নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার শাহ আজিজ\'এর মহল্লা ব্যতিত অন্য কোথায় করোনা আছে?

০৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৭



দেশের করোনা পরিস্হিতির সঠিক ডাটা সরকার ও মিডিয়া থেকে পাওয়া অসম্ভব ব্যাপার; আমার ধারণা ছিলো, ব্লগ থেকে পুরোপুরি ডাটা পাওয়া না গেলেও, সঠিক ধারণা পাওয়া যাবে। কিন্তু ব্লগে এলে দেখি, পুরানো দিনের স্বাভাবিক সময়ের মতো উদ্দেশ্যহীন পদ্য, কামসুত্র পদাবলি, দুর্বল প্লটের গল্প চলছে; করোনা নিয়ে ভাসাভাসা দু'একটি কথা, টিকা নিয়ে সামান্য হাুতাশ, ইত্যাদি; কিন্তু করোনা নিয়ে তেমন তথ্য ও ডাটা নেই।

ব্লগারেরা দেশের সাধারণ মানুষের মতোই করোনাকে সহজভাবে নিচ্ছেন, ইহা যে জাতিকে ক্রমেই পংগু করে ফেলছে, লাখ লাখ পরিবার যে ভয়ানক স্বাস্হ্য সমস্যা ও অর্থনৈতিক সমস্যার মাঝে নিপতিত হয়েছে, ব্লগ থেকে উহা খুব একটা বুঝা যায় না, তেমন চিন্তা, উদ্বেগ আছে বলে মনে হয় না।

আমি করোনার রাজধনীতে থাকি; এখানে করোনাকে খুবই সাফল্যজনকভাবে কন্ট্রোল করেছে; কিন্তু কোনভাবে ইহাকে পেছনের আয়নায় নেয়া হয়নি; সরকার, মানুষ, মিডিয়ায় ইহাই এখনো মুল বিষয়। গত ৩ সপ্তাহে আমেরিকার অন্য এলাকার সাথে তাল রেখে নিউইয়র্ক শহরেও সংক্রমণ বেড়েছে; জুলাই মাসের ২/১ সপ্তাহ নিউইয়র্কের দৈনিক মৃতের সংখ্যা ৫/৬ জনে নেমে এসেছিলো; এখন উহা আবার ২০ জনের কাছে চলে গেছে।

ব্লগারেরা হয়তো করোনাকে কন্ট্রোলে আনতে পারবেন না; কিন্তু নিজের পরিবার ও পরিচিতদের মাঝে প্রভাব রাখতে পারবেন; করোনা থেকে নজর সরায়ে প্রিয়ার জন্য কয়েক লাইন কবিতা লেখার সময় এখনো আসেনি; করোনা নিয়েও গল্প লেখা যায়; এখন কমলা রাণীর দীঘির রূপকথা লেখার জন্য উপযুক্ত সময় নয়।



মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৪

শাহ আজিজ বলেছেন: আসলে আমিও ফিল করি সবাই করোনার ব্যাপারে শীতল ভাব নিয়ে থাকেন কারন এটা হলে আর রক্ষা নাই । সবাই এই দুঃখবোধ থেকে পালিয়ে বাচতে চাইছেন । আমি নিজেও রাস্তায় হাটতে গেলে ভয় ঘিরে থাকে মনে হয় এই বুঝি ধরে ফেলল । সবাই সাবধান থাকুক এটাই কাম্য ।


আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ ।

০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:




আপনার পোষ্ট পড়লে, মনে হয় দেশে করোনা আছে; অণ্যদের পোষ্ট পড়লে মনে হয়, তাঁরা প্রিয়াকে নিয়ে সমস্যায় আছেন।

২| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৮

জুন বলেছেন: আমরা এখন ক্রিকেট আর পরীমনি নিয়ে ব্যাস্ত । করোনা ভুলে থাকতে এই দাওয়াই চলছে এখন ।

০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল ৩য় ডোজ দেয়ার শুরু করেছে।

৩| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: অনেক দিন হওয়াতে সবার গা সওয়া হয়ে গেছে।সহজে মনে হয় রক্ষাও নাই।

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:



প্রাইম মিনিষ্টার থেকে প্রেসিডেন্ট, কবিদের থেকে শুরু করে ব্লগাররা, সবার গা-সহা হয়ে গেছে? প্রাণ হারাচ্ছে কাহারা?

৪| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: করোনা কোন দুঃস্বপ্নের নাম নয়, একটি দুঃসহ সময়ের ভয়াবহ পরিস্থিতির সকরুণ আর্তনাদ। ব্লগে এর উপস্থিতি কম হলেও সংবাদ মাধ্যমে প্রতিদিন উত্থাপিত হচ্ছে। বাবাকে আমিও এই দুঃসময় পার করছি। সময়-সুযোগ হলে লিখবো ভাবছি।
সাবধানে থাকুন, ভাল থাকুন চাঁদগাজী ভাই।

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি দেখছি, বাংলাদেশের মানুষ নীরবে মৃত্যুবরণ করছে; তাদের যে, বাঁচার অধিকার আছে, সেটা তারা জানে না।

৫| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটা কেমন কথা শুনাইলো গাজীসাব !
পৃৃথিবী জুড়ে সবখানে করোনার করাল থাবা!
আপনি জিগাইলেন "ব্লগার শাহ আজিজ'এর
মহল্লা ব্যতিত অন্য কোথায় করোনা আছে?

ব্যাখ্যা করুন !! এর গুঢ় নিহিত অর্থ কি ?

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা প্রিয়ার অভাবে একা বর্ষা কাটাতে পারছেন না; গল্পকারেরা রূপকথা লিখছেন; কিন্তু ৪/৫ কোটী মানুষের আয় নেই, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, সেটা যেন কারো কান দিয়ে যাচ্ছে না।

৬| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



শুধু ব্লগার শাহ আজিজ'এর মহল্লাই নয় এখন দেশের সকল মহল্লাতেই করোনা আছে।
করোনা নামটা শুনলেই আতঙ্কিত। মুহূর্তের মধ্যেই একজনের থেকে আরেকজনের
শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে
এই রোগের জীবানু। কোনওভাবেই আটকানো যাচ্ছে না সারা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে
এই করোনার জেরে। মারণ রোগের হাত থেকে বাঁচতে যতটা সম্ভব মানুষ নিজেকে
সরিয়ে রাখছে। আর তার জন্য যা যা করণীয় তার সবটাই করছে প্রত্যেকে। করোনার
টিকা নিচ্ছে যদিউ দেশে এখন সংখ্যায় খুবই কম । যদিউ টিকা নিয়ে যথেচ্ছাচার হচ্ছে ।
মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তো রয়েইছেই, যদিউ যারা মাক্স পড়তে বলছেন তাদের
অনেকেই চারিদিকে মাস্কবিহীন স্তাবক পরিবেস্টিত হয়ে মাস্ক পরিধানের জন্য অন্যকে
সবক দিচ্ছেন । বিবিধ কারণে করোনার বিস্তার দেশে বেড়েই চলছে । আশার কোন নিশানা
দেখিনা । রেমিটন্স প্রবাহ বাড়ছে , এগুলি এখন যারা পাঠাচ্ছেন বিশেষ করে উন্নত
বিশ্বে বসবাসকারী বাংগালীরা যারা স্বজনের তরে পাঠাচ্ছেন তাদের অনেকেরই রেমিটেন্স
প্রেরনের সীমারেখা ( প্রত্যেক দেশেই বৈধপথে রেমিটেন্স প্রেরণের একটা নির্দিষ্ট সীমা
রেখা আছে ) অতিক্রম করে গেছে কিংবা অচিরেই তা অতিক্রম করে যাবে । তখন হয়তবা
রেমিটেন্স প্রবাহে ভাটা দেখা দিতে পারে । তাই সরকারকে বিষয়গুলি নিয়ে ভাবতে
হবে এখনই । দেশের প্রাপ্ত বয়স্ক সকল মানুষকে টিকা দেয়া কঠীন হয়ে যাবে ।
যাহোক, টিকা ও মাস্কই যথেষ্ট নয়, মানুষের ভিতরে রোগ প্রতিরোধি এন্টি বডি ক্ষমতা
বাড়াতে হবে ।এমন কিছু খাবার রয়েছে যা খেলে সহজে কাছে ঘেষবে না করোনা ভাইরাস,
রইল তালিকা -
প্রতিদিনের খাদ্যতালিকায় আদা রাখা।রান্না করা আদা যেমন খেতে হবে দিনে এক-দুবার আদা চাও চলতে পারে।
ভাইরাস প্রতিরোধ করতে কাঁচা রসুন উপকারী। তবে রান্না করা রসুনে সেই গুণ অতটাও মেলে না।
প্রতিদিন ঘুম থেকে উঠে গ্রিন টি । দিনে ২- ৩ বার অবশ্যই ।এতে শরীর যেমন ঠিক থাকবে তেমনি মেদও ঝরবে
শরীরের রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য হলুদের সঙ্গে গোলমরিচ, নারকেলের দুধ, মিশিয়ে খেলে উপকার মিলে।
মরশুমি ফল অবশ্যই পেয়ারা , কমলাতো অবশ্যই ।
প্রতিদিন দুপুরের খাওয়ার পর টকদই চলতে পারে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে
গ্রিন ভেজিটেবিল প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা জরুরী। সিদ্ধ ও রান্না করে দুভাবেই ভেজিটেবিল খেতে হবে।
ভাইরাসের কোষকে ধ্বংস করতে খাদ্যতালিকায় প্রতিদিন প্রোটিন জাতীয় খাবার একান্ত আবশ্যক।
কুমরোর দানা শুকিয়ে খেতে পারলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ত্রিফলা যথা শুকনো হরতকি, বহেরা আর আমালকি গুড়া দিয়ে তৈরী সরবত বেশ উপকারী ।
তাই করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশী সকলেরই সন্মিলিত প্রচেষ্টা লাগবে ।

দেশের সকল জনগন যেন উপরের তালিকা আনুযায়ী খাদ্য খানা খাইতে পারে তার যোগান
ও অর্থের সংস্থান সরকারকেই করতে হবে ।
দেশে মদ জোয়া পর্ণের আসর বন্ধ আর ক্ষতিকর ড্রাগের চালান বন্ধ করে
অর্থের মিতব্যয়িতা সাধন করতে হবে ।
অপ্রয়োজনীয় উচ্চ বিলাসী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন স্থগিত রাখতে হবে ।
সমাজ ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্ণীতি বন্ধ করতে হবে ।
করোনার চিকি্ংসা ব্যয় সরকারকে বহন করতে হবে ।
মানি ইজ নো প্রবলেম তার আলামত সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে ।
তাই সরকারী সদিচ্ছাই যথেষ্ট বলে মনে হচ্ছে ।

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগের পোষ্ট পড়লে মনে হয় না যে, বাংলাদেশে করোনা আছে।

৭| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন: দেশের অক্সিজেন অনেকটা নেশাদায়ক ; সবাই ঘোরে চলে যায়।

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



মুরগীর বাচ্চা চিলে নিলে, মুরগী টেরও পায় না।

৮| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




করোনাকে ভুলে থাকার উপায় নেই।

আমার এবং আমার স্ত্রী'র করোনা হয়েছিলো। বেঁচে ফিরেছি।

আমার স্ত্রী'র করোনা হওয়ার দেড় মাস পরে সিজার হয় গত সপ্তাহে। প্রসব বেদনা উঠার পরেও ডাক্তার ততক্ষণ পর্যন্ত তাঁকে ধরেননি, যতক্ষণ পর্যন্ত না আবার রেপিড টেস্টে করোনা নেগেটিভ আসে।

টেস্টে আবারো পজিটিভ হলে স্ত্রী এবং বাচ্চার কি হতো বলা মুশকিল।

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:২০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে কোনটা ডাক্তার, কোনটা প্রশ্নফাঁস, কেহ জানার কথা নয়।

৯| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ২:৩০

রানার ব্লগ বলেছেন: তৃতীয় ডোজ কি আমরা পাবো?

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ১৬ কোটীকে ২ ডোজ দেয়ার পর, ৩য় ডোজের কথা আসবে; ২ ডোজ দিতে আরো ২ বছর লাগবে।

১০| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৩:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অর্থনীতির জন্য আমরা চিন্তিত
করোনার জন্য আমরা দু:খিত !!!

০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:



মানুষের প্রাণের মুল্য ৫০ হাজার টাকা, গরুর মুল্য ১২ লাখ টাকা।

১১| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: পুরো দেশের মানুষ এখন ব্যস্ত ক্রিকেট এবং পরিমনিকে নিয়ে।
করোনা নিয়ে কারো মধ্যে কোন চিন্তা ভাবনা নেই। দেশের সাহিত্যিকে ফেসবুক লাইভে এসে ''সাহিত্যে বঙ্গবন্ধু'' এটা নিয়ে তুমুল আলোচনা করছে।

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব অনেক কিছুতেই অংশ নিতেন, সমস্যা ছিলো একটা: স্বাধীনতার পর, কি করার দরকার ছিলো, সেটা বুঝতেন না।

১২| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৪

কুশন বলেছেন: একজন কাজের মহিলাকে আমি বলতে শুনেছি- হাসিনার চেয়ে আমার বুদ্ধি বেশি। আমি যে কাজ জানি হাসিনা তাও জানে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতটা বাসায় আমি কাজ করি। হাসিনা পারবে?

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



নিতান্ত খারাপ বলেনি; শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, ইহাতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৩| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৭

মোঃমোজাম হক বলেছেন: সৌদি আরবে আইন হয়েছে অন্তত ১ম ডোজ ছাড়া কেঊ সরকারী অফিসে ঢুকতে পারবেনা। তার আগে পর্যাপ্ত পরিমান লোকের টিকা দেয়া হয়েছে।বাকি লোকেরা স্বইচ্ছেয় টিকা নিচ্ছেনা।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৮

চাঁদগাজী বলেছেন:



সৌদীরা বেকুব ধনবান, এই ধরণের মহামারী কয়েকবার এলে, সৌদীরা আবার বেদুইনে পরিণত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.