নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মনে হচ্ছে, আমার করোনা হওয়া সময়ের ব্যাপার মাত্র

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৫



আমেরিকান মিডিয়া, সিডিসি, ডাক্তার ও সামু ব্লগ থেকে আমি করোনা সম্পর্কে যতটুকু জেনেছি, সেটা আমার ঘনিষ্ট বাংগালীদের সঠিকভাবে জানিয়েছি; কিন্তু টিকা বের হওয়ার আগেই ওদের প্রায় সবার করোনা হয়ে গেছে; কিন্তু কোন পরিবারে মৃত্যুর ঘটনা ঘটেনি; মাত্র ৩টি পরিবার রক্ষা পেয়েছিলো; আজ অবধি, আমরাও (আমার পরিবার ) করোনা থেকে রক্ষা পেয়েছি।

এখন টিকা দেয়ার পর, আগে রক্ষা পাওয়া ৩টি পরিবারের সবার করোনা হয়ে গেছে; এদের ভোগান্তি খুবই কম হয়েছে; এই ৩ পরিবারে ২ জন আছেন ৭০+ বছর বয়স্ক। এখনও আমার পরিবার আপাতত করোনায় আক্রান্ত হয়নি; কিন্তু অবস্হা দেখে মনে হচ্ছে, ইহা হবে, সময়ের ব্যাপার মাত্র; আমেরিকার শহরবাসীদের সবার করোনা হবে।

এখন পরিচিত যাদের করোনা হচ্ছে, এরা কেহই বলতে পারছেন না, কিভাবে সংক্রমণ ঘটছে; এরা সবাই মাস্ক ব্যবহার করছেন নিয়মিতভাবে, বাজার করা ব্যতিত কোনভাবেই অন্যদের কাছাকাছি হচ্ছেন না; আড্ডা দিচ্ছেন নিজেদের মাঝেই, এবং মাস্ক থাকছে সব সময়। আমি সবার সাথে সংক্রমণ নিয়ে আলাপ করছি, কেহ সংক্রমণের সঠিক ক্লু খুঁজে পাচ্ছেন না।

নিউইয়র্কে সংক্রমণ খুবই কম, বিশেষ করে, ব্রংস ও কুইন্সে করোনা নেই বললেই চলে; ব্রুকলীনের চীনা ও বাংগালী এলাকায় ইহা হচ্ছে মাত্র; ইহুদী এলাকায়ও ইহা নেই।

করোনার সময় আমি পরিচিতদের থেকে মোটামুটি দুরে থাকার চেষ্টা করেছি; এখন দুরে থাকার চেষ্টা করলে সবাই মন খারাপ করেন, একত্রিত হতে হয়; করোনার সময়ের একাকিত্বের সময়টুকুকে অনেকে ভুলে যাবার জন্য, মনে হয়, এখন বেশী আড্ডা দি্তে চাচ্ছেন; এই কারণে, ঐ কারণে, বিনা কারণে সবাই আড্ডা দিতে চাচ্ছেন।

আমার ঘনিষ্টদের ও পরিচিতদের মাঝে এখন মাত্র আমরা করোনামুক্ত আছি; আমার কেন সন্দেহ হওয়ার শুরু হয়েছে, আমারও করোনা হয়ে যেতে পারে; ইহা সময়ের ব্যাপার মাত্র।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৩

বিষন্ন পথিক বলেছেন: কোন টিকা দিয়েছেন? ফাইজার নাকি মর্ডানা?

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



মডের্ণা

২| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: ইহা না হউক, উহাই কাম্য!
তবুও, হলেও, আপনার যেহেতু ডাবল ডোজ টিকা দেয়া আছে, ক্ষতি সামান্যই হবে বলে অনুমিত। ফুসফুস তেমনভাবে আক্রমণ করবে না, তবে দুর্বলতায় ভোগাবে।
সুস্থ্য থাকুন সপরিবারে, ইহাই চাই।

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
গত ২ সপ্তাহ থেকে আমার মনে হচ্ছে, আমেরিকার শহরগুলোতে যারা আছেন, সবার কমপক্ষে ১ বার হলেও করোনা হবে।

৩| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ফুল ভেকসিন দেয়া থাকলে করোনা হলেও তার তীব্রতা তেমন মারাত্মক হয় না। করোনা বেশি সংক্রমিত হচ্ছে বদ্ধ জায়গায় - সেখানে ভাইরাস লোড অধিক হয়ে সংক্রমণের সিম্পটমও বেশি হতে পারে।

ভেকসিন নেয়ার পূর্বেই আমি করোনা সংক্রমিত হয়েছিলাম বলে ভুগেছি অনেক বেশি, মারাত্মক টার্ন নিয়েছিল। আমার সংক্রমণ হয়েছিল একজন করোনা আক্রান্ত ব্যক্তি আমার ঘরে এসে অনেক সময় আমার সাথে গল্প করেছিলেন, তার সামান্য সর্দি ছিল সেসময়ে, কিন্তু করোনা টেস্ট করানো ছিলোনা বলে বেকুবের মতো ঘুরে বেড়াচ্ছিলেন (যা অধিকাংশ বাঙালিরা করে বেড়ান )। ফলে বদ্ধ ঘরে ভাইরাস লোড হয়েছিল অনেক বেশি এবং আমিও ধরা ডট কম।

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


আমাকে আজকাল কারো কারো বাড়ীতে যেতে হচ্ছে; না'গেলে খুবই মন খারাপ করছেন।

৪| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৭

*কালজয়ী* বলেছেন: করোনায় সুস্থ থাকুন, শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, করোনা হলে মনটা খারাপ হয়ে যাবে।

৫| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভেকসিন যেহেতু নেওয়া আছে, করোনা না হবার সম্ভাবনাই বেশী।
আমার বাবাও(৮৬) করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁকে নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ছিলাম আটদিন। ওই পরিবেশে থাকলে করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা খুব বেশী ছিল। আমার দুটো ভেকসিন নেওয়ায় আক্রান্ত হইনি বলেই বিশ্বাস। পরে সুযোগ হলে সেই অভিজ্ঞতা পোস্ট দেবার চেষ্টা করবো।
সুস্থ এবং করোনামুক্ত থাকুন এই কামনা করি।

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



বাবাকে নিয়ে হাসপাতালে থাকার সময়, সব সময় মাস্ক ছিলো আপানর? আপনার বাবার জন্য শুভকামনা, উনার বয়সী অনেক আমেরিকান পরাজিত হয়েছেন।

৬| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুস্থ সুন্দর ও স্বপরিবারে নিরাপদ থাকুন দোয়া করি

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ,
টিকার পওর, যেভাবে ইহার সংক্রমণ হচ্ছে আমেরিকায়, চিন্তার ব্যাপার।

৭| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১৩

নতুন বলেছেন: আমি এবং আমার স্ত্রী দুজনই সিনোফামের ২ ডোজ নিয়েছিলাম। জুলাই এর ১ তারিখে স্ত্রীর লক্ষন শুরু হয়েছিলো।

স্ত্রীর জ্বর আর মাথা ব্যাথা, কাশি এবং খাবারের স্বাদ চলে গিয়েছিলো, ঘ্রান পাচ্ছিলো না।

আমার কয়েক দিন পরে জ্বর জ্বর শুরু হয়েছিলো, কয়েক দিন পরে ঘ্রান কম পাচ্ছিলাম। শুকনা কাশী যেটা এখনো আছে।

২ বার এক্সরে করেছি ডাক্তর ফুসফুসে কোন সমস্যা তৌরি হয় নাই।

সম্ভবত ভ্যাকসিন থাকলে বেশি সমস্যা হবার সম্ভবনা কম। যেটা আমার এক ডাক্তার বন্ধুও বলেছেন যে বর্তমানে ভ্যাকসিন নেওয়া রুগীদের বেশির ভাগই হাসপাতালে ভর্তি করতে হচ্চে না।

সাবধানে থাকুন, আশা করি নিরাপদে থাকবেন।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



টিকার পর যাদের হচ্ছে, তাদেরকে তেম হাসপাতালে যেতে হচ্ছে না; কিন্তু টিকা নেয়ার পর, আমাদের এলাকার অনেক বাংগালীর করোনা হয়েছে; আমাদের এলাকার চীনাদের কেহ নাকি বাকী নেই।

৮| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৭

শূন্য সারমর্ম বলেছেন: আশা করি সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি, দেখা যাক

৯| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: আড্ডা বাইরে দেয়া নিরাপদ । বদ্ধ ঘর একদম না । আমি কোন দোকানে ঢোকার আগেই চেক করি ক'জন আছে , ফাকা হলে ঢুকি । ডাবল মাস্কে । বিকালে হাটার সময় হাউজিং এরিয়ার ফাকা জায়গায় হাটি , মাস্ক খুলে । গল্প করুন দূরত্ব বজায় আর মাস্ক পরে অবশ্যিই ।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



সেদিন একটা বিয়েতে যেতে হয়েছিলো, এক স্কুল ক্লাশমেটের ছেলে; আমি তার লোক্যাল গার্ডিয়ান, আমি অনুষ্ঠানের হলে গিয়েছিলাম ২ মিনিটের জন্য, বাকী ৩/৪ ঘন্টা ছিলাম করিডোরে।

১০| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: করনা যেন সবার সাথেই সাক্ষাত করতে চায়।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার ব্যাপারে বলতে হয়, শহরের সবারই হবে।

১১| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কিন্তু অবস্হা দেখে মনে হচ্ছে, ইহা হবে, সময়ের ব্যাপার মাত্র
এটা সবার ক্ষেতেই সত্যি। আজহোক কালহোক সকলেই আক্রান্ত হবে। কারণ করোনা সহসাই বিদায় নিচ্ছে না। করোনাকে সাথে নিয়ে পৃথিবীবাসীকে চলতে শিখতে হবে।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



ধনীদেশগুলো সবার আগেই আর্থিক সমস্যার মাঝে প্রবেশ করছে।

১২| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫

জুন বলেছেন: সেদিন সন্ধ্যার পর আমি খুক করে একটা কাশি দিলাম সাথে সাথে ঘরের লোক টিভি দেখা বন্ধ করে দরজায় এসে হাজির । একি তুমি কাশি দিলা মনে হয় ! আমি চোর চোর গলায় বললাম হ্যা।
সে বল্লো তুমি এখন কিছুদিন আইসোলেশনে থাকো
বলে আমার দরজাটা বন্ধ করে চলে গেল :-/
কি দুনিয়া আসলো রোগীদের দাম নাই :(

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ছেলে কোথায়, দেশে আসতে পেরেছে?

১৩| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২২

রানার ব্লগ বলেছেন: টিকা নিয়েছেন? যদি নিয়ে থাকেন করোনা হলেও টের পাবেন না ওতটা যদি না অন্য ইনফেক্সান থাকে। আর টিকা না নিলে দ্রুত নিয়ে ফেলুন। করোনা তার রুপ বারংবার পরিবর্তন করছে, ভারোতে ৩য় ডেউ আসছে যা ডেল্টা ভার্সান থেকেও ভয়াবহ।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:




টিকা আমি ১ম দিকে নিয়েছি; ৩য়টার ব্যাপারে ইনফরমেশান দিতে টেলিফোন করেছিলো প্রাইমারী কেয়ার।

১৪| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মাস্ক এবং নিরাপত্তা জনিত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করেছি। তবে বাবার সংস্পর্শেই ছিলাম সারাক্ষণ। গা মোছানো থেকে শুরু করে সকল সেবা আমিই করেছি।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক কাজ করেছেন। আপনি যত্ন নেয়াতে আপনার বাবার মনোবল ছিলো অটুট।

১৫| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হয়তো আপনার করোনা আগেই হয়ে গেছে, টের পাননি।
যাক,নিরাপদ থাকার সর্বোচ্চ চেস্টা করুন।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আগে হয়নি; এন্টিবডি শেষ করায়েছি গত মাসেও; কিন্তু নিউইয়র্কের শহরের সবার হবে।

১৬| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: আপাতত কিছু দিন বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিন।
বাইরের থেকে আনা কোনো জিনিসে হাত দিবেন না।
ঘরের মধ্যেও মাস্ক পড়ে থাকুন।
পুষ্টিকর খাবার খান।

২৭ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



একজন ঘনিষ্ট লোক বাংলাদেশে যেতে বাধ্য হয়েছেন; উনার বড় ব্যবসা; আমাকে মাস'খানকের জন্য উনার ব্যাংকের লেনদেনটা দেখতে হচ্ছে। উনার অফিসে অনেক লোকজন।

১৭| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৪

জুন বলেছেন: ব্যাংককে , আসতে পারে নাই আমরাও যেতে পারছি না, উভয়দিক থেকেই সমস্ত কমার্শিয়াল ফ্লাইট বন্ধ । আর সেখানের করোনা পরিস্থিতিও ভালো না। তবে একটু স্বস্তি আমার ছেলে বিদেশী কোটায় ফাইজারের টিকা পেয়েছে এক ডোজ । ৭/৮ দিন পর সেকেন্ড ডোজের ডেট। টিকার স্বল্পতা আর চীনের সিনোভ্যাক দিয়ে ডাক্তার নার্স সহ ওদের ৬০০ স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছে। বিভিন্ন দুর্নীতি ছাড়াও উন্নত মানের ভ্যাক্সিন এর বন্দোবস্ত না করতে পারার জন্য ওদের পিএমের পদত্যাগের জন্য দেশজুড়ে ছেলেপুলেরা এই লকডাউনের মধ্যেই তীব্র আন্দোলন করছে ।

২৮ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



থাইদেরও টিকা কেনার সামর্থ ছিলো। আপনার ছেলে ওখানে কি করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.