নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা আফগানদের যেই সুযোগ দিয়েছিলো, তা আর কাউকে দেয়নি।

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৬



এটমবোমা হজম করার পর, জাপানীরা বুঝতে পেরেছিলো যে, আমেরিকা ভয়ংকর শক্তিশালী দেশ, ইহার সাথে আঁতাত করা ব্যতিত জাপান সহজে আবার নিজপায়ে দাঁড়াতে পারবে না লম্বা সময়; আজকে যেই জাপান বিশ্ব দেখছে, ইহাতে আমেরিকার অনেক অনেক বড় অবদান; জাপানীরা আমেরিকান সাহায্যকে কাজে লাগিয়ে, দীর্ঘদিন বিশ্বের ২য় অর্থনীতি হিসেবে ছিলো; আজকে, আমেরিকার প্রতি ১০০টি গাড়ীর মাঝে ৪০টি গাড়ী জাপানী; ওরা গাড়ী বানানোর টেকনোলোজী, এটোমিক পাওয়ার ষ্টেশন ও ইলেকট্রোনিক টেকনোলোজী পেয়েছিলো আমেরিকা থেকে; এবং আমেরিকা জাপানকে নিজেদের বাজারে প্রবেশ করতে দিয়েছিলো।

একই কাহিনী জার্মানীর; ২য় বিশ্বযুদ্ধ পরাজিত হওয়ার পর, জার্মান বলতে কিছু ছিলো না: দেশ ২ টুকরা হয়ে গিয়েছে, ৯০ লাখ যুদ্ধবন্দী; একাংশ চলে গেছে সোভিয়েতের তত্বাবধানে, অন্য অংশ আমেরিকা, ইংল্যান্ড'এর অধীনে। জার্মানরা ঠিক করলো, ইউরোপের কেহ তাদেরকে সাহায্য করার মতো অবস্হানে নেই, একমাত্র বড় শত্রু আমেরিকার সাহায্য নিয়ে দাঁড়াতে হবে; আজকের ইউরোপকে ধরে রেখেছে জার্মানী।

পাকিস্তানকে আমেরিকা সাহায্য করার শুরু করেছিলো ১৯৫৮ সাল থেকে; ১৯৫৮ সালে, আমেরিকা পাকিস্তানে সামরিক ক্যু'ঘটায়, দেশটিকে নিজের পক্ষে নেয়ার জন্য। পাকিস্তানী মিলিটারী সরকার আমেরিকার কাছে টেকনোলোজী চাহেনি চেয়েছিলো খাদ্য। খাদ্য চায় ভিক্ষুক; পাকিস্তান যা চেয়েছিলো তা পেয়েছে। পাকিস্তান আমেরিকা থেকে ভিক্ষা নেয়ার পর ফন্দিবাজী করে নিয়েছে ঋণ, তাদের ইচ্ছা ছিলো সেই ঋণ ফেরত দেবে না; তাদের ইছ্চা পুরণ হয়েছে, আমেরিকাকে বেকুব বানিয়ে পাকিস্তান তাদের সাথে "বিন লাদেন ব্যবসা" করেছে, "তালেবান ব্যবসা" করেছে; এখন সেই ২টি সেক্টর বন্ধ হতে যাচ্ছে।

আমেরিকা ততকালীন আফগানিস্তানের কাছে দাবী করেছিলো যে, বিন লাদেনকে আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে, কিংবা আফগানিস্তান থেকে বের করে দিতে হবে। তালেবানরা বলেছে যে, তারা মেহমানকে বের করে দিতে পারবে না, ইহা বেদুইনদের সংস্কৃতি। ফলাফল, যুদ্ধ। কি পরিমাণ তালবান প্রান হারিয়েছে কে জানে, তবে ৭১,০০০ আফগান ইহাতে প্রাণ হারেয়েছে।

যুদ্ধের পর, আমেরিকার চলে যাওয়ার দরকার ছিলো; কিন্তু তারা দেখলো যে, তারা চলে গেলে দেশটি আবারো তালেবানদের হাতে চলে যাবে; তারা দেশটিকে গড়ে তোলার সিদ্ধান্ত নিলো; ২০ বছর চেষ্টা করার পর, এই সপ্তাহে সেই তালেবানদের কাছে দেশটিক রেখে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে; আফগানিস্তানের অবস্হা সেই ২০ বছর আগের মতোই; কারণ, এরা গত ৪০০ বছরে কোনদিন ভালোভাবে থাকার কথা চিন্তা করেনি।


মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৯

লেখাজোকা শামীম বলেছেন: ছবিটা খুব সুন্দর

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:



আমার কাছেও ছবিটা ভালো লাগে। আপনি ইংরেজী কেমন জানেন?

২| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন: আমেরিকা বন্দনা বাদ দিয়ে কিছুদিন ওদের বেকুবী নিয়ে লিখুন; ব্লগ,দেশ, ৬০ শতাংশ বিদেশও বন্দনা চায় না।

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা আমেরিকা সম্পর্কে যত বেশী জানেন; ৮০ ভাগ আমেরিকান নিজ দেশ সম্পর্কে এতটুকু জানেন না।

আমেরিকা যে ধ্বংস হয়ে যাবে, সেটা আমি ১ম বার শুনেছিলাম মতিয়া চৌধুরীর মুখে।

৩| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন: আমেরিকায় জেনারেশন গ্যাপে চোখে পড়ার মত কোনো লক্ষন আছে?

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



গ্যাপ নয়, কিছু কিছু জেনারেশন আমেরিকার গতিপথ বদলাচ্ছে, ইহা চোখে পড়ে। এখকার জেনারশন গাঁজা খাচ্ছে, কাজে ফাঁকি দিচ্ছে।

৪| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: এখকার জেনারশন গাঁজা খাচ্ছে, কাজে ফাঁকি দিচ্ছে

:পুরো ওয়াল্ডওয়াইড সেইম সিচুয়েশন;মাদকের আশ্রয়।

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



পৃথিবী আগামী ৫০/৬০ বছর এর জন্য চরম মুল্য দিবে: অর্থনীতি ও টেকনোলোজী ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হবে।

৫| ২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৯

তানভির জুমার বলেছেন: যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশী নিরপরাধ মানুষ কে হত্যা করেছে? ১০ বছরের বাচ্ছাও উত্তর দিবে আমেরিকা। পর্নোগ্রাফি, মাদক, উগ্রতা এই অপরাধগুলোর মূলহুতা হচ্ছে আমেরিকা।

বিন লাদেন নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বলি আফগানিস্তান। তালিবান নেতা মোল্লা ওমরের কথা ছিল সঠিক প্রমান দিতে পারলে অবশ্যই বিন লাদেন কে আমেরিকার হাতে তুলে দিব, কারণ ইসলাম কখনোই এইরকম হামলা সমর্থন করে না ।

যুক্তরাষ্ট্রের সরকারি নথি অনুযায়ী, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তা পরিচালিত হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটি থেকে। যারা এ হামলা চালিয়েছিল, তারা বিমান প্রশিক্ষণ নিয়েছিল ফ্লোরিডা থেকে। হামলার মূল ছক যারা করেছিল, তাদের বেশির ভাগই ছিল সৌদি নাগরিক। আল–কায়েদা প্রধান ওসামা বিন লাদেন সুদান ত্যাগ করার পর আফগানিস্তানে তাঁর আস্তানা গড়েছিলেন। সেখান থেকে তিনি পাকিস্তানে চলে যান। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। ১১ সেপ্টেম্বরের সেই হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের কোনো নেতা জড়িত ছিলেন—এমন প্রমাণ পাওয়া যায় না।

জর্জ বুশ ক্ষমতায় বসার পর থেকেই রিপাবলিকান পার্টির জনপ্রিয়তায় ধস নামতে শুরু করে এবং ভারমন্টের রিপাবলিকান সিনেটর জেমস জেফর্ডস পক্ষ ত্যাগ করায় রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ হারান। আফগানিস্তানে অভিযানের মধ্য দিয়ে বুশ রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনেন। এইসব অভ্যন্তরীণ রাজনীতির বলিই আফগানিস্তান

১) আফগান যুদ্ধের ৪০ বছরের মাথায় বৃটিশ সাম্রাজ্য ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে।
২) আফগান যুদ্ধের ৩ বছরের মাথায় সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে।
৩) আমেরিকার পতন হবে আজ না হয় কাল। যেদিন অন্য দেলগুলো বুঝতে পারবে আমেরিকারা খুনি, ভন্ড, প্রতারক। যেদিন অন্য দেলগুলো ডলার কে রিজার্ভ করবে না, আন্তর্জাতিক ভাবে ডলারে বেচা-কেনা বন্ধ হবে। সেদিন থেকেই আমেরিকার পতন শুরু হবে।


২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:




আমেরিকার ১০ বছরের বাচ্চার সমান জানতে আপনার বয়স হয়ে যাবে ১০০ বছর।

৬| ২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৮

টারজান০০০০৭ বলেছেন: আমেরিকার প্রশংসা আমেরিকানরাও এতো সুন্দর কইতে পারব না ! আফনারে বঙ্গদেশে আম্রিকার রাষ্ট্রদূত বানাইবাম ! :D

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



ম্যাপে আমেরিকা খুঁজে পেলে আমাকে জানাইয়েন।

৭| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: জাপান কে আমেরিকা বুঝাতে পেরেছিল আমেরিকা কি জিনিষ :(( আর তাইতো জাপানিরা আজও আমেরিকার সেনা(জাপানে আমেরিকান সেনা উপস্থিতি এখনো আছে) বহন করে চলেছে।

তবে দুঃখের বিষয় অশিক্ষিত-পুচকে আফগানদের কে তা বুঝাতে গিয়ে আমেরিকা উল্টো বুঝলো- আফগানরা কি চীজ (জিনিষ)।এ যেন " পঁচা শামুকে পা কাটার মত " অবস্থা হয়েছে আমেরিকানদের।

২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



জাপান কেন আমেরিকান সেনাদের থাকতে দিচ্ছে, উহা ৫ম শ্রেণীর গরুর রচনা লেখকদের মাথায় ঢুকবে না।

৮| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২

হাবিব বলেছেন: বাংলাদেশের জন্য আমেরিকা কতটা উপকারী/উপকার করছে?

২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের জন্মের সময়, আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিলো; পরে, বাংলাদেশের ক্ষতি করেছে শেখ হত্যা করে; কিন্তু এরপরও বাংলাদেশ আমেরিকান ভিক্ষা নিয়েছে, টেকনোলিজী বা অন্য সুযোগ নেয়নি।

৯| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৬

বিটপি বলেছেন: আপনার কথা শুনে আফসোস হচ্ছে - ইস! এটম বোম সেইদিন যদি আমেরিকা জাপানে না ফেলে বাংলাদেশে ফেলত!

২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:




এটমবোমা দামী জিনিষ ছিলো।

১০| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

বিটপি বলেছেন: এটম বোমা দামী ছিল বলেই না লাখের উপর মানুষ মরেছে বা পঙ্গু হয়েছে। কথা সেটা না। অতীতে শর্বরী শ্রেণীর নিচু জাতের নারীরা উঁচু জাতের পুরুষদের সাথে সঙ্গমের জন্য মুখিয়ে থাকত - তাতে তাদের দাম বাড়ত। উঁচু শ্রেণীর পুরুষ ধর্ষণ করলে নিচু শ্রেণীর মহিলাদের জাত নাকি কিছুটা উন্নত হয় !

২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাচিন্তা এখনো ব্লগিং করার লেভেলে আসেনি।

১১| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ১। আমেরিকা ইরাকের জন্য, লিবিয়ার জন্য কি কি যেন করেছে?
২। আমেরিকা যাদের বন্ধু, তাদের ধ্বংসের জন্য নতুন করে আর শত্রুর দরকার হয় কি?
৩। যারা আমেরিকাকে শত্রু মনে করে, আমেরিকা তাদের কতোটা স্বস্তিতে রেখেছে?

২৪ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "২। আমেরিকা যাদের বন্ধু, তাদের ধ্বংসের জন্য নতুন করে আর শত্রুর দরকার হয় কি? "

-এগুলো আপনারা বেকুব বাংগালীদের থেকে শুনেছেন; ১ জন ইহুদী থেকে, ১ জন সাদা কানাডিয়ান থেকে, ১ জন জাপানী থেকে জেনে নেবেন আমেরিকা কেমন দেশ।

১২| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ও হ্যাঁ। ৪। বাংলাদেশের স্বাধীনতায় তাদের ভুমিকা কি ছিল যেন?

২৪ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে চাহেনী; কারণ, তারা পাকিস্তানের পক্ষে ছিলো।

১৩| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন: কাবুলে সিআইএ চীফ ও তালিবান লিডার আবদুল গনি গোপন মিটিং হলো।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:


অফলাইনে এদের সব ধরণের কথা হয়, ৩য় চ্যানেল থাকে; এগুলো সাধারণ ব্যাপার।

১৪| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৭

শূন্য সারমর্ম বলেছেন: আচ্ছা,এ যাবতীয় কিছু অসাধারন ব্যাপারগুলো কেমন??? দেশের জনগন তো এ ব্যাপারটাই অসাধারন মনে করছে।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:



আমরা পেছনে, এত কিছুর দরকার পড়ে না; আমাদের লোকজনের জন্য এসব হচ্ছে "ভয়ানক বড় বয়াপার"।

১৫| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: জনাব আজ আমি খুশি।
আজ আমি আর সুরভি টিকা নিতে পেরেছি। প্রথম ডোজ।
চায়না টিকা সিনো ফার্মা।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:




মাস্ক পরবেন সব সময়।

১৬| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১:০৯

কসমিক রোহান বলেছেন:
আমেরিকাতে সবচেয়ে বেশি ক্ষ্যাত এবং বুদ্ধিপ্রতিবন্ধী বসবাস করে। অল্প কিছু লোক আমেরিকার সবাইকে কান ধরে নাচায়।
আমেরিকাকে যারা নাচায় তারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস গোষ্ঠি, সারা বিশ্বে যত সহিংসতা সবই আমেরিকার জন্য।

কোন সত্যিকার শিক্ষিত, সৎ ও স্মার্ট ব্যক্তিত্ব আমেরিকার পক্ষে কথা বলতে পারে না।
কেবলমাত্র মানবতার শত্রু আমেরিকার পক্ষের গান গায়।
এরা প্রভুদের দানা-শষ্য ভোগ করে আর বোল ছুড়ে।
ইন্টেলেকচুয়াল মহলে এসব বোল বিষ্ঠাতূল্য।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:



আপ বাংলাদেশের বাইরে গেলে, যে কোন দেশের পুলিশ আপনাকে আটকাতে পারে।

১৭| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১:১৭

কসমিক রোহান বলেছেন: আমেরিকার নিজস্ব কোন টেকনোলজি নাই।
লোকাল আমেরিকান টেকনোলজি জানে না।
ইমিগ্রান্টরা ওখানে টেকনোলজির খামার করে।
ওখানের আবহাওয়ার ভালো ও দুষ্টলোকের অভয়ারণ্য হওয়ায় পৃথিবীর অনেক পলাতক ও সাধারণ মানুষ সেখানে আশ্রয় নিয়ে গোলামি খাটছে।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


আপানার লেখায় ক্রাইমের গন্ধ পাওয়া যায়।

১৮| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ২:২০

কসমিক রোহান বলেছেন: ১. চাঁদগাজী বলেছেন:আপ বাংলাদেশের বাইরে গেলে, যে কোন দেশের পুলিশ আপনাকে আটকাতে পারে।

বহু দেশে গিয়েছি কোন বাঁধা বিপত্তি আসেনাই।
**ডিজনেস্ট মানুষের চিন্তা অন্য মানুষদের ক্ষেত্রে নেগেটিভ হয়।

২. চাঁদগাজী বলেছেন: আপানার লেখায় ক্রাইমের গন্ধ পাওয়া যায়।

কোন ক্রিমিনাল একজন ভালো মানুষকেও ক্রিমিনাল ভাবতে পারে।
পোয়েন্ট অব ভিয়ূ থেকে অধিকাংশ মানুষ থিংক করে।

**নাকের ডাক্তার দেখানোর অনুরোধ দাদাকে!

২৫ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা, জাপান, কিংবা ইউরোপে গিয়েছিলেন?

১৯| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার ১ এবং ৩ এর উত্তর এড়িয়ে গেলেন!
আপনি বলেছেন, "এগুলো আপনারা বেকুব বাংগালীদের থেকে শুনেছেন; ১ জন ইহুদী থেকে, ১ জন সাদা কানাডিয়ান থেকে, ১ জন জাপানী থেকে জেনে নেবেন আমেরিকা কেমন দেশ।" সুবিধাভোগী যে কেউই তার প্রশংসা করবে। এটাই স্বাভাবিক। বলা বাহুল্য, আপনিও তাদেরই একজন।
আপনার মতো একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে ৭১এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তি সময়ে আমেরিকার ভূমিকা নিয়ে কিছু পোস্ট চাই।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমি আমেরিকা ও ইউরোপে কাজ করেছি, এদেরকে কাছে থেকে দেখেছি, বাংলাদেশের মানুষকে এদের আলোকে বুঝার চেষ্টা করেছি; ইউরোপ আমেরিকার মানুষের জীবনকে মানব জীবনের "একক" হিসেবে ধরলে, ৩য় বিশ্বের মানুষ দোযখে আছেন।

জাপান, জার্মানী, কোরিয়া ও ইসরায়েলের মানুষ আমেরিকান সাহায্যকে কাজে লাগায়েছে; পাকিস্তান, মিশর, আফগানিস্তানে আমেরিকান সাহায্যকে চুরি করেছে।

২০| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৭

পাজী-পোলা বলেছেন: আমেরিকা কতটা ভালো সেটা আমরা জানি। কদমবুসি করলে আওয়ামীলীগ যেমন মাথার উপর হাত রাখছে, আমেরিকাও রাখে। মুখ ঘুরিয়ে নিলে আওয়ামীলীগ যা করছে, আমেরিকা ও তাই করে।


২১| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

নিমো বলেছেন: কসমিক রোহান বলেছেন: আমেরিকার নিজস্ব কোন টেকনোলজি নাই।
তাই নাকি ? ব্লগটাও আজকাল মীরাক্কেল হয়ে উঠেছে।

কসমিক রোহান বলেছেন: লোকাল আমেরিকান টেকনোলজি জানে না।
এই লোকাল আমেরিকানটা কি ভাইজান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.