![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
টিকা আবিস্কারের পর, ৯ মাস সময় চলে গেছে, এই নয় মাসে বাংলাদেশে ৩০ হাজারের বেশী মানুষ প্রাণ হারায়েছেন; টিকা বের হওয়ার সাথে সাথে টিকা পেলে, ২০/২৫ হাজারের প্রাণ রক্ষা হতো; আজকের দিনগুলোতে হয়তো ৪/৫ জন করে প্রাণ হারাতো! আজকে টিকা কেনার কথা, নাকি গরু, ছাগল কেনার কথা? জাতির মাথায় মগজ আছে বলে মনে হচ্ছে না; এরা নিজের জন্য টিকার কথা ভাবে না, গরু কেনার জন্য চিন্তিত; গরু খাওয়ার পর অনেকেই গরুর পথ ধরে চলে যেতে পারেন।
বহু পরিবার আছে, যারা আপন মানুষ প্রাণ হারিয়েছেন; আমার পরিচিত সেই রকম এক পরিবার ইতিমধ্যে গরু কিনে ফেলেছে; ওদের প্রতিবেশী পরিবার এখনো করোনায় ভুগছে। এসব মফিজেরা বাংলাদেশের উচ্চ-মধ্যবিত্ত, টাকা আছে মগজ নেই, ভাবনাশক্তি নেই।
সরকার মানুষের টাকার উপর বসে আছে, টিকা কিনছে না, মানুষ মরছে; এশিয়া, আফ্রিকায়, যাদের মুদ্রা হার্ড-কারেন্সী নয়, তাদের মাঝে বাংলাদেশের রিজার্ভ হচ্ছে সবচেয়ে বড়, ৪৫ বিলিয়ন ডলার; অর্থমন্ত্রী উহার উপর ঘুমায় মনে হয়। মানুষের টাকায় মানুষের জন্য টিকা কিনেনি সরকার, মানুষ মরছে হাসপাতালের বারান্দায়, নিজের ঘরে; আগামী ৭ মাসে কমপক্ষে ৪২ হাজারের উপরে মানুষ মারা যাবে; তারপর আসবে বাইডেনদের দেয়া ভিক্ষার টিকা; বাইডেন এখনো টিকার অর্ডার দিচ্ছে, টেবলেট টিকার জন্য ফান্ড দিচ্ছে।
১ টা গরুর টাকায় ৬০ জন মানুসের জন্য ২ ডোজ করে টিকা কেন সম্ভব; যেহেতু, শেখ হাসিনা মানুষের টাকা খরচ করে টিকা কিনছে না; ২৫,০০০০০ গরুর দাম দিয়ে ১৫ কোটী মানুষের জন্য টিকা কিনা সম্ভব। মানুষ যদি ২৫ লাখ গরু কেনার টাকা রাশিয়ান দুতাবাসের সামনে নিয়ে আসে ট্রাকে করে, পুটিন নিজে বিমান চালিয়ে টিকা নিয়ে আসবে ঢাকায়।
মানুষও এই কাজ করবে না; টিকাও কেনা হবে না; কেহ গরুর মাংস খাবে, কেহ নিজের বাবাকে কবর দিতে নিয়ে যাবে কবরস্হানে; এই হলো সোনার বাংলা; গরুও মরবে, মানুষও মরবে একসাথে।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
বাইডেন বাংলাদেশে থেকে শুরু করে ইয়েমেন, সবার জন্য টিকার অর্ডার দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশের জন্য টিকার অর্ডার দেননি, শেখ নিশ্চয় গরু কিংবা ছাগল কিনবেন!
২| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৮
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো বলেছেন। প্রশাসন এবং ব্যক্তি পর্যায়ে এ ব্যাপারে সচেতনতার অভাব সত্যিই দুঃখজনক। হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এগুলো দেখার বা বোঝার কেউ নেই, শুধু টাকা আর টাকা চাই। লিখার জন্য ধন্যবাদ।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের বেশীরভাগ মানুষ সঠিকভাবে ভাবতে অক্ষম।
৩| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আপনি
গরু না ছাগল, উট নাকি
দুম্বা-ভেড়া!!
আপনার শিষ্যই বা কি?
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
বাইডেন ভাবছে টিকা নিয়ে, আপনি ভাবছেন গরু ছাগল নিয়ে!
৪| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪৫
হাবিব বলেছেন: এতটা সময় পার হয়ে গেলেও বাংলাদেশের বিজ্ঞানীরা টিকা উদ্ভাবন করতে পারেন নি। তাদের নিয়ে কি বলবেন?
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
টিকা বানানোর জন্য সরকার ও দেশের মানুষ বিনিয়োগ করেনি।
টিকা বানানোর জন্য যেই পরিমাণ জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞার দরকার, সেটা বাংগালীরা এখনো অর্জন করতে পারেননি। আমাদের শিক্ষা, জীবনধারা, ভাবনা, ইত্যাদি টিকা বানানোর মতো উন্নত নয়।
৫| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০০
নূর আলম হিরণ বলেছেন: অনেক বাংগালী ঋণ করে হাওলাত করে কুরবানী দিচ্ছে।
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
প্রতিবেশীকে খাবার কিনে দেয়া, অক্সিজেন কিনে দেয়া ও মহামারীতে টাকা ধরে রাখাটাই বুদ্ধিমানের কাজ।
৬| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৭
শাহ আজিজ বলেছেন: এ পর্যন্ত কোন শাসকই গন মানুষের সেবায় নিয়োজিত করেনি নিজেকে । ১বিলিয়ন ডলারের ব্যাবসা হবে এবার হাটের ব্যাবসা থেকে । এটা সরকারী কে একজন টি ভি তেই বলল দুদিন আগে । অনেক খারাপ সংবাদের ভিতর ভাল সংবাদ হচ্ছে গরু লালন পালনে বাঙালি মনোযোগী হয়েছে । আগামি ৫ বছর পর ভারতের মুখাপেক্ষি থাকতে হবেনা আমাদের। সরকার সম্ভবত চাইছে সব কিছুই স্বাভাবিক ভাবে চলুক । জন্ম , মৃত্যু , বানিজ্য , চলাচল । সরকার গভিরভাবে খেয়াল করেছে বাঙ্গাল কানে কম শোনে বা একদম শুনতেই চায় না । অতএব ছেড়ে দাও সবকিছু ।
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
সরকার, প্রশাসন ও ব্যবসায়ীরা জাতিকে কলোনীর মতো চালাচ্ছে, দেশটি তাদের বাজারে পরিণত হয়েছে। টিকা না কেনা কি স্বাভাবিক বলে মনে হয়?
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ও সব সেক্রেটারীরা টিকা নিয়েছে।
৭| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল্লাহ হায়াত রাখলে টিকা না দিলেও কেউ মরবে না।
আমি ১৩ জুলাই আমার দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরেছি।
ভাগ্যক্রমে ফাইজারই পেয়েছি।
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের ২ নেতা এসেছে নিউইর্কে; এসেই টিকা নেয়ার লাইনে চলে গেছে; দেশে থাকতে কিন্তু সরকারের টিকা না কেনার সিদ্ধান্তের সমালোচনা করেনি।
৮| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: বাইডেন ভাবছে টিকা নিয়ে, আপনি ভাবছেন গরু ছাগল নিয়ে!
যখনকার যে ভাও !!
শীত কালে কি চৈত্র মাসের ওয়াজ করবেন?
কোরবানীর সময় গরু ছাগল নিয়ে ভাবেন !
টিকা নিয়া ভাবার সময় বহুত পাবেন সামনে!!
করোনা এত সহজে বিদায় নেবে বলে মনে হয় না!!
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
মহামারীতে বাইডেনের ধর্ম হচ্ছে, নাগরিকের, প্রতিবেশীর প্রাণ রক্ষা করা, সম্পদ ধরে রাখা।
শেখ হাসিনা ভাবছেন, উনার পরিবার টিকা পেয়ে গেছে, বাকীটা পরে দেখা যাবে; ইহাই জাতিকে বেকুব জfিতে পরিণত করেছে।
৯| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
শাহ আজিজ বলেছেন: টিকা না কেনা কি স্বাভাবিক বলে মনে হয়?
টিকা স্ক্যানডাল খুবই অস্বাভাবিক । এখন খয়রাতি টিকার দিকে সবার নজর । বিশাল রিজার্ভ আর চেয়েচিন্তে টিকা পাওয়া হাস্যকর । হাই ফ্লো নজেল , আই সি ইউ , মিনি অক্সিজেন ইউনিট আর হাজার খানেক ক্যাম্প হাসপাতাল অসম্ভব কোন ব্যাপার ছিল না । গোটা ম্যানেজমেন্ট সেনা ডাক্তারদের দিয়ে করালে এতো সমস্যা দেখা দিত না । সেনাবাহিনীর কথা শুনলেই চুপসে যাওয়া একটি মারাত্মক রোগ ।
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
নিউইয়র্কে সেনাবাহিনী টিকা দিয়েছে, ১৫ দিনে শেষ।
বাংলাদেশ সেনাবাহিনী সরকারের সাথে অন্যান্য ব্যবসা করছে, এখন উহা মিশরের বাহিনীর মতো।
টিকা কেনার সিদ্ধান্ত নেয়ার কথা ক্যাবিনেট ও সেক্রটারীদের, ওগুলো বুদ্ধিমান মানুষ নন।
১০| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হজরত ইব্রাহীম ( আঃ) নবী স্বপ্নে দেখে দুম্বা কোরবনাী করেছিলেন শেষ পর্যন্ত্।
আমজনতা তাহলে গরুছাগল কেন কোরবানী করবে?
দুম্বা কোরবানী বেশী যুক্তিসঙ্গত।
আর হ্যা, নিজের প্রাণের চেয়ে প্রিয় কোন জিনিস কি আছে?
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
তখনকার মানুষেের বিদ্যাবুদ্ধি ছিলো না, বেদুইনরা কি কোনকালে বুদ্ধিমান ছিলো?
১১| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
কামাল১৮ বলেছেন: মানুষ যত দিন মানবিক হবে না,যুক্তি দিয়ে বিচার করতে শিখবে না,ততদিন টিকার বদলে গরু,ছাগল কেনায় ব্যস্ত থাকবে।সেলিম ভাই সুন্দর বলেছেন,’গরু ছাগলরা তো গরু ছাগল কিনবেই’।
১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
মুরগীর বাচ্চা চিলে নিয়ে গেলে, মুরগী কি কাঁদে?
১২| ১৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৮
কামাল১৮ বলেছেন: মুরগি সুধু কাঁধেই না,চিলের পেছন পেছন উড়ে যায় যতটা পারে।আমাদের জ্ঞান মুরগির থেকেও কম।
১৬ ই জুলাই, ২০২১ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
মনে হয়।
১৩| ১৬ ই জুলাই, ২০২১ রাত ৯:১৯
রানার ব্লগ বলেছেন: ভোজনরসিক বাংগালী খেয়ে দেয়ে মরতে চায়। মাথায় টুপি থাকতে টিকার কি দরকার, টুপি সব করনা টরনা এক ধাক্কায় সমুদ্র পার করে দেবে।
১৬ ই জুলাই, ২০২১ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
৪০ হাজার মানুষ প্রাণ হারায়েছেন সরকার ও মানুষের নির্মমতার কারণে; ডিসেম্বর অবধি আরো ৪২ হাজার প্রাণ হাররাবেন।
১৪| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৭
শূন্য সারমর্ম বলেছেন: বাইডেন ভূপেনের " মানুষ মানুষের জন্য " গান না শুনেই ভাবে, পদক্ষেপ নেয়; আমরা মুখস্ত করি, সুর মিলাই, কভার দেই বিভিন্ন ইন্সট্রুমেন্টে।
১৭ ই জুলাই, ২০২১ রাত ২:২২
চাঁদগাজী বলেছেন:
ভুপেন গান গেয়েছিলেন পেটের দায়ে।
১৫| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: বাইডেন ভাবছে টিকা নিয়ে, আপনি ভাবছেন গরু ছাগল নিয়ে!
আপনিওতো আছেন মফিজের গরু, ছাগল কেনা নিয়ে !!
নিজের দোষ চোখে পড়ে না !!
১৭ ই জুলাই, ২০২১ রাত ২:২৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় যেসব বাংগালীরা আছেন, তারা গরু-ছাগল কিনলেও অসুবিধা নেই; কারণ, বাইডেন আছেন।
১৬| ১৭ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪৩
শূন্য সারমর্ম বলেছেন: উপমহাদেশে কখনো গরুর মূল্য মানুষের চেয়ে কম হবে না,এটা অবলা জীবটার ভাগ্য।
১৭ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
কারণ, গরুরা বেকার থাকে না।
১৭| ১৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমেরিকায় যেসব বাংগালীরা আছেন, তারা গরু-ছাগল কিনলেও অসুবিধা নেই; কারণ, বাইডেন আছেন।
ওরে মোর খোদা !! এত দিন আছিলো পাগলা ট্রাম্প
এখন বাইডেন !! তা আমেরিকার জন্য না হয় তারা
আছেন, তাতে আপনার কি লাভ !! নাকি নিজেকেও
আমেরিকান মনে করেন ?
১৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় ২কোটী বাহিরের মানুষ আছেন, যাদের থাকার অনুমতি নেই; আমেরিকা ওদেরকে ফেলে দেয় না; সেইজন্যই আমেরিকা বিশ্বের মোড়ল।
১৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
কামসুত্রের বাক্য লেখে একজন নিজকে কবি দাবী করছে ব্লগে; আপনি আমার হয়ে একটা কমেন্ট করে বলিয়েন যে, সে সেলফোনে যা দেখছে, উহা তার হয়ে থাকুক, ব্লগে বমি করার দরকার নেই
১৮| ১৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বড়ভাই, শেখ হাসিনাও টিকার অর্ডার দিয়েছে, কিন্তু বাইডেনদের মত ক্ষমতাধরদের জন্যই যথাসময়ে টিকা পাওয়া যাচ্ছে না! বাইডেনরা টিকা নিয়ে রাজনীতি ও ব্যবসা করছে!!
১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকান সরকার টিকা আবিস্কারে ফান্ডিং করেছে, তারপর কিনেছে, আমেরিকা কিভাবে ব্যবসা করছে?
১৯| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কামসুত্রের বাক্য লেখে একজন নিজকে কবি দাবী করছে ব্লগে;
আপনি আমার হয়ে একটা কমেন্ট করে বলিয়েন যে, সে সেলফোনে যা দেখছে,
উহা তার হয়ে থাকুক, ব্লগে বমি করার দরকার নেই!
একবার নামটাতো বলুন !!
১৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২২
চাঁদগাজী বলেছেন:
স্পানকড
২০| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৫
কুশন বলেছেন: আপনি মনে হচ্ছে দেশ নিয়ে হতাশ!
১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
বেশী বেশী হতাশ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: গরু ছাগলরা তো গরু ছাগল কিনবেই । তাতে হাটে বাজারে গিয়ে করোনা বাধিয়ে মানুষ মরবে । পুনশ্চ গরু ছাগলরা তো মানুষ মারবেই কারণ তারা তো আর মানুষ না চাদগাজী। মানুষরা কিনবে টিকা। যাতে টিকা নিয়ে মানুষ বাচে। আর মানুষ বাচলে ধর্ম সংস্কৃতি দুটোই বাঁচবে। কমেন্টের সারমর্ম হলো আমরা সচেতন নই । ধর্মও কম জানি। ধর্ম মানুেষের মৃত্যু আশংকা নিয়ে কুরবানি সমর্থন করে না। যেখান থেকে কুরবানি শুরু ইসমাইল আঃ কে স্রষ্টা বাচিয়ে পশু কুরবানি দিয়েছিলেন। আর আমরা মানুষরা পশু হয়ে গিয়েছি বিধায় অজ্ঞতার কুরবানির নামে নিজেদের মৃত্যু কিনে আনছি। মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছি । আর কাঠ মোল্লারা কুরবানি হাট আর কুরবানি উৎসাহিত করবে কুরবানি আর চামড়ার টাকার লোভে এখানে যে টাকা আছে। অর্থই অনর্থের মূল ।