![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কয়েকজন মানুষ যখন তৃতীয় কোন একজন মানুষের সততা নিয়ে আলোচনা করেন, আলোচনাকারীরা সবাই নিজেদেরকে সত হিসেবে উপস্হাপন করেন, করার চেষ্টা করেন; কিন্তু আলোচনাকারীদের মাঝে কারো সততার যদি অভাব থাকে, উহাকে ঢেকে রাখা কি সম্ভব হয়? সম্ভব, যদি তিনি মুখ না খোলেন! লেখকদের সমস্যা হলো, তাঁরা মুখ ও হৃদয়কে খোলেন বলেই, তাঁদেরকে লেখক বলা হয়। অভিজ্ঞ পাঠক থেকে লেখক কিছুই লুকাতে পারেন না।
আমেরিকায় দায়িত্বপুর্ণ রেগুলার কোন চাকুরীতে নেয়ার সময় ইন্টারভিউ কয়েক ঘন্টা থেকে কয়েকদিনও হতে পারে; একটা মানুষের দরকারী অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই বাচাই'এর পর, এরা আরো ৩টি বিষয়ের উপর ইন্টারভিউ নেয়, এগুলো হচ্ছে: (১) সততা (২) কর্পোরেশনের কালচার ও টিমের সাথে তাল মিলাতে পারবে কিনা (৩) কোন মানসিক সমস্যা আছে কিনা। এই ইন্টারভিউগুলো সম্পর্কে প্রার্থীকে বলা হয় না, আলাদা কোন সময়ও ধার্য করা হয় না; নিয়মিত ইন্টারভিউ'এর সময় এক বা একাধিক মানুষ কৌশলে পর্যবেক্ষণ করে ও স্বাভাবিক আলাপ আলোচনার সময়, এই বিষয়গুলোর উপর তথ্য সংগ্রহ করে, সিদ্ধান্ত নেয়।
লেখকের বই যখন পাঠকের হাতে, লেখক তখন খুবই অভিজ্ঞ একজন ইন্টারভিউয়ারের সামনে, টেবিলে বসা, উনি ইচ্ছা করলে মুখ বন্ধ করতে পারবেন না; যা বলছেন, উহা থেকে বিরত হতে পারবেন না, কথার সুর বদলাতে পারবেন না; কোন কিছুই লুকানো সম্ভব হবে না আর।
কিছু কিছু দেশ আছে, যেখানে মানুষ মোটামুটি সততা শব্দটি তেমন একটা বুঝে না; এই রকম একটি দেশ হচ্ছে নাইজেরিয়া। আমেরিকায়, নাইজেরিয়ান বংশোদ্ভুত কোন মানুষকে "জীবন বীমার পলিসি" দেয় না অনেক ইন্স্যুরেন্স কোম্পানী। আমি মিশরের আরবদের সাথে পড়ালেখা করেছি; এরা কোন বিষয়ে কথা বলার সময়, অকারণে আল্লাহের নামে কসম করে বলে যে, সে সত্য কথা বলছে; অথচ, কেহ সততার ব্যাপারে প্রশ্ন তোলেনি।
যেসব মানুষের সততার অভাব আছে, তারা সব সময় নিজকে এমন বুদ্ধিমান মনে করে যে, তার ধারণা, সে যে অসৎ, সেটা অন্যেরা বুঝে না; মনে হয়, অসৎ ব্যক্তিদের জন্য এটাই সবচেয়ে বড় সমস্যা।
পোষ্টটি একজন ব্লগারকে উৎসর্গ করার দরকার ছিলো
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, এই ব্যাপারটা সব ব্লগারের কাছে পরিস্কার হওয়ার কথা।
২| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৩
আমি সাজিদ বলেছেন: ইজিপশিয়ানরা মানুষ হিসেবে কেমন? আমি যাদের সাথে মিশেছি, ফ্রেন্ডলি। খুব আমুদে। নিজেদের সংস্কৃতি ও ইতিহাস নিয়ে গর্বিত। অবশ্য সব জায়গায় ভালো খারাপ থাকেই। আমার এক নাইজেরিয়ান কলিগ আছে, সেও ভালো, গম্ভীর।
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনার নাইজেরিয়ান ফ্রেন্ড আছে? আপনি নিজে নিজে "সেলফ লাই ডিটেকটর টেষ্ট" নিয়ে দেখবেন নাকি?
৩| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৪
আমি সাজিদ বলেছেন: ফ্রেন্ড হতে যাবে কেন? কলিগ।
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
স্যরি, ভুল হয়ে গেছে।
৪| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৫
আমি সাজিদ বলেছেন: আমি হয় কিছুই বলি না নাহয় সত্য বলি। ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনি পোষ্ট লেখেন তো?
৫| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৯
এম ডি মুসা বলেছেন: লেখক হতে পারলে আমিও খতিয়ে দেখতাম
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
লেখেন, আপনাকে কষ্ট করতে হবে না, অন্যেরা জানিয়ে দেবে।
৬| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৩
আমি সাজিদ বলেছেন: পোস্ট লেখার সাথে আমার মন্তব্যের সম্পর্ক কি?
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট লিখলে, মন্তব্য করলে, নিজের সম্পর্কে আর কিছু বলার দরকার হয় না।
৭| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৪
ঢাবিয়ান বলেছেন: ব্লগে আপাতত শান্তি বিরাজ করছে। কমেন্ট সুবিধা পেলে সেই শান্তি বিঘ্ন হবে ।
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগে কি কানা, বোবা, বধিরদের সন্মেলন চলছে?
৮| ১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
শূন্য সারমর্ম বলেছেন: অন্যের ভিতরকার সত্তা বাজিয়ে দেখার মত বুদ্ধিমত্তা সব জাতির থাকে না।
১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
আমাদের জাতির যে নেই উহা বুঝতে কষ্ট হচ্ছে না।
৯| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:০৪
শূন্য সারমর্ম বলেছেন: আমাদের জাতির কত কিছুই নেই; শুধু আছে প্যান্ডোরা বক্সের জিনিস গুলো।
১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
অসততা নিয়ে বাংগালী জাতি বেশ সমস্যায় আছে।
১০| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:০৪
কামাল১৮ বলেছেন: লেখায় তার মানসিকতার প্রকাশ হবেই।সে তাই যেটা তার মনের ভিতর আছে,এবং লেখায় তা প্রকাশ পাবেই।
১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
যারা লিখে না, তারা অসততা করে লুকাতে পারে, ব্লগারেরা লুকাতে পারার কথা নয়।
১১| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি সাহস থাকে তা হলে বলুন
লেখকেরা নিজের অসভ্যতাকে
ঢেকে রাখতে পারেন না!
১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
সেটাও পারছে না, প্রমাণিত।
১২| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৯
আমি সাজিদ বলেছেন: হ্যা, যেমন বলেছেন পোস্ট লিখলে মন্তব্য করলে নিজের সমন্ধে কিছু বলতে হয় না। যেমন আপনার পোস্ট থেকেই আমরা জানি যে, আপনি হাঁটুর বয়সী সেলস বয় বা গার্লের সাথে শপে গন্ডগোল করেন, বালক বালিকাদের এলকোহল কিনে দেন। এগুলো কি সততার প্রকাশ?
১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, এগুলো সততারই প্রকাশ।
১৩| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৬
আমি সাজিদ বলেছেন: যে সব সত্য সঠিক কাজের প্রকাশ করে না সেগুলো জোর গলায় প্রচার করা কি উচিত?
১৪ ই জুলাই, ২০২১ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
আমি মনেকরি উচিত।
১৪ ই জুলাই, ২০২১ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
শপে গন্ডগোল, ট্রেনে গন্ডগোল, রাস্তায় গন্ডগোল, ইহুদী বাচ্ছাদের সাথে ক্যাচাল ও আমার আরো ২/৩ শত বড় ধরণের গন্ডগোলের কাহিনী আছে; ওগুলো সঠিক ছিলো; সেগুলো নিয়ে বলাও সঠিক।
১৪| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৮
শূন্য সারমর্ম বলেছেন: একটা পরামর্শ জানার ছিল :
যদি সুযোগ থাকে তাহলে, জার্মানীতে ইন্জিনিয়ারিং এ ব্যাচেলর্স/মাস্টার্স করলে কেমন হবে? সবদিক বিবেচনায়।
১৫ ই জুলাই, ২০২১ রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
খুবই ভালো হবে।
১৫| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১:৪৬
শূন্য সারমর্ম বলেছেন: ধন্যবাদ।
জার্মানীর সুযোগ কাজে লাগানো দরকার তাহলে যেকোনো মূল্যেই'
১৫ ই জুলাই, ২০২১ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই।
১৬| ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৫:৩১
কবিতা ক্থ্য বলেছেন: আপনার বক্তব্য খুবই যুক্তিপূর্ন।
কসম খাওয়া টা অনেকের মুদ্রা দোষ।
ভালো থাকবেন।
১৫ ই জুলাই, ২০২১ ভোর ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
এগুলো হয়তো সব ব্লগারই জানেন; করোনায় ব্লগারের ক্রেঙকি হয়ে গেছে; সেই কারণে মনে করায়ে দিচ্ছি।
১৭| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যাহারা নিজেকে নির্দোষ প্রমান করিতে ব্যস্ত উহারা নিশ্চিতভাবে সৎ নহে।
১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪২
চাঁদগাজী বলেছেন:
উহাদের চেনার সহজ উপায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২২
আল-ইকরাম বলেছেন: বেশ লিখেছেন। এটা আপনার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তা বলা বাহুল্য। নিরাপদে থাকুন।