নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে নুরু সাহেবের অনুপস্হিতিটা অনুভব করছি

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৭



ব্লগার নুরু সাহেব ব্লগে না থাকাতে আমি চিন্তিত: প্রথমত, আমার প্রতি পোষ্টে কমপক্ষে ১টা করে কমেন্ট কমে গেছে; তারপর, উনি ব্লগে না থাকাতে বাংগালায় বিখ্যাত লোকজন জন্ম নিচ্ছেন, নাকি মৃত্যুবরণ করছেন, সেটা জানার কোন উপায় নেই! আমি বাংগালী বিখ্যাত ব্যক্তি কারা কারা ছিলেন, তেমন জানি না; এখন কারা আছেন, তাও জানি না; নুরু সাহেবের পোষ্ট থেকে জানাটা সহজ ছিলো। তবে, নুরু সাহবের একটা সমস্যা ছিলো, কোনটা জন্মদিবস, কোনটা মৃত্যুদিবস, তিনি তা সঠিভাবে খেয়াল রাখতে পারতেন না, আদু ভাইয়ের মতো অবস্হা; কিন্তু "ফুলেল শুভেচ্ছা"টা ঠিকমতো দিতেন।

তিনি সাংবাদিক মানুষ; আমি ব্লগের সাংবাদিক, শিক্ষক, গবেষক, দার্শনিক, চিন্তাবিদদের লেখাগুলোর উপর নজর রাখি সব সময়; নিতান্ত "০" কমেন্ট দেখলে, না পড়েও মাঝে মাঝে একটা কমেন্ট করে দিই; "০' কমেন্ট দেখতে ভালো দেখায় না।

উনার এক বন্ধু, ব্লগার প্রামানিক সাহবে, সামুতে ছড়ায় বেশ দক্ষতা দেখায়েছেন সব সময়; গত বছর থেকে নুরু সাহেবও ভালো ছড়া লিখছিলেন, বন্ধুর সাহায্য নিচ্ছিলেন কিনা, কে জানে; কিন্তু সমস্যা দেখা দিলো, উনার বেশীরভাগ ছড়া কেন যেন চাঁদগাজী সমস্যা নিয়ে আসতে শুরু করলো; যাক, এখন ছড়ার উৎপাত থেকে বাঁচা গেলো। মে'জুন মাসে এক "পাগলা ব্লগার" এসে কি সব ছড়া লেখার শুরু করলেন; নতুন তুখোড় কোন ব্লগার দেখলে, নুরু সাহবে কিভাবে উহাকে যেন সাগরেদ বানায়ে ফেলেন; ২/৪ দিন পর দেখি, নুরু সাহেব উনাকে সাগরেদ বানায়ে সাঁকোর পাশে বসায়ে দিয়েছেন, সাগরেদ সাহেব চাঁদগাজীকে নিয়ে ব্যস্ত। সাকো কতদিন আর দোলানো যায়, হাত ব্যথা হয়ে যাওয়ার কথা; সাগরেদ রিটায়ার করেছেন গুরুর আগেই; আমি ভয়ে আছি, কোন সময়ে সাগরেদ আবার এসে উপস্হিত হন।

নুরু সাহেব করোনায় বরিশালের আমড়া, দামড়া, মহিষের দুধ নিয়ে লেখার শুরু করেছিলেন; পড়ে আমার মনে হচ্ছিল, বরিশালে করোনা নেই; পরে জানলাম, বরিশালে করোনা সফলতার সাথে বিস্তার লাভ করেছে। উনি কি এখন বরিশালে, নাকি ঢাকায় কে জানে; তবে, এটা সঠিক যে, উনি সংবাদ সংগ্রহ করতে কাবুল টাবুল যাননি।

ফেসবুকে আপনারা উনাকে দেখলে, ব্লগের কথা মনে করিয়ে দেবেন; বলবেন, আমি বলেছি, সামুতে লগিন করে আমার পোষ্টে যেন ১টা মন্তব্য করে যান।


মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




নূর মোহাম্মদ নূরু সাহেব বরিশালের নারকেল নিয়ে কি কখনো লিখেছেন? আমার সঠিক মনে পড়ছে না। দেশে যেমন তেমন একটি ডাব ও নারকেলের দাম এখন ৮০ - ১০০ টাকা। ডাব ও নারকেলের মূল্যবৃদ্ধি প্রয়োজন ছিলো।

২১ শে আগস্ট, ২০২১ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রামে নারিকেল ও খেজুর গাছ আর নেই; বরিশালে এখনো আছে?

২| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই তো লিখছেন। যদিও মাঝে মধ্য খানিকটা গ্যাপ পড়ে।
আপনার পোস্টে মন্তব্য করতে করতে মনে হয় কিছুটা ক্লান্ত। একটু জিরিয়ে দম নিতে দিন। তারপর দেখবেন । । । ।

২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



উনি লিখছেন? শুনলাম উনি সর্বোচ্চ কমান্ডিং'এর দায়িত্ব পেয়েছেন; তাই লিখতে হচ্ছে না।

৩| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেবের জনপ্রিয়তা কমে গেছে, মনে হয়; কেহ উহ: আহ: করছেন না। নাকি আমার জনপ্রিয়তা কমে গেছে?

৪| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: আপনারা দুইজনেই ভাল মানুষ! দুইজনকেই আমার ভাল লাগে!

২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব সামুর উপর ক্ষেপেছেন, মনে হয়।

৫| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৪

কাওসার মাহমুদ বলেছেন: এটা বাংলাদেশেই সম্ভব। একজন উপরে উঠতে গেলে পিছন থেকে ১০ জনে টেনে ধরে।

২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:




আমি তো উপরে উঠতেছি না, নীচের দিকে গড়াচ্ছি, তাতেই নুরু সাহবে অসন্তষ্ট, উনার সাগরেদদের সাঁকো দুলাতে লাগিয়ে দেন।

৬| ২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: এটা আমি বুঝতে পারছি না, তবে পোষ্ট করতে সবাইকে কিছু ব্যাপার মেনে করাই উচিত! যাই হোক, সবাই মিলে মিশে থাকি, আসুন। কিছু তর্ক বিতর্ক হবে তবে নাথিং সিরিয়াস, দিন শেষ ভাই ভাই, ভাই বোন! এই তো!

২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আমরা অনেকই মিলেমিশে আছি; সমান্য কিছু "ইসলামিক চিন্তাবিদ" আছেন, উনরা চান, আপনিও যেন "ইসলামিক চিন্তাবিদ" হোন; না'হয় উনাদের অজু ভেংগে যায়।

৭| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: ব্লগার নুরু ভাই ভালো আছেন। গতকাল ওনার সাথে ফেসবুকে ম্যাসেঞ্জারে কথা হয়েছে। উনাকে জেনারেল করা হয়েছে।এ কারনে উনি আর ব্লগে আসেন না। "আমাকে স্যার ডাকবা" নিকের সাথে কি একটা ঝামেলার কারনে এমনটা হয়েছে । নুরু ভায়ের মন্তব্য মুছে দেওয়া হয়েছে।

২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


"আমাকে স্যার ডাকবা" নামের ব্লগারকে আমি "স্যার" ডাকতে বাধ্য হয়েছি, নুরু সাহেব আবার কোন গগণের তারা? উনার বড় কপাল, মানুষ লে: হওয়ার জন্য প্রাণ দিয়ে ফেলছেন, উনি এক লাফে "জেনারেল"।

৮| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: অন্য আর এক পোষ্টে দেখলাম আপনি একজনকে আপনার ব্লগে মন্তব্য করতে বলেছেন। আবার পোষ্টও করেছেন যে মন্তব্য একটা কমে গেছে!

আমি আপনার লেখা সাধারণত পড়ি না; পড়ার মত কোন কন্টেন্ট তেমন আপনি লিখেন না। তাই আপনার লেখাতে কমেন্টও করা হয় না। মনে হয় আগে কয়েকটা পোষ্টে কমেন্ট করেছি; তবে সত্য বলতে আপনার পোষ্ট পড়তে বা কমেন্ট করতে কোনটাই মন চায় না।

আপনার বয়স হয়েছে; কমেন্ট পেতে মন চাইছে; তাই একটা কমেন্ট রেখে যাচ্ছি। কে জানে, হয়ত আমারও বয়সকালে এমন হতে পারে; তখন হয়ত কেউ আমার এমন একটা ইচ্ছা পূরণ করবে।

ভালো থাকবেন।

২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:




আমি আমার মতো করে হিউমার করার চেষ্টা করি, কোন সময় কাজ করে, কোন সময় ফেল করে।

আমি ৬ বছর ৬ মাসে যেই পরিমাণ মন্তব্য পেয়েছি, কোনকালে, কোন বাংগালী ব্লগার, বাংলা ব্লগে এই পরিমাণ কমেন্ট আর পাবেন না।

৯| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: ব্লগার নুরু ভাই আর সোনাবীজ ভাইকে বেশ মিস করছি!
আর স্বঘোষিত ভাই -জটিল ভাই ইদানিং হয়তো জটিল কাজে ব্যাস্ত থাকার জন্য আপনার পোষ্টের জৌলুশ কমে গেছে!

২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


জটিল ভাই ১০ বছর ৫ মাসে ৫০০ কমেন্ট পেয়েছিলেন; আমাকে নিয়ে ২ মাস কমেন্ট করে ২০০০ কমেন্ট পেয়েছিলেন; তবে, ঐ "নিক" ব্যবহার করতেন কয়েকজন ব্লগার, এগুলো ক্রিমিনাল কাজ।

১০| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:০১

ডার্ক ম্যান বলেছেন: আপনি কখনো আমার উপস্থিতি কিংবা অনুপস্থিতি অনুভব করেন??

২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই করি।

১১| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:১১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: শুভকামনা চাঁদগাজী ভাই

২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আপনিও ভালো থাকুন। শত্রু লোকজনের খোঁজখবর রাখতে হয়।

১২| ২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩০

নেওয়াজ আলি বলেছেন: নুরু ভাই যেখানেই থাকুক যেনো ভালো থাকে। সুস্থ থাকে যেনো।

২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


উণি যেইসব দোয়া কালাম জানেন করোনা উনার কাছে দিয়ে আসবে না; উনি বড় পদ পেয়েছেন, সামুর কথা ভুলে গেছেন।

১৩| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি নুরু সাহেবকে বেশ পছন্দ করেন। উনিও আপনাকে পছন্দ করেন। যদিও আপনাকে খোঁচা দিতে কার্পন্য করেন না।
নুরু সাহেব লোক খারাপ না। যদিও তার কারনে একবার ''জেনারেল'' হতে হয়েছে আমাকে। আমি নুরু সাহেবকে পছন্দ করি। সম্মান করি। উনি সামুর আচরনে কিছুটা আহত হয়েছেন।

আমি চাই উনি ফিরে আসুক। আমি আশা করি সামু তাকে সেই সুযোগ দ্রুত দিবে।

২২ শে আগস্ট, ২০২১ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


সামুতে জেনারেলদের কোটা আছে, মনে হয়।

১৪| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ব্লগের এই ব্যাপারটা আমার দুর্দান্ত লাগে। মতের যতই মিল কি অমিল থাকুক, কাউকে বেশ কিছুদিন লাপাত্তা দেখলে কেমন একটা দুশ্চিন্তা শুরু হয়। চাঁদগাজী স্যার ঘুরিয়ে পেঁচিয়ে বললেও একটা প্রচ্ছন্ন টান টের পাওয়া গেল। নুরু সাহেব ফুলেল শুভেচ্ছা সমেত সগৌরবে ফিরে আসুন। ওনার সুস্বাস্থ্য কামনা করছি।

২২ শে আগস্ট, ২০২১ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



উনি না এলে, আমার বিপক্ষে আর কে লিখবেন, বাকীরা কাঁপে।

১৫| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
যত দ্বিমত থাক নুরু ভাইকে পছন্দ করি। ফিরে আসুক।
সাসুমভাইকেও দেখছি না, জেলে আছেন নাকি?

২২ শে আগস্ট, ২০২১ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:



সামুম একটা পোষ্ট দেয়ার পর, উনাকে সরাতে বললাম, উনি সরালেন না, বড় পদে নিয়োগ পেলেন।

১৬| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৩:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


গাজী সাবের পেজগি বুঝা ভার!!!

২২ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


কিছু বিষয়ে ( ধর্ম ও আধুনিক জীবনভাবনা ) উনার সাথে আমার মতানৈক্য আছে; তবে, ব্লগিং নিয়ে আমাদের মনোভাবের মিল আছে।

১৭| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নুরু ভাইয়ের অভাব অনুভব করা যায় সহজেই। তিনি কি কারণে মনোক্ষুন্ন হলেন ?
আপনার 'স্বঘোষিত' ভাইও নিখোঁজ ? তিনি কি আপনার উপর অভিমান করে কাবুলে হিজরত করে বসলেন নাকি ?

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



ভাই সাহেবের স্বদেশ মনে হয় আফগানিস্তান; তখন বেকার থাকায় ব্লগিং করেছেন, এখন বাইডেন কাজ দিয়েছে।

১৮| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৭

নূর আলম হিরণ বলেছেন: নুরু ভাই অনেকটাই নির্ভেজাল মানুষ। শুধু আপনার পোষ্টে আসলেই খেই হারিয়ে ফেলে।

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব আমার পোষ্ট এলে নিজ বাড়ীর মতো স্বাচ্ছন্দ অনুভব করেন।

১৯| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: দিন কয় আগে উনার একটা মন্তব্য পেয়েছিলাম। ভাবলাম আবার হয়তো ফিরেছেন।

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:




আছে আশেপাশে; মনে হয়, মন খারাপ; এত বড় পদ আশা করেননি।

২০| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ও ব্লগার নূরু ভাইয়ের ঝগড়া মন্দ লাগতো না। তবে আপনাদের দু’জনের লেখাই আমি উপভোগ করি।

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


উনি যা লিখেন, জেনে শুনেই লিখেন; সামু উনাকে ছেড়ে দিলে এসে যাবেন।

২১| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৪

ফয়সাল রকি বলেছেন: চাচা কেমন আছেন?
ঠিক করেছি, লগিন করলে আপনাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবো।

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি; কমেন্ট করলে বুঝতে সহজ হয় যে, কি নিয়ে ভাবছেন।

২২| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৭

রানার ব্লগ বলেছেন: নুরু ভাই কে আমাদের মাঝে ফিরিয়ে দেয়া হোক ।

** নুরু ভাই ভয় নাই , আমরা আছি লাখো ভাই, লাখো ভাইয়ের একটি ভাই , নুরু ভাই নুরু ভাই !!

২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেবের 'জেনারেল' হওয়াটা বিস্ময়কর ব্যাপার।

২৩| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



নুরু ভাই এর অনুপস্থিতিটা ফিল করছি ।
তিনি একজন ব্লগাগের বৈশিষ্ট নিয়েই
লেখালেখিতে অনন্যতার নজির রেখে যাচ্ছেন।
অচিরেই তিনি ফিরে আসবেন বলে মনে করি।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



উনি ফিরে আসতে পারেন?

সমস্যা হলো, উনার সাথে কিছু মশামাছি এসে উপস্হিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.