নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ থেকে রাজনীতি, গণতন্ত্র, দেশপ্রেম, ত্যাগ, সততা হারিয়ে গেছে?

০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩০



সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ যেভাবে তাদের কমিটি গঠন করছে, ইহাকে রাজনৈতিক দল না বলে, "পিরামিড ব্যবসার সংগঠন" বললে ভুল হবে না; আওয়ামী লীগের লোকজনকে এখন রাজনীতি করতে হয় না, তাদেরকে তাদের উপরের ম্যানেজমেন্টকে খুশী রাখতে হয়। তাদের রাজনীতি শুরু হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে; বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তাদের পাঠ্য বই না পড়ে পাশ করার চেষ্টা করে; যারা ছাত্ররাজনীতি করে, তারা তাদের টেক্ট বই'এর নামও জানে না। এদের পক্ষে রাজনীতি তো দুরের কথা, এদেরকে বিদেশে পাঠাতে হলে অদক্ষ শ্রমিক হিসেবে পাঠাতে হবে; এরা রাজনীতির বদলে "মাফিয়াগিরি" শিখে শিক্ষা জীবনে।

শেখ হাসিনা ৪০ বছরের বেশী সময় দলের সভাপতি; দলে যে গণতন্ত্র নেই, ইহার থেকে আরো বড় কোন প্রমাণের দরকার আছে? আওয়ামী লীগের নেতা, উপনেতা, পাতিনেতা, সবাই ক্ষমতাবলে দেশের বড় থেকে শুরু করে সকল ধরণের ব্যবসাগুলো হাতিয়ে নিচ্ছে: ব্যাংক থেকে শুরু করে শপিংমলের মালিকানা, ফুটপাথ দখল, সব কিছুতে আছে, ইহা অসততার প্রমাণ। শুধু একা শেখ সাহেবের নামে আওয়ামী লীগের সবাই জীবনে চাঁদাবাজি করেছে।

শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের সবচেয়ে বেশী অধপতন ঘটেছে; ইহার মুল কারণ হচ্ছে, শেখ হাসিনা একাধারে ৪০ বছর দলের সভাপতি থাকায়, দলের মাঝে বাকীরা সহজে অগণতান্ত্রিক পদ্ধতি চালু করতে পেরেছে। এলাকার নেতারা নিজেদের লোকদের দলের গুরুত্বপুর্ণ পদ দিয়েছে ও একই সাথে পদ নিয়ে ব্যবসা করে যাচ্ছে। আওয়ামী লীগের তৃণমুলের কয়েক লাখ নেতার চাকুরী নেই, এরা বেকার; কিন্তু এদের জীবনযাত্রার মান চাকুরীজীবিদের থেকে অনেক উঁচু, এরা অসৎভাবে আয় করছে।

এখন দলের যেই ভয়ংকর দুরাবস্হা, শেখ হাসিনার শাসনের সমাপ্তি ঘটলে, এই দল কোনভাবে টিকে থাকতে পারবে না; দলটি নিজের ভারেই ভেংগে পড়বে। দেশে এই মহুর্তে সঠিক কোন রাজনৈতিক দল নেই, যারা নামেমাত্র আছে, তারা আমাদের জাতির জাতীয়তাবাদের সাথে যুক্ত নয়; ফলে, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা থেকে যাচ্ছে। এই দলটিতে আবার রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার দরকার; ইহা করতে হলে, শেখ হাসিনাকে প্রাইম মিনিষ্ট্র ছেড়ে দিয়ে, দল গঠনে কাজ করতে হবে; মনে হয়, বেশ দেরী হয়ে গেছে, তবুও দলটিকে রক্ষা করতে হলে, উনাকে আজকেই এই কাজ শুরু করতে হবে।



মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২

সাসুম বলেছেন: বিকল্প দেখান। মন্তব্য শেষ।

০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



এই মহুর্তে কোন বিকল্প নেই; শেখ হাসিনার পর, এই আওয়ামী লীগ টিকবে না, ইহা ভেংগে কয়েক টুকরা হবে। শেখ হাসিনার হাতে ইহা ধ্বংস হয়েছে, সরার আগে উনাকেই ইহার বিহিত করা উচিত।

২| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৩

রক্তহীন বলেছেন: আওয়ামী লীগের বিকল্প তৈরি করতে হলে সেই দলের কি এজেন্ড রাখা উচিত ? নেতৃত্বের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার ?

০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বের রাজনীতির সাথে তাল মিলাতে ইহাকে গণতান্ত্রিক দল হতে হবে, এবং একই সাথে ইহাকে জাতীয়তাবাদী হতে হবে; দলে দক্ষ, অভিজ্ঞ, প্রফেশানেল রাজনীতিবিদ তৈরি করতে হবে।

৩| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: শক্তিশালী বিরোধী দল না থাকলে এখনো বাকি যা যা আছে সব হারানোর কথা। নো প্রতিযোগিতা নো কোয়ালিটি।

০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বাধ্য হয়েই বিএনপি-জামাত'কে চাপে রেখেছেন; ওরা আসলে, বর্তমানে বিশ্বের জন্য খারাপ দল; ওদেরকে রাজনৈতিক দল না বলে, মিলিটারীর দল ও জংগী দল বলাই উচিত।

৪| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৬

রক্তহীন বলেছেন: আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মিছিলে না গেলে হলের সিট ক্যানসেল হয়ে যায়, আবার সিট পাওয়ার জন্য গণরুমে থেকে ছাত্রলীগের মিছিলে যাওয়াও বাধ্যতামূলক। তার মধ্যে এদের মধ্যে গ্রুপ আবার ৩টা।

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


এটা হলো মাফিয়াগিরি।
ছাত্রলীগ এর থেকে আরো বড় বড় অপরাধ করছে: টেন্ডারবাজী, কন্ট্রাক্টিং ব্যবসা, বড় অংকের চাঁদাবাজি, ভুমিদখল, ব্যবসা দখল।

৫| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৭

নেফারতিতি❣️ বলেছেন: আপনি নিজেই কিন্তু এই কাজটা করতে পারেন। সামুর বেশ
জ্ঞানী ব্যাক্তি আপনি। আপনার লেখা পড়ে বুঝতে পারলাম। আপনি Future এ রাজনীতির মুখ উজ্জ্বল করবেন আমার বিশ্বাস।

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:




আমার জন্য লেট হয়েছে, আমি প্রবাসে। আমার কথাগুলো আপনাকে কোনভাবে কোন আইডিয়া দিতেছে কিনা, তা দেখেন।

৬| ০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১০

জুন বলেছেন: এখন আমাদের দেশে চাকরী লীগ নামেও একটি সংগঠন আছে যা আপনি আর কোন দেশে পাবেন্না

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার দুর্বলতার সুযোগে এইসব ছত্রাক জাতীর জন্য ভাইরাসের মতো কাজ করছে।

৭| ০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ গেলে যে দল আসবে তার চিন্তাধারাও প্রায় একই থাকবে। বাংলাদেশের রাজনীতি হল, বুড়িগঙ্গার পানি'র মত। আর এই পানি পরিস্কার হবার নয়...

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার প্রস্হানের পরপরই আওয়ামী লীগ ভেংগে যাবে; মিলিটারীর সাথে মিলে দুষ্ট কিছু লোক ক্ষমতা দখল করতে পারে।

৮| ০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগকে বর্তমান আওয়ামী লীগ হওয়ার জন্য ২০০৪ সালের ঘটনা দায়ী।পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে ফেরত আসার পথ বন্ধ।

০২ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ফেরত এসেছে ২০০৮ সালে; এরপর, দরকার ছিলো দলকে একটি সঠিক রাজনৈতিক দলে পরিণত করা; কিন্তু শেখ হাসিনা ইহাকে নষ্ট দলে পরিণত করেছেন।

৯| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:০৩

কামাল১৮ বলেছেন: ২০০৪ লালের পর আবার নতুন করে সুরু হলো ১০১৩ সালে।তার পর থেকেই আওয়ামী লীগ বেছে বেছে মাফিয়াদের দলে আনা শুরু করে এবং একনায়কের অবস্থানে চলে যায়।বিকল্প হয়তো ছিলো আবার ভয়ও ছিল।

০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



মাফিয়ারা দেশ ও আওয়ামী লীগ ২টাকেই গিলে ফেলেছে; ইহা নাইজেরিয়া হবে।

১০| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:১৫

শাহ আজিজ বলেছেন: আজ ইলেকট্রিক লীগ নামের সংগঠন দেখলাম মোটর বাইকের পিছনে ঝুলতেছে । মাবুদ জানে আরও কি কি আছে ।

০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



ইহা ভাইরাসের মত বাচ্চা দিচ্ছে, চোর-ডাকাতেরা ফ্রেনসাইজ খুলছে; ইহা ভয়ংকর খারাপ লক্ষন।

১১| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:৫৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: যদি বলি আওয়ামীলীগের সমালোচনা করতে ভয় পাই। আপনিও কি রাগ করবেন?

০২ রা আগস্ট, ২০২১ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ হলো বাংলাদেশের স্বাধীনতার সাথে যুক্ত দল; এই দল বিপথগামী হয়েছে, আমাদেরকেই সমালোচনা করতে হবে! বিএনপি ও জামাত হচ্ছে, যথাক্রমে মিলিটারী ও স্বাধীনতা-বিরোধীদের দল, আমরা ওদের সমালোচনা করতে চাই না।

১২| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৯:৪৭

আমারে স্যার ডাকবা বলেছেন: সাসুম বলেছেন: বিকল্প দেখান। মন্তব্য শেষ।

রাজনীতি না করেই ডোনেশন দিয়ে যদি নেতা হওয়া যায়, নির্বাচন ছাড়াই যদি এমপি হওয়া যায় সেই দলে রাজনীতি, গণতন্ত্র, দেশপ্রেম, ত্যাগ, সততা আশা করেন কেমনে? তৃনমূল খাটি আওয়ামী লীগ না খেয়ে মরে, আর ব্যবসায়ী, আমলা, সুবিধাবাদীরা দলে ঢুকে কোটিপতি হয়ে যায়। এইসব দেখেই রাজনীতি, গণতন্ত্র, দেশপ্রেম, ত্যাগ, সততা লজ্জায় আওয়ামী লীগ ছেড়ে পালিয়ে গেছে।

তারপরেও আমি সাসুম সাহেবের মতই বলবো, বিকল্প দেখান!
লীগ ডাষ্টবিনের ময়লা হলে দেশের অন্য দলগুলো সেই ডাষ্টবিনে সাতদিন আগের পচাঁ গলা ময়লার ঝোল।

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ আমাদের জাতির শান্তি নষ্ট করছে, মহামারীতে জাতিকে রক্ষা করেনি; এটি বিশৃংখল দল।

১৩| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:০৮

শূন্য সারমর্ম বলেছেন: একটা টুর্ণামেন্ট আয়োজন করা দরকার ক্ষমতা দখলের ; প্রথমে ৭৩ ভুঁইফোড় সংগঠন থেকে গ্রুপ গঠন করে খেলা শুরু করা হবে ফিফার ন্যায় টিকবে ১টা ;৭টি অঙ্গসংগঠন থেকে টিকবে ১টি; ভ্রাতৃপ্রতীম সংগঠন থেকে ১টি, বাকি রইলো আওয়ামীলিগ।

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার পর, একটি দল টিকে থাকবে, উহা মিল টারী ও ব্যুরোক্রেট দের মিলিত দল; ওরাই পরে আবর্জনা দিয়ে ইমারত গড়বে।

১৪| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কেন আপনি কি এসব খুঁজে পাচ্ছ্নে না !!
চোখের অবস্থা কি খুব খারাপ

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্টে একবার বরিশালের একটা আওয়ামী লীগের অফিস খুঁজে পেয়েছিলাম।

১৫| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন: মানুষ অসৎ হয় কেন?

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



শিক্ষা ও ব্যক্তিত্বের অভাব, নিজকে সন্মান না করার মনোভাব মানুষকে অসৎ করে তোলে।

১৬| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তা্ইলতো আপনার চােখের অবস্থা আসলেই খারাপ!
আর কিছু চোখে পড়ে নাই ? স্বাদের .............

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



পাশে কিছু লাউ দেখেছিলাম; লাউগুলো কার ছিলো?

১৭| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৮:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি বলছেন হাসিনা গেলে আওয়ামীলীগ ভেঙ্গে যাবে এরপর সেনাবাহিনী আসবে।
এরকমটা কখনো হবে না।
আওয়ামীলীগ ভাংলেও বড় অংশটা বিম্পি-জামাতের চেয়েও টেকসই ও ডায়নামিক থাকবে। সেটা অন্যান্ন দলের চেয়ে কোয়ালিটির গুনে।

মুক্তিযুদ্ধে নেতৃত্ব্ব দিয়ে দেশ স্বাধীন করা বাদ দিলেও আওয়ামী লীগ একটি প্রাচীন তৃনমূল নিষ্ঠাবান কর্মি নিয়ে গড়ে ওঠা দেশের সর্ব বৃহৎ একমাত্র ওয়েল অর্গানাইজড রাজনৈতিক দল।
ভংগুর আংশিক গণতন্ত্র থাকলেও আওয়ামী লীগ এখনো দেশের একমাত্র নিয়মতান্ত্রিক গণতন্ত্র মানা রাজনৈতিক দল।
গত ৫০ বছরে দেশে এখন এমন কোন রাজনৈতিক দল ছিল বা আছে যারা আওয়ামী লীগের চেয়ে বেশী গণতন্ত্র মানে?
কোন দল আওয়ামী লীগের চেয়ে বেশী গণতন্ত্র ধারণ করে? দলের নামটা বলেন লিখে রাখি।

সেনাবাহিনীকে উষ্কানি দিয়ে লাভ হয় না, হিরোইজমের পরিনতি কি হয় সবাই জানে।
নাসিমের পরিনতি দেখেছেন? আস্তাকুড়ে। ফকরিদ্দিন মইনুদ্দিন নিউইয়র্কে পালালেও মুক্ত চলাচল করতে পারে না। শুক্রবার মসজিদেও দেখা যায় না।
বঙ্গবন্ধুর খুনিরা লিবিয়া থেকে কিছু বছর পরেই বহিষ্কৃত হয়েছিল, গাদ্দাফির রমরমা অবস্থায়ই।
পরে স্থান হয়েছিল কিছু থাইল্যান্ডে। কিছু পাকিস্তানে।

এরশাদের শেষেরদিকে ঢাকায় এনে রাজনীতি করানোর চেষ্টা হয়েছিল। পরে আওয়ামীলীগ আসার পর নাম পরিচয় গোপন করে দক্ষিন আফ্রিকার বস্তিতে বা পাকিস্তানে লাদেনের মত গোপন গুহায় আশ্রয়, । ৩ জন কোনভাবে ভুয়া নামে টাকা খরচ করে মেক্সিকো সীমান্ত দিয়ে টেক্সাসে প্রবেশ করেছিল। ১জন রাতের আধারে জঙ্গল দিয়ে কানাডা প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় লাভ করে। কানাডায় আশ্রয় জোটাতে পারলেও আধা বন্দি অবস্থা। গোপন অবস্থান সারাক্ষন দরজা বন্ধ রাখে। অন্যকে দিয়ে বাজার করায়, মসজিদেও দেখা মিলে না।

বর্তমানে বিএনপিও এদের খবর রাখে না। বর্তমানে নতুন কেউ আকাম করলে পৃথিবীর কোথাও আশ্রয় পাবেনা। নিশ্চিত। সিরিয়াতেও পাবে না।
পরে আমারিকা থেকে একজন, থাইল্যান্ড থেকে একজন ধরে এনে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

রশিদ ডালিম অবস্য পাকিস্তানে ভাল ছিল। তবে এমআরপি পাসপোর্ট চালু হওয়ার পর ভুয়া নামে পাসপোর্ট করাটা কঠিন হয়ে গেছে। পাকিস্তানও সুযোগ দিতে পারলেও দিচ্ছে না। তাই মেক্সিকো যেয়ে সীমান্ত পাড়ি দিবে সেই সুযোগও নেই।
তাই ওরা পাকিস্তানের স্থল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আছে হয়তো।

পশ্চিমবংগের জামাত-তৃনমুল অবস্য আশ্রয় দেয়, তবে নাম পরিচয় গোপন করে, আঁধার কার্ডও দেয়। হিন্দু নাম ধারন করলে তবে বাকি জীবন রিসালদার মুসলিমুদ্দিনের মত হিন্দু হয়ে বাকি জীবন কাটাতে হবে, এরপর চিতায় দাহ।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:




আপনার মতো অজ্ঞরা আওয়ামী লীগে পিরামিড ব্যবসা চালিয়ে আপনার মতো নতুন অজ্ঞদের স্হান করে দিচ্ছে।

১৮| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:০৩

রানার ব্লগ বলেছেন: আওয়ামীলীগ এখন পুজিবাজদের দলে পরিনত হয়ে গেছে। ক্ষমতার কাতনে চোর গুন্ডা বদমায়েশের আস্তানা হয়ে আছে।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



এরা কলোনিয়েল সিষ্টেমের মতো দেশকে বাজারে পরিণত করেছে; মহামারীতে দেশের টিকা কিনছে সালমান রহমান।

১৯| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: গত বারো বছরে দেশে যত দূর্নীতিবাজ তৈরি হয়েছে তা আগে কখনও হয় নাই।
গত বারো বছরে দেশে লেখাপড়ার মান একেবারে কমে গেছে। অর্ধেক এঁর বেশি ছাত্রছাত্রী প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছে। পাশ করেছে। অথচ তাঁরা লেখাপড়া কিছুই করে নাই। কিন্তু সার্টিফিকেট পেয়েছে।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এখনো চেষ্টা করলে দলে পরিবর্তন আসবে; না'হয়, উনার পর, দলের বর্তমান নেতারা পালিয়ে যাবে।

২০| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও আজকে থেকে জেনারেল !!
নোটি্শ পেলাম আমার একটি মন্তব্য
ডিলিট করার কিন্তু জেনারেল কেন
বুঝলাম না :( !!

somewherein blog team
2:07 PM (6 hours ago)
to me, feedback

dear blogger,

we are sorry to inform that we had to remove one of your comments from a particular post (স্যার শব্দে আমাদের এতো সমস্যা কেন?) . please note: this action is taken to maintain a good environment of the blog according to rule:

০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্য নতুন অভিজ্ঞতা। এক কমেন্টেই জেনারেল? ওজনী কমেন্ট করেছিলেন বটে! কয়েকদিন রেষ্ট নেন। আশাকরি, শীঘ্রই মুক্তি পাবেন; না'হয় আমি তো আছি, আপনাকে মুক্ত করে ছাড়বো!

সামুতে ব্লগার ( মালটি নিক ) বেশী হয়ে গেছে, মনে হয়।

২১| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যে পোস্টে মন্তব্য করেছিলাম সেই
পোস্টইতো গায়েব !!
যাউগ্যা
আপনার মতো কমেন্ট ব্যান ন্ই !!
যে কারো পোস্টে কমেন্টস করেতে
পা্রি, নিজের ব্লগে লিখতেও পারি।
আমার অবস্থান আপনার চেয়ে ভালো!

০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনার অবস্হান আমার চেয়ে ভালো?
ঠিক আছে, আমার চেয়ে খারাপ করানোর ব্যবস্হা করছি!

২২| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আপনার অবস্হান আমার চেয়ে ভালো?
ঠিক আছে, আমার চেয়ে খারাপ করানোর ব্যবস্হা করছি!

ট্রাই করে যান !! সবাই পারে আপনি কেন নন !!
এই কারনেই মাঝে মাঝে গরু ছাগল তাড়াই !!

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি আবার রাখাল হলেন কবে?

২৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সেতো বহুত আগের ঘটনা !!
এখানে দেখতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.