নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার ব্যর্থতা: আফগান সরকার, মিলিটারী ও পুলিশের পলায়ন

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫



আফগানিস্তানে, গত ২০ বছর ছিল আমেরিকান ডলার লুটের উৎসব; সরকারের লোকেরা, তাদের আত্মীয়স্বজন, এনজিও, সেনাবাহিনীর ও পুলিশের অফিসারেরা আমেরিকার ডলার ডাকাতীতে নিয়োজিত ছিলো। প্রেসিডেন্ট, সরকারী কর্মচারী, মিলিটারি অফিসার ও পুলিশের পলায়নের বড় কারণ হচ্ছে, আমেরিকার ডলার লুট, জাতীর প্রতি দায়িত্বহীনতা।

আমেরিকা আফগানিস্তানে ২ ট্রিলিয়ন ডলার খরচ করেছে; এর বড় একটা অংশ নিয়ে গেছে আমেরিকার অস্ত্র ব্যবসায়ী, "কন্ট্রাক্ট সৈনিক" ব্যবসায়ীরা ও এনজিও; তারপরের বড় অংশ ডাকাতি করেছে আমেরিকার পালিত সরকারের লোকেরা, মিলিটারী ও পুলিশ অফিসারেরা; আমেরিকানদের খাতায়, সৈনিক ও পুলিশ মিলে "সাড়ে ৩ লাখ" ছিলো; আসলে, এত লোকবল কখনো ছিলো না; কমপক্ষে, ৫০ হাজারের বেশী ছিলো "ফেন্টম", এদের নামে বেতন/ভাতা তুলে মিলিটারী ও পুলিশ অফিসারেরা উহা নিয়ে গেছে; আফগান সৈনিকেরা ও পুলিশেরা ইহা জানতো; এসব দুর্নীতিবাজ অফিসারদের অধীনে সবাই চাকুরী করছিলো বেতনের জন্য, কোনভাবেই জাতির জন্য নয়, এবং জাতির জন্য প্রাণ দেয়ার জন্য নয়।

সরকারী বেতন যত মানুষ পেতো, এত মানুষ সরকারে ছিলো না। আফগানীদের অসততা ও সততার ডেফিনেশন পশ্চিম থেকে আলাদা ছিলো সব সময়; তালেবানদের পুর্ব পুরুষদের বড় ব্যবসা ছিলো "সুদে" আফিম, নকল জাফরান, কবিরাজী ঔষধ, চাদর, কম্বলের ব্যবসা করতো ভারত, ইরান, পাকিস্তান, সিরিয়া ও তুরস্কে।

আফগানিস্তানে কর্মরত আমেরিকান ও ইউরোপের লোকজন বুঝতে ছিলো যে, আফগান সরকারের লোকেরা আমেরিকার টাকা ডাকাতি করছে, তারা জানতো যে, আফগানেরা বর্তমান বিশ্ব সম্পর্কে অজ্ঞ; কিন্তু ইউরোপ ও আমেরিকানদের সাথে থেকে সরকার চালিয়ে তারা নিজের জাতিকে ও বিশ্বকে বুঝতে পারবে; কিন্তু ২০বছর সময়ে, একটি অজ্ঞ ও ভুল সংস্কৃতির জাতিকে সৎ ও দায়িত্বশীল জাতিতে পরিণত করতে পারেনি। যারা আমেরিকার টাকা লোপাট করেছে তাদের একাংশ পাশের দেশগুলোতে পালিয়ে গেছে, বিশেষ করে এবার তাজিকিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তানে।

আমেরিার সৈনিকদের বাহিরে, আফগানিস্তানে বিপুল পরিমানে "বহু জাতীয় কন্ট্রাক্ট টরেরা" ও এনজিও কাজ করেছে, এরাও ছিলো ডাকাত; এরা আফগান সরকার, সেনা বাহিনী ও পুলিশের লোকদের ঘুষ দিয়ে আমেরিকান টাকা পয়সা ডাকাতী করেছে। আফগান প্রেসিডেন্ট থেকে শুরু করে, সরকারের সবাই দেশের কাজ না করে আমেরিকান টাকার জন্য উৎগ্রীব ছিলো।

আফগানিস্তানে কর্মরত আমেরিকান এডভাইজারেরা এই ভয়ংকর প্রতিকুল অবস্হার মাঝে ও অসৎ জাতির সাথে কাজ করে অল্পতে হাঁপিয়ে উঠতো; ফলে, কেহই দীর্ঘ সময়ের জন্য ওখানে কাজ করেনি; ক্রমাগতভাবে আসা নতুন লোকেরা আফগানদের বুঝতে পারেনি, না'বুঝে টনে টনে ডলার ঢেলেছে, যা আসলে জাতি গঠন না করে, একটা অসৎ সরকার, মিলিটারী ও পুলিশের সৃষ্টি করেছিলো।


মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫১

শূন্য সারমর্ম বলেছেন: আমেরিকা নিজের সরকারের আদ্যপান্ত জেনেও কেন ব্যবস্থা নেয়নি? আমেরিকা ২ ট্রিলিয়ন খরচ করে কি নিয়ে দেশে ফিরলো?

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ক্লান্ত হয়ে গিয়েছিলো।

২ ট্রিলিয়নের বিনিময়ে ২৫০০ জন আমেরিকানের মৃতদেহ

২| ১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৬

রানার ব্লগ বলেছেন: জাতিগত ভাবে আফগানরা ঠগ ও জোচ্চোর কিছিমের। এরা কাবুলি ওয়ালার বেশে এদেশে এসে দুনিয়ার নকল জিনিস বেচতো।

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



ওরা হালাল সুদে নকল কবিরাজি ঔষধ বিক্রয় করতো গ্রামের অজ্ঞ লোকদের কাছে; সুদে টাকা লাগাতো। এরা বছরের পর বছর বিদেশে থাকতো, পরিবারের খোঁজখবর রাখতো না।

৩| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আজ অফিসে একজন খুব আনন্দের সাথে বলিয়াছিল আফগানরা আমেরিকানদের ভাগিয়েছে,ইন্ডিয়া চিন্তায় পড়িয়া গিয়াছে।আমি বলিলাম ইহাতে এ অঞ্চলে জঙ্গি তৎপরতা বাড়তে পারে।বলিয়াই করিলাম ভুল।পাঁচজন সিনিয়র সহকর্মী একেবারে হালুম করিয়া আমার ঘাড়ে পড়িল।

শুধাইল জঙ্গি কাহাকে বলিতেছেন?তাহারা স্বদেশ স্বাধীন করিয়াছে।
বলিলাম তাহাদের কাজকর্ম জঙ্গিদের মত তাই জঙ্গি বলিয়াছি।
তিনি বলিলেন, পাকিস্তানীরা এদেশের লোককে জঙ্গি বলিয়াছে একাত্তরে।
আমি বললাম তবে সেদেশের লোকজন প্লেনের লেজ ধরিয়া ঝুলিয়া পলাইতেছে কেন।
তারা বলিল যাহারা আমেরিকার চামচা ছিল তাহারা পলাইয়াছে।উহারা রাজাকার ছিল।
আমি বলিলাম তালেবানরা যেসব আদেশ দিয়াছে তাতে মানবাধিকার লঙ্ঘন হইয়াছে।
উনারা বলিল,সেদেশে এমেরিকা চাপিয়া বসিয়া অত্যাচার করিতেছিল তাতে কি মানবাধিকার লঙ্ঘন হয়নাই।
আমি বলিলাম সেও লঙ্ঘন এও লঙ্ঘন
একজন কহিল এদেশে কি মানবাধিকার লঙ্ঘন হইতেছে না?
আমি আর কিছু কহিলাম না?

ভাবিলাম এর চেয়ে কয়দিন পরীমনিকে নিয়ে যে আলোচনা চলিতেছিল তাহাই বরং ভাল।

১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ সময়ের সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত না'হওয়ায়, বেশীরভাগই আফগানী তালেবানদের লেভেলে পৌঁচেছে।

৪| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২১

শূন্য সারমর্ম বলেছেন: আমেরিকা ক্লান্ত হয়ে গিয়েছিলো বাক্যটাই দেশের কিছু জনতার উৎসবের কারণ; ২০ বছর থেকেও কাজ হয়নি,বিশ্বের অভিভাবকের এমন ব্যর্থতা মানা যায় না।

১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



৫০ বছরে বাংলাদেশে কি ঘটেছে?

বাংগালীদের তুলনায়, কাবুলীওয়ালারা ভয়ংর শয়তান, জল্লাদ ও মিথ্যুক

৫| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২১

সাসুম বলেছেন: পোস্ট বালা অইছে। পত্থম পিলাস

যাই হোক- তালেবান আম্রিকার লগে চুম্মাচাটি কইরা কাবুল দখল করছে এই জিনিষ বাংলার মর্দে মোজাহিদ জংগিরা মানতে রাজিনা। প্যারা মজিদের দলের ধারনা, আম্রিকারে হারিয়ে তারা ক্ষমতা দখল করছে।

এই চোর বাটপার জংগি জাতির কপালে আরো খারাপি আছে।

যাই হোক, তাদের এবারের লক্ষন অনেকটা ভিন্ন। তারা এবার আফগানিস্তানে নতুন সৌদি আরব গড়ে তুলবে। আম্রিকার বন্দু আবার নামে শরিয়া আইন চলা দেশ। আম্রিকা চীন রে দমাইতে তালেবান রে পয়সা দিবে আবার সি আই এ ট্রেইন্ড মিলি শিয়া বাহিনী তো আছেই।

মাঝে লাভ হল, আম্রিকা নিজেদের টেকা আর প্রান নস্ট করতে হবেনা।

১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তানের ১০০ ভাগ লোক তালেবানী স্বভারের হলে, সেখানে আছে ৪ কোটী তালেবান; বাংলাদেশে আছে ৭/৮কোটী তালেবান।

৬| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমেরিকা এতো পরিমাণ টাকা বিনিয়োগ না করলে আফগানরা আরো অনেক আগেই দলে দলে তালেবানদের সাথে যোগ দিত। তখন আফগানিস্তান আরো অস্থিতিশীল হতো।

১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তানের নারীরা হলো মানুষ; পুরুষেরা হলো গর্দভ জল্লাদ, চোর-ডাকাত। মোল্লা ওমর ভয়ংকর ডাকাত ছিলো।

৭| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন: ৫০ বছরে বাংলাদেশে কি ঘটেছে?

-ক্যু,কাউন্টার ক্যু,মিলিটারী উড়ার ডানা কেটে দেয়া শেখ হাসিনার সরকার ;
- নিজের টাকায় পদ্মাসেতু
- ধর্মীয়রা মাথা ঝাকিয়ে এখনো উঠতে না পারা

১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের তালেবানরা শকুনের মতো শেখ হাসিনার তিোরধানের জন্য অপেক্ষা করছে। ব্লগে দেখুন, কতজন আফগান আছে!

৮| ১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

রক্তহীন বলেছেন: আপনি কি আসলেই বিশ্বাস করেন আমেরিকা 2 ট্রিলিয়ন ডলার খরচ করেছে !!!!!

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:




আমেরিকার হিসেব সঠিক, আমি আমেরিকাকে বিশ্বাস করি।

৯| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি বাংলাদেশের একজন এন,জি,ও প্রধানকে চিনি যিনি আফগানিস্তানী অপিয়াম চাষীদের নিয়ে কাজ করেছেন।

তিনি অনেক পপি চাষীকে টমেটো চাষীতে রুপন্তর করেছেন।

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



আফগানরা টমোটো, আংগুর ও অন্য ফল চাষ করে, জাফরান করে; তালেবানরা করে শুধু পপি

১০| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আফগানের বাতাস বাংলাদেশ পর্যন্ত আসবে না।

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:



আফগানিস্তানে আছে ৭০ হজার তালেবান জংগি ও দেড়কোটী সমর্থক; বাংলাদেশে আছে ৭/৮ কোটী, ব্লগে আছে শতকরা ১০ ভাগ।

১১| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আফগানিস্তানে আমেরিকা শতভাগ ব্যর্থ। এতে চীনের ইন্ধন আছে।

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা আলকায়েদাকে মোটামুটি কট্রোলে এনেছে, তালেবানদের ভয় লাগিয়ে দিয়েছে

১২| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: আগের আফগান সরকারগুলো ছিলো পরের উপর ভর করা । মাটি , দেশ ও জণসাধারণের সাথে সম্পর্কহীন । তালেবান তার সুযোগ নিলো।

১৮ ই আগস্ট, ২০২১ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার পর, বাংলাদেশী তালেবানরা এখানে চেষ্টা করবে।

১৩| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৩:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকা এখনো হাজার খানেক সেনা কাবুল এয়ারপোর্টে, এরা কি করে?
তালেবানরা কিছু বলে না

১৮ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



কাবুল এয়ারপোর্টে ৬/৭ হাজার আমেরিকার সেনা আছে, বোম্বার আছে, আরো অনেক কিছু আছে; এয়ার পোর্টের কাছে আমেরিাকন সৈন্যদের সাথে কথা বলে গেছে তালেবানরা, ভদ্রতা দেখায়ে গেছে।

১৪| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৩

বিটপি বলেছেন: মডুদের চোখে তো আর এমনি এমনি পড়বেনা। তাই ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে আপনার ব্লগটা একটু নোংরা করলাম, যাতে প্রিয় ব্লগটা পরিষ্কার থাক। ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


এডমিন সব দেখেন।

১৫| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪৪

সাসুম বলেছেন: @বিটপিঃ তুই মামুনুনু এর রুহানি পোলা, গত কয় সপ্তাহ ধরে ক্রমাগত লেদায় যাচ্ছিস। বার বার রিপোর্ট করেই মডু দের কাছে লাভ হচ্ছেনা। মেজাজ ডেইলি ধরে রাখা যায় না।

তাই শুয়োরের পয়দা কে শুয়োরের ভাষায় জবাব দিছি আর এতেই সেটা স্ক্রিন শট নিয়ে নিয়ে রাস্তা রাস্তা বিলি করে বেড়াচ্ছিস ?? শালা জংগি তালেবান কোথাকার তোর লেদানির আর ব্লগের পরিবেশ নস্ট করার স্ক্রিন শট আমার কাছে আছে ।

ভালা মানুষের আর ব্লগের পরিবেশ রক্ষার ভেক ধরিস এখন? সাহস থাকলে তোর আসল আইডী থেকে গালাগালি কর। চোরের মত জংগিরা যেমন মহিলা দের আড়াল থেকে বোমা মারে সেভাবে ফেইক আইডি থেকে গালাগালি করস? শালা তালেবান জংগি কালা কুত্তার পুটকি খোর। হুজুরের পুটকি মারা খেতে খেতে অতিষ্ট হয়ে এখানে লেদাইতে আসিস?

কিছু বলিনা বলে ভাবতাছিস- তুই জংগি যা বলবি ফেইক আইডী খুলে তাই মেনে নেব? তোর মত ফেইক আইডি খুলে জংগিপনা করতে হবেনা আমার/. যা বলার ডাইরেক্ট বলার সাহস রাখি শালা অশিক্ষিত ৪ বিয়ার লোভী সেক্স ডিপ্রাইড জঙ্গি কোথাকার

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

১৬| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০১

বিটপি বলেছেন: @সাসুম, আপনি যথেষ্ট ভদ্র, আপনার দেয়া গালাগালি তার সুস্পষ্ট প্রমান। গালাগালি করতে যেয়েন না। আপনি পর্যাপ্ত গালাগালি শেখেন নি। এইসব ছাগল, কুত্তা গালি খেয়ে কেউ ব্লগ থেকে পালিয়ে যাবেনা।

শিক্ষা দিতে চাইলে আগে অভদ্র হওয়া শিখুন। রিকশাওয়ালা বা রংবাজদের কাছ থেকে গালাগালি শিখুন। তারপরে ব্যান খাওয়ার আশা করুন।

বিটপি যেমন ফেইক আইডি, সাসুমও তেমনি ফেইক। ফেইকে ফেইকে গালাগালি। ঠিকই তো আছে !

১৭| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগের পরিবেশ আবারো নষ্ট করার চেষ্টা করেছে গুটিকয়েক লোক। সবারই এ ব্যাপারে সজাগ হওয়া উচিৎ।

১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:




এখন এডমিন ভীষণ কড়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.