নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অষ্ট্রেলিয়ায় সবার চাকুরী আছে, খাবার আছে, টিকা পেয়েছে

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩



অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, দুবাই, নিউজিল্যান্ড করোনার মাঝেও খেলতে পারে: ওদের সব নাগরিকের চাকুরী আছে, সবার ঘরে খাবার আছে, সবাই টিকা পেয়েছে; সব করোনা রোগী ফ্রি চিকিৎসা পাচ্ছে। ওদের সবকিছু থাকার পরও ওদের সামান্য পরিমাণ করোনা আছে, করোনা তাদেরকে হতাশ করছে; সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য, মনকে ভালো করার জন্য, দেশকে স্বাভাবিক অবস্হায় আনার জন্য তারা খেলতে পারে। কিন্তু আমাদের প্রায় ১.৫ কোটী পরিবারের চাকুরী নেই, খাবার নিয়ে টানাটানি, টিকা আগামী ১ বছরেও পাবার কোন সম্ভাবনা নেই; এই অবস্হায় আমাদের কি এই অসম অবস্হানের লোকদের সাথে খেলার কোন যুক্তি আছে?

শেখ হাসিনা ও দেশের প্রেসিডেন্ড যখন আজকের দিনে খেলা দেখছেন, তখন কমপক্ষে ৩০০ পরিবার তাদের আপনজনকে কবর দিয়েছেন; এই খেলার কি খুব দরকার ছিলো? কি হচ্ছে দেশে? দেশের এই পরিস্হিতে আমরা কি অষ্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ডের মতো অবস্হানে আছি?

অষ্ট্রেলিয়ার সাথে না খেলে, নিজেদের মাঝে দেশে ২/৩ দিন খেলে যদি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিষ্টারের ফান্ডে দান সংগ্রহ করতো, এবং সেই টাকায় গরীব মানুষদের খাবার দিলে কি ভালো হতো না?

অলিম্পিক হচ্ছে, তাই বলে তাদের সাথে আমাদের কি নাচা উচিত? এই করোনার মাঝে কি জাপানাের কেহ না খেয়ে আছে? আমেরিকা, চীন, জাপান ও ইউরোপ খেলছে; করোনার মাঝে তাদের জীবন থেমে নেই; তারা সবাইকে খাবার মতো টাকা দিচ্ছে; সবাইকে ফ্রি চিকিৎসা দিচ্ছে; অক্সিকেনের অভাবে, হাসপাতালে সীটের অভাবে কেহ মরেনি; সেসব দেশে যাদের মৃত্যু হয়েছে, তারা সবাই সর্বাধিক চিকিৎসা পেয়েছে। তারা খেলতে পারে; আমরা কিভাবে খেলতে যাচ্ছি?

আপনারা যারা বিজয়ে পুলকিত হয়েছেন, তারা নিশ্চয় দেশ-প্রেমিক, জাতির জয়ে আনন্দিত; আজকে যাঁরা জয় দেখেছেন, তাঁদের মাঝ থেক কয়েক হাজার প্রান হারাবেন বিনা টিকায়, বিনা চিকিৎসায়, বিনা অক্সিজেনে। অষ্ট্রেলিয়ার সাথে এই সময়ে খেলে আমরা কি তাদের সমানভাবে আনন্দিত হওয়ার অবস্হানে আছি?

নিজেদের মাঝে খেলে, একটা ফান্ড যোগাড় করার দরকার ছিলো!


মন্তব্য ৫১ টি রেটিং +২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩১

কুশন বলেছেন: আর কয়েকদিন পর জাতির পিতার মৃত্যু দিন। ১৫ আগষ্ট। সেই উপলক্ষ্যেই এই বঙ্গবন্ধু কাপ খেলা। আওয়ামীলীগ এই পুরো মাস'ই শোকের মাস মনে করে। ১৫ আগষ্ট উপলক্ষ্যে লকডাউন খেলা অফ রাখা হচ্ছে। অনেক অনূষ্ঠান হবে। অনেক খানাদানা হবে। অনেক চাঁদাবাজি হবে। এই দেশের জন্য জাতির পিতা যা করেছেন- তা আর কেউ করেন নাই। তাজউদ্দিন আহমেদ বা মাওলা ভাসানীও না।

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের নামে চাঁদাবাজি করে আওয়ামী লীগের কয়েক লাখ লোকজন ধনবান হয়েছে।

২| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬

কুশন বলেছেন:

এরকম একটা মাস্ক কি আপনার চাই?

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



না, ইহা আমার জন্য নয়।

শেখ সাহেব নিজের দলটাকে বেহাল অবস্হায় রেখে গিয়েছিলেন, এই দল রাজনীতিবিদের জন্ম দেয়নি।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৯

ইলি বলেছেন: দাদা কি মাইন্ড করছে, জোর জার মুল্লুক তার।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


এই অসময়ে অকারণ খেলায় মাইন্ড করার কথা।

৪| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: কিন্তু আমাদের প্রায় ১.৫ কোটী পরিবারের চাকুরী নেই, খাবার নিয়ে টানাটানি, টিকা আগামী ১ বছরেও পাবার কোন সম্ভাবনা নেই; এই অবস্হায় আমাদের কি এই অসম অবস্হানের লোকদের সাথে খেলার কোন যুক্তি আছে?

দেশে এখন একটাই সমস্যা আছে সেটা হলো পরীমনির বাসায় মদের বোতল আর তিনি কার কার সাথে সুয়েছেন। :|

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্রসাসন ও সরকার দেশকে ইয়েমেনের লেভেলে নিয়ে এসেছে।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই পরিস্থিতিতে দেশের ধনবান মানুষদের এবং এন,আর,বি-দের অনেক কিছু করার আছে।

এটা ঠিক যে, অনেক কিছুই সরকার করছে না, বা করতে পারছে না। কিন্তু, দেশের সামর্থবান মানুষরা তাঁদের সর্বশক্তি দিয়ে দেশের দুখী মানুষদের পাশে দাঁড়াচ্ছেন কি?

আমি সবার কথা জানি না। তবে, নিজের চেনা-জানা মানুষদের মাঝে তেমন বেশি কাউকে দেখছি না। অন্যদের অবস্থাও হয়তো
তা-ই। নাহলে, দেশের এমন হতচ্ছাড়া অবস্থা হবে কেন!

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


মহামারী, দুর্যোগের সময়, জাতিকে অর্গেনাইজ করতে হয়; বর্তমানে দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিষ্টার তা করতে পারেন, অন্যেরা সরকারের ভয়ে কিছু করছে না।


৬| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এতে আপনার আমার কি লাভ !!

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি, আমি ও বাকীরা মিলে আমরা একটি জাতি; জাতি এই মহামারীতে বেকুবের মতো আচরণ করে হেরে যাচ্ছে।

০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনি জেনারেল পদ থেকে রিটায়ার করেন; শেখ সাহেবের উপর পোষ্ট লিখতে হবে তো!

৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বিশ্বের বুকে সর্বোচ্চ
মর্যাদার আসনে আসীন করে গেছেন।
জাতির জনক আমাদের একটি পতাকা ও
একটি সংগীত দিয়েছেন, দিয়ে গেছেন একটি
স্বাধীন মানচিত্র। তাঁকে নিয়ে আর না
লিখলেও চলবে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ উনাকে বড় করেছেন, উনি নিজে বড় পোষ্ট দখল করে অকারণ সময় নষ্ট করেছিলেন! মানুষ যুদ্ধ করে দেশ এনেছেন, উনি জানতেন না যে, মানুষ ইহা করেছেন।

৮| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০১

রানার ব্লগ বলেছেন: করনা আমাদের দম বন্ধ করে রেখেছে, শ্বাস ফেলার সামান্যতম সুজগ দিচ্ছে না, সামান্য বিনদোন একটু ফুরসত দিচ্ছে দম ফেলার। ভয়াবহ যুদ্ধের মাঝেও মানুষ জন্মদিন পালন করে শুধুমাত্র বেচে থাকার তাগিদে নতুন করে যুদ্ধে নামার এনার্জি বৃদ্ধির আশায়।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ অনেকভাবে একই কাজ করতে পারেন; আমাদের খেলোয়াড়রা অভাবী মানুষের জন্য খেলতে পারতেন; মহামারীতে এই ধরণের খেলার দরকার ছিলো না।

৯| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশে অনেকে চাকরি হারিয়েছে।
এই মাসে আমার দুই জন ভাড়াটিয়া পালিয়েছে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:




পরিস্হিতি ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে, সরকার মানুষকে সাথে নিয়ে মহামারী রোধ করার কথা ভাবছে না।

১০| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেকেই চাকুরী হারিয়ে বেকার ব্যবসা ওঠেছে লাঠে চারিদিকে অভাব। অভাব পূরণের সক্ষমতা কতটুুকু আছে। বা কি করলে এ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে তা নিয়ে ভাবনার পরিকল্পনার সময় এখন। টেকসই পরকল্পনা হওয়া দরকার।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:




আমি আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর পদক্ষেপগুলো দেখছি; এই ধরণের পদক্ষেপ বাংলাদেশের প্রশাসন নিতে পারবে না।

১১| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন: অষ্ট্রেলিয়ায় সবার চাকুরী আছে, খাবার আছে, টিকা পেয়েছে;
বাংলাদেশে অনেক চাকুরী গেছে,খাবার সংকট,টিকা পর্যাপ্ত নেই তাও জটিলতা।

সর্বোপরি, বাংলাদেশ ৩(ক্রিকেট)- ৪ অস্ট্রেলিয়া(চাকুরী,খাবার,টিকা,ক্রিকেট)

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেটারেরা খেলে গরীবদের জন্য ফান্ড গঠন করতে পারতেন।

১২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৪

কামাল১৮ বলেছেন: মানুষ এখন দিশেহারা।জাতিকে উক্যবদ্ধ করার কেউ নাই।যার যা মনচাইছে সে তাই করছে।কেউ ব্যস্ত পরীমনীকে নিয়ে কেউ বাস্ত খেলা নিয়ে মন্ত্রী এমপিরা ব্যস্ত টাকা পয়সা গুছানোর কাজে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



প্রশাসন ও শেখ হাসিনা করোনাকে বুঝার মতো বুদ্ধিমান নন; জাতি ভয়ংকর সমস্যায়

১৩| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৭

ডঃ এম এ আলী বলেছেন:



দেশে শুধু বেকারের সংখ্যাই বাড়ছেনা
সাথে বাড়ছে বিবিধ পদের ভিলেজ
পলিটিক্সের বিরম্বনা,জমি জমা দখলের
ভৌতিক কায় কারবার বেড়ে গেছে
গানিতিক হারে , গ্রামীন পাওয়ার
স্ট্রাকচারের শীর্ষে থাকা লোকজন
সাথে প্রশাসন মিলে চালাচ্ছে বিবিধ
ধরনের কান্ডকারখানা । করোনায়
বেকার হয়ে গ্রামে গিয়েও শান্তি নাই,
রুজি রোজগার সেখানেও নেই, উপরন্ত
হচ্ছে হয়রানীর শিকাড় । সরকারকে
সব দিক দিয়েই হতে হবে সচেতন ।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



প্রশাসন ও সরকার ফেল করেছে, এখন জাতির অবস্হা কি হবে, অনুমান করা মুশকিল।

১৪| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৩

শূন্য সারমর্ম বলেছেন: রুপকথার ভাবনায় এমন অরাজকতা সম্ভব?

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের মতো জাতির এমন দুরাবস্হা হওয়ার কথা নয়; ব্যুরোক্রেটরা ও ক্যাবিনেট মিলে আমাদেরকে ধ্ববংস করেছে।

১৫| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সংকট থেকে বেকুব জাতির দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়ার বিভিন্ন কৌশল আছে - ক্ষমতাসীনরা তার দু একটি প্রয়োগ করছে। পরীমনি ও শরাব কাহিনী তারই একটি, কিরিকেট হচ্ছে অন্যটি। =p~

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


ব্যুরোক্রেটরা জাতিকে কলোনিয়েল সিষ্টেমে নিয়ে গেছে।

১৬| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৮

নেওয়াজ আলি বলেছেন: পেপারে আজও দেখলাম পরিবার নিয়ে বিপদে পড়ে আত্মহত্যা করেছে একজন। মহামারীতে মানুষ কাজ হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



যাক, মৃত্যুর আগে অষ্ট্রেলিয়ার সাথে বাংলার খেলাটা দেখে গেলে কোনভাবে মেনে নেয়া যাবে।

১৭| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:

সবাই বিপুল আনন্দের সাথে সরকারের 'বোতল উদ্ধার অভিযান' দেখছে।
আর আপনি বেরসিকের মত চাকরিবাকরি, টিকা, ক্রিকেট নিয়া চিন্তায় ঘুম আসে না।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:



৭/৮ কোটী মানুষ দারিদ্র সীমার নীচে চলে গেছে।

১৮| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৬

হাবিব বলেছেন: সরকারের ব্যর্থতা বলতে কিছু নেই। সবকিছুতেই সরকার সফল

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১০

চাঁদগাজী বলেছেন:



দেশের শিক্ষিতরা দেখছেন যে, আমাদের মানুষ বিনা চিকিৎসায় ও বিনা টিকায় মারা যাচ্ছে; তারা চাইলে প্রাইম মিনিষ্টারের সাথে বসতে পারেন।

১৯| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৯

বিটপি বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বিশ্বের বুকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করে গেছেন। জাতির জনক আমাদের একটি পতাকা ও
একটি সংগীত দিয়েছেন, দিয়ে গেছেন একটি স্বাধীন মানচিত্র। তাঁকে নিয়ে আর না লিখলেও চলবে।


কিন্তু জাতির জনক যে জাতি পয়দা করে গেছেন, তারা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১২

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব খারাপ কিছু করেননি, তিনি আঢুনিক দেশ গড়তে জানতেন না, মনে হয়।

২০| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১২

গফুর ভাই বলেছেন: আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রূপসীর একটু নগ্ন-বাহু দেখে ওরা হৈচৈ করে, কিন্তু পথে ভিখারিনীর উলঙ্গ দেহ দেখে একটুও বিচলিত হয় না

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১২

চাঁদগাজী বলেছেন:




মানুষ একা, সরকার বা প্রশাসন মানুষের সাথে নেই।

২১| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৫

গফুর ভাই বলেছেন: বাঙালির জাতিগত আলস্য ধরা পড়ে ভাষায়। বাঙালি ‘দেরি করে’, ‘চুরি করে’, 'আশা করে', এমনকি ‘বিশ্রাম করে’। বিশ্রামও বাঙালির কাছে কাজ

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:



মহামারীর সময় জাতীকে সঠিকভাবে ঐক্যবদ্ধ করতে পারেনি সরকার।

২২| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৬

গফুর ভাই বলেছেন: কজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৫

চাঁদগাজী বলেছেন:





সচিবেরা অন্যায়ভাবে ভালো থাকতে গিয়ে, জাতিকে দারিদ্রতার মাঝে ঠেলে দিয়েছে।

২৩| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের খেলোয়াড়রা দেশের জন্য খেলে না। খেলে নিজের জন্য। ভালো খেললে বিজ্ঞাপন করার সুযোগ পায়। তায়ে অনেক টাকা। সেই টাকা দিয়ে পরিবার নিয়ে আমেরিকাতে রাজার হালে থাকা যায়। খেলা শুরু হলে খেলতে আসে। আবার আমেরিকা চলে যায়। বাংলাদেশের কোনো খেলোয়াড় কখনও দেশের মহামারীতে সাহায্য করে না। তাঁরা সাহায্য করতে জানেন না।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:


প্রাইম মিনিষ্টার খেলেোয়াড়দের অনেক ক্যাশ ও ফ্ল্যাট দিয়েছেন; ওরা চাইলে এখন জাতির পাশে দাঁড়াতে পারে।

২৪| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৪

আরোহী আশা বলেছেন: বাংলাদেশ জনগনের কারো কথা শুনেন না। তাদের কথা ভাবেন ও না

০৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



এটা হলো এনার্খী, মানুষ সরকারেবিশ্বাস করে না, সরকারের লোকের নিজেদের জন্য কাজ করে।

২৫| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৮

কুশন বলেছেন: আমাকে জেনারেল করা হয়েছে।
একটা পোস্ট দিয়েছি। এডমিনের ভালো লাগে নি। এডমিন সরিয়ে দিয়েছে। ভালো কথা। তাহলে জেনারেল করলো কেন?
এখন আমাকে কি করতে হবে? সেফ হওয়ার জন্য কি করবো?

০৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি লিখতে থাকুন, কমেন্ট করেন ও এডমিনকে নীচের ইমেইল'এ অনুরোধ করে আপনার ষ্ট্যাটাস "সেইফ" করতে:

[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.