নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার কমেন্টগুলো আমার পোষ্টে কমেন্ট আনতে পারছে না!

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৭



সম্প্রতি, আমি অনেক পোষ্টে একাধিক কমেন্ট করে যাচ্ছি; কিন্তু আমার কমেন্টগুলো আমার নিজের পোষ্টের জন্য কমেন্ট আনতে সমর্থ হচ্ছে না; এই পোষ্ট লেখার সময়, আমি সামুর বাম প্যানেলে লগ-ইন-করা ব্লগারদের লিষ্ট দেখছি, আমার ধারণা, মাত্র ২ জন ব্লগার আমার পোষ্টটি পড়তে পারেন; এবং, এঁরা যে কমেন্ট করবনে, সেটার নিশ্চয়তা শতকরা ৫১ ভাগ মাত্র।

আমি টেনেটুনে সব সময় কিছু কমেন্ট নিয়ে আসতাম; কিন্তু আজকাল কোন কিছুই তেমন কাজ করছে না, কমেন্ট কমছেই কমছে। ব্লগে গড়ে ৩০/৩৫ জন লগিন করেন, এবং আনুমানিক শ'খানেক ব্লগার কমেন্ট করে থাকেন; লগিন-করা ব্লগারদের মাঝে কমপক্ষ ৩/৪ জন আমাকে কমেন্ট-ব্যানে রেখেছেন; কমেন্ট আসবে কি করে? যাঁরা লগিন করেন না, তাদের মাঝে অনেক মালটি-নিক আছে মনে হয়; কারণ, তাঁদের অনেকই আমার পোষ্টে মান-অপমানকর কমেন্ট করে থাকেন।

সেদিন দেখলাম, এক বিখ্যাত কবি, তার কবিতার নীচে ১টি বিশেষ লাইন যোগ করে দিয়েছেন: ওখানে তিনি উল্লেখ করেছেন যে, চাঁদগাজী ভাইয়ের কমেন্ট পড়েও দেখা হবে না! আমার ধারণা ছিলো, যেই পোষ্টে আমার কমেন্ট পড়বে না, উহা পোষ্ট হিসেবে অভিষিক্তই হবে না; এখন আমার এই অবস্হা? অবস্হা বুঝতেই পারছেন, উনার কমেন্ট এই জীবনে আর আমার পোষ্টে আসবে না!

আমার ১ টা কমেন্ট এমনিতেই হারিয়ে গেছে, উহা হলো ব্লগার নুরু সাহেবের কমেন্ট; উনি জেনারেল হয়ে গেছেন; একদিক থেকে ভালো হয়েছে, কারা মরে গেছেন উহা নিয়ে কম ভাবতে হচ্ছে! কিন্তু আমার ১টা কমেন্ট শেষ! জেনারেল হলেও, উনার কমেন্ট করার ক্ষমতা আছে, উনি লগিন করে, কমপক্ষে আমার পোষ্টে তো ১টা কমেন্ট করতে পারতেন!

আমাকে হেনস্তা করার জন্য যাঁরা কমেন্ট করতেন, তাঁদেরকেও আজকাল ব্লগে দেখছি না; উনারা কি করোনার লক-ডাউনে আছেন? হেনস্তা করলে করুন, কিন্তু বিনা-কমেন্টে তো আর হেনস্তা করা সম্ভব নয়।

ভাবছি, কি করে কমেন্ট বাড়ানো যায়; ধর্মীয় ক্যচাল কাজ করতে পারে? নাকি করোনার সময়, উহা তেমন ফল দেবে না? নাকি শেখ হাসিনার বিপক্ষে, কিংবা জেনারেল জিয়ার বিপক্ষে লেগে যাবো?



মন্তব্য ৬৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

নতুন বলেছেন: পরী মনি বা এই জাতীয় নতুন কিছু ইসু নিয়ে আলোচনা করলে প্যাচালের অভাব হবেনা।

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


পরীমনি সোনারখনি, অনেকই অনেক কমেন্ট নিয়ে গেলেন আমার সমানে দিয়ে।

২| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হাহ হা হা
প্রিয় চাঁদগাজী ভাই কমেন্টের কাঙ্গাল!!!

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



আমি বরাবরই কমেন্টের জন্য অপেক্ষা করি, পোষ্ট দিয়ে পোষ্টের দিকে তাকিয়ে থাকি; কমেন্ট না দেখলে, পোষ্ট বদলিয়ে দিতাম; আজকাল, পোষ্ট বদলানো সম্ভব হচ্ছে না।

৩| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০২

সাসুম বলেছেন: আপনাকে জিনে ধরছে। কালা কুকুরের থেকে পানি পড়া নিয়ে সেই জিন তাড়াইলে তবেই আপনার পোস্টে কমেন্টের বন্যা বইতে পারে।
এ ছাড়া উপায় দেখিনা চুক্ষে

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


জ্বীন, ভুত যদি কমেন্ট করতে পারতো, আমি তাদের থেকে ২/৪টা কমেন্ট আদায় করতে পারতাম; কিন্তু ওগুলো শুধু হাঁড় খেতেই ব্যস্ত।

৪| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমি যতটা সম্ভব আপনার পোস্টগুলো পড়ার চেষ্টা করি। আমার পোস্ট কম হলেও পড়াটা কিন্তু কম নাহ।
বলতে দ্বিধা নেই, আমার পোস্ট কম হলেও আপনার কমেন্টের অপেক্ষায় থাকি।

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি সমসাময়িক বিষয়ে লেখেন, আমি আপনার পোষ্ট পছন্দ করি।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১

রক্তহীন বলেছেন: আমি চেষ্টায় থাকি যে আপনার পোস্টে সবার আগে মন্তব্য করার, কিন্তু তার আগে লোকজন মন্তব্য করে ফেলেন। প্রথম মন্তব্য করার সুযোগ হয় না। যাহোক কমেন্ট কমার কারণ আমার কাছে যেটা মনে হয় তা হল মানুষ মনে হয় বিরক্ত হয়ে গেছে। দেশে এত একটার পর একটা ইস্যু (ভ্যালুলেস) নিয়ে কথা বলতে বলতে মানুষ ক্লান্ত। তাই এখন চুপ থাকাই স্বভাব হয়ে যাচ্ছে বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়ার পরেও।

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ ক্লান্ত, কোন সন্দেহ নেই! আমার কমেন্টে কাঁটাকুটা নেই তো?

৬| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অনেক পোষ্টে একাধিক কমেন্ট করে যাচ্ছি; কিন্তু আমার কমেন্টগুলো আমার নিজের পোষ্টের জন্য কমেন্ট আনতে সমর্থ হচ্ছে না;
আপনার মন্তব্য গুলি হয় সাধারনতো অপ্রাসঙ্গিক প্রশ্ন।
সর্ব শেষ দেখলাম একজেনর গল্পের পোস্ট আপনি মন্তব্য করেছেন -
চাঁদগাজী বলেছেন: পশ্চিম বংগে, এবং আপনি যেই এলাকায় থাকেন, সেখানে করোনার কেমন অবস্হায় আছে?

অন্যেরা হয়তো এমন অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে চায় না বলেই মন্তব্যের হার কমেছে।

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



উনার গল্প পড়ে মনে হচ্ছিল যে, সেই মুল্লূকে করোনা নেই, সিউর হওয়ার দরকার ছিলো।

৭| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: আমার পোস্টেও কমেন্ট আশানুরুপ আসছে না । কি সমস্যা এটাই বুঝতে পারছি না ।

১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগার লেখায় আর তেমন উৎসাহী নন, পরিচয়/ঘনিষ্টতা গণনায় থাকছে, মনে হচ্ছে!

৮| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

রক্তহীন বলেছেন: কাঁটাকুটা কী ?

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:


মাছের কাঁটার মতো, যা গলায় বিঁধে।

৯| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৮:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আজকাল ফেসবুকে পোষ্ট করলে অনেক লাইক/কমেন্ট পাওয়া যায়।

কিন্তু, ফেসবুকের কমেন্টগুলো কেমন যেন! পড়ে মজা পাওয়া যায় না!

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:



আমি ফেইবুকে কমেন্ট করলে, বাংলাদেশে ফেইসবুকের কাস্টমার কিছুটা কমে আসতো, হয়তো।

১০| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৮:১৬

শেরজা তপন বলেছেন: আমারতো মনে হয় আপনার পোষ্টেই ব্লগারেরা সবচেয়ে বেশী মন্তব্য করে- বাকি সবার অবস্থা বেশ খারাপ!

লক ডাউনের পর সবকিছু কুলে যাবার পরে সবাই বেশ খানিকটা ব্যাস্ত- লগ ইন থাকলেও অন্য কাজে ব্যাস্ত সবাই। তবে আরেকটা
বিষয় আমার মনে হচ্ছে যারা লগ ইন করেন তাদের একটা অংশ শুধু নিজের লেখাটা পোষ্ট করে চলে যান বা অপেক্ষা করেন। এর
মধ্যে কেউ কেউ অন্য কারো পোষ্টে মন্তব্যতো করেন ই না বরংচ নিজের পোষ্টের মন্তব্যের উত্তর দেন না।
অতএব তাদের বাদ দিলে আরেকটা অংশ আপনাকে এড়িয়ে চলেন- আপনার খোঁচাখুচিতে বিরক্ত। আপনার লেখা সম্ভবত
বেশীরভাগ যারা গেষ্ট হিসেবে থাকেন তারা পড়েন। মানুষরে এত খোচাইলে মন্তব্য ক্যামনে পাবেন-তারপরেও আপনি ভাগ্যবান
মানতেই হয়।

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



এই নিকটাকে বাঁচানোর জন্য আমি মোটামুটি কারো লেখার তেমন সমালোচনা করছি না; সামু ৬টা নিক খেয়ে ফেলেছে; তাই, মোটামুটি চুপচাপ আছি। আমি চেষ্টা করি ব্লগারদের প্রশ্নের উত্তর দিতে।

১১| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৫

পাজী-পোলা বলেছেন: আপনার যে সমস্যা আমার চোখে পরেছে, তা হল- আপনি লেখকের লেখা বোঝেন বা না বোঝেন একটা কমেন্ট আপনাকে করতেই হবে। আর সেই কমেন্ট গুলোও করেন মাশাল্লাহ। বগ্লার রাজীব নূরের ক্ষেত্রেও একি বিষয় লক্ষ্য করেছি।

তাছাড়া কমেন্ট কমে যাওয়ার অন্য কারণ আমার মনেহয়, মাঝখানে আপনারা অতিরিক্ত তেলাতেলিতে ছিলেন। কমেন্ট বক্স কে চ্যাট বক্স বানিয়ে ফেলতেন। আর গ্রুপের দ্বন্দতো লেগেই ছিলো।

কমেন্ট কমে যাওয়ার সবথেকে বড় কারণ বলে আমার মনেহয়, আজকাল আমাদের বড় তারা। আমরা সবাই শুধু পেতে চাই, দিতে চাই না কোন কিছু।

আমার পোষ্টে কমেন্ট পড়লে মনেহয় লেখাটা ভালো ছিলো। না পড়লে ভাবি, ভালো লিখতে পারিনি। লেখা পোষ্ট করার পর আমিও কমেন্ট বক্সের দিকে তাকিয়ে থাকি। কিন্তু জোড় করে আনতে চাইনা। আমি লক্ষ্য করে দেখেছি- আমি যদি কারো ভালো লেখাতে ভালো কমেন্ট করি সে আমার বাজে লেখাতেও এসে ভালো কমেন্ট করে যাবে। আর কারো লেখা ভালো না লাগলে, সেটা যদি বলে দেই তাহলে সে আমার ভালো লেখাতেও বাজে কমেন্ট করে যায়। তাই বিনিময় প্রথায় আমি নেই, কারো লেখা ভালো লাগলে লাইক দিয়ে চলে যাই আর বাজে লাগলে ইগনোর করে।

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:



আপনি কিছু দরকারী কথা বলেছেন; সম্প্রতি, আপনার লেখাগুলো পড়া হয়নি; আপনি কি একটা সিরিজ লিখছেন; সিরিজ নিয়ে আমার সমস্যা আছে: লেজমাথা হারিয়ে ফেলি।

আমি পড়লে সব সময় মন্তব্য করি।

১২| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:০০

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা ভাইয়া না হেসে পারলাম না। :P

আচ্ছা যাও তোমার পোস্টে কমেন্ট দিয়ে যাবো। :)


কিন্তু খবরদার আমার পোস্টের দিকে ভুলেও পা মাড়াবে না......


তোমার কমেন্ট যেন কোনোদিন আমার কোনো পোস্টে না দেখি.....

সত্যিই কিন্তু। অতি ফান করলেও মনে রেখো এই ফান ফান না .....

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



আমি আজকাল অনেককেই চিনে গেছি; আমি অনুমান করতে পারি কে কি বলতে পারেন।

১৩| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আপনি তো অনেক ভালো মানুষ। আপনাকে কেউ কেন ব্লক করবে?

যাইহোক ব্লগে আগের মতো চাঞ্চল্যতা আর নেই

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


অনেক ব্লগার এখন ব্লগে তেমন আসেন না, অনুপস্হিতদের অনেকেই আমাকে কমেন্ট ব্যান করেছেন।

১৪| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৭

কামাল১৮ বলেছেন: অনেক সময় আপনার পোষ্টে আমি কমেন্ট করি না। কিযে লিখবো বুঝে উঠতে পারি না যেমন আজকের পোষ্ট।আমি ব্লগ পড়ি কম তার চেয়ে কম পড়ি অন্ধদের মন্তব্য।বেশির ভাগ মন্তব্য করি পোষ্ট না পড়ে।পড়তে আকর্ষণ করে না।এর থেকে বেরোনোর উপায় কি?

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



এর থেকে বের হওয়ার উপায় হলো, আপাকে পোষ্ট দিতে হবে।

১৫| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৪

শূন্য সারমর্ম বলেছেন: ব্লগিং আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তাই হয়তো কমেন্টের জন্যই হাহাকার; অন্যদিকে সামু যৌবন শেষ করে ফেলেছে।আপনার সাথে কমেন্ট চালাচালি করে আলোচনা করা যায়,তবুও কমেন্ট কেন যে আসে না।

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



না, আমি কমেন্ট না পেলে হতাশ হই না; অন্য অনেকে কেন খুবই কম কমেন্ট পান, সেটা নিয়ে চিন্তিত।

১৬| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৬

শূন্য সারমর্ম বলেছেন: আপনার মত একটিভ ব্লগারের পোস্টে কমেন্ট না করাই বেমানান।

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



একটিভ ব্লগারদের সংখ্যা হিসেবে করলে, গড়ে আমি অনেক কমেন্ট পাই; সবাই কিন্তু পোষ্টের বক্তব্য বুঝেন না।

১৭| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৭

নূর আলম হিরণ বলেছেন: সবসময় কমেন্ট করা হয়ে উঠে না। তবে আপনার কোনো পোস্ট সাথেসাথে পড়তে না পারলেও আপনার প্রোফাইলে গিয়ে পড়ি।

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনি সামসাময়িক ব্যাপারে লেখার শুরু করেছিলেন, আজকাল আপনার পোষ্ট চোখে পড়ছে না তেমন।

১৮| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আগে আপনার পোস্টে মন্তব্য করার সাহস পেতাম না কেন জানি।

১৪ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


অনেকেই সেটা বলতেন; সামুর চাপে আমার নিজের ষ্টাইলও বদলে গেছে; ব্লগারই নেই, চারিদিক অনেকটা নিস্তব্ধ।

১৯| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৯

বিটপি বলেছেন: ধর্মীয় বিষয়ে ক্যাচাল করে লাভ হবেনা। এই বিষয়ে আপনার জ্ঞান প্রশ্নফাঁস জেনারেশনের চেয়ে বেশি কিছু নয়। এটা সবাই জেনে গিয়েছে, তাই কোন কমেন্ট করবেনা। এই গুরুদায়িত্ব আপনি ঐ গাঞ্জাখোর ছাগলটার হাতে ছেড়ে দিন। সে তার জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে ধর্মের অসাড়তা প্রমাণের চেষ্টা করে যাক - সেখানে আপনি প্রয়োজনীয় সাপোর্ট দিয়েন।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



ধর্ম সম্পর্কে আমার জ্ঞান হলো, ইহা বেকুবদের জ্ঞানের সমষ্টি

২০| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৭

হাবিব বলেছেন:





এইতো ম্যালা কমেন্টস পাইছেন। আমি আপনার পোস্ট পড়ি সাধারণত কয়েকটি কারনে, আপনার পোস্টের সবচেয়ে বড়গুণ হলো আপনি খুবই সংক্ষেপে লিখেন। যেটা ঝটপট পড়ার জন্য খুবই কার্যকরী।

এখন আর বস্তা বস্তা কমেন্টস পাওয়ন যায় না ব্লগে। ৫/৬ টা কমেন্টস পাইলেই আলোচিত পাতায় যায় লেখা, ২/৪ টা লাইক পাইলে কিংবা ১০০+ বার পঠিত হলেই আলোচিত পাতায় লেখা চলে যাচ্ছে।

আরো দুই চারটা কমেন্টস কইরা কমেন্টস সংখ্যা বাড়াইয়া দিমু নি ...... :P :P

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:




আমার পোষ্টে কমেন্ট এক সময় থাকবে না, শুধুমাত্র নতুন ব্লগারেরা কমেন্ট করবেন আমার পোষ্টে।

২১| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৬

জুন বলেছেন: আপনার রাজনীতি আর জীবনধর্মী পোস্ট যা আকারেও পরিমিত সেগুলো আমি নিয়মিত পড়ি এবং মন্তব্যও করি। আর ক্যাচাল ধর্মী পোস্ট শুধু আপনার না সবারটাই এড়িয়ে চলি। কারণ ব্যাক্তিগত জীবনে আমি খুব পীসফুল লাইফ লিড করতে পছন্দ করি। কিন্ত আপনি আমার পোস্টে খুব কমই যান এবং যাও বা গেলেন তাতে বেশিরভাগ সময় একটা অপ্রাসঙ্গিক মন্তব্য করে আসেন।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:




আপনার পোষ্ট সম্প্রতি তেমন পড়া হচ্ছে না; দেখি, সামনেরগুলো পড়বো।

২২| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১১

রানার ব্লগ বলেছেন: আপনি কমেন্ট নিয়ে ভাবছেন ? ব্যাপারটা আমাকে হাসাচ্ছে !!! তবে এটা ঠিক কমেন্ট একটা লেখাকে উপভগ্য করে তোলে। কমেন্ট বিহীন লেখে খানিকটা পকেট ছাড়া প্যান্ট মনে হয়।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারের সংখ্যা নেই বললেই চলে; এরাই বাংলাদেশের শিক্ষিত সমাজের সেম্পল; ব্লগে যদি ১ জন চিন্তাশীল ভালো ব্লগার থাকেন, আমি ১টি কমেন্ট পাবো কমপক্ষে ।

২৩| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৪

ডাব্বা বলেছেন: কোনও কারণে হয়তো ব্লগবাসীরা আপনার উপর রুষ্ট। কারণগুলো জানতে এই পৌস্টটা কার্যকর হতে পারে।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগে কিছু পরিচিত মুখ আছেন, এঁরা রুষ্ট; এঁদের রুষ্টতার পেছনে আমার হাত আছে।

২৪| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫

আরোহী আশা বলেছেন: পোস্টে কমেন্টস দিয়া কি করবেন, আপনি তো হিট ব্লগার

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমি যা লিখছি, ইহা সঠক কিনা, জানার দরকার,

২৫| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আমিও তো একদম কমেন্ট পায় না।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি সমসাময়িক বিষয়ের উপর লিখুন; নিজের মতামত জানাবেন স্পষ্টভাবে; তখন লোকজন পড়বেন।

২৬| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: আমার কাছে তথ্য আছে- সামুতে আপনার পোষ্টেই সবচেয়ে বেশি মন্তব্য আসে। অনেকেই আপনার পোষ্টঁ এবং মন্তব্য দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। ব্লগে আসে।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:



আমার কমেন্টের অভাব কোনকালে ছিলো না; এখন ব্লগটা স্হবির হয়ে গেছে, এবং ব্লগের কিছু স্হায়ী বাসিন্দা আমাকে পেছনে টানার চেষ্টা করছেন; তাঁদের সামান্য বিনোদন দেয়ার জন্য এই ধরণের পোষ্ট দেয়া

২৭| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: সব খাইছে ফেইসবুক! যেখানে নিজেই নিজের রাজা! ব্লগে এখন কেহ আসে না।

১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:



ফেইসবুকের লোকেরা লেখক হিসেবে সৎ নন; ফলে, উহা আবর্জনা

২৮| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫২

জুন বলেছেন: @উদরাজী ভাই আপনি ঠিকই বলেছেন ফেসবুক খেয়েছে। তবে এই বিষয়ে আমার মতামত হলো ফেসবুক আর ব্লগের একটা বড় পার্থক্য আছে সেটা আমি মনে করি ফেসবুকে যারা লিষ্টে তারা সবাই সবার ফ্রেন্ড । বন্ধুর কোন লেখায় নেগেটিভ বা দোষ ত্রুটি থাকলেও তা উল্লেখ করে বাকি বন্ধুরা মন্তব্য দিবে না, তারা শুধু অসাধারন অসাধারন করবে। কিন্ত ব্লগের ব্যাপার অন্যরকম সেটা তো আপনিও জানেন। আর কেউ না হলেও আমাদের সহ ব্লগার চাদগাজী তো অবশ্যই বলে আসবে গার্বেজ :P
গঠনমুলক সমালোচনার দরকার আছে যা ব্লগে অনেক সময় দেখা যায় ।

১৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:





ফেইবুকের শতকরা ৯৯ ভাগ লেখক লেখার ব্যাপারে সৎ নন; ফলে, লেখাগুলো আসলে গার্বেজ

২৯| ১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৬

মিরোরডডল বলেছেন:



কমেন্ট নেই কোথায় !!!
২৮ টা কমেন্টতো অনেক :)

খেলাঘর আবার আগের মতো নিয়মিত হয়েছে দেখে ভালো লাগলো ।

১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগে লেখকের পরিমাণ; দক্ষ ব্লগার ও কমবুদ্ধিমান ব্লগারদের অনুপাত হিসেব করলে, আমি এখনো অনেক কমেন্ট পাচ্ছি; আমি ঝোপে ঢিল মেরে পাখীর পরিমাণ বুঝার চেষ্টার করছি।

৩০| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৬

ফয়সাল রকি বলেছেন: চাচা, কেমন আছেন?

১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ, ভালো আছি। করোনা থেকে লুকিয়ে থাকুন।

৩১| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২২

ফয়সাল রকি বলেছেন: লুকিয়ে থাকতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করি সাবধানে থাকার।
ভ্যাক্সিন নিয়েছেন?

১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমি ভ্যাকসিন নিয়েছি; আপনি পেলে নিয়ে নেন।

৩২| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৯

হাবিব বলেছেন: একমাস হলো ভ্যাকসিন নেবার জন্য রেজি করলাম এখনো কোন মেসেজ আসে নাই। অনেকেই দেখলাম কেন্দ্রে গিয়ে হুড়োহুড়ি করতে। যাবার সাহস হলো না। কবে যে ভ্যাকসিন পাবো !!!

২০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হসিনা মহামারীর গুরুত্ব বুঝলেন না; মানুষের টাকায় মানুষের প্রাণ রক্ষার জন্য টিকা কিনলেন না; এর থেকে বেকুব কোন প্রাইম মিনিষ্টার বিশ্বে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.