নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আফগানিস্তানের ভেতরে আরেকটি ছোট দেশ করার দরকার ছিলো।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০



কয়েক লাখ আফগান এয়ারপোর্টের দিকে আসতে চাচ্ছে, তালেবান, আলকায়েদা ও আইএস'এর বাধার কারণে ও ভয়ে আসতে পারছে না; যারা আমেরিকানদের সাথে চাকুরী করেছে, তাদের বড় অংশ কাবুল শহর ছেড়ে দুর গ্রাম ইত্যাদিতে পালিয়ে যাচ্ছে। আজ অবধি আমেরিকা ৬০ হাজারের মতো মানুষকে বিমানযোগে আফগানিস্তানের বাহিরে এনেছে; ৩১ তারিখ অবধি আরো ১ লাখের বেশী মানুষকে আনার মতো ব্যবস্হা আছে; কিন্তু এত বেশী মানুষকে আনলে এদের দায়িত্ব কারা নেবে?

কমপক্ষে ১ কোটীর বেশী আফগান পালিয়ে আমেরিকা আসতে আগ্রহী; যারা এয়ারপোর্টে আসতে পেরেছিলো, তাদের একাংশ পালিয়ে যাবার সুযোগ পেয়েছে, বাকীরা সেই সুযোগ পাবে না; কিন্তু এদেরকে সাময়িককভাবে হলেও রক্ষা করার কোন সুযোগ ছিলো কিনা?

মানুষ প্রাণ ভয়ে পালাতে চায়, এয়ার পোর্টের চারিদিকে অপেক্ষামান নরনারীরা তাদের ছেলেমেয়েদের প্রাণ রক্ষার জন্য আবেদন জানাচ্ছে আমেরিকান সৈনিকদের কাছে; কিন্তু সৈনিকদের তেমন কোন ক্ষমতা দেয়া হয়নি; তাদেরকে না আনাও অমানুষিক, আবার আমেরিকা এত মানুষকে কেন আনবে, সেটাও একটা প্রশ্ন। তাদের জীবনের নিরপত্তার জন্য আমেরিকা কি করতে পারতো?

আমেরিকা কাবুল প্রদেশ ও নাংগারার প্রদেশ দখলে রেখে, ষেখানে এসব আফগানদের জন্য ছোট একটা দেশ করতে পারতো; তালেবান-বিরোধী আফগানদের এখানে নিয়ে এসে একটি আলাদা দেশের পত্তন করা যেতো; দেশে চিহ্নিত তালেবনা-বিরোধী মানুষের সংখ্যা ২০ লাখের কম; তালেবানরা এদের সবাইকে প্রাণে মারবে না, কিন্তু এদের থেকে সবকিছু কেড়ে নেবে, এদের পরিবারের পুরুষেরা পালিয়ে পাকিস্তান, তুরস্ক, তাজিকিস্তান, উজবেকিস্তান চলে যাবে; সামান্য কিছু অস্ত্র ধরবে, আমেরিকান সাহায্যের জন্য বসে থাকবে; কিন্তু বাইডেন সরকার এদের সাহায্য করার চেষ্টা করবে না। তদুপরি, করোনার কারণে এরা ইউরোপ থেকেও কোন সাহায্য পাবে না; এরা নর্দাণ এলায়েন্সের মতো পঁচে মরবে, এদের পরিবারগুলো দোযখে বাস করবে।

একটা সাময়িক সমাধান হতো, কাবুল প্রদেশ ও নাংগারের প্রদেশ নিয়ে একটি নতুন দেশ করা।





মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: ২০ বছর ধরে আমেরিকা আফগানিস্তানের কী কী উন্নতি করল ?

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


কি কি উন্নতির দরকার ছিলো, আপনি তো সেটার রূপরেখা দেননি।

আফগানিস্তানে যত মানুষ চাকুরী পেয়েছিলো, যত নতুন স্কুল, ব্যাংক খুলেছিলো, যত নতুন রাস্তা ও এগ্রিফারম করেছিলো, আল্লাহের পক্ষে এতগুলো দেয়া সম্ভব হতো না। বাজেট বাংলাদেশ থেকে বড় ছিলো।

২| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: দেশে আসেন অনন্ত এলাকার জনগণের কল্যাণে কিছু করতে পারবেন। তালেবানের প্রভাব আমাদের দেশে তেমন পড়বে না।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


তালেবানরা স হজে বুঝতে পারবে না, বনাগলাদেশ কোথায়! তবে, শেখ হাসিনার ভুল ও অন্যায়ের কারণে মানুষ তালেবানদের মতো হিংস্র হয়ে উঠবে।
দেশে আসবো।

৩| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ৩:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
তালেবানরা কখোনই বাংলাদেশ আসবে না ।
আমরা কিছু মানুষ এসব বলে মজা পাচ্ছে ।

.......................................................................................
আমাদের মুক্তিযুদ্ধ আর তালেবান যুদ্ধ এক কাতারে ফেলা যায়না ।
বাংলাদেশের জনগনের মেধা, শিক্ষা চিন্তা ও চেতনা অনেক আধুনিক এবং উন্নত ।


২৬ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


তালেবানরা এখানে আসবে না; এখন আফগানিস্তান যেতে দিলে ৪/৫ লাখ যেতে চাইবে।
শেখ হাসিনা যেভাবে দেশ চালচ্ছে, ইহা তালেবানদের চেয়ে ভয়ংকর পরিস্হিতির সৃষ্টি করবে শীঘ্রই।

৪| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ৯:০৬

বিটপি বলেছেন: পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান দিয়ে বিভক্তির রাজনীতি শেষ। নতুন করে কোন দেশ আর ভাঙবে না। এজন্যেই ক্যাটালেনিয়া দেশের জন্মে কেউ কোন আগ্রহ দেখায়নি। মার্কিনীদের মাথা ভর্তি পচা গন্ধওয়ালা গোবর - তাই কোন দেশের ভালো করার কথা তারা চিন্তা করবেনা (ইসরাইল ছাড়া)। আইন্সটাইন এবং আইজেনহাওয়ারের জন্ম না হলে দেশ হিসেবে আমেরিকাকে কেউ চিনতোও না।

২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনার আইডির বয়স ১ মাস হয়ে গেছে, অ আ লেখার শুরু করেন।

৫| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৭

হাবিব বলেছেন: আপনি দেখি বেহেশত দোযখ বিশ্বাস করা শুরু করে দিয়েছেন। ধর্মের বইপত্র পড়তেছেন নাকি ইদানিং?

২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:



ধর্ম ও ধর্ম সম্পর্কে আমি সাধ্য মতো পড়েছি; ধর্ম হলো মানব জীবনের লজিকহীন ব্যাখ্যা।

৬| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৭

হাবিব বলেছেন: দোযখের কথা পোস্টে লেখছেন ক্যান তাইলে?

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



বেহেশত, দোযখ, শয়তান, মৃত্যুর পর বাঁচা, এসব ধর্ম আসার অনেক আগের থেকে মানুষের গল্প, সাহিত্যে ছিলো।

৭| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

কাবুল বিমান বন্দরে ১ প্লেট ভাত ৮ হাজার,১ বোতল পানি ৩ হাজার।

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



সম্ভব।

৮| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৪

শাহ আজিজ বলেছেন: আফগানিস্তানে আসল যুদ্ধ এবার শুরু । আশপাশের দেশে যে আফগান শরণার্থী আছে প্রয়োজনের তাগিদে তারা লড়বে । পাকিস্তান কিছু তালি দিয়ে থেমে গেছে । ইরান সতর্ক হয়ে দেখছে । আজারবাইজান ইতিমধ্যে নন তালিবানদের সাহায্য করেছে । চীন তার শিঞ্চিয়াং মুসলিম অধ্যুষিত এলাকা সামাল দিতে ব্যাকফুটে খেলছে । আমেরিকা এরকম একটি গোলমেলে পরিস্থিতি সৃষ্টিকল্পে কাবুল ছাড়ছে । যদি তালেবান তার পুরাতন প্রাকটিস না ছাড়ে তাহলে এবার তার কবর হবে ইরান , চীন আর পাকিস্তানের হাতে ।

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



করোনার ফলে, আমেরিকার আয় বন্ধ, ওরা কোনভাবে এসব পাগলামীতে আর যোগ দিতে পারবে না।

৯| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩০

ফয়সাল রকি বলেছেন: চাচা কেমন আছেন?
নতুন দেশ বানালে, সেটা নিয়ে আরেকটা যুদ্ধ শুরু হতো না?

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



হতো, সেটা অধিবাসীরা ও আমেরিকান সৌন্যরা করতে পারতো; আমেরিকা ৫০০০ সৈন্য ও মিসািল ও বোমা দিয়ে সেটা রক্ষা করতে পারতো; কিন্তু ৩৪টি প্রদেশ রক্ষার জন্য সৈন্য আমেরিকা দিতে পারছে না, মানুষ সেটা চাচ্ছে না।

১০| ২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৩

হাসান রাজু বলেছেন: বাহ ! কি আইডিয়া। ভাবি কই পান এগুলো ?

২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ভেবেছেন, জংগীরা কি পরিমাণ আফগানকে হত্যা করবে ও কি পরিমাণ পরিবারের সব লুট করে নিয়ে যাবে?

১১| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫২

ঈশ্বরকণা বলেছেন: চাঁদগাজী,
আপনাকে নিয়ে আমিতো ভীষণ চিন্তায় আছি আর আপনি কিনা সেই আগের মতো ইসলামের পেছনে লেগে রয়েছেন আজকেও ? ঘটনা যে ঘটে গেছে সেটা কি এখনো শুনেন নি ?আপনিতো এখন একজন ভুয়া মুক্তি যোদ্ধা হয়ে গেছেন ! খবরে প্রকাশ সরকার প্রধান প্রশ্ন করেছেন করেছেন জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন? কোনো রেকর্ড নেই তার যুদ্ধ করার! আর জিয়াউর রহমান যুদ্ধ না করলেতো জেড ফোর্স থাকার কথা না আর আপনারও মুক্তিযোদ্ধা হবার কথা না ! মানসন্মান বাঁচাতে চাইলে ইসলামের পেছনে লেগে সময় নষ্ট না করে নিজেকে ডিফেন্ড করে আপনি যে চাঁদে (আফ্রিকান কান্ট্রি বা মুন) না চাঁদগাজীতে জেড ফোর্সের হয়ে যুদ্ধ করেছিলেন তার ইতিহাস ভিত্তিক সত্যভাষ্যময় ঐতিহাসিক তথ্য ও প্রমান সমৃদ্ধ ব্লগ পোস্ট করুন তাড়াতাড়ি। দোয়া করি ভুয়া মুক্তিযোদ্ধার অপবাদ থেকে আল্লাহ যেন আপনাকে যেন রক্ষা করেন। আমিন (আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করা ছাড়াতো আর উপায় দেখছি না। আব্দুল কাদের মন্ত্রী মহোদয় মনে হয় একবার সরকার প্রধান সম্পর্কে বলেছিলেন বাঘে ধরলেও ছারে কিন্তু উনি ধরলে আর ছারেনা না)। আপনার সুস্বাস্থ্য কামনা করি ।চাউ।

২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



দেশ চালাতে মুক্তিযু্দ্ধের কি দরকার? দেশ স্বাধীন করেছেন একা শেখ সাহেব।
তবে জিয়া শেখ হত্যায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করছে।

১২| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আপনি ঠিক বলেছেন, বাংলাদেশ থেকে সুযোগ থাকলে অনেকেই আফগান যাবে। এদের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাবে।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



ব্লগ থেকেও ২/১ ন যাবেন।

১৩| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৩

কামাল১৮ বলেছেন: আফগানিস্তান গেঙ্গে কয়েকটা দেশ হবার সম্ভাবনা কি আছে?

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



না, সম্ভাবনা নেই।

এবার ভেংগে দেয়ার দরকার ছিলো; মানুষকে তালেবানদের থেকে রক্ষার জন্য ইহা দরকার ছিলো।

১৪| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩০

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: নেওয়র্ক এর সাউথ এশিয়ান বুড়ো প্রিডেটরদের নিয়ে আপনার ভাবনা কি?
এইযে যারা রেগুলার বিভিন্ন বিজনেসে গিয়ে হাটুর বয়সী বাচ্চা মেয়েদের হ্যারাস করে, (নিউইয়র্ক স্টেট্ আইনে যেটা বর্ডারলাইন হ্যারাজমেন্ট) এরপর সেটা গর্র্ব করে বিভিন্ন মাধ্যমে লিখে বেড়ায়??

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:



এশিয়ান বুড়োদের সন্মান আছে এখানে; আপনার স্হান হবে জেলে।

১৫| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগ থেকেও ২/১ যাবেন।

২/১ জন না। আরো বেশি হবার কথা। এরা ছুপা রুস্তম। এদের অনেক বিষ। সাপের যেমন বিশ নিগড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওদেরও বিষ নিগড়ে নেওয়া উচিত।

২৭ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের জীবনের তেমন মুল্য নেই; সেজন্য জীবন নিয়ে তারা তেমন উৎসাহী নন।

১৬| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১:২৩

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: লেখক বলেছেন:



এশিয়ান বুড়োদের সন্মান আছে এখানে; আপনার স্হান হবে জেলে।[/si

কিন্তু আমরা যে শুনলুম ব্লগে আর্র্মির পেনশন খাওয়া এক লোক, রেগুলার বিভিন্ন বিজনেসে গিয়ে হাটুর বয়সী বাচ্চা মেয়েদের হ্যারাস করে,
তার ড্রাইভার্স লাইসেন্স এ নাকি "রেজিস্টার্ড সেক্সুয়াল অফেন্ডার" হিসেবে লিস্টে নাম আছে ??? =p~ =p~

সম্প্রতি নিউইয়র্ক এর আইনে ড্রাইভার্স লাইসেন্স "রেজিস্টার্ড সেক্সুয়াল অফেন্ডার" হিসেবে নাম দেখানো নিষেধ হবার পরে সে ভদ্রলোক নাকি হাফ ছেড়ে বেঁচেছে ? B-) B-)

"আপনার স্হান হবে জেলে।" - আমার স্থান কেন জেলে হবে, সেটা আপনাকে এখন, এখানে ব্যাখ্যা করতে হবে।


তা না হলে হাঁটে হাড়ি ভেঙে দেয়া শুরু হবে.

২৭ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনার জন্মটাই আজন্ম পাপ বলে মনে হচ্ছে।

১৭| ২৭ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৭

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আমাকে বাস্তব জীবনে চেনেন ?

পেশা পরিচয় নিয়ে বিন্দুমাত্র আইডিয়া আছে?

ব্লগে আমার ব্যাক্তিগত জীবনের বিন্দুমাত্র ছিতেফোটা দেখেছেন ?

তাহলে কোন সাহসে, কোন স্পর্ধায় "জন্মপরিচয়" নিয়ে এই মন্তব্য করার দুঃসাহস দেখান ?

নাকি উপরে আমার কমেন্টে ভয় পেয়ে গেছেন নিজের পরিচয় ফাস হয়ে যাবে এই ভয়ে ??


আপনাকে আপনার কমেনট এর ব্যাখ্যা দিতে হবে, তা না হলে হাত জোড় করে সবার সামনে ক্ষমা চাইতে হবে।

২৭ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৬

চাঁদগাজী বলেছেন:




আপনাকে চিনি, আপনি নামহীন বেকুব।

১৮| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২১

হাসান রাজু বলেছেন: আপনি কি ভেবেছেন, জংগীরা কি পরিমাণ আফগানকে হত্যা করবে ও কি পরিমাণ পরিবারের সব লুট করে নিয়ে যাবে?

- আপনার এখনো মনে হয় আফগানদের কিছু অবশিষ্ট আছে লুট করার? থাকলে, মার্কিনরা সে মায়া ত্যাগ করে চলে যেত?

আফগানদের হত্যা, এটা কারা কবে সংখ্যা গুনে করেছে?

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা কোন দেশ থেকে কিছু নেয়নি; ওরা যেখানে গেছে, সেখানে টাকা ঢেলেছে।

১৯| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০৩

কবির সরদার বলেছেন: পুরো বিশ্বের সীমানা নতুন করে সাজালে কেমন হয়?

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



মানব সভ্যতার বিবিধ লেভেলে, সভ্যতার প্রয়োজনে মানুষ বিবিধ জাতিতে বিভক্ত হয়েছে।

২০| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১৫

রানার ব্লগ বলেছেন: যুদ্ধ চলিতেছে !!! সামনে আরো চলবে !!!! আফগানিস্তানের বাসিন্দাদের আজীবন রেফিউজি জীবন কাটাতে হবে যতো দিনে না এই বিষ বৃক্ষ উতপাটন না হবে সম্পূর্ন ভাবে। বিষ বৃক্ষের নাম ধর্মীয় সন্ত্রাস !!!!

২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:




ইসলাম ধর্ম সন্ত্রাসের মাঝ দিয়ে জন্ম নিয়েছিলো; ইহা মানুষের জ্ঞানের প্রসারকে থামিয়ে দেয়; ফলে, ইসলামিক সমাজ অজ্ঞানতার ধারক মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.