নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সামুতে এলে ভালো লাগে; মনে হয়, মহামারীর অবসান হয়েছে

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৭



আমি এখনো করোনার ভয়ে আছি; বয়স বেশী, একবার হলে গেলে খবর আছে; ব্লগার নুরু সাহেবের পোষ্টে নাম এসে যাবে। তবে, সামুতে এলে আমার ভয় কেটে যায়, মনে হয়, মহামারি শেষ হয়ে গেছে: কেহ প্যান্টি কাব্য লিখছেন, কেহ ব্রা কাব্য লিখছেন, কেহ কামসুত্র পদাবলি লিখছেন, কেহ নিজের "ডেইটিং"এর গল্প লিখছেন, লন্ডন থেকে কেহ কেহ "আস্তিক নাস্তিক" নিয়ে লিখছেন, কেহ ইউক্রেনের সুন্দরীর স্তনের কথা বলছেন, কেহ প্রাকৃতিক ভায়াগ্রার ফরমুলা দিচ্ছেন, এক প্রাক্তন করোনা ভুক্তভোগী ব্লগার উপন্যাস, নাকি বড় গল্প লিখে ফেলেছেন; সামু যেন অন্য কোন ইউৈভার্সের অংশ; ইহা যে, বাংলাদেশর ব্লগ তা মনেই আসে না।

শেখ সাহবের জন্মদিন উপলক্ষে যখন মোদী এসেছিল, তখন বেশ কয়েকজন তরুণ সেক্রেটারী একযোগে কয়েকদিন কাজ করেছে সেই প্রোগ্রামে; এদের মাঝে কোন একজনের করোনা ছিলো, তাতে সবার করোনা হয়ে গিয়েছিলো; একজন আমাদের পরিচিত ছিলেন, কয়েক পরিবারের ঘুমনিদ হারাম, ভয়ে সবাই সন্ত্রস্ত; যাক, দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা পেয়ে ৩ সপ্তাহে এরা সবাই ভালো হয়ে গিয়েছিলো। এখন এদের কান্ড দেখলে হতবাক হতে হয়, এরা ট্রাম্পের চেয়েও সরেস, করোনা নামে যেই মহামারী চলছে, ইহাকে গণনাই করে না; একজন বউ ঘরে রেখে আরেক বিয়ে করছে; এরা টিকা কেনার কথা ভাবার লোক? আমার বিশ্বাস, এসব সেক্রেটারীদের ভাবনাচিন্তা, ধারণা, জীবনদর্শন ইত্যাদি গড় ব্লগারদের চেয়ে কম হবে।

বাংগালীরা বীরের জাতি, '৭১ সালে যুদ্ধ করেছিলেন, সেটা মনে হয় এখনো রক্তে রয়ে গেছে; ফলে, করোনাকে এই জাতি গণনা করছে না, সামান্য করোনার জন্য ২/১ বিলয়ন ডলার পানিতে ফেলতে চাচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে ২/৪টা ভীতু বাংগালীও আছেন: ব্লগার রাজিব নুরের স্ত্রী নাকি রাজিব নুরকে আল্লাহের দোয়াই দিয়েছেন টিকা নেয়ার জন্য; উনার ২ মেয়ে থাকায় এই কান্ড ঘটেছে। যেসব নারী ব্লগারের বাচ্চা নেই, তাদের সাহস নিশ্চয়ই রাজিব নুরের স্ত্রীর থেকে বেশী হবে।



মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মহামারী !! আপনি কোথায় মহামারী দেখলেন ? ঢাকায়, চট্টগ্রামে নাকি গ্রামে-গঞ্জে ?
বাংলার মানুষের সময় আছে এইসব ফালতু মহামারী, অতিমারী নিয়ে ভাবার ? জনগণের ভাবনার জন্য এর চাইতে অনেক মূল্যবান টপিক তৈরী করাই আছে। এক পরীমনি, পিয়াসা-মিয়াসা বিষয়ক সুড়সুড়ি দেয়া ব্রেকিং নিউজ নিয়েই আমরা কতই না ব্যস্ত ! এই সব এক্সক্লুসিভ নিউজের ঠেলায় করোনা তো পগার পার ! =p~

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:



ব্লগে পরীমনির উপর যত পোষ্ট এসেছে, ১৫ই আগষ্ট শেখ সাহবের উপর ১০ ভাগের ১ ভাগও আসবে না।

২| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৪

নেওয়াজ আলি বলেছেন: আরে স্বামী বি পরিমনিকে ইজ্জত দেওয়ার জন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে গানের রচয়িতা আবেদন করেছে। উনার বয়স মনে গাজী সাহেবের মত। B-)

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:


জাতীর মগজে ভায়াগ্রা ঢুকে গেছে।

৩| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৮

হাবিব বলেছেন:





বাংলাদেশে করোনা নেই। করোনা আসলে বলে কয়েই আসে। এই যেমন ঈদের ছুটি দিয়েছিলো করোনা। এখন আবার অর্ধেক বাস চলছে। অর্ধেক বাসে ফুল যাত্রি নিয়ে চললে করোনা হবে না। সব বাস রাস্তায় নামিয়ে জ্যাম বাধালে করোনা হবার সম্ভাবনা আছে। সুতরাং প্রেমকাব্য আর পরিমণি ইস্যতে ব্যস্ত থাকাই শ্রেয়। রাষ্ট্রের পরিচালক, নিয়ন্ত্রক মহোদয়গন আমাদের যেভাবে চালাচ্ছেন আমরা বাধ্যগত ছাত্রের মতো সেভাবেই চলছি। দ্যাটস ইট!

করোনা করোনা বলে হাউকাউ করে লাভ নাই, ইহা কেউ শুনবে না। এর চেয়ে বিটিভি দেখেন, মজা পাইবেন।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ১ম টিকা এসেছিলো জানুয়ারীতে; এখন ভিক্ষার টিকা আছে পাইপ লাইনে; ১৫ কোটীকে টিকা দিতে লাগবে ২ বছর; এই ২ বছরে ২ লাখ মানুষের প্রাণ যেতে পারে।

৪| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২১

কামাল১৮ বলেছেন: ইসলাম ধর্মে রোগের কোন সংক্রমণ নাই ,তাই তারা ভয় পায় না।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


যাদের মগজ নেই, তারা কিছুতেই ভয় পায় না; কারণ, তাদের মুল্য গরুর মুল্য থেকে কম।

৫| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৮

সাজিদ! বলেছেন: যাক আপনি সেক্স, গান, নাচ, তেলবাজি, এসব বাদ দিয়েও সাময়িক পরিস্থিতি নিয়ে কিছু চিন্তা করেন। মাঝে মাঝে বেলাইনে চিন্তা করেন, তবে চিন্তা করেন সেটাই এপ্রিশিয়েট করার মতোন।

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



বিশ্বব্যাপি ও বাংলাদেশে যে ভয়ংকর মহামারী চলছে, বাংলাদেশের প্রশাসন ও মানুষের চলমান আচরণ থেকে তা বুঝা মুশকিল; ব্লগাররাও এই ভয়ংকর মহামারীকে নিয়ে তেমন চিন্তিত নন।

৬| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২৮

সাসুম বলেছেন: ব্লগের সৌন্দর্য্য তো এই যায়গাতেই।

বিভিন্ন মানুষ, বিভিন্ন মত, বিভিন্ন দেশ থেকে তাদের বিভিন্ন ভাবনা , ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন লাইফস্টাইলের রুপ, নাগরিক সংবাদ থেকে শুরু করে তাদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করবে।

যদি সবাই একই কথা নিয়ে লিখে তাইলে বিটিভি আর ব্লগ এর মধ্যে পার্থক্য কই রইল?

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:




আপনি বলেছিলেন, আপনি চীনে আছেন; সেখানে গড়ে দৈনিক সংক্রমণ ৮০ জনের নীচে, আমেরিকায় গতকাল ১ লাখ ১ হাজার, বাংলাদেশে ২৫/৩০ হাজার বা বেশী; ইহা জাতিকে ভয়ংকরভাবে ব্যস্ত রাখার কথা।

৭| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: পরিমনিকে নিয়ে যদি আমি চিল্লাই তাতে আমার লাভটা কি হবে? তাহলে লোকজন পরীমনিকে নিয়ে এত মেতেছে কেন?

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



পরিমনিকে পুলিশে নিয়েছে, সরকার আছে, আদালত আছে, তারা দেখুক।

৮| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: মানুষের মনে ভয় ঢুকেছে। সকলে এখন টিকা নিতে ছুটছে। মডার্নার টিকা আসাতে আগ্রহীর আংখ্যা বেরেছে। দাদাদের দেয়া টিকায় আস্থা ছিলো না আমার মতো এক শ্রেণীর লোকের। তারা এখন মর্ডানার টিকা নিচ্ছে।

সবাই যদি করোনা নিয়ে পোস্ট দেয় তাহলে সামুর নাম বদলে করোনাসামু রাখতে হবে না??

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



সবাইকে করোনা নিয়ে লিখতে হবে এমন কোন নিয়ম নেই; তবে, সবার আচরণ থেকে বুঝা যাচ্ছে যে, করোনার ভয়াবহ দিকটা জাতি বুঝতে না পারায়, জাতি ইহাকে থামানোর জন্য সঠিক পদক্ষেপ নেয়নি।

৯| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৬

শূন্য সারমর্ম বলেছেন: কয়েকশ ব্লগার নিযে দেশের। ক্ষুদ্রঅংশ সামুতে আসলেই আপনার তা মনে হয় ;অথচ আমরা এ দেশে হেটে বেড়াচ্ছি।

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



নিউইয়র্কের মানুষ দেখলে মনে হয় আমেরিকায় করোনা আছে, এবং প্রায় সবাই চিন্তিত; বাংগালীদের আছরণে তা বুঝা যায় না।

১০| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার নুরু সাহেব হয়তো আপনাকে নিয়ে একটা ড্রাফট্ রেডী করে রেখেছেন শুধু মৃত্যু তারিখটা বাদে সময়মত তারিখটা বসিয়ে পোস্ট দিবেন সুতরাং আপনি টিকা নিলেও সাবধানে থাকবেন। :D

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



সম্ভব, উনি সময় মতো এই ধরণের পোষ্টগুলো কয়েক মিনিটের মাঝে পোষ্ট করে দেন।

১১| ১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১০

রানার ব্লগ বলেছেন: একজন প্রাক্তন করোনা ভুক্তভুগী ব্লগার উপন্যাস নাকি বড় গল্প লিখে ফেলছেন

;) আমারে কইলেন নাকি ?

টিকা নিয়ে থাকলে ভয় নাই। ৯০% টিকা গ্রহনকারীর শরিরে এন্টিবডি তৈরি হয়ে গেছে, তাদের করোনা হলে অন্যসকল ফ্লুর মতই লাগবে। ভয় পাওয়ার কিছু নাই।

বাংগালী বিরের জাতি, আজ দেখলাম রাস্তায় ৮০ ভাগ লোক বিনা মাস্কে আরাম করে ঘুরে বেরাচ্ছে।

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



না, ইহা আপনাকে নয়; ইহা বলেছি, যেই এলাকায় ডাবের ভেতর ইলিশের পোনা পাওয়া যায়, সেই এলাকার ১ ব্লগারের উদ্দেশ্যে।

১২| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৪

রক্তহীন বলেছেন: আপনি মারা গেলে আমি অনেক কষ্ট পাবো।

১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক অনেক দীর্ঘ সময় ভালোভাবে থাকুন; আমিও আশা করছি, বেশ দীর্ঘ সময় বেঁচে থাকবো।

১৩| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৪

ডার্ক ম্যান বলেছেন: করোনা মহামারির সাথে সাথে বাংলাদেশে এখন মন্দার মহামারি শুরু হওয়ার পথে।

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



এটা তো ২০২০ সালের মার্চ থেকেই অনুমান করা হয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.