নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় হাইকোর্ট মোদীকে ধরেছে, আমাদেরটা নীরব কেন?

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪২



ভারতীয় হাইকোর্ট মে/জুন মাসে ভারতে করোনার তান্ডবের জন্য মোদীর সরকারকে দায়ী করেছে; কোর্ট বলছে যে, মোদীর সরকার দরকারী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করেনি; সরকারের অদক্ষতা ও সঠিক পদক্ষেপের অভাবে বেশী মানুষের মৃত্যু হয়েছে; "করোনায় মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপুরণ দিতে হবে"। মোদীর সরকার কোর্টের বক্তব্যকে মেনে নিয়েছে, কিন্তু এত পরিমান টাকা দেয়ার অক্ষমতা জানিয়েছে; সে চাচ্ছে, ২/৪ হাজার টাকা দিয়ে কোনভাবে সেরে যেতে।

আমাদের হাইকোট চুপ করে আছে; আমাদের হাইকোর্ট কি শুনেনি যে যে, আমাদের এটর্নী জেনারেলের মৃত্যু হয়েছে করোনায়? ইহা কি তাদের জন্য যথষ্ট নয়? কোর্ট কেন বলছে না, "মহামারীর সময় চিকিৎসা ও করোনা টেষ্ট'এর খরচ জাতীর তহবিল থেকে দিতে হবে; মানুষের টাকায় মানুষের জন্য টিকা কিনতে হবে!"

মোদী কেন ৪ লাখ ২৫ হাজার মৃত মানুষের পরিবারকে ক্ষতিপুরণ দিতে চাচ্ছে না? ভারতের সরকারের কাছে কি ১৭ হাজার কোটী রুপি নেই? ইহা ভারতে জন্য হাতের ময়লা; তা'হলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, ভারত সরকার আসল মৃতের হার ভয়ানকভাবে অস্বীকার করে আসছে; ভারত সরকার যত মৃতের সংখ্যা যা দেখাচ্ছে, আসল মৃতের সংখ্যা ১০ গুণ বেশী: ভারতে ৪০ লাখের কাচাকাছি মানুষের মৃত্যু ঘটেছে বলে মনে হয়; তখন ক্ষতিপুরণের পরিমান দাঁড়াচ্ছে ১৭০ হাজার কোটী; ইহাও বড় টাকা নয়; কিন্তু মোদীর সরকার সাধারণ মানুষকে এত টাকা দিবে না।

আমাদের দেশের মানুষ নীরবে প্রাণ হারাচ্ছে, ফ্রি (জাতীর তহবিল থেকে খরচ) চিকিৎসা ও ফ্রি টেষ্টের দাবীি উঠেনি; গরীবেরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, মধ্যবিত্তরা হাসপাতালের বিল দিয়ে ফতুর হচ্ছে; কিন্তু প্রতিবাদ হয়নি, আন্দোলন হয়নি; কারণ, মওলানা ভাসানী নেই; দরিদ্রদের নীরব প্রস্হান।

জাতির জন্য যখন কেহ থাকে না, আইনী দিক থেকে জাতির অধিকারের পক্ষে সব সময় একটা প্রতিষ্ঠান থাকার কথা , উহা হচ্ছে জাতীর হাইকোর্ট। ইহা এখন মুরগী-মাতায় পরিণত হয়েছে, চিলে বাচ্চা নিয়ে যাচ্ছে, খবর নেই।


মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার আজ্ঞাবহ আমার আমার ইশারার বাইরে কিছু করে না বলেই সে আমার আজ্ঞাবহ

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



বিচারক, শিক্ষক, ডাক্তার, সাহিত্যিকদের ব্যক্তিত্ব, সততা, স্পষ্টবাদীতা থাকতে হয়; আমাদেরগুলো মুরগীর মতো।

২| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৭

সাসুম বলেছেন: ২০০৮ সালের আগ পর্যন্ত আমার দর্শন ছিল- হাসিনা আফা যা বলেন সেটাই বাইবেল কোরানের বানী।

এরপর যখন থেকে বুঝতে শুরু করলাম ২০১৪ এর দিকে- উনি নিজ হাতে দেশ টার সকল কিছু ধংস কর্ছেন, আইন আর বিচার কে আজ্ঞাবহ বানিয়েছেন সেদিন থেকে এক বিশাল রাজনৈতিক কস্টে ভুগি আমি।

আমি একটা কথাই বলি বার বার- নক্ষত্রের ও পতন আছে। একদিন নিভে যেতে হয়।

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



নক্ষত্র নিভলে, উহার সকল গ্রহ, উপগ্রহ হারিয়ে যায়।

৩| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



সত্যি বললে চাকরি থাকবে না।

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে যারা সরকারী টাকায় বেতন পায়, পিয়ন থেকে প্রেসিডেন্ট, কেহই সাধারণ মানুষের জন্য কিছুই করে না; মাটির দোষ?

৪| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




মাটির দোষ? - জাতি হিসেবে আমরা মিশ্র ও শংকর জাতি। নিজের দেশকে কখনো আমরা নিজের দেশ মনে করিনি। (কখনো সময় করে এই বিষয়ে আমি পোস্ট দিবো)



৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:




আধুনিক রাষ্ট্র ব্যবস্হায়, দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা আসে সরকারের সাথে "বন্ধন, আস্হা ও সম্পৃক্ততায়"; আমেরিকার চেয়ে মিশ্র জাতি বিশ্বে নেই; ওরা দেশকে বুকের মাঝে ধরে রাখে।

৫| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বিষয়টা হলো চিল খাবে মুরগীর বাচ্চা আর কোর্ট খাবে মুরগী। ঝামেলা সাফ। ভারত করোনা নিধন করার চেয়ে করোনার চাষবাষের ব্যবস্থা করেছে। মোদীর মৌলবাদ বিশ্বের জঘন্যতম মৌলবাদ। জয় শ্রীরামের পিছনে এত উগ্র অবস্থানে থাকলে করোন নিধন হবে কিভাবে। মোদী তার আন্ডা বাচ্চা সহ করোনায় নিধন হলে তখন হয়তো বিকল্প কোন পথ ও পন্থা হতে পারে। জনসাধারণ খেলার সামগ্রী মাত্র। মোদীদের বৃটিশ বিরোধী ্আন্দোলন করতে হয়নি। নেহেরু বৃটিশ লেডির পা চাটা। পা চেটে বৈষম্য মূলক ভারত বিভাজন ।এত কথা বলতে ইচ্ছে করে না। মান্ধাত্বার আমলের নেতা।

মানুষের সাথে সরকার আর দেশের আত্নার বন্ধন থাকতে হয়। ক্ষমতায় গিয়ে বৃটিশ লাট হয়ে গেলে সাধারণ মানুষদের বঞ্চিত করবে এটাই স্বাভাবিক।

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



মোদীর পেছনে দৌঁড়ে ভারতীয়রা চরম মুল্য দিয়েছে; যেখানে বিশ্বের জন্য টিকা তৈরি করার কথা, সেখানে ভারতের শতকরা ৩৭ জন ১ম ডোজ পেয়েছে। কিন্তু ভারতীয় কোর্ট চুপ করে থাকেনি, ব্যবস্হা নিয়েছে।

৬| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৫

গফুর ভাই বলেছেন: দোষ হলো প্রতিবাদের কন্ঠ নাই।সবাই ফেসবুক যোদ্ধা হয়ে গেসে।ফেসবুকে অস্ত্র তাক করে আর শান দেয়।

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:




শেষ হাসিনার উচিত ফেইসবুকের জন্য সাপোর্ট গ্রুপ গড়ে তোলা গ্রামে গ্রামে।

৭| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪২

শূন্য সারমর্ম বলেছেন: মাওলানা ভাসানী নেই,সাধারণ মানুষের অধিকার নেই ; দেশে হাইকোর্টে বাতাস বহে,এটর্নী জেনারেল করোনায় মরে। পাশের দেশে হাইকোর্ট ক্ষতিপূরণ চায়, মোদী মাথা ও দাড়ী চুলকায়।

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


এই হলো উপমহাদেশ।

৮| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

কামাল১৮ বলেছেন: আমাদেরটা গৃহপালিত।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



বটতলার উকিলারা কি হাইকোর্ট অবধি পৌঁছে গেছে?

৯| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতীয় হাইকোর্ট মোদীকে ধরেছে? মোদী কি জেলে?

৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



জানেন না? সে তো জেলে!

১০| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

''কার সাথে আপনি কার তুলনা করেন!! যত্তসব্

৩১ শে জুলাই, ২০২১ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:




কাঁটাতারের এপার, ওপার

১১| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশ চলছে আপার নির্দেশে। আপা যাই বলে তাই হয়। আপাই হাইকোর্ট। আপাই সুপ্রিম কোর্ট। এমন কি এখানে রাষ্ট্রপতিরও কিছু বলার নাই। দেশের সব কিছু আপার ইচ্ছায় চলছে।

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



সব ঠিক আছে, আপা আছেন বলে দেশ আফগানিস্তান হয়নি; কিন্তু আপা একজন জমিদারনীর সমান বুদ্ধিমান মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.