নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৫ই আগষ্টের হত্যাকান্ড আপনার ভাবনার উপর প্রভাব ফেলে?

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২১



আমাদের দেশ স্বাধীন হওয়ার সাড়ে ৩ বছর পর, দেশের সরকার প্রধানকে হত্যা করে, মিলিটারী দেশের ক্ষমতা দখল করে, আমাদের জাতির কক্ষপথ বদলিয়ে দেয়। জাতির স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি, শেখ সাহেব; এবং পরে তিনি সরকার প্রধান হয়ে, জাতিকে চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন; তিনি নিজেই সঠিক কোন পথ জানতেন না। অবশেষে, তিনি দেশে সীমিত সোস্যালিজম প্রবর্তন করার সিদ্ধান্ত নেন; এবং সেজন্য তিনি "বাকশাল" (সর্বদলীয়) নামে একটি প্লাটফরম গঠন করেন। উহা কার্যকরী করার আগেই তাঁকে হত্যা করা হয়। হত্যাকান্ডে আমাদের পুরো মিলিটারী যুক্ত ছিলো না প্রথমে, এতে উঁচু পদের অফিসারেরা ও নীচু পদের ২০/২২ জন অফিসার যুক্ত ছিলো। হত্যাকান্ডটি ঘটায়েছিলো সিআইএ, এতে সহায়তা করেছে পাকী মিলিটারীর ইন্টেলিজেন্স আইএসআই।

আজকে জাতির যেই প্রোফাইল, জাতির যেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্হান, এগুলোর উপর আপনি ১৫ই আগষ্টের হত্যাকান্ডের কোন প্রভাব দেখতে পান? আপনার কি মনে হয় যে, ১৫ই আগষ্টের হত্যাকান্ড আমাদের জাতির স্বাভাবিক বিকাশকে কোনভাবে ব্যাহত করেছে, কিংবা উল্টো, ইহা জাতিকে সাহায্য করেছে? আপনার কি মনে হয়, শেখ সাহেবকে হত্যা করা না'হলে, জাতি এর থেকে অনেক ভালো করতে পারতো, আমরা কমপক্ষে দ: কোরিয়া, মালয়েশিয়া কিংবা ব্রাজিলের মতো হতে পারতাম?

কিংবা আপনার কি মনে হয়, শেখ সাহেবের সাড়ে ৩ বছর দেশ চালনার প্যাটার্ণ থেকে বুঝা যাচ্ছিলো যে, উনি জাতিকে ভালোর দিকে নিতে পারতেন না; কিন্তু ক্ষমতা থেকেও সরতেন না; ফলে, যা ঘটেছে, উহা ঘটার জন্য পরিস্হিতি তৈরি হয়েছিলো?

বেশীরভাগ বাংগালী বিশ্বের অন্য দেশ ও জাতিগুলোকে সঠিকভাবে বুঝতে পারেন না; বিশ্বের অন্য জাতিগুলো সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণার অভাবে বাংগালীরা নিজ দেশের অবস্হান নির্ণয় করতে পারেন না; ফলে, দেশে কি হচ্ছে, কি হওয়া সম্ভব ছিলো, জাতি কোন পথে এগুচ্ছে, কারা জাতির কক্ষপথ রচনা করছে, এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান বেশীরভাগ শিক্ষিত মানুষের নেই।

কিন্তু আপনারা ব্লগার, দেশের শিক্ষিত মানুষদের সবচেয়ে প্রগতিশীল ছোট একটি সেম্পল; আপনারা ব্লগ থেকে যতটুকু সঠিক তথ্য ও তত্ব পাচ্ছেন, অন্যেরা এতটুকু পাচ্ছেন না। আপনারা ব্লগ থেকে বিশ্ব সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পাচ্ছেন; সেই ধারণা, ইত্যাদি থেকে ১৯৭৫ সালের হত্যাকান্ড সম্পর্কে আপনার নিজের ধারণাটুকু বলুন। ইহা কি আপনার ভাবনার উপর কোন রকম প্রভাব রাখে, নাকি ইহা একটি সাধারণ ঘটনা?



মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩১

বিষক্ষয়_রিটার্নস বলেছেন: দুনিয়াতে নেলসন মেন্ডালাদের সংখ্যা কম--------------রবার্ট মুগেবেদের সংখ্যাই বেশি

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



মিলিটারী বাংলাদেশের ক্ষমতা দখল করে কি অন্যায় করেছিলো, নাকি উহা স্বাভাবিক ব্যাপার ছিলো?

২| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৫

নূর আলম হিরণ বলেছেন: শেখ মুজিবুর রহমানের ভুল ছিল, দূরদর্শিতার অভাব ছিল। তবে তাকে হত্যা করার মত কোনো কারণ ছিল না।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



ভুলভাবে দেশ চালালে, একই সাথে দুরদর্শিতার অভাব নিয়ে উনি ওখানে বসে থাকলে আমাদের অবস্হা কি ইয়েমেন, কিংবা আফগানিস্তানের মতো হতো না?

৩| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি শেখ সাহেবের জমানা পাইনি। জেনারেল জিয়ার সময়ে কোলের বাচ্চা ছিলাম। এরশাদের মিলিটারী শাসনের সময়ে রাজনীতি কি বুঝে উঠতে পারিনি। তাই, এখন সে সম্পর্কে যা বলবো তা আবেগ থেকেই বলবো।

তবে, তত্তাবধায়ক সরকারের আড়ালে মিলিটারী শাসন সম্পর্কে সম্যক ধারণা হয়েছে। তা থেকে বলতে পারি, মিলিটারি শাসন দেশের জন্যে ভালো নয়। তাঁরা ক্ষমতা দখল করে অন্যায় করেছিলো- সেটা শেখ সাহেবকে হত্যা করে হোক কি খালেদা জিয়াকে সরিয়ে।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



মিলিটারী বার্মা চালাচ্ছে ৫৮ বছর।

বেগম জিয়া, শেখ হাসিনা ও এরশাদ দেশ চালায়েছে শেখ সাহব হত্যার বেনেফিসিয়ারী হিসেবে; এরা জাতির ক্ষতি করেছে, এতে সন্দেহ নেই।

৪| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৩

বিষক্ষয়_রিটার্নস বলেছেন: জনগনের ট্রানস্পারেন্ট ভোট ছাড়া যেই ক্ষমতায় আসে তা শুধু অন্যায় না অপরাধও। parliamentary শাসন ব্যাবস্থা থেকে presidential শাসন ব্যাবস্থায় যাওয়ার জন্য গনভোটের দরকার ছিলো।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



পার্লামরন্টারী সিষ্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিষ্টেমে যাবার জন্য গণভোট করলে, শেখ সাহবে জিততেন; করলে পদক্ষপটি সঠিক হতো।

৫| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৮

শূন্য সারমর্ম বলেছেন: নতুন দেশ পাবার ৩ বছর পর সোস্যালিজম প্রবর্তনে শেখ সাহেব যতটুকু বুঝেছিলেন ;সেই বুঝ মাটিতে মিশে গেছে উনার হত্যাকান্ডের সাথেই। তখন তিনি ব্যাতীত ভালোমত কেউ বুঝতো না এ ব্যাপারে,তারপর ক্যাপিটালিজম সুধা পান করিয়ে অভ্যস্ত বানিয়ে ফেলছে পরবর্তী ৫০ বছর, সাথে ছিলো বোনাস শিক্ষাহীনতা।

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



সোস্যালিজম কঠিন অর্থনীতি, শেখ সাহেব সোস্যালিজম বুঝতেন না; তবে, চীন, সোভিয়েত, কিউবা দেখে, উহার ফলাফল অনুমান করতে পেরেছিলেন। উনার দল ক্যাপিটেলিজমে বিশ্বাসী ছিলো।

৬| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২১

শূন্য সারমর্ম বলেছেন: দ:কোরিয়া,মালয়েশিয়া কিংবা ব্রাজিলের মতো হতে পারতাম না পুরোপুরি তবে পুরো বিশ্ব ঐ নজরেই দেখতো।

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



দ:কোরিয়া,মালয়েশিয়া কিংবা ব্রাজিল উদাহরণ মাত্র; সব জাতির নিজস্ব কক্ষপথ আছে।

৭| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৫

সাসুম বলেছেন: ব্লগের আগের সেই দিন নাই
এখন পাকিরা আর আগের মত খোলস ছেড়ে বের হয়না।

যাই হোক - ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন।

আগামি কাল উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেব। লাইক কমেন্ট কইরেন।


এইবার আপনার পোস্টের মন্তব্যঃ শেখ সাহেব না থাকলে আজো পাইক্কাগো জুতার তলা পরিস্কার করতে অইত। আরেক বেলুচ অইতাম।

৭৫ এর ১৫ আগস্ট অবধারিত ছিল। কারনঃ শেখ সাব ছিলেন জনগনের নেতা বেশি দেশ পরিচালক কম। উনার উচিত ছিল- দেশ পরিচালনার ভার ছাইড়া দিয়া পেছন থেকে দেশ প্রেমিক খুইজা বাইর কইরা দেশ চালানির ভার তাদের উপর ছাইড়া দিয়া। আর, লগে পাকি ফেরত সেনা দের সাথে সাথে বাদ দিয়া মাঠের যোদ্ধা দের ডাইরেক্ট আর্মিতে এনলিস্ট করানো।

উনি কখনো প্রেসিডেন্ট শেখ মুজিব থেইকা সইরা গিয়া ব্যাক সাইডে গিয়া দেশ চালানো।

তবে, উনার এক্টা ভুল জীবনেও আমি ভুলতে পারুম্না। উনি গনতন্ত্র আর সমাজতন্ত্র রে জগাখিচুরি বানাইছিলেন।

উনার আশে পাশে মির জাফর রা এত বেশি ছিল যে, ১৫ আগস্ট আজ না হলে কাল হত। এটা সিউর।

এক ১৫ আগস্ট না হলে কি অইত সেটা বলা যায় না, তবে ১৫ আগস্ট এর পর জিয়া বা এরশাদ যেই হোক দেশ চলত সেই ভাবেই। আসল খেলা টা আসছিল বেহায়া এরশাদ রে নামাইয়া দেশে গনতন্ত্র ফিরায়া আনাতে বাট না পারছে খালেদা না পারছে হাসিনা দেশ টারে উপরের দিকে নিতে। খালি পেছন দিকেই চলছে। দেশের ধার্মিক রা চায় ১৪০০ বছর পেছনে নিতে, দেশ পরিচালক রা কেউ চায় ৭২ এর সংবিধানে যাইতে কেউ চায় ৭৯ এর সংবিধানে যাইতে।

না বিম্পি, না আম্লিগ না ধার্মিক - কেউ সামনে আগাতে চায়না। সবার চোখ পেছন দিকে। এটাই জাতির একমাত্র সমস্যা

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



নীচে দেয়া, আপনার নিজের উক্তিতে ভয়ংকর একটা ভুল ধারণা বের হয়ে এসেছে, দেখেন উহা খুঁজে পান কিন!

"তবে, উনার এক্টা ভুল জীবনেও আমি ভুলতে পারুম্না। উনি গনতন্ত্র আর সমাজতন্ত্র রে জগাখিচুরি বানাইছিলেন। "

৮| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: আমাদের উচিত ছিলো, সোস্যালিজমে গিয়ে শিক্ষিত হয়ে এসে ক্যাপিটালিজম গড়ে তোলা ;যা শেখ সাহেব থাকলে সম্ভব হতো। কারণ, সোস্যালিজম হেরে যাবে সবসময়, কিন্তু দিয়ে যাবে মানুষের অধিকারের ষোলকলা।

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব ও আওয়ামী লীগ স্বাধীনতায় মানুষের ভুমিকা অনুধাবন করতে পারেননি; মানুষের অবদান উনাদের চেয়ে অনেক বেশী ছিলো; মানুষকে নিজেদের অধিকার না দেয়াতে হত্যাকারীরা সুযোগ পেয়েছিলো।


৯| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১১

ডার্ক ম্যান বলেছেন: ১৫ আগস্ট হত্যাকান্ড শুধু মিলিটারির দোষ দিলে ভুল হবে। আমলাতন্ত্র আর রাজনীতিবিদরা যুক্ত না থাকলে মিলিটারি কখনো ১৫ আগস্ট এর কুখ্যাত হত্যাাকান্ড ঘটনার সাহস পেত না। বাকশাল পদ্ধতি সঠিক ছিল কিন্তু সেটা যদি স্বাধীনতার পর প্রয়োগ হত তাহলে আজ বাংলাদেশের চেহারা অন্য হত।

১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



বাকশালই সঠিক পথ ছিলো।

পাকী আমলে, সব আমলা শেখ-বিরোধী ছিলো; তারা সকলেই অদক্ষ ও অথর্ব ছিলো; শেখ সাহেব ও তাজ উদ্দিন সাহেব মিলে, ওদেরকে আগের কাজে বহাল করেছিলো।

১০| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৮

রক্তহীন বলেছেন: সিআইএ কেন বঙ্গবন্ধুকে হত্যা করতে উদ্যত হল ????

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



তখন বিশ্ব ২ ভাগে বিভক্ত ছিলো: (১) ন্যাটো, ক্যাপিটেলিষ্ট ব্লক (২) ওয়ার্শ-ফ্যাক্টের দেশসমুহ, সোস্যালিষ্ট ব্লক। শেখ সাহবে ও আওয়ামী লীগ ছিলো ৩য় বিশ্বের ক্যাপিটেলিষ্ট মনের দল; শেখ সাহেব বাকশাল গঠন করার পর, আমেরিকা মনে করেছিলো যে, তিনি সোস্যালিষ্ট ব্লকে চলে যাচ্ছেন।

১১| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪১

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশে আবারো সামরিক শাসন জারি হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সময় শেষ হলে, যে বিশৃংখলা হবে, উহা কন্ট্রোলের বাহিরে চলে যাবে; তখন মিলিটারী আসার সম্ভাবনা

১২| ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫২

আকন বিডি বলেছেন: মোশতাক কি জড়িত ছিল না?

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



মোস্তাক বোস্তাক, জিয়া মিয়া,এরশাদ মেরশাদ সবাইকে সিআইএ রিক্রুট করেছিলো।

১৩| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৩

ডার্ক ম্যান বলেছেন: জিয়া "সিআই এবং র" উভয়ের হয়ে কাজ করছিল।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


জিয়ার সাথে পাকী মিলিটারী ঘনিষ্টভাবে কাজ করেছে, উহা জেনে "র" জিয়ার সাথে কিভাবে কাজ করতে পারে?

১৪| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২২

রক্তহীন বলেছেন: বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের জন্য তা শুভ হতো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু যদি কোন ভুল সিদ্ধান্ত নিয়েও থাকেন থাকতে পারেন তবে একটা মানুষ একটা ভুল করেছেন মানে সে আজীবন নতুন নতুন ভুল করবে তা কিন্তু নয়। একটা ভাঙাচোরা দেশ আর অসভ্য বর্বর জাতিকে (একটা বড় অংশ) ৩বছরে কখনও সুধরানো যায় না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশটা অন্তত 'অনিয়মই নিয়মের' দেশ হতো না। [হয়ত]

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



যুদ্ধের পর, শেখ সাহেব যেই শক্তিশালী জাতি পেয়েছিলেন, তিনি অতটা শক্তিশালী ছিলেন না।

১৫| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৮

ডার্ক ম্যান বলেছেন: আপনার কি ধারণা, জিয়ার স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা কিংবা অস্ত্র খালাস করতে যাওয়ার পরও অস্ত্র খালাস না করা নিতান্ত কাকতালীয় ঘটনা???

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


তখন জিয়া, মিয়া, কারো হাতে কিছু ছিলো না; তখন পাকীরা বেদিশা হয়ে যুদ্ধ শুরু করেছে সবে মাত্র; অবস্হা এত তরল ছিলো যে, কেহ জানতো না যে কি হচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে বুঝা গেছে যে, স্বাধীনতা যুদ্ধ চলছে।

১৬| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৭

রক্তহীন বলেছেন: যুদ্ধের পর অভাব, মেধাশূণ্য, দুর্ভিক্ষ আর নিরাপত্তা অবনতিতে তিনি কিভাবে শক্তিশালী জাতি পেলেন.?

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


জাতি যুদ্ধের আগে অত সাহসী, শক্তিশালী ও ঐক্যবদ্ধ ছিলো না; বিজয় মানুষের মাঝে অফুরন্ত এনার্জির সন্চার করেছিলো, যা শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবের মাঝে ছিলো না।

১৭| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন: শেখ সাহেব সিনড্রোমে কত ভাগ মুক্তিযোদ্ধা ভুগে?

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধারা শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবের পক্ষে থাকলে, ১৫ই আগষ্টের পর, মিলিটারী পালিয়ে যেতো। শেখ সাহেব দেশে আসার পর, মুক্তিযোদ্ধাদের সাথে দেখাও করেননি।

১৮| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৮

শূন্য সারমর্ম বলেছেন: আপনি শেখ সাহেবকে স্বপ্নে দেখেছেন কখনো?

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


না, উনাতে আমার কোন আশাভরসা ছিলো না।

১৯| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: সবার মন্তব্যের স্প্যাম্পল নিয়ে কোনো কিছু করার প্লান আছে নাকি আপনার?

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



কোন কিছু করার প্ল্যান নেই; শুধু বুঝতে চাইছি যে, ৪৭ বছর পর, উনাকে কেহ মনে রেখেছেন কিনা!
আওয়ামী লীগের মতো মনে রাখা নয়।

২০| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: আজ দুপুর থেকেই পুরো ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শেখ মুজিব এর ভাষন চলছে। আগামীকাল পর্যন্ত চলবে। ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে বঙ্গবন্ধুকে নিয়ে নানান রকম আলোচনা থাকবে। সারা দেশে তেহারি রান্না হবে। অন্তত একবেলা হয়তো ফুটপাতে থাকা লোকজন ভালো খাবার খেতে পারবে।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:



লাখ লাখ ব্যবসায়ী এসবের জন্য চাঁদা দিয়ে আসছে গত কয়েক সপ্তাহ।

এই চাঁদা দিয়ে হাজার হাজার আওয়ামী ক্যাডার ভালো থাকবে বছর খানেক

২১| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: আমি একজনকে চিনি, তিনি ১৫ আগষ্ট উপলক্ষ্যে ১৫ জন দরিদ্র মানুষকে ১৫ টা সেলাই মেশিন উপহার দিবেন। আজ আওয়ামীলীগের পাটি অফিসের কাছে গিয়েছিলাম। সেখানে নানান রকম অনুষ্ঠানের মোহড়া চলছিলো। পাতি নেতারা ভীষন ব্যস্ত। তাঁরা ১৪ তারিখ থেকেই কালো পাঞ্জাবী আর কালো বেজ পরে আছেন।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ উনার নামে চাঁদাবাজী করে, আর ব্যবসায়ীরা উনাকে গালি দেন।

২২| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: অনেকে বলছেন, খুব ধূমধাম করে সারা দেশে ১৫ আগষ্ট পালন করার জন্যই নাকি লকডাউন খুলে দেওয়া হয়েছে।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত, এইদিনটি পারিবারিকভাবে পালন করা; সব প্রোগ্রাম বন্ধ করে দেয়া, যাতে শেখের নামে চাঁদাবাজি বন্ধ হয়।

২৩| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ফেলে।
পরবর্তী হত্যা কান্ড, তারপরের কবির আবির্ভাব আপনার ভাবনায় স্থান পায়?

১৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভালো কথা, ঐ ভয়ংকর হত্যাকান্ডের প্রভাব আছে আপনার ভাবনায়।

তারপরে আর কবি নেই, আগেও কবি ছিলো না।

২৪| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ২:৫৩

রানার ব্লগ বলেছেন: ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পরে দেশের রাজনৈতিক অবস্থা ৩৬০ ডিগ্রি এংগেলে সম্পুর্ন রুপে পরিবর্তন হয়। মানুষ নিশ্চিন্তমনে ঘুমিয়েছিল স্বাধিন দেশে দুস্বপ্নের মতো উঠেছিলো এক পরাধীন রাস্ট্রে।

১৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


জিয়া জীবিত থাকলে আমরাও বার্মায় পরিণত হতাম; বেগম জিয়া ক্ষমতায় থাকলে আমরা আফগানিস্তান হতাম; এরশাদ থাকলে আমরা নাইজেরিয়া হতাম; শেখ হাসিনার কারণে আমরা আরবের ও মালয়ের কামলা হয়েছি।

২৫| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৯

বঙ্গদুলাল বলেছেন: কেমন আছেন?আপনার চোখের অবস্থা ভালো হয়েছে আগের তুলনায়?

আপনার দৃষ্টিতে, বঙ্গবন্ধুর বুদ্ধিমত্তার সাথে করতে সক্ষম হয়েছেন এমন কাজ কী কী?

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব সফলতার সাথে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন; কিন্তু শেষভাগে ভুল করেছেন, পাকী আক্রমণ যে ভয়ংকর হবে, তা বুঝতে পারেননি; যথাসময়ে মানুষকে নিরাপদ যায়গায় আশ্রয় নেয়ার জন্য ব্যবস্হা করতে পারেননি।

উনি বড় কাজ করেছিলেন, কবি নজরুল ইসলামকে ঢাকা নিয়ে এসেছিলেন।

২৬| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: নেট সংশ্লিষ্ট নব্য একজন মন্ত্রী দায়িত্বে এসেই প্রথম এদেশে পেপালএর আগমন ঠেকালেন। তারপর অশ্লীলতার অনুযোগে প্রিয় সামুকে ব্যান করলেন। তিনি এখনো সামুকে নজরদারী করেন। আপনার এই অশ্লীল(!) ব্লগটির কারণে আমরা আবার যেন সামুকে না হারাই।
করোনার ক্রান্তিকালে সাবধানে থাকবেন প্রিয় চাঁদগাজী ভাই। ভালো থাকবেন।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা রাখাল ছেলেদের দেশ চালনার ভার দিয়েছেন।
ধন্যবাদ, চেষ্টা করছি করোনা থেকে দুরে থাকার জন্য; আপনার ও সব ব্লগারের সস্বাস্হ্য কামনা করছি।

২৭| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৪

নূর আলম হিরণ বলেছেন: জিয়া এরশাদের পর বাংলাদেশ সেনাবাহিনী এই হত্যাকাণ্ডের উদ্যোগ গ্রহণ করেছে কিনা! তাদের বাহিনীর সাথে জড়িত সৈন্যদের পদপদবি কেড়ে নিয়েছে এখন পর্যন্ত? নাকি এগুলো করার এখতিয়ার নেই তাদের?

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:



সেনা বাহিনীর উচিত ছিলো, হত্যাকান্ডে জড়িতদের সেনাবাহিনী থেকে নাম কেটে দেয়া।

২৮| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: এই শোক হওয়া উচিত- যাবতীয় জাতীয় কর্মশক্তির উৎস।

১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:



বাবা প্রাণ দিলেন বাকশালের জন্য, শেখ হাসিনা গড়লেন জেনারেল জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.