নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনায় এমপি\'দের করার কিছুই নেই?

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৪



বাংলাদেশের একজন এমপি পারিবারিক প্রয়োজনে আমেরিকা এসেছেন, ২ মাস থাকবেন; দেশে টিকা নিয়েছেন, এখানে পুনরায় টিকা নিয়েছেন; এই মহামারীর সময় দেশে থাকাটা দায়িত্ব বলে মনে করেন না।

করোনা পুরো মানব জাতির জন্য সমস্যা; একা ইসরায়েল করোনামুক্ত হয়ে লাভ নেই, একা আমেরিকা করোনামুক্ত হয়ে লাভ নেই, উহা আবার ফেরত আসবে, জনজীবন স্বাভাবিক হবে না, রাষ্ট্রীয় ব্যবস্হা স্বাভাবিক হবে না; এইজন্যই আমেরিকা ও ইউরোপ ২ বিলিয়ন ডোজ টিকা দিচ্ছে ৩য় বিশ্বের জন্য।

বাংলাদেশ ও ৩য় বিশ্বের অনেক জাতির জন্য করোনা একেবারেই "পারিবারিক" সমস্যা; যেই পরিবারে করোনা হয়েছে, এটা তাদের ব্যাপার, এখানে টিএনও, উপজেলা চেয়ারম্যান, এমপি'র করার কিছুই নেই। পরিবার পারলে চিকিৎসা করাক, না'পারলে মরে যাক! এই ধরণের মহামারীতে যদি স্হানীয় প্রশাসন ধরে নেয় যে, ইহা পারিবারিক সমস্যা, তা'হলে রাষ্ট্রের কি প্রয়োজন?

বাংলাদেশের একজন এমপি কিছুদিন আগে নিউইয়র্ক এসেছেন, আমার সাথে দেখা হয়েছে; আমি আলাপের মাঝে জেনে নিলাম, উনার এলাকায় করোনা কি রকম? প্রতি গ্রামে করোনায় লোক মারা যাচ্ছে; কিন্তু এমপি সাহেব এই করোনার মাঝে নিজের কোন ভুমিকা খুঁজে পাননি, উনি পারিবারিক কারণে আমেরিকা এসেছেন।

নিউইয়র্কের মেয়র এখন চাইলে ৭ দিনের ছুটি নিতে পারবে? নিউইয়র্কের সবকিছু প্ল্যান মতোই চলছে: করোনা হলে, ৯১১ এ কল করলে,৫ থেকে ২০ মিনিটের মাঝে এ্যামবুলেন্স আসবে, অবস্হা বুঝে দরকারী সাপ্লাই দিয়ে যাবে; যদি হাসপাতালে নেয়ার দরকার হয়, হাসপাতালে নিয়ে যাবে; না'হয় ভালো না হওয়া অবধি দরকারী সব ধরণের ঔষধ, খাবার ও সব দরকারী জিনিষপত্র সাপ্লাই'এর ব্যবস্হা করবে। এরপরও যদি মেয়র ৭ দিনের ছুটি চায়, তা নিতে পারবে না, হৈচৈ পড়ে যাবে।

নিউইয়র্যকের ২ সিনেটর ও কংগ্রেসম্যানেরা গত দেড়বছর (করোনাকালীন ) আগের চেয়ে অনেক বেশী ব্যস্ত; এদেরকে অনেকটা ও্যাশিংটন ডিসিতে বাস করতে হচ্ছে: প্রতি সপ্তাহে নতুন নতুন বিল আসছে, সংসদীয় কমিটির মিটিং চলছে; এদের হাত হয়ে ৪ ট্রিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে, গত ২ মাস প্রেসিডেন্ট বাইডেনের "ইনফ্রাস্ট্রাকচার বিল" নিয়ে ঘনঘন সেশন চলছে। করোনার পর, দেশের ইনফ্লেশন এড়ানোর জন্য, এই বিলটি আমেরিকার পুরাতন ব্রীজ, রাস্তা, পাওয়ার ষ্টেশন, বাঁধসহ সকল ধরণের ইনফ্রাস্ট্রাকচারকে মেরামত করবে ও বর্ধিত করবে, আধুনিকরণ করা হবে।

করোনার সময় এদের একজন এমপি কোনভাবে ২/১ সপ্তাহের জন্য ছুটি পাচ্ছে না; বাংলাদেশের এমপি ২ মাসের জন্য আমেরিকা এসে বসে রয়েছে। করোনা বাংলাদেশের জন্য পারিবারিক সমস্যা, রাষ্ট্র ইহা নিয়ে বেশী মাথা ঘামাচ্ছে না।



মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আমরা সিঙ্গাপুরবাসী আমাদেরকে আমেরিকার সাথে তুলনা করবেন না।

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:




অনেক ব্যাপারে বাংলাদেশকে আমেরিকা বা জাপানের সাথে তুলনা করা হয়তো সঠিক নয়; তবে মহামারীর সময়, প্রশাসনিক ও রাষ্ট্রীয় তৎপরতায় তুলনা করা সঠিক হবে।

২| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৮

রানার ব্লগ বলেছেন: অবশ্যই আছে কিন্তু বাংলাদেশের বেশীরভাগ এমপিদের সময় নাই অনেক ব্যাস্ত তারা।

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


এরা সবাই নিজেদের সাংসদীয় এলাকার মানুষের হাসপাতাল, অক্সিজেন, টিকা, আয়, খাবার, চাকুরীর দায়িত্বে থাকার কথা; কিন্তু শেখ হাসিনা এদেরকে এসব কথা বলেনি, এরা নিজেরাও বুঝে না, লিলিপুটয়ান।

৩| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২

রানার ব্লগ বলেছেন: তারা সংসদ সদস্য হইছে কি এই সব রাস্তার লোকদের ফাই ফরমায়েশ খাটার জন্য? তারা এম পি , বাংলাদেশের সর্বচ্চ স্থানে তাদের বসবাস, আম জনতা তাদের সেবায় ব্যাস্ত থাকবে সর্বখন। জনতা হলো সংসদ সদস্যদের বাড়ির কাজের লোকের মত তাদের নিয়ে ভেবে সময় নস্ট করা অর্থহীন। ভোট আসলে দেখা যাবে।

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:



এরা সবাই পারিবারিক ব্যবসা, কন্ট্রাকটারী, কিংবা সরকারী টেন্ডার নিয়ে ব্যাস্ত; এদের ১ জনও বিল আনতে জানে না।

৪| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৮

শাহ আজিজ বলেছেন: স্বাস্থ্য মন্ত্রী ডরে বছর খানেক চেয়ারেই বসে নাই । এখন আসে , ভ্যাক্সিন পাবার পর । কিন্তু তার ঘোষণা মুক্তিযুদ্ধ মন্ত্রী দিয়া দেয় ।

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ক্যাবিনেট গবুদের রত্নসভা; পার্লামেন্টে উনি কলাবাগান করেছেন।

৫| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০

রানার ব্লগ বলেছেন: শেখ হাসিনা বললে ও এরা যেন শোনার জন্য বসে আছে। খোদ প্রাইম মিনিস্টারের তহবিল থেকে দুস্ত মানুষের জন্য আবাসন ব্যাবস্থার অবস্থা তারা যা করে রেখেছে সেট একবার চাক্ষুস দেখা উচিত আপনার!

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উপরও মানুষের ১ পয়সার আস্হা নেই।

৬| ০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪২

হাবিব বলেছেন: ওনারা শুধু বড় বড় বুলি আওড়ানো পছন্দ করেন

০৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



বুলিও লিলিপুটিয়ান; এরা ঠিক মতো কথাও বলতে পারে না; কথা বললেই ভুল ধরা পড়ে।

৭| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:১৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: কি বলবো মন্তব্য করার ভাষা নেই !!! অনেক কিছুই এখন আমাদের জন্য সীমাবদ্ধ হয়ে গেছে। বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিলাম। এখন মনে হচ্ছে একটা চক্রবুহ্যের মধ্যে আটকে পড়ছি !!!

০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



চাকুরী না করে, যদি পারেন পশ্চিমের মডেলে কোন একটা ব্যবসা গড়ে তোলেন; চাকুরী করলে মাথা খারাপ হওয়ার উপক্রম, বাংগালীদের চাকুরীর পরিবেশ খুবই নীচুমানের।

৮| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩০

কামাল১৮ বলেছেন: এমপিরা আছেন টাকা বানানো এবং সেই টাকা নিরাপদে রাখার কাজে ব্যস্ত।অন্য কাজে সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে নাই।

০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



করোনার কারণে আমেরিকার কংগ্রেসম্যানদের ওয়াশিংটনে বাস করতে হচ্ছে, সেশনের পর সেশন চলছে, সাংসদীয় মিটিং লেগে আছে। আমাদের কলাগাছদের করার মতো কিছুই নেই।

একটা সেশন ডেকে টিকার খবরটা নিলেও একটা কাজ হতো।

৯| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:০১

শূন্য সারমর্ম বলেছেন: এমপিদের আকাশচুম্বী ক্ষমতা গিয়ে হয়তো সিদরাতুলমুনতাহায় গিয়ে ঠেকেছে; মানুষ পঙ্গপালের মত ভীড় করে ওদের আশেপাশে,পরিবারকে সুখে দেখতে চায় বলে!
দেশের মানুষ হতাশায় ভুগতে ভুগতে রোগী হয়ে যাচ্ছে। আমেরিকার চোখ দিয়ে বাংলাদেশ দেখলে ডাষ্টবিনই মনে হবে।

০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ এমপি'র ছেলেমেয়ে কিংবা পরিবারের কেহ আমােরিকায় থাকে, এরা নিয়মিতভাবে আসে, থাকে, সব দেখে; কিন্তু কিছুই শিখতে পারে না।

১০| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৫

শূন্য সারমর্ম বলেছেন: মানুষ শিখে কখন? ঠেকে বা ঠকে। আমোদ-প্রমোদ,বিলাশীতায় শিখতে যাবে কোন দুঃখে?

০৬ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



ওদেরকে শিখানোর চেয়ে, বানরকে সহজে শিখানো সম্ভব।

১১| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

করোনায় মৃত ব্যাক্তির সৎকাররের জন্য যদি
প্রধানমন্ত্রী কাফনের কাপড় দান করতো
নেতাদের মাধ্যমে তা হলে তা দিয়ে তারা
পাঞ্জা্বী পায়জামা বানাতো ! এই কাজটা
তারা করতে পারতো দক্ষতার্ সাথে !!

০৬ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



উনি তাদেরকে আওয়ামী লীগ ও দেশে থাকতে দিচ্ছেন কেন? লি-কুয়ান, ১৯৬৫ সালে উনার দেশের চোরদের হংকং চলে যেতে দিয়েছিলেন।

১২| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
করোনা এবার সবার আশপাশেই হানা দিচ্ছে। তবুও আমাদের হুশ নাই।
আজ বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাস্তা পার হতে বেশ কয়েক মিনিট সময় লেগেছে।
রাস্তা এতো গাড়ির চাপ, অথচো লকডাউন চলছে।

০৬ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমার ২ ঘনিষ্ট আত্মীয়ের মৃতয়ু হয়েছে করোনায়।

১৩| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: খুব আশঙ্কা জনক অবস্থা। দেশের ভবিষ্যৎ কী হতে পারে ভেবে ভেবে শিউরে ওঠি।

০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ইহা কলোনিয়েল সিষ্টেম।


১৪| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: মন্ত্রী এমপি তো দূরের কথা রাষ্ট্রপতির পর্যন্ত কাজ নেই। গত ৫ বছরে রাষ্ট্রপতি কি কাজ করেছেন? ২/৩ টা ইউনিভার্সিটি গিয়ে ফানি বক্তব্য দিয়েছেন। আর একদল লোক নিয়ে লন্ডন গিয়েছেন চেকাপ করতে। প্রেসার মাপতে।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



আমাদের রাষ্ট্রপতি, বিশ্বের সবচেয়ে বেকার রাষ্ট্রপতি

১৫| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২১

গফুর ভাই বলেছেন: সব চলে গেসে নষ্টদের দখলে আর সুন্দরী নারীদেরকে তাদের উরতে নিয়া দিনানিপাত করছে এই হছহে বাংলাদেশ।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



ভয়ংকর কিছু ঘটার সম্ভাবনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.