![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকায় এ্যালকোহল কিনতে হলে বয়স ২১ বছর, কিংবা তার চেয়ে বেশী হতে হয়; এক বিকেলে স্কুলে-পড়া ১টি মেয়ের অনুরোধে ১'টি শ্যাম্পেন কিনে দিয়েছিলাম; ইহা মোটামুটি বেকুবী কাজ ছিলো; এটি সেই ঘটনা নিয়ে লেখা:
বছর চারেক আগের ঘটনা; বাসা থেকে কিলোমিটার খানেক দুরে একটা প্লে-গ্রাউন্ড খুঁজে বের করেছি, যেখানে একাকী লন-টেনিস প্রেকটিস করার জন্য ২টি কোর্ট আছে; পাশে বাস্কেটবল খেলার কোর্ট; টেনিসের কোর্টে সন্ধ্যার দিকে কেহ থাকে না; আমি সপ্তাহে ২/৩ দিন ওখানে একাকী বলে লাথি মারার প্রেকটিস করছিলাম। ঘটনার দিন, বেলা ডুবার একটু আগে আমি কোর্টে এসেছি, একাকী, বাস্কেটবল কোর্টেও কেহ নেই। মিনিট দশেক পরে, ৪ টি হাসিখুশী মেয়ে, আমার কোর্ট হয়ে বাস্কেটবল কোর্টে প্রবেশ করলো; ২ কোর্টের মাঝখানে লোহার তারের উঁচু বেড়া; মেয়েরা বেড়ার পাশে বেন্চে বসে গল্প করছে, আমার বল মারা দেখছে; আমি বুঝতেছি আমার বলের কিক নিয়েও হাসাহাসি করছে!
মিনিট পাঁচেক পর, একজন আমার কোর্টে প্রবেশ করে বললো,
-হ্যালো, তুমি মনে হয়, সেকেন্ড স্ট্রীটে থাক?
- হ্যাঁ, আমি সেকেন্ড স্ট্রীটে থাকি; তুমি কেমন আছো!
-ভালো আছি! বল মারো, আমি স্কুলের সকার টিমে খেলি, গোলকিপার।
আমি হালকাভাবে একটা বল মারলাম, সে খুব স্টাইল করে হাতে ধরলো; বাকী মেয়েরা হাতে তালি দিলো। সে বলটাকে আমার দিকে ছুঁড়ে না মেরে, বল হাতে আমার কাছে এসে বললো,
-ওরা আমার স্কুল বান্ধবী; নীল ড্রেসপরা বান্ধবীটির জন্মদিন আজকে; ওদের বাড়ীতে আমরা জন্মদিন পালন করেছি; আমরা এখন সিনেমা দেখতে যাবো; সে বায়না ধরেছে, আমাদের নিয়ে সে শ্যাম্পেন খাবে; তোমাকে ২০ ডলার দিচ্ছি, তুমি পাশের দোকান থেকে একটা শ্যাম্পেন কিনে দাও!
-তোমার বয়স কতো?
-১৫
-পুলিশ আমাকে লাল ঘরের পানি খাওয়াবে। তোমাদের জন্মদিন কি লেগেই থাকে?
-ভয় পেয়ো না, শ্যাম্পেন আমাদের জন্য নতুন কিছু নয়; এলাকার সবাই সবাইকে চেনে বলেই তোমাকে অনুরোধ করছি।
-আমিও তো এলাকার।
-তুমি নিশ্চয় আমার বাবা-মা'কে খুঁজে বের করে নালিশ করতে যাবে না!
-তা ঠিক, তবে কোনভাবে পুলিশ অবধি গেলে, জেলে কে যাবে, তুমি না আমি?
-ধুর, পুলিশে কেন যাবে? অনুরোধ করছি, অনুরোধটা রাখ।
আমি বললাম,
-ঠিক আছে আমি অন্য দোকান থেকে কিনব, ১৫ মিনিটের মতো লাগবে; তোমাদের হাতে সময় আছে?
-আছে, সময় আছে!
-আমি যাচ্ছি, কিনে এনে বেন্চের নীচে আমার পানির বোতলের পাশে প্যাকেটা রেখে আমি পাশের কোর্টে খেলতে যাবো। তুমি ব্যতিত অন্য একজনকে বলো প্যাকেটটা নিয়ে যেতে! তোমার শরীরে কোন রকম ইলেকট্রনিক ডিভাইস মিভাইস আছে?
-তুমি চাইলে, আমি সব কাপড় খুলে দেখাতে পারবো, তুমি তা চাও? তুমি পুলিশের লোক নাকি?
-ঠিক আছে তুমি যাও, আমি ১৫ মিনিটের মাঝে আসছি; গ্লাস লাগবে?
-না, আমরা পিজ্জা দোকান থেকে নিয়ে নেবো।
-কোর্টের বাইরে অপেক্ষা করগে।
-টাকা?
-আগামী সপ্তাহে আমাকে এখানে দেখলে, আমার পানির বোতলের নীচে রেখে যেও!
ধন্যাবদ, মনে হয়, তুমি মাফিয়ার লোক!
আমি আমাদের এলাকা থেকে একুশ ডলারের একটা শ্যাম্পেন কিনলাম; মাঠে ফিরে এসে বেন্চের নীচে রাখলাম; আমি বল মারছি, ওরা মাঠের বাহিরে দাঁড়িয়েছিলো; নীল ড্রেসপরা মেয়েটা এসে প্যাকেট নিয়ে যাওয়ার সময় বললো, "ধন্যবাদ"।
০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, মেয়েরা মেয়েরা আড্ডা দেয়ার সময় শ্যাম্পেন ম্যাম্পেন চলে।
২| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: করোনা তো শেষ আপনাদের ওখানে, নতুন ক্যাচাল করেন
নতুন কিছু লিখেন। এলাকার লোক আপনার প্যারা থেকে মুক্ত দেখতে ভাললাগছে না
জোকস এ পার্ট !
আপনার স্কুল, দেশের জীবন নিয়ে লিখেন নতুন কিছু , সেসব পড়তে সবসময় ই ভাললাগে।
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
দেশের অনেক স্মৃতি আছে, সেগুলো সবার সাথে মিলবে।
৩| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যদি ঐ বয়সের বালক কিনে চাইতো তাহলে কি কিনে দিতেন?
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
না, ছেলেদের বিশ্বাস করা কঠিন; ছেলেরা কি করবে, প্রেডিক্ট করা কঠিন।
৪| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বুদ্ধিতো বেশ!!
নিজেকে সেইফ রাখার প্রায় সব নিখুত ব্যবস্থা নিয়েছেন!!
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
কম বয়সী মেয়েদের এ্যালকোহল কিনে দেয়া ভয়ংকর রিস্কি ব্যাপার; তবে, সাদা মেয়েরা অনেক বুদ্ধমতি, এদের কথায় ও কাজে মিল আছে।
৫| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৬
সাসুম বলেছেন: সিংগাপুরে এরকম এক রূপসির খপ্পরে পড়েছিলাম। বয়স তো আর বুঝা যায় না এশিয়ান দের। কিনে এনে দেয়ার পর বুঝেছিলাম আজ রাতে মেয়ের বাসায় কেচাল লাগাবেই :/
আপনার মত ভদ্র ড্রিংক্স ছিল না, ছিল হুইস্কি আর বিয়ার :/
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
বিয়ার পর্যন্ত কিনে দেয়া যায়, হার্ড-ড্রিংক কেনে দেয়া সঠিক নয়।
৬| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৫
আমি সাজিদ বলেছেন: হাহা। সবই বুঝলাম, আপনার মনে এখনও গ্রামের সেই বালক বাস করে যে বিদেশ বিভুইয়ে ফুটবল দেখলেই অগোচরে লাথি মেরে দেখতে চায়।
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি ২০১৯ অবধি সামান্য খেলেছি, এখন হয়তো আর খেলতে পারবো না।
৭| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশের মেয়েরাও ড্রিংকস করা শিখে গিয়েছে আন রেজিষ্ট্রার্ড/রেজিষ্টার্ড বার পাবে তল্লাশি হলেই কম পক্ষে আট দশজন তো ধরা খাবেই। টিভি সিনেমার সাথে জড়িত অধিকাংশ অভিনেত্রী মাদক ও মাতালামির কারণে অভিনয় জগত থেকে ছিটকে পরেছেন। ব্লগার অনল চৌধুরী সাহেব এসবের প্রত্যক্ষদর্শী ও কালের সাক্ষী।
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
কেহ আনন্দে ড্রিংক করে, কেহ হতাশায় ড্রিংক করে, কেহ কিছু সময় অপ্রকৃতিস্হ হয়ে থাকার জন্য ড্রিংক করে, ...
৮| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৮
শূন্য সারমর্ম বলেছেন: আগামী সপ্তাহে দেখবেন পানির বোতলের নীচে ২ টা বোতলের টাকা; একটা গত সপ্তাহের, অন্যটা এখন কিনে আনার জন্য, জন্মদিন থাকবে আবার।
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
অনেক ক্ষেত্রে জন্মদিন একটু বেশী থাকে; তবে, সাদা বাচ্চাদের মিথ্যা বলতে হয় না।
৯| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আপনিতে অনুরোধে চকলেট গেলার লোকও না।
তা এত সহজে ঢেকি গিলে ফেললেন ? আপনার স্বভাবতো
জানি !! মাইয়া মানুষ দেখলে আপনার মাথা আউলা হয়ে যায়
তা সে আফ্রিকার কালো চামড়া কিংবা সৌদির সাদা চামড়া হোক
কোনই বাছবিচার করেন না!! কয়েকদিন আগে এমন এক সৌদির
হাত ধরে ধাতানি খেয়েছেন !! আমার মনে হয় আপনি কিছু গোপন
করে গেছেন !! যে মেয়ে আপনাকে সব খুলে দেখাতে বললো আর আপনি সেই
সুযোগ নেন নি তা বিশ্বাস করা কঠিন! একটু ঝেড়ে কাসুন !! ঢেকি গেলার মূল
রহস্যটা কি ?? আমরা আপনার বাসায় বলবনা !! কথা দিলাম!
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
মেয়েদের অনুরোধ রক্ষা করলে, মেয়েরা খুবই খুশী হয়, সেটাই বিশাল একটা অনুভবতা।
১০| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি আর মহানুভতা !!
এক সাথে যায় না।
আমি অতি দয়াবান
ধর্মে কর্মে মতি
তারেই কৃপা বেশী করি
সুন্দরী হয় যদি
০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
সব কিশোরী ও সব নারীই সুন্দরী।
১১| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৭
রানার ব্লগ বলেছেন: যাক একটা আন্ডার কাভার অপারেশান করে ফেললেন !!! শূন্য শূন্য সাত !!!
০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
০০৭?
১২| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সব কিশোরী ও সব নারীই সুন্দরী।
এই কারণেই আপনার চোখের বারোটা বেজে গেছে !!
০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
অনুমান পুরোপুরি ভুল নয়।
১৩| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৭
রানার ব্লগ বলেছেন: জ্বি !!!!
০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমি অনুরোধ ফেলতে পারছিলাম না; আবার, কিছুটা চিন্তিতও ছিলাম।
১৪| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
বিবিধ জাতি, বিবিধ কালচার।
১৫| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৯
কামাল১৮ বলেছেন: আমি ড্রিংক করেছি ডাক্তারের পরামর্শে।সরকারের পারমিশন নিয়ে।গত দশ বছর বাদ দিয়েছি,যদিও ডাক্তার বলেছিল রেড় ওয়াইন খেতে পারেন।
পড়ে ভালো লাগলো।
০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
এলকোহল জেনেটিক্যালী বাংগালীদের হজম হওয়ার কথা নয়।
১৬| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গল্পটা শেষ হয় নাই !
...............................................
তারপর তারপর কি হলো ???
তুমি চাইলে, আমি সব কাপড় খুলে দেখাতে পারবো,
একথা শুনে আপনি গলে যাবার কথা না ????
ডালমে কুচ কালা হ্যায় !!!
০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
আমি জাষ্ট জোক করলাম মেয়ের সাথে, পুলিশের সোর্স কিনা?
১৭| ০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
লগ না করে আপনার পোষ্ট শেষ আধা মাইল পাঠ করে মন্তব্যটি লি খে সাবমিট করতে
গিয়ে দেখি লগ ইন করিনি । তাই লগ ইন করে কপি করে সেভ করা মন্তব্যটি সাবমিট
করার জন্য আপনার পোষ্টের মন্তব্যের ঘরে এসে পুর্বের কপি করা মন্তব্যটিতুলে দিয়ে
সাবমিট করে দেই।এখন উত্তর পেয়ে এসে দেখি ভুল পোষ্টে হয়েছে এটা।তাই উপরের
১৭ নং অপ্রাসঙ্গিক মম্তব্যটি মুছে দেয়ার জন্য আনুরোধ রইল।
যাহোক এ পোষ্টের গল্পটি সুন্দর হয়েছে। এ রকম গল্প লেখা চলতে থাকুক ।
০৯ ই জুলাই, ২০২১ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এ আমার উৎসাহ কমে গেছে।
১৮| ০৯ ই জুলাই, ২০২১ রাত ৯:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
উৎসাহ হারানোর বিশেষত্ব অবশ্যই আছে,
তবে এখনো মনে হচ্ছে জনপ্রিয়তা মোটেও
কমেনি । তবে ছোট গল্পের জগতটি আপনার
জন্য সোনায় মোহাগা হবে, এটাই আপনাকে
শুধু ব্লগ নয় বাংলা সাহিত্যেও একটি জায়গা
পেতে সাহায্য করবে । মন্তব্য না লিখে অন্য
পছন্দের পোষ্টে লাইকতো দিতে পারছেন
সেটাই এনাফ । এতে করে নীজের লেখায়
মনযোগ দিন । আপনার পোষ্টে মন্তব্যগুলিকে
মেরিট আনুযায়ী জবাব দিন, এতেই আপনার
মুল্যবান সময়ের সঠিক ব্যবহার করতে
সক্ষম হবেন। উল্লেখ্য কবি নজরুলের ক্ষুরদার
কবিতা পাঠে কবিগুরু রবিন্দ্রনাথ বলেছিলেন
কোদাল দিয়ে মুছ চেছোনা , তোমার ভিতরে
যে শক্তি রয়েছে তা দিয়ে সৃজনশীল লেখা লিখ
সেটাই তোমাকে বেশী স্থায়ীত্বতা দিবে ।
তারপর নজরুল গান লেখায় বেশী মনযোগ
দেন । কালের আবর্তে তাঁর ক্ষুরধার বিদ্রোহী
কবিতা/লেখনী হারিয়ে গেলও তাঁর গানগুলি
হবে কালোর্তীর্ণ । তেমনি হালকা চটকদার
রাজনৈতিক কথামালা হারিয়ে যাবে পরের
দিনই , থাকবে শুধু সৃজনশীল গল্প কবিতা।
পারলে কবিতাও দু একটা লিখে দেখতে পারেন।
কবিতায় রূপকার্থে অনেক কঠীন কথাও বলে
যেতে পারবেন ।
০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
ব্লগে অনেক কিছু দেখার, বলার, শোনার সুযোগ হয়েছে; এখন কিছুদিন ছুটি নেবো।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩২
শাহ আজিজ বলেছেন: ওয়াও , কেয়া অপারেশন হ্যায় ।
শ্যাম্পেন পাতলা জিনিষ , ভদ্র ড্রিংক বলা হয় , মেয়েরাই খায় ।