নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেন নিজ ধর্মানুসারে নিজেদের দেশ চালানোর বিপক্ষে?

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৩



ইসরায়েল দেশটা প্রতিষ্ঠা করা হয়েছে ইহুদীদের জন্য; কিন্তু উহা মুসা নবীর (আ: ) তোরাহ, আর তালমুদের ভিত্তিতে না চালিয়ে, সাধারণ মানুষের লিখিত সংবিধান অনুসারে চালানো হচ্ছে; তারপর, আবার বলা হচ্ছে, দেশটা ধর্মনিরপেক্ষ! তাদের নবী ছিলেন অনেক অনেক দক্ষ মানুষ, সেই ফেরাউনদের রাজ্যে বড় পদে ছিলেন, বই লিখে গেছেন; সেইসব বই প্রতিদিন পড়া হচ্ছে, সেইসব বই অনুসারে উপাসনা করা হচ্ছে ঘরে, সিনাগগে; কিন্তু জাতির সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলছে, উহা ভালো, তবে দেশ চালানোর মতো নয়। ওরা কি তালেবানদের চেয়ে কম বুঝে, ইরানীদের চেয়ে কম বুঝে?

ইসলাম ধর্মানুসারে আফগানিস্তান চালাচ্ছিলো তালেবানরা, সারা বিশ্ব কেন ওদের বিপক্ষে চলে গেলো ১৯৯৭ সালে? আজকে ওদের নিজের দেশ নিজেরা আফগান সরকার থেকে দখল করার পর, সারা বিশ্ব কেন তাদের বিপক্ষে কথা বলছে? তাদের নিজের মানুষ কেন তাদের ভয়ে পালাতে গিয়ে মারা যাচ্ছে? ইসলাম ধর্মানুসারে বিচার আচার চলে আসছে সৌদীতে, বিশ্বের কেহ কেন উহা পছন্দ করে না? কেন সারা বিশ্ব ইসলামিক নিয়মের বিপক্ষে? ইসলাম ভালো দেখে তারা কি ইর্ষাপরায়ন? সৌদী, ইরানী, আফগানী মুসলমানেরা বলছে যে, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের জন্য আইন-কানুন পাঠায়েছেন, এরপর কেন তারা ড: কামাল হোসেনের লেখা (সংকলিত ), কিংবা টমাস জেফারসনের লেখা দিয়ে দেশ চলবে!

ভারতও ধর্মনিরপেক্ষ দেশ; তারা নিজেদের জন্য নিয়মকানুন লিখে নিয়েছে; মোদী আসার আগ অবধি সারা বিশ্ব ভারতের পার্লামেন্টারী সিষ্টেম পছন্দ করেছে! মোদীর সময় "অলিখিতভাবে ধর্মীয়" নিয়ম কানুন যখন চালু করছে, ভারতের অনেক মানুষ উহার বিরোধীতা করছে, বিশ্ব নাখোশ, এমন কি বাংলাদেশের চাষী, মুজুরেরাও নাখোশ! ব্যাপার কি! বেদবাক্যানুরেসারে, রামের জীবনের মতো করে, মহাভারতের উদাহরণ অনুযায়ী দেশ চালালে বাংলাদেশের বাংগালীরা কেন ক্ষেপছে?

বাংগালীরা মুসলমান, তারা কেন কোরান, হাদিস অনুসারে দেশ চালনার বিপক্ষে? মনে হয়, বাংগালীরা ড: কামাল হোসেনের লেখা নিয়মকানুনকে খোদার দেয়া নিয়মকানুন থেকে বেশী পছন্দ করেন? ইহা কি হওয়া উচিত?

মানুষ বুঝতে পেরেছে যে, তোরাহ-তালমুদে, কোরান-হাদিসে, বাইবেলে, বেদে, ত্রিপিটকে যেসব নিয়মকানুন অনুসারে জীবন চালানোর কথা বলা হয়েছে, উহা আজকের মতো বিশ্বে পুরোপুরি অচল; আজ থেকে ২/৩ হাজার বছর আগে, যখন মানুষ পড়ালেখা জানতেন না, দেশ চালাতো জমিদার, সামন্ত রাজা, বড় রাজারা, যখন নিয়মকানুষ মানুষের পক্ষে ছিলো না, তখন ধর্মীয় নিয়মকানুন গুলোকে অনেক দামী মনে হয়েছিল, আজকে মানুষ তার থেকে বেশী প্রয়োজনীয় নিয়ম কানুষ লিখছে, যা মানুষের জীবনকে উন্নত করছে; আগের মানুষ অনেক কষ্টে ছিলো, সভ্যতা পেছনের দিকে যেতে পারবে না; উহা ক্রমেই আরো ভালো দিকে যাচ্ছে, মানুষের জীবনভাবনা ধর্মীয় বইগুলো থেকে উন্নততর।


মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৯

সাসুম বলেছেন: বাংলাদেশের জংগি টেরোরিস্ট ৪ বিয়া প্রেমী সেক্স ডিপ্রাইড তালেবান গুলো এতদিন কিছুটা চুপ ছিল। এখন হাটহাজারি থেকে হুক্কা হুয়া করতে করতে বের হচ্ছে।

ফেসবুকে এরা সয়লাব। ব্লগে এরা ফেইক আইডি দিয়ে ধর্ম কায়েম করে। আর বাস্তব জীবনে, রাস্তায় একটা মহিলা যেতে দেখলে তারে চোখ মুখ দিয়ে চেটেচুটে ধর্ষন করে মনে মনে আর মুখে বলে আস্তাগফিরুল্লাহ। দেশটা নস্ট অইয়া গেল।

এই কারনে- দুনিয়ার সবচেয়ে ধার্মিক দেশ বাংলাদেশ, এবং দুনিয়ার সবচেয়ে অসভ্য দেশ গুলার তালিকায় ও বাংলাদেশ।

এরাই শরিয়া আইনের মত কালা আইন চায়। এরাই ব্লাস্ফেমি আইনের মত নোংরা আইন চায়। এরাই দেশ্কে ১৪০০ বছর পিছনে নিতে চায়।

এই কালা কুত্তার বংশধর রা সভ্যতার শত্রু, দেশের শত্রু , জাতির শত্রু, মানবতার শত্রু

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৭

চাঁদগাজী বলেছেন:



নীচুমানের শিক্ষার কারণে এদের সংখ্যা বাড়ছে; শেখ হাসিনার পর, এরা দেশে গন্ডগোল করবে; শেখ হাসিনার ভুল দেশ-পরিচালনা সবকিছুকে সেই দিকে নিয়ে যাচ্ছে।

২| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৫

নতুন বলেছেন: বর্তমানে মানুষ বিনেদন ছাড়া থাকতে চাইবেনা।
বিলাসী জীবন কে না চায়।
আধুনিক চিকিতসা ব্যবস্থার কারনে মৃত্যু ভয় আগের চেয়ে অনেক কমে গেছে তাই ধর্মের উপরে নির্ভরতাও কমে আসবে।

মানুষকে কখনোই নিয়মে বন্ধি করে রাখা যাবেনা। হিন্দু,খৃস্টিান, বৌদ্ধ ধর্মের মানুষ ইতিমধ্যে অনেকটাই ধর্মের অনুসরন কমিয়ে দিয়েছে।

আর সব সমাজেই কিছু কট্টর পন্হি থাকবেই। এটা একেবারে কমানো যাবেনা।

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১০

চাঁদগাজী বলেছেন:



কট্টরপন্হিরা সেইসব দেশে জয়ী হবে, যেসব দেশে এখন ভালো সরকার নেই।

৩| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১১

রক্তহীন বলেছেন: সম্ভবত আপনি একটি চোখ বন্ধ করে রেখেছেন...

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৩

চাঁদগাজী বলেছেন:



আমি উভয় চোখে কম দেখি; আপনি চোখে যা দেখেন, উহা ঠিকমতো প্রসেষিং করার মতো প্রসেসর আছে তো?

৪| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৬

শূন্য সারমর্ম বলেছেন: বিশ্বের সকল অশিক্ষিতদের এক ছাদের নিচে এনে ভাগ করে পূর্বের ধর্মীয় বই অনুযায়ী জীবনযাপনের সুযোগ দেয়া হোক ; শিক্ষিতরা তাদের মত করে আলাদা বাঁচবে।

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৪

চাঁদগাজী বলেছেন:



বর্তমান বিশ্বে উহা সম্ভব হবে না; তবে, আফগানোস্তানের মতো ঘটনা ঘটবে কিছু কিছু দেশে।

৫| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৯

সাসুম বলেছেন: শূন্য সারমর্ম বলেছেন: বিশ্বের সকল অশিক্ষিতদের এক ছাদের নিচে এনে ভাগ করে পূর্বের ধর্মীয় বই অনুযায়ী জীবনযাপনের সুযোগ দেয়া হোক ; শিক্ষিতরা তাদের মত করে আলাদা বাঁচবে।

দুনিয়ার সকল তালেবান জংগি দের আফগানিস্তানে পাঠিয়ে দেয়া হোক। তারা তাদের মত চলুক। অন্তত বাংলাদেশ টা এই টেরোরিস্ট ৪ বিয়া প্রেমী নারী লোভী সেক্স ডিপ্রাইভড জংগি দের থেকে বাচুক।

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৭

চাঁদগাজী বলেছেন:



এখন কিছুদিন এরা কাবুলে জমা হবে, তারপর এরা পাকিস্তান, কাশ্মির, উজবেকিস্তান, আজারবাইজান, বাংলাদেশ, লন্ডন, ইন্দোনেশিয়ার দিকে যাবে।

৬| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩০

শূন্য সারমর্ম বলেছেন:
এদিক থেকে হিন্দু কট্ররপন্থীরা ঠিক আছে, আছে একটাই দেশ ভারত;ওদের রেখে বাকিদের বের করে দেয়া হোক, ইহুদীরাই একই,আছে ইসরাঈল।
মুসলিমদের ৫৭ দেশ তাই সমস্যা,সব দেশেই একটু একটু বীজ বপন করা আছে ; সমস্যা সমাধানে তালেবান সাহায্য করেছে; ওদের বীজ বড় হয়ে অনেক মগডালে পরিণত হয়েছে।

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



মুসলমানদের ৫৭ দেশেই নীচুমানের শিক্ষা ব্যবস্হা ওদেরকে ডোডো পাখী বানিয়ে রাখছে; মুসলমান দেশগুলোতে কমদক্ষরা ক্ষমতায় চলে যেতে পারে বিবিধ উপায়ে; কমদক্ষ মানুষ ও তালেবানদের মাঝে পার্থক্য খুব একটা নেই।

৭| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন: সবাই একসাথে পুলসিরাত পার হোক সফলভাবে।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


রূপকথা উপর বিশ্বের ১৬০ কোটী মানুষের ধর্ম

৮| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৯

রানার ব্লগ বলেছেন: Click This Link


দেখুন তালেবানরা কি ভাবছে বাংলাদেশ নিয়ে।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


অনেক বাংগালী আছে তালেবানদের সাথে; শেখ হাসিনা যদি এখন প্রাইম মিনিষ্টার পদ থেকে না সরে, উনার পর, দেশে গৃহযুদ্ধ হবে।

৯| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮

রক্তহীন বলেছেন: চোখে কম দেখা দোষের না, একচোখা হওয়া দোষের..

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



২/৪টা পোষ্ট লেখেন, তখন বুঝতে পারবো, আপনি কেমন দেখেন, কেমন জানেন।

১০| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১০

সাসুম বলেছেন: আমাদের ব্লগের সব জংগি গুলাকে এক সাথে করে, একটা বিমানে তুলে দিলেই তারা সুন্দর করে আফগানিস্তানে চলে যেতে পারে।

বিমান ভাড়া আমরা না হয় সবাই মিলে ক্রাউড ফান্ডিং করলাম।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



তখন সামুতে ১০ জন ব্লগার থাকবেন।

১১| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫১

বিটপি বলেছেন: আইসিস মারা যাবার পর একটা শক্তিশালী মুসলিম জঙ্গী গোষ্ঠীর অভাব পশ্চিমা বিশ্ব খুব অনুভব করছিল। এইজন্যেই তালেবানের উত্থানে কেউ বাধা দেয়নি। এবার কল্লা কাটুক, নারীদেরকে চাবুক মারুক - টিভিতে ইসলামী শানের কুফল খুব আরামসে দেখানো যাবে।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমারা আইসিস বানায়, আলকায়েদা বানায়, জামাত-শিবির বানায়; এসব বানাতে একটা উপকরণ লাগে, উহা হলো, "মুসলমান"।

১২| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৪

সাসুম বলেছেন: লেখক বলেছেন: তখন সামুতে ১০ জন ব্লগার থাকবেন।

সামুতে কখনোই ১০ জন এর বেশি ব্লগার ছিল না এক সাথে গত কয় বছরে।

যাই হোক- এই পাইক্কা জংগি দের বাংলাদেশ থেকে বিদায় করলেও লাভ নেই, তারা আফগানিস্তানে গিয়ে আরেকটা বাংলাদেশ তৈরি করে ফেলবে।

বিঃদ্রঃ আমার পদোন্নতি হয়েছে। আপনার প্রেডিকশান কাজে লেগেছে।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে তালেবান, জামাত-শিবির, হেফাজতরা জয়ী হবে না; গৃহযুদ্ধ লেগে গেলে স্বাধীনতার পক্ষের লোকেরাই জিতবে; তবে, দেশ ইয়েমেন হয়ে যাবে; গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনা, উনার দরকার দেশকে দেশের মতো করে চালানো।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:




আপনাকে বলেছিলাম, পোষ্ট সরান

১৩| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫

শাহ আজিজ বলেছেন: আমরা এই দুঃস্বপ্ন দেখিনা । আমাদের মানুষেরা অনেক করমমুখিন এখন । ৭১ সালে একটা চৌকস সেনাবাহিনী ও রাজাকাররা মুক্তি বাহিনীর কাছে পরাজিত হয়েছিল । কখনই কোথাও কোন অবস্থাতে কিতাবি শাসন টিকে নাই এবং টিকবে না । আমার সন্তানদের হাতে রাইফেল তুলে দিলাম যতক্ষন না মুল্লাহ শেষ করতে পারবে ততক্ষন ঘরে ফিরবে না ।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:




বাংগালীরা ভালুকের মত, এখন ঘুমাচ্ছে, উঠলে, ১ থাবায় চেহারা বদলায়ে দেবে।

১৪| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬

শূন্য সারমর্ম বলেছেন: রূপকথা উপর বিশ্বের ১৬০ কোটী মানুষের ধর্ম।

কার্ল মার্ক্সের আফিম ও আফগান আফিম যেন মুদ্রার এপিঠ ওপিঠ।


১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


কার্লমার্ক্স আগে বুঝতে পেরেছেন, বিশ্ব এখন বুঝতেছে।

১৫| ১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: আপনারা যারা বিদেশ থাকেন তাদের বোঝা মুস্কিল! আপনরা কখন কি চিন্তা করেন!

১৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



বিদেশের (ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া, জাপান ) সবাই সঠিকভাবে ভাবতে পারেন।

১৬| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:০০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: যাপিত জীবনে ব্যক্তিগত চর্চার জন্য ধর্ম যতোটা উপযোগী। (সামাজিক জীবনে তার কিছুটা চলে।) রাষ্ট্রীয় ভাবে ধর্মের ব্যবহার ঠিক ততোটাই অনুপযুক্ত। বিশেষ করে শিক্ষিত ও সভ্যদের দেশে।

১৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



ব্যক্তিগত জীবনের জন্যও ধর্ম এখন আর ঠিক নয়, ধর্ম বেঠিক ধারণার উপর প্রতিষ্ঠিত।

১৭| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার লেখায় ভাবনার খোরাক আছে। তবে মানুষ চায় সফলতা। সফলতা কীসের মধ্যে সেটা ভাবতে হবে। টেকসই সফলতা চাই। আমি আজকে সফল কালকে বিফল হলে কেমন হলো। ইসলাম ধর্ম মতে সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ। সে যাই হোক মানুষের টার্গেট সফলতা । এটা ভেবে দেখতে হবে প্রকৃত সফলতা কোনটা ?

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


মানব সমাজ এখন দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেছে; আগের মানুষ ছিলো অসহায়।

১৮| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনি বলেছেন, ব্যক্তিগত জীবনের জন্যও ধর্ম এখন আর ঠিক নয়, ধর্ম বেঠিক ধারণার উপর প্রতিষ্ঠিত।
আমিও এই ধারনায় বিশ্বাস করি। অস্বিকার করবো না, প্রকাশ করার সৎ সাহসটা দিন দিন কমে যাচ্ছে। কারণটা আপনি বুঝবেন।

১৯ শে আগস্ট, ২০২১ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, কারণ আমি বুঝি।

১৯| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধর্ম পালন করে দরিদ্ররা। এছাড়া তাদের হাতে আর কিছু নেই।

১৯ শে আগস্ট, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:


গরীবেরা মোটামুটি অশিক্ষিত হয়ে থাকে।

২০| ১৯ শে আগস্ট, ২০২১ সকাল ৭:৩২

সাসুম বলেছেন: কুশিক্ষিত অশিক্ষিত নারী লোভী বাংগু জংগি তালেবার লাভার রা দুনিয়ার সব মুসলিম দেশ শরিয়া আইনে চলুক সেটা চায় কিন্তু যখন ইন্ডিয়া হিন্দু আইনে চলতে চায়- তখন বাংগু ছাগল দের ম্যাতকারে ভরে যায় চারপাশ।

বাংগু জংগি লাভার রা - রাতদিন শরিয়া শরিয়া বলে ম্যাতকার করতে করতে অর্গাজম করতে করতে ভাসায় ফেলে দুনিয়া কিন্তু যখনি বলা হয়- শরিয়া আইন চলে এমন দেশে গিয়ে বউ বাচ্চা নিয়ে থাকার জন্য, তখনি শুরু হয়ে যায় তাদের কান্নাকাটি।

বাংগু জংগি গোষ্ঠী- রাতে মাদ্রাসার এতিম বাচ্চাদের পশ্চাতদেশে কালা বন্দুক দিয়ে জিহাদ করে, সকালে শরিয়া আইনের জন্য মিছিল করবে আর বলবে- সমকামী দের ফাসি চাই।

এই জংগির দলের পশ্চাৎ দেশ আর মুখ এক যায়গায়, যেটা দিয়ে খায় সেটা দিয়েই হাগে।

১৯ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাষা ব্লগের লেভেলে নিয়ে আসেন; মানুষ পরিস্কার কথা পছন্দ করেন।

২১| ১৯ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৪৩

সাসুম বলেছেন: লেখক বলেছেন:
আপনার ভাষা ব্লগের লেভেলে নিয়ে আসেন; মানুষ পরিস্কার কথা পছন্দ করেন।


ব্লগের মানুষ জংগি দের কথা বাত্রা পছন্দ করে। সো, চিন্তা করতেছি আরেক টা নিক খুলে জংগি তালেবান দের পছন্দ মত লিখা লিখুম আর ধর্ম প্রচার করুম।

প্রচুর লাইক কমেন্ট পাব বাংগু মোসলমান দের কাছ থেকে , মানুষ পছন্দ ও করবে।

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



ভাষাই আপনার ভাবনা প্রকাশের মুল বাহন।

২২| ১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সম্ভবত কোন ধর্মের অনুসারীরাই ধর্মীয় বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে না।
তাছাড়া, রাস্ট্র পরিচালনা একটা জটিল বিষয়!

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


আজকের বিশ্বে কোন ধর্মীয় নিয়মকানুন চালু করলে, তারা অশিক্ষিত, অদক্ষ ও গরীব জাতিতে পরিণত হবে; মুসলিম দেশগুলো পেছনে পড়ার মুল কারন ইহাই।

২৩| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৩

হাবিব বলেছেন: আপনার পেঁচার ছবিযুক্ত পোস্ট পাইনা অনেকদিন হলো। এবার কিছু রোমান্টিক পোস্ট লিখুন। সবকিছু একঘেয়ে হয়ে যাচ্ছে

২০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


ওকে, পেঁচা উড়ুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.