![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ছবি প্রতিযোগীতার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি; তার আগে, সেখানকার আনুমানিক ১০০০ ছবি থেকে ২০টি ছবিকে কারো কাছে সেরা মনে হলে, সেগুলো নিয়ে পোষ্ট দেয়া কি সঠিক? আমার কাছে ইহা সঠিক মনে হচ্ছে না।
একজন ব্লগার নিজের অভিজ্ঞতা ও দক্ষতা থেকে ২০টি ছবিকে সেরা ছবি হিসেবে ধরে নিয়ে ব্লগে পোষ্ট দিয়েছেন; ইহা কি বিচারকদের উপর কোনভাবে প্রভাব ফেলতে পারে, কিংবা যেসব প্রতিযোগীর ছবি ইহাতে স্হান পায়নি, তাঁদের উপর কোন প্রকার প্রভাব ফেলবে? এই পোষ্টে, ছবি প্রতিযোগীতার ১ জন বিচারকের কমেন্টও দেখলাম; ইহাও আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। আপনাদের কাছে ইহা লজিক্যাল কিনা, সেটা জানার জন্য এই সাময়িক পোষ্ট; বেশীরভাগ ব্লগারের কাছে, ইহা স্বাভাবিক বলে মনে হলে, আমিও ইহাকে স্বাভাবিক হিসেবে ধরে নেবো।
আমি কমেন্ট ব্যানে আছি, তাই উল্লেখিত পোষ্টে কমেন্ট করতে পারিনি, এখানে সাময়িক পোষ্ট হিসেবে আমার ধারণা তুলে ধরলাম।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১২:১১
চাঁদগাজী বলেছেন:
ব্লগার অপু তানভীরের দেয়া পোষ্ট ব্লগে আছে; আমার মতে, রেজাল্ট হওয়ার আগে এই ধরণের ছবি নির্বাচন করে, পোষ্ট দেয়া সঠিক কাজ নয়।
২| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:০৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমি নুরু ভাইয়ের সাথে সহমত। সঠিক মনে না হলেও দরকার কি আরেকজনের চরকায় তেল দেয়ার ?
আপনি এমনিতেই মাইক্রোস্কোপের নিচে আছেন, অযথা আবার ব্যান খাওয়ার রিস্ক না নেওয়াই ভালো।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে অনেক কিছুই অস্বাভাবিক চলছে, শিক্ষিতরা নুরু ভাই হয়ে গেছেন; ব্লগে ভয়ের কি আছে?
৩| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:২৪
নতুন বলেছেন: প্রতিযোগিতা যেহেতু সেখানে সেরা বাছাই করা সাভাবিক।
আর ব্লগে সবাই যথেস্ট মেচিউর এবং নিজের ছবি সেরা না হলে অবশ্যই মন খারাপ করে বসে থাকবেনা।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
বিচারকেরা সেরা ঘোষনা করার আগে, অন্য কেহ সেরা ছবি বলে, সেগুলোকে ব্লগে দেয়া আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? উহা আসলে লজিক্যালী স্বাভাবিক মনে হচ্ছে না।
৪| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:২৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগে ভয়ের কিছুই নাই, কিন্তু হুদার খামোকা ব্যান হয়ে লাভ কি ?
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন:
ব্যান খেয়ে লাভ নেই, সঠিক; তবে, যা স্বাভাবিক নয়, সেটা বলার দরকার আছে।
৫| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:৩৬
নতুন বলেছেন: আমার ছবি যেহেতু নাই তাই সেরা ২০ এর ঐ পোস্ট ভালো লাগেনাই।
তবে আমার কাছে ঐ পোস্টে সেরা হবার মতন কোন ছবি ভালো লাগেনাই।
আর ব্লগে কে কি পোস্ট করলো এবং কেন করলো এটা নিয়ে ভাবাটাই ঠিক না। ব্লগে সবাই ছবি দিয়েছেন এবং সেখানে একজন তার কাছে সেরা মনে হওয়া ২০টা বেছে পোস্ট করেছেন এটা তে সমস্যার কোন কিছু নাই।
ব্লগে সবার যেমন ইচ্ছা তেমন লেখার স্বাধিনতা আছে। এবং এতে কোন নিয়ম ও ভাঙ্গেনাই।
তাই আমার কাছে অস্বভাবিক মনে হবার মতন কিছু দেখছিনা।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:৪১
চাঁদগাজী বলেছেন:
প্রতিযোগীতা চলাকালীন সময়ে, এই ধরণের ঘোষণা আমার কাছে লজিক্যাল মনে হয়নি।
৬| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:৪৫
নতুন বলেছেন: এটা আদালতের মতন কঠিন কিছু না। যে বিচার চলা কালিন সময়ে মন্তব্য দিলে বিচারে বিঘ্ন ঘটতে পারে।
এতোটা সিরিয়াসলি নেবার কিছু নাই
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:৫৬
চাঁদগাজী বলেছেন:
এটা অনেকটা পরীক্ষার ফলের মতো; যখন পরীক্ষার উত্তরপ্ত্র দেখা হচ্ছে, কেহ আনুমানিক ফল দেয়ার মতো।
৭| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:৫০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিষয়টাকে হালকাভাবে দেখুন, এতো সিরিয়াসলি নেয়ার দরকার নেই।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগারদের ভাবনা, ধারণা, চিন্তা, মতামতকে সব সময় সিরিয়াসলি নিয়ে থাকি; এটা হয়তো একটা সমস্যা।
৮| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে সবাই ছবি দিয়েছেন এবং সেখানে একজন তার কাছে সেরা মনে হওয়া ২০টা বেছে পোস্ট করেছেন
এটাতে সমস্যার কোন কিছু নাই।
....................................................................................................
তবে আপনি যে কথা বলতে চাচ্ছেন ,তা হলো কেন একজন রায় ঘোষনার পূর্বেই
কিছু মতামত প্রকাশ করল । ধরে নেয়া যায় এটা একটা ব্যাত্যয়, বর্তমানে আমরা
এরচেয়ে ও অপরাধ সংস্কৃতিকে মেনে নিচ্ছি, তার কারন অজ্ঞতা,সময়নাই, বা সাহসের অভাব ।
শুতরাং একটা উদ্যোগ যখন চলছে তার ভালো মন্দ সব দিকই উন্মোচিত হবে, আশা করি
কর্তৃপক্ষ এসব বিষয়ে আগামীতে আরও সর্তক থাকবেন ।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:২১
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের কমনসেন্স লোপ পেয়েছে।
৯| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:৪০
শফিউল আলম চৌধূরী বলেছেন: কারও ভালো লাগলে সে পোষ্ট দিতেই পারে; এতে কোন আপত্তি দেখি না।
আমার আপত্তি পারমিশন না নিয়ে ছবি কপি করাতে। এটা কপিরাইটের লঙ্ঘন। আমার তোলা ৩টি ছবি উনি উনার পোষ্টে দিয়েছেন; বিষয়টা ভালো লাগে নি।
আর এক কবি মাঝে আমার ছবি না বলে নিয়ে কপি করে কবিতা লিখেছেন; সেটাও বিরক্তির শেষ পর্যায়ের ছিলো। এমনেই কবিতা পছন্দ করি না; কপিরাইট লঙ্ঘনও পছন্দ করি না; একজন যদি দুইটা এক সাথে আমার সাথে করে; বিরক্তি আসাটাই কি স্বাভাবিক নয়?
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:৪৮
চাঁদগাজী বলেছেন:
প্রতিযোগীতার ফলাফল বিচারকের হাতে থাকলে, সেরা ছবি ঘোষনা করার ক্ষমতা কার হাতে থাকা উচিত?
১০| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:৫৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: Real Steel মুভিটা দেইখেন; প্রথম থেকে শেষ পর্যন্ত। শেষের দিকে একটা কথা বলে 'peoples champion'। এই লাইন পর্যন্ত যদি যেতে পারেন; এবং বুঝতে পারেন; তাহলে বুঝবেন যে সেরা ছবি ঘোষণা করার ক্ষমতা যে কারওই আছে।
০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
আমি মুভি দেখি না ১৯৮০ সালের দিক থেকে। প্রত্যেক বিষয়ে কারো থেকে শিখার দরকার নেই, বেসিক লজিক্যাল জ্ঞান থাকলে, বাকীটা নিজে নিজে বুঝা সম্ভব।
১১| ০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৫:২১
কামাল১৮ বলেছেন: ঐ পোষ্টে বিচারকদের একজনের কমেন্ট পড়ে মনে হলো, বিচারকদের প্রভাবিত হবার বিন্দু মাত্র কারন নেই।বিচারকরা চাবি বিচার করবে সম্পুর্ন অন্য এক আঙ্গিকে।তাপ পরও কথা থাকে এভাবে পোষ্ট দেয়া ঠিক হলো কি না।
০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট দেয়া ঠিক হয়নি; সেই পোষ্টে বিচারক কি কমেন্ট করেছেন, আমি তা পড়িনি; কমেন্ট না করাটাই বুদ্ধিমানের কাজ হতো।
১২| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১০:২৫
ইফতেখার ভূইয়া বলেছেন: যেহেতু প্রতিযোগীতা চলছে তাই আমার মনে হয় বিচারকরা তাদের ফলাফল ঘোষণার পরে ঐ ধরনের (ব্যক্তিগত ভালোলাগার) পোস্ট দিলে ভালো হতো।
০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
অনেকের সময়-জ্ঞান ও ভাবনাশক্তি খুবই দুর্বল।
১৩| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১১:২৪
রানার ব্লগ বলেছেন: প্রতিযোগিতা চলা কালীন যতক্ষন না রেজাল্ট ঘোষণা না হচ্ছে ততক্ষনে কোন বিচারক মন্ডলী এই ধরনের পোস্টে অংশগ্রহন করা আমার মনে হয় সঠিক হয় নাই।
ব্যাক্তি তার ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করতেই পারে। তার ওই বিশটা ছবি ভালো লেগেছে , হতেই পারে কিন্তু তা অবশ্যই ফলাফল ঘোষনার পরে হলে দৃষ্টিকটু হতো না।
০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা নিজেদের মাথাকে কাজে লাগাচ্ছেন বলে মনে হয় না।
১৪| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১১:২৫
রানার ব্লগ বলেছেন: আপনি হঠাত করে হুটহাট পোস্ট ডিলেট করা শুরু করেছেন কেনো?
০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
একই পাতায় ২টি পোষ্ট হয়ে যায় অেক সময়।
পোষ্ট দীর্ঘক্ষণ থাকতে অনেক কমেন্ট আসে, এগুলোর উত্তর দেয়া সময় সাপেক্ষ; আমি কিছু সময় পর ক্লান্ত হয়ে যাচ্ছি।
১৫| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ১:৪১
নজসু বলেছেন:
শ্রদ্ধেয় আপনি হয়তো কিছু ভালোর জন্য বলবেন, সেটা হয়তো আমার গা জ্বালার কারণ হবে। আপনার প্রতি আমার বিদ্বেষ বৃদ্ধি পাবে। আপনাকে আমার সহ্য হবেনা। পরের ভালোর জন্য কিছু বলতে গিয়ে নিজের মন্দ ডেকে না আনাই ভালো।
আমার বেয়াদবি মাফ করবেন। আমি আপনাকে কোন উপদেশ বা পরামর্শ দিচ্ছিনা। আপনি আমার গুরুজন, আমার শ্রদ্ধেয়। আমি কঠিন ধরনের আস্তিক। বিশ্বাস করি আমার ধর্মকে। তবুও আপনাকে শ্রদ্ধা করি; ভালোবাসি। আপনাকে প্রচন্ড ভালোবাসি বলে আপনাকে অন্যের কাছে ছোট হতে দেখতে চাইনা। খারাপ লাগে আমার। শুভ ব্লগিং।
০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
আপনি আস্তিক, আমি আস্তিক; এ'ছাড়া আমাদের আরেক মিল হলো আমরা ১৯৭১ সালের মুক্তিযু্দ্ধের পক্ষের বাংগালীদের ভালোবাসি।
১৬| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে প্রথমেই পরামর্শ্ দিয়ে ছিলাম
উপযাজক হয়ে কারো গোয়ালে ধোয়া না
দেবার জন্য। কথা শুনলেন না, এখন
বুঝতে পারছেন যে কাঙ্গালের কথা
বাসি হলেও ফলে! সে দিন যেন না
আসে যখন আপনি থাকবেন অথচ আপনার
কোন লেখা বা মন্তব্য আসবেনা। থাকুননা
কিছুটা দিন নন্দলাল হয়ে, চক্ষু কর্ণ বন্ধ কর
ক্ষতি কি?
০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগিংকে কমনসেন্সহীন আড্ডা হিসেবে ব্যবহার করতে চাচ্ছি না।
১৭| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:১৮
নতুন বলেছেন: আপনার কি মনে হয়েছে বিচারকরা ঐ পোস্ট দেখে প্রভাবিত হয়েছেন?
১৪ ই জুলাই, ২০২১ ভোর ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
একজন হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই শিরোনামে যে পোস্টটি ছিলো তা এখন উধাও !!
উধাও হবার কারণ কি আপনার এই পোস্ট নাকি
ব্লগের নীতিমালার বাইরে তা জানিনা।
তবে আপনাকে একটা পরামর্শ দেই !!
সবসময় নিজের চর্কায় তেল দিন।
পরের চরকায় তেল দিতে গিয়ে
নিজের তেলের বোতল শূণ্য করার
দরকার কি? এখানে বোবারও শত্রু আছে
মুখ খুললেতো কথাই নাই!! আপনাকে আর
ব্যান হতে দেখতে চাইনা্। রাপদ থাকুন
হ্যাপি ব্লগিং