে নিশ্বাস ফেলার যায়গা পেয়েছিলো।
১৫| ২৯ শে জুন, ২০২১ সকাল ১১:৫২
কাওসার চৌধুরী বলেছেন:
"গা বলতে যা বুঝায় আমি সেরকম কোন একাকায় ধরিনি।"...... এজন্যই বলি আপনি সিরিয়াস সাহিত্য লিখেন। চমৎকার রিউমার আপনার লেখার প্রতিটি অংশে। যাক, একবার লন্ডনের অক্সফোর্ড সার্কাসে রাতে মদ্যপ এক আরব যুবতীকে রাস্তা থেকে টেনে তুলে এমন অভিজ্ঞতার মুখোমুখি আমাকে হতে হয়েছিল। রাস্তায় চিৎ হয়ে শোয়া থেকে তুলে এক বোতল পানি দিয়ে অনেকটা স্বাভাবিক করার পর সে যখন বুঝতে পারে আমি তাকে টেনে তুলেছি। তখন আরবীতে কিসব গালি দিল আর বিলাপ করলো। তাদের কাছে মদ খেয়ে মাতলামি করে ন্যাংটা হয়ে রাস্তায় শুয়ে থাকা কোন অপরাধ নয়, অপরাধ হলো আপনি কেন ছুঁলেন।
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৪৬
চাঁদগাজী বলেছেন:
ধনী আরবেরা লন্ডন পছন্দ করে, এরা নিউইয়র্ক তেমন পছন্দ করে না; এখানে মিশরীয় খৃষ্টান মেয়েগুলো একটু বখাটে।
১৬| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:২৭
কবিতা ক্থ্য বলেছেন: আমি ও সাইকেল চালাতে পারি না।
আমাকে ধরবে কে?
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনি ভালো অনুভব করছেন?
১৭| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা এমন সাহায্য করার অফার পাইনা দেশে স্যারজী।
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৫০
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশের মেয়েগুলো দারিদ্রতার কারণে ও রাস্তাঘাটে বখাটেদের কারণে সহজ হতে পারে না। কলেজে আমার সাথে বোম্বাই থেকে আসা ২টি মেয়ে ছিলো, ওরা ধনী পরিবারের মেয়ে ছিলো; ওরা ২ জনেই বাংগালী মেয়েদের চেয়ে সহজ ছিলো।
১৮| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর।+
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৫০
চাঁদগাজী বলেছেন:
আপনি আগের চাকুরীতে আছেন?
১৯| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৫০
মোঃমোজাম হক বলেছেন: এতো বছরে আমি যা করতে পারিনি, আম্রিকাতে বসে ছুঁয়ে দিলেন?
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৫২
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ও আমেরিকায় আসার পর, আরবের মেয়েরা নিজদের মানুষ হিসেবে ভাবতে পারেন, মনে হয়।
২০| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:২৬
মনিরা সুলতানা বলেছেন: আবার ঐ রাস্তায় গেলে আমাদের জন্য আপডেট নিয়ে আসবেন।
২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৫৩
চাঁদগাজী বলেছেন:
সে শিকাগোতে পড়তো, করোনায় আসেনি মনে হয়; আগে রাস্তায়, দোকানে দেখা হতো।
২১| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উপকার করতে যেয়ে বিপত্তি!!!
...........................................................
মন পরিস্কার ছিলো কি ???
একটুও কি মনে দুষ্টামী জাগেনি !!!
২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমার মন সব সময় পরিস্কার।
২২| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২৩
হাসান রাজু বলেছেন: লেখায় কমেন্ট করার দরকার ছিলো, লেখাগুলো ভালো হয়নি ।
আহা সামু। ভাবতেছে, চাঁদগাজী মামুরে একটু শিক্ষা দিছে।
কিন্তু কোথায় আছে না যার হয় না ১৯ এ তার হবে না ৯১ এ।
সবে তো ব্যান খাইলেন। কয়টা দিন সবুর করেন। খোঁচানোর আচ্ছা সময় পাবেন। তবে আপনার এই খোঁচানোর স্টাইল আমার পছন্দ। বিশেষ করে আপনার প্রতিউত্তর দাতার রিয়েক্ট। আমি বুঝতে পারি আপনাকে কে সামলাতে পারে, কে পারে না।
নিজের পোস্ট নিজেই কপি, পেস্ট করছেন। এই স্টাইলটাও খারাপ না, পছন্দ হয়েছে।
২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
সামু আমাকে একটু বেশী শাস্তি দিচ্ছে, আমি কষ্ট করে নতুন কিছু টাইপ করবো? মনে হয় না।
২৩| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৩২
মিরোরডডল বলেছেন:
সে কাছে আসার আগের থেকেই চীৎকার করে বলছে, "আমাকে ধর, আমাকে ধর, আমি পড়ে যাচ্ছি"।
দৃশ্যটা চিন্তা করতেই মজা লাগছে ।
তোমার বয়কাট চুল দেখে তোমাকে মেয়ে বলে মনে হয়নি আমার কাছে!
বিশ্বাস করা যাচ্ছেনা । ছেলে হলে খেলাঘর এগিয়েই যেতো না হেল্প করতে ।
ওটা বলার জন্য বলেছে
ঠিক আছে; বাহু ধরা যাবে তো?
-না, আমাকে ছোঁয়ার চেষ্টা করো না, বাইক ধরবা।
ভেরি ফানি ।
আরব মেয়েগুলো সুন্দর হয় ।
বিশেষ করে লেবানিজ আর আফগান মেয়েগুলো দুর্দান্ত সুন্দরী ।
এখানেতো দেখেছি আরব মেয়েরাও বিভিন্ন জায়গায় কর্মরত ।
২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
আরব ও আফগানী মেয়েগুলো কেন যে, ওসব বর্বরদের দেশে জন্ম নেয়, কে জানে!
ছেলে হলে, পড়ে যাওয়ার পর তুলতাম।
২৪| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৮
মিরোরডডল বলেছেন:
ছেলে হলে, পড়ে যাওয়ার পর তুলতাম।
হা হা হা ……খুব মজা পেলাম
২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
এটাই স্বাভাবিক, পড়ে টড়ে একটু শক্ত হোক।
২৫| ২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসান রাজু ভাই
আমি গাজীসাবকে খুব ভালো
হ্যান্ডেল করতে পারি।
সে ও আমাকে খুব
ভালো বোঝে !!
২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
ব্লগ যদি ছাড়তে হয়, নুরু সাহেবের ছড়ার জ্বালায় ছাড়তে হবে, জটিলদের খবর নেই!
২৬| ২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
শাহ আজিজ বলেছেন: যাক নিষিদ্ধ এলাকায় হাত দেন নাই ---
২৯ শে জুন, ২০২১ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
ছেলে হলে ধরার দরকারই হতো না, পড়ে টড়ে শক্ত হয়ে যেতো।
২৭| ২৯ শে জুন, ২০২১ রাত ১০:০৩
স্বপ্নাশিস বলেছেন: খুব ভালো ।
২৯ শে জুন, ২০২১ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনি হাঁটেন টাঁটেন তো?
২৮| ৩০ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯
আমি সাজিদ বলেছেন: মজা পেলাম পড়ে।
৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
জীবনের অনেক ছোট ঘটনাও স্মৃতিতে থেকে যায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২১ রাত ১১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুলকি বাতাসে পাকছে !!
মেয়েদের হাত ধরার এত
শখ কেনো ? তাও আবার
সৌদি মেয়েদের !!
মনে রাখবেন
আপনি আর এখন
কৃষ্ণ ঠাকুর নন যে
গোপীদের দেখলেই
কেলী করবেন!