নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতে কেন ভয়ংকর ভ্যারিয়েন্ট "ডেলটার" জন্ম হলো?

০৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৭



কোন ভাইরাস দীর্ঘ সময় যদি কিছু মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়াতে থাকে, তখন সে ক্রমাগতভাবে নিজকে বদলায়; তার নতুনরূপ আগের ভ্যারিয়েন্ট থেকে ভয়ংকর হতে পারে, কিংবা সহজ হতে পারে; সহজগুলো মানুষের ক্ষতি করতে পারে না, মানুষ এই নতুন সহজ ভাইরাসটি নিয়ে মাথা ঘামায় না, এবং সহজটির সংক্রমণ ক্ষমতা কম হওয়ায়, সেটি নিজের থাকেই বিলুপ্ত হয়ে যায়। যেই নতুন রুপটি ভয়ংকর হয়, মানুষ সেটিকে নিয়ে বিপদে পড়ে, সেটা থেকে বাঁচার জন্য মানুষ সংগ্রাম শুরু করে। ভারতে দীর্ঘ সময়, অনেক মানুষের মাঝে করোনা থাকার ফলে, অনেক ধরণের রূপান্তর ঘটেছে; যেটি সবচেয়ে ভয়ানক, সেটাকে তারা নাম দিয়েছে, "ডেলটা ভার্সন"।

যেসব দেশে কম সময়ে করোনাকে কন্ট্রোলে এনেছে, সেখানে রূপান্তর কম হচ্ছে; সেইদিক থেকে ইসরায়েল, দুবাই, চীন, ভিয়েতনামে রূপান্তর কম হচ্ছে। বাংলাদেশেও রূপান্তর ঘটছে, কিন্তু নতুন রূপগুলো এখনো "ডেলটা" থেকে ভয়ানক হয়নি। তবে, ডেলটারও পরিবর্তন ঘটছে; ডেলটার নতুন কিছু রূপ শুরুর ডেলটা থেকেও শক্তিশালী হতে পারে।

যেসব জাতি করোনাকে দীর্ঘ সময় লালন পালন করছে, তারা বিশ্বের অন্য জাতিগুলোর জন্য হুমকি। ভারতের বিরাট জনসংখ্যা ডেলটার জন্ম দিতে পেরেছে; বাংলাদেশও নতুন কিছুর জন্ম দিতে পারে।

বিবিধ জাতির জেনেটিক্যাল অবস্হা, ফিজিওলোজিক্যাল অবস্হা, জলবায়ু, খাবার, শরীরে ঔষধের উপস্হিতি ও প্রতিরোধ ক্ষমতার উপর ভাইরাসের রূপান্তর নির্ভর করে। মৌসুমী অন্চল ও গরমের দেশগুলোতে ভাইরাসের বেশী রূপান্তর ঘটে; সেই কারণেই মনে হয়, ভারত ছিলো বেশী রূপান্তরের জন্য একটি উত্তম দেশ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:১০

শাহ আজিজ বলেছেন: জানলাম । গো মুত্রের প্রভাবে ডেল্টা রুপ পেয়েছে।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



শরীরে ক্ষতিকর কেমিক্যাল উপস্হিত থাকলে, প্রতিরোধ ক্ষমতা কমে যায়; গোমুত্র অবশ্যই শরীরে সমস্যা করছে।

২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশে ঢুকে ডেল্টা যে কি হয়ে গেছে তার খবর কেউ রাখে না।

০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ সরকার অতটুকু অর্গেনাইড নয়।

৩| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩৪

শূন্য সারমর্ম বলেছেন: পৃথিবীতে ভাইরাস মিউটেশনে আদর্শ দেশ একটাই "ভারত ; তাই ঘটলো।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:




আফ্রিকা, ভারত, চীন হচ্ছে ভাইরাস প্রজনন কেন্দ্র।

৪| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৬

কামাল১৮ বলেছেন: সারা বিশ্বকোষ এক যোগে কাজ করতে হবে করোনার বিরুদ্ধে।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



সবার একই রকম শিক্ষিত নয়, সবার অর্থনীতি ও রাজনীতি সমান লেভেলে নেই।

৫| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সময়ের সঙ্গে জীবানুর শক্তি বাড়তে থাকে। আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে থাকে। আমাদের শরীরে একধরণের ইমিউনিটি সৃষ্টি হয়েছে প্রকৃতিগতভাবেই। টিকা নিয়ে সেটা আরও বাড়াতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। প্রতিদিনের খাবারে ভিটামিন সি ডি যুক্ত করতে হবে। লিকুইড খাবার খাবারের তালিকায় যোগ করতে হবে। শুধু করোনা নয় ঢাকায় ডেঙ্গুর প্রকোপ আছে। এভাবেই চলতে হবে। ডেল্টা ভারতের উপর অভিশাপ হিসেবে ধরে নেন। এই অভিশাপ তাদের কোথায় নিয়ে যায় কে জানে।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



মোদী ও বিজেপি'র কারণে ভারত সঠিক সময়ে, সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।

৬| ০৯ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা ফ্যাক্টর। অপরিচ্ছন্ন পরিবেশে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিস্তার ও রূপান্তর অধিক হয়ে থাকে।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:




ভারত, চীন ও আফ্রিকার লোকজন অপরিস্কার।

৭| ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৩৯

কলাবাগান১ বলেছেন: ভ্যারিয়েন্ট নিয়ে আপনাকে ইমেইল করতে চাই...

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ।

৮| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সরকার আগে থেকে সাবধান হয় না। যেমন এখন চারিদিকে ডেংগু। ডেংগু নির্মূলের জন্য বছরের শুরু থেকেই ব্যবস্থা নিতে হয়। কিন্তু বছরের শুরুতে সরকার ডেংগুর কথা ভুলেই গেছে। এখন লাখ লাখ মানুষ ডেংগু আক্রান্ত। এখন সরকারের হুশ হয়েছে। প্রতিদিন মাইকিং করছে। শেখ হাসিনা ডেংগু মুক্ত বাংলাদেশ চায়। বিকেলে ওষুধ দিয়ে যায় সিটি করপরেসন।তাতে মশা যায় না।

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা শীঘ্রই বাংগালীমুক্ত বাংলাদেশ পাবেন।

৯| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৭

মোঃমোজাম হক বলেছেন: বাংলাদেশীরা করোনার চেয়েও শক্তিশালী তাই সেখানে করোনা মাথাতুলে দাঁড়াতে পারতেছিলনা।
এখন কি যে হচ্ছে আস্তে আস্তে করোনার সাহস বেড়ে যাচ্ছে

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



জ্ঞানের অভাবে বাংগালীরা করোনার ভয়ংকরতা বুঝতে পারেনি; সেজন্য দেড় কোরী পরিবার ভয়ানক অবস্হার মাঝে পতিত হয়েছে, আরো বড় ক্ষতি হবে সামনের কয়েক বছরে।

১০| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

কুশন বলেছেন: যেই রিজভী সাহেব একসময় টিকা নিতে মানুষকে নিরুৎসাহিত করেছেন, সেই রিজভী সাহেবও আজ "আমি টিকা নিয়েছি, কারণ এটা আমেরিকান টিকা" বলে নিজে টিকা নিয়ে নিয়েছেন। তার আগে উনি ৪ মাস করোনায় ভুগেছেন। পরে যখন দেখলেন জান বাঁচানো ফরজ, তখন আমেরিকার দোহাই দিয়ে টিকা নিয়ে নিয়েছেন।

০৯ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



উনাকে টিকার আগে পাগলামীর চিকিৎসা দেয়ার দরকার ছিলো।

১১| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪০

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের মানুষদের অন্ধকারে ফেলে রেখেছে ধর্মান্ধ স্বার্থপর লোভী আকালকুষমান্ড কিছু অসভ্য লোক জন।

০৯ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগের অবস্হা দেখলে ইহাই মনে হয়।

১২| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: করোনা গোটা মানবজাতির উপর অভিশাপই বলি আমি। কারণ করোনা হয়তো মানুষের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করছে। কিন্তু করোনায় বিপর্যস্ত মানবসমাজ। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন উন্নততর পারে। কিন্তু শিক্ষিত মানু্ষগুলোর সচেতনার অভাব। স্বাস্থ্যবিধি পরিপালনে অপারগতা এক ধরণের ব্যর্থতা। সেটা ভারতও পারছে না। সেখানেও হয়তো এই অসচেতন জনসংখ্যা বেশি। ধর্মান্ধতা আরো প্রকট। তারা ধর্মীয় কারণে অনেক বড় জনসমাগম করছে ফলে এ জটিল অবস্হার সৃষ্টি। আর করোনা সহসা যাচ্ছে না।করোনায় যুক্তরাষ্ট্রও অনেক বেশি গ্রস্ত। কম নয় কিন্তু ।

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



করোনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র; কিন্তু এরা মানুষকে সাহায্য করে, ইহার থেকে বেরিয়ে আসবে।
ভারত মানুষকে সাহায্য করবে না, বাংলাদেশ মানুষকে সাহায্য করছে না, ভবিষ্যতেও করবে না, এটাই যুক্তরাষ্ট্রের সাথে পার্থক্য।

১৩| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: যুক্তরাষ্ট্র কী মানুষকে সাহায্য করে ? নাকি ধ্বংস করে? আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর বন্ধু রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যান্ত্রিক মানুষকি বাংলাদেশের মাটির মানুষদের চেয়ে ভালো। যুক্তরাষ্ট্র কি আপনাদের ১ম শ্রেণীর নাগরিক মর্যাদা দেয়? জ্ঞান বিজ্ঞানে তারা পৃথিবীতে নেতৃত্বে আছে। আমার কিন্তু তাদের সাথে কাজ করা অভিজ্ঞতা আছে। তারা অতিমাত্রায় প্রফেশনার। কাজ ছাড়া কিছু বোঝে না্ । ভারত হলো বৈষম্যের রাষ্ট্র মূর্খের সংখ্যা যেখানে বেশি।

যুক্টরাষ্ট্র পুরো পৃথিবীর অর্থনীতি শোষণ করে । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সমর্থন করে। মেজ জিয়াকে সমর্থন করে। সৌদি আরবের ভাল বন্ধু। তারা ইতিহাসের সবচেয়ে বড় খুনি রাষ্ট্র সাম্প্রতিক বিশ্বে। তবু মন আমাদের যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি প্রেম বুঝে। ভারতকে প্রধান্য দেয় চীনকে ঘিরে ধরার জন্য। তারা আসলে দাদা রাষ্ট্র ।

আমাদের বাংলাদেশে রাজনৈতিক বৈষম্য একটা সমস্যা। পারস্পরিক বিশ্বাসের অভাবে করোনা টিকাও নেয় দেরিতে। এখন একতার সময়। ঐক্য বদ্ধ হয়ে করোনা পরিস্থিতি সামলানোর সময়। সেটা করতেও এখনো বাংলাদেশ সফল হতে পারেনি। তথাপিও বাংলাদেশের মানুষের মানবিকতা আছে। অতিথি পরায়নতা আছে। গ্রাম বাংলার মানুষ পরস্পর সহযোগিতায় বিশ্বাসী ।

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশের বর্তমান কষ্টের জন্য দায়ী নীচুমানের ব্যুরোক্রেসী ও দুষ্ট প্রশাসন।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ওমিক্রন আসছে। বাংলাদেশে এর প্রভাব কতটুকু পড়বে বলে আপনি মনে করেন।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


ওমিক্রোন বাংলাদেশে খুব একটা ছড়ানোর সম্ভাবনা কম; বাংলাদেশের শহরগুলোর মানুষের প্রায় সবার কোরনা হয়ে গেছে ও এসিম্পটোনিক করোনার ফলে তাদের শরীরে এন্টবডি আছে; ফলে, ওমিক্রোন হলে টের পাওয়া যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.