নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

যাঁদের লেখা দুর্বল, তাঁরা আমাকে কমেন্ট-ব্যান করে চলেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৮



আজ সকালে ব্লগে এসে একটা গল্প পড়লাম, গল্পটার প্লটটা এত দুর্বল যে, এই ধরণের গল্প ব্লগে প্রকাশ করতে ভালো লাগার কথা নয়; কমেন্ট করলাম, "দুর্বল প্লট"; কমেন্ট প্রকাশিত হয়নি, মেসেজ এলো, "sorry,you are not allowed to comment in this blog"; এই মেসেজটা আমি যতবারই পাই, ইহাকে ভুল বুঝি; আমি মনে করি যে, এডমিন আমাকে কমেন্ট-ব্যান করেছেন! এই অবস্হা হলে, আমি তাড়াতাড়ি ব্লগার নুরু সাহেব, কিংবা রাজিব নুরের পোষ্টে গিয়ে একটা অকারণ কমেন্ট করে বুঝতে চাই যে, এডমিন আমাকে ব্যান করলেন, নাকি বর্তমান পোষ্টের লেখক আমাকে ব্যান করলেন। বর্তমান পোষ্টের লেখক কমেন্ট-ব্যান করলে মন খুব একটা খারাপ হয় না; আমি জানি কা'রা আমাকে কমেন্ট-ব্যান করবেন!

মনে হচ্ছে, ব্লগে একটা সময় আসবে, আমি হয়তো মাত্র ৫/১০টা পোষ্টে কমেন্ট করতে পারবো! আমার কমেন্টকে এত ভয় কেন? আমি ব্লগিং ও ব্লগারদের ভালোবাসি, ভালো কমেন্ট করি,সমস্যা কোথায়? আমি যদি খারাপ কমেন্ট করি, এডমিন উহা সরায়ে দিয়ে আমাকে জেনারেল করবেন, কমেন্ট-ব্যান করবেন, সাসপেন্ড করবেন, ব্লগারকে কিছু করতে হবে না, এগুলো কমনসেন্স।

সামুতে ব্লগার কমে গেছে, লেখার অবস্হাও ভালো নয়; যাঁরা গল্প, কবিতায় মোটামুটি ভালো করছিলেন, ব্লগার ড: এম আলী, ব্লগার ফাহমিদা বারী, ব্লগার জাহিদ অনিক, নীলপরী ও আরো অনেকই অনিয়মিত হয়ে গেছেন। তাঁদের লেখার সমালোচনা আমি বরাবরই করে আসছিলাম; ওঁরা আমাকে কোনদিন ব্যান করেননি; আজকাল যাঁরা ভালো লিখছেন না, তাঁরা প্রায় সবাই আমাকে কমেন্ট-ব্যান করে চলেছেন। ব্লগে লেখার মান ও আমাকে কমেন্ট-ব্যান করার সংখ্যা অনেকটা বিপরিত-সামানুপাতিক হয়ে গেছে, মনে হচ্ছে!

যদি কেহ আপনার পোষ্টে ফ্লাডিং ( ১০টার বেশী কমেন্ট, নোংরা ছবি দেয়া ) না করেন, কমেন্ট-ব্যান করার দরকার নেই; আপনার লেখার মান আপনি নিজের থেকে নির্ণয় করতে পারবেন না, সমালোচনার দরকার আছে; আমি সমালোচনা করার চেষ্টা করি। অনেকই সমালোচনা করতে ভয় পান, সমালোচনা করলে নিজের লেখায় মন্তব্য পাবেন না, আমার সেই ভয় নেই; আমি আপনাকে অকারণে প্রশংসা করে, আপনার ব্লগ-বন্ধু হওয়ার চেষ্টা করবো না।

**** একটু আগে, একটা কবিতা পড়লাম, মোটামুটি কিছুটা কথা আছে ; কিন্তু বাক্যগুলোতে দাঁড়ি, কমার বালাই নেই; তা'নিয়ে কমেন্ট করে দেখি কমেন্ট ব্যান; উনি এখন থেকে দাঁড়ি-কমা-হীন কবিতা লিখতেই থাকবেন।









মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

ডার্ক ম্যান বলেছেন: প্রথম হয়েছি টাইপের কমেন্ট করলে আপনি কখনো ব্যান হবেন না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:



সামুতে খুব অল্প ব্লগার সঠিক কমেন্ট করছেন আজকাল; অনেক জানেন না যে, তাঁদের কমেন্ট আসলে কমেন্ট হচ্ছে না।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: বর্তমানে আমরা কেউই সমালোচনাকে ভালোভাবে দেখিনা বা নিতে চাইনা। সবাই প্রশংসার আশা করে অথচ প্রশংসা থেকে একজন মানুষের তথা লেখকের জন্য সমালোচনাই অধিক গুরুত্বপূর্ণ । কারন , এর ফলে মানুষের বা লেখকের ভূল-ত্রুটি গুলো সংশোধনের সুযোগ করে দেয় সমালোকের সমালোচনা।

কাজেই ,সমালোচনাকে পজেটিভ দৃষ্টিভংগিতে দেখলে আখেরে নিজেরই ভাল। তবে , সমালোচনাও গঠনমূলক হওয়া উচিত । (এ আমার অভিমত,অন্যকারো সাথে নাও মিলতে পারে)।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকার, প্রশাসন, ব্লগার কেহই সমালোচনা শুনতে চানন না, এরা চাচ্ছে শুধু প্রশংসা; সরকার টিকা না কিনেও প্রশংসা চাচ্ছে, প্রশাসন চুরি করেও প্রশংসা চাচ্ছে, ব্লগার ৩ লাইনের (৩ দিন আগে "খাসীর রূপকথা নামে এক পোষ্ট ) পোষ্ট লিখেও প্রশংসা চাচ্ছেন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ব্লক করি নাই। কিন্তু আমার নাম নাই ক্যান হুহ X(( B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আসলে কয়েক হাজার ব্লগার আমাকে কোনদিন ব্লক করবেন না; এই মহুর্তে একটিভ ব্লগার কমে গেছেন; যেই কয়জন আছেন, এঁদের অনেকেই নিজের লেখার মানের প্রতি সজাগ নন। আমার বিশ্বাস আছে, আপনি আমাকে ব্যান করবেন না।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৩

রানার ব্লগ বলেছেন: যাহ তাই হয় নাকি , কই আমি তো করি নাই !!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:



কিছু ব্লগার আমাদের সরকারের মতো হয়ে গেছেন, এদের লেখা দেখলে, না পড়েই প্রশংসা করতে হবে, মনে হচ্ছে।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১০

নজসু বলেছেন:



আমি মনে করি আপনার মতো জনপ্রিয় ব্লগার হওয়া ভাগ্যের বিষয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



আমার মতো খারাপ অবস্হায় না পড়েও অনেকে ব্লগিং ছেড়ে দিয়েছেন; আমার জনপ্রিয়তা নেই, আমার অবস্হা ভয়ানক।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগিং এর জন্যই আপনার জন্ম হয়েছিলো মনে হয়;আপনি টিকে যাবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



এই নিকটাতে টিকাতে গিয়ে, আমাকে আমার ব্লগিং আইডিয়া থেকে সরে যেতে হয়েছে; তারপরও শান্তি নেই।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: চাঁদগাজী ভাই হলেন গুরুপাক খাবারের মতো, দূর্বল পাকিস্থলীর কারোর হজম হবার কথা নয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



অনেক ব্লগার নিজেই নিজের লেখারউপর আস্হা রাখতে পারছেন না।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আমি কখনো কমেন্ট ব্যান করি না। কমেন্টের দরকার আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



অনেকেই কিছু একটা লেখে ব্লগে প্রকাশ করে দিতে চান।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

নীল আকাশ বলেছেন: আপ্নি ব্যক্তি আক্রমন না করে গঠনমূলক মন্তব্য করুন । কেউ আপনাকে ব্যান করবে না। আমি অহরহ বিভিন্ন ব্লগারের লেখার ভুল ধরিয়ে দেই। আজ পর্যন্ত কেউ আমাকে ব্যান করেনি।
নিজের ভুল আগে বুঝুন। কেন কেউ আপনাকে পছন্দ করে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



আমি সঠিক আছি।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

জুন বলেছেন: আমিও আপনাকে কখনো কমেন্ট ব্যান করি নাই, কাউকে কোনদিন করি নাই এই সাড়ে ১১ বছরের ব্লগ জীবনে :(

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:




একমাত্র দুর্বল ব্লগারেরা ছাড়া অন্য কোন ব্লগার আমাকে ব্যান করবেন না।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

সুদীপ কুমার বলেছেন: আমিও ব‍্যান্ড করিনি ভাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



যারা লিখতে জানেন না, তারা আমার কমরন্টের ভয়ে থাকেন।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কাউকে ব্যক্তি আক্রমণ করাটা উচিত নয়। অনেকে কাউকে উদ্দেশ্য করে গোটা একটা পোস্ট দিয়ে বসেন যা খুব দৃষ্টিকটু। এটা অনেকটা হেইট বা ঘৃণা ছড়ানোর মতোই কাজ করে যা কোনো ম্যাচিউরড ব্লগারদের কাছ থেকে কাম্য নয়। ব্লক করাটা যার যার ব্যক্তিগত বিষয় - তবে আমার কাছে ব্লক করাটা কাপুরুষ ও দুর্বল চিত্তের কাজ বলে মনে হয়। তবে একথাও মনে রাখতে হবে হাতের পাঁচ আঙ্গুলই সমান হয় না, সবাইকে নিয়েই এই ব্লগ পরিবার।

পোস্টে উভয়পক্ষের মধ্যে কাইজ্যা দেখতে মোটেই শোভনীয় দেখায় না - এই ক্ষেত্রে দুই পক্ষের মধ্যেই সংযম কাম্য। তবে যেহেতু এখানে আপনার কমেন্টস নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় আপনাকে কিছু ক্ষেত্রে কমেন্ট করার ক্ষেত্রে সংবরণ করতে হবে। যাদের আপনার কমেন্টের প্রতি এলার্জি আছে তাদের পোস্টে গিয়ে কমেন্ট করার ক্ষেত্রে এড়িয়ে যাওয়াই সবচাইতে উত্তম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমরা যারা প্রবাসে আছি, দেশী বাংগালীদের সাথে ইন্টার-এ্যাকশন করার জন্য সামুই একমাত্র প্লা টফরম বাকী আছে; কিন্তু কিছু ব্লগারের নীচু মানের লেখার ফলে, ইহা ফেইসবুকের লেভেলে চলে যাচ্ছে।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৭

কামাল১৮ বলেছেন: দুর্বল দিক নিয়ে কমেন্ট করলেই অনেকে সহ্য করতে পারে না।যুক্তিহীন কথার ভুল ধরিয়ে দিলেও একই অবস্থা।ধর্ম প্রচার করতে আসে কিন্তু ধর্মের সমালোচনা মানতে রাজি না

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



কিছু কিছু বাংগালী নিজে চিন্তা করতে পারেন না; তাঁরাই ধর্মের নামে নিজের ২/১টা ভুল ধারণা তুলে ধরছেন ব্লগে।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:


কমেন্ট ব্যানে কি মজা?

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং'এর মুল আইডিয়া হলো আধুনিক ও শক্তিশালী ধারণা নিয়ে আলাপ, আলোচনা করা; আমাদের ব্লগারেরা দুনিয়ার যত পুরাতন কিসসা কাহিনী, ভুল ধারণার ট্রাক-বোঝাই লেখা এনে এখানে ঢালেন; অন্যেরা চুপ করে থাকলেও আমি এসবের সমালোচনা করি; এরা সমালোচনার ভয়ে আমাকে কমেন্ট ব্যান করেন; আনন্দের কিছু না।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৩

হাবিব বলেছেন: আগের পোস্ট সরাইছেন ক্যা?

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগার "লম্বা কমেন্ট" করেন, সেজন্য পোষ্টটি অনেকবার পড়া হলেও, মন্তব্য পায়নি; আমি ফিডব্যাক পেয়েছি; কম মন্তব্যের পোষ্ট রাখতে খারাপ লাগে।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১

হাবিব বলেছেন: আগের পোস্টে আমার মন্তব্যের জবাব দিছিলেন? কিন্তু কি লিখলেন দেখতে পেলাম না। দেখতে পেলে ভালো লাগতো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



আমি ড্রাফট করেছিলান, এখন আবার প্রকাশ করে দেবো।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৭

তারেক ফাহিম বলেছেন:
সমালোচনা মন্তব্যগুলো পড়ে অনেক কিছুই জানা যায়।


০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং মানেই আধুনিক সভ্যতা, ধারণা, ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা; ভুলকে প্রশংসা করা বন্ধুত্ব নয়।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৫

হাবিব বলেছেন: আবার প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে। লেখাতে কম মন্তব্য আসলেই সেটা সরানো লাগবে এমন কথার সাথে আমি একমত নই।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টে মন্তব্য কমে আসছে; এক সময় আরো কমবে; তবে, ১০টা মন্তব্যসহ আমার নিজের পোষ্ট আমার কাছে পছন্দ হয় না।

আপনি দেখেছেন, পোষ্টটি অনেকই পড়েছেন!

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আপনাকে ব্যান করি নাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



ব্যান সামান্য কয়েকজন করেছেন; এই সামান্য কয়েকজনের ভাবনা, ধারনা ও লেখাগুলো আসলেই হাসির খোরাক।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

নূর আলম হিরণ বলেছেন: সমালোচনা সবাই সহ্য করতে পারেনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:




সমালোচনা সহ্য করতে পারেন না, এদিকে কিসব ভুল/নীচুমানের পোষ্ট লিখে ব্লগ ভরায়ে ফেলেন।

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনাকে ব্যান করার কারন আছে-
আপনার মন্তব্যের ''ভার'' বহন করার ক্ষমতা ওদের নেই। ওরা শুধু পছন্দ করে তেল। সমস্যা হলো আপনি তেলবাজ না। ব্লগে একমাত্র আপনিই চরম সত্য মন্তব্য করেন।

যারা আপনাকে ব্যান করে তাদের কপাল পোড়া। আপনার মন্তব্যও পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু ওরা বুঝে না। একদিন বুঝবে। সেদিন আফসোস করবে।

আপনি সঠিক পথে ও সঠিক গতিতে আছেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:



ভাবছি, যা রা ভালো লিখতে পারেন না, কিন্তু ক্যাচাল করেন, তাদের লেখায় সময় ব্যয় করবো না।

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪৭

বিষন্ন পথিক বলেছেন: ব্লগে আপনার ইমপ্রেশন বাংলাদেশ পুলিশের মত
আপনি নিজে পাওয়ারফুল কিন্তু মানুষ আপনাকে শ্রদ্ধার চেয়ে অন্য চোখে দেখে

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


আমি ভুল-ধারণা ও অপধারণার লোকদের থেকে শ্রদ্ধাও চাই না, কিংবা তাদের সাথে নীচু স্বরে কথা বলতেও চাই না।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কমেন্ট আমি খুব উপভোগ করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমার কমেন্টের কন্ট্রোল এখন এডমিনের হাতে।

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কমেন্ট-ব্যান করা সঠিক কাজ নয়।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



জিরো লেভেল'এর ব্লগারদের কাজ হলো কমেন্ট ব্যান করা।

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৮

মাসউদুর রহমান রাজন বলেছেন: গাজী ভাই, কয়দিন ব্লগ করবো জানি না, তবে আপনাকে আমি জীবনেও ব্যান করবো না। কমেন্টের দরজা সবসময় খোলা। হাসাহাসি, মারামারি, খোঁচাখুঁচি সব কমেন্টে হবে। আমি বিশ্বাস করি, কমেন্টের রিপ্লাই দেয়ার সৎসাহস সকল লেখকের থাকা উচিৎ। তবে কেউ যদি কারো কমেন্ট ব্যান করতে চান, সেক্ষেত্রে সে অধিকার তার আছে। আমরা যে প্লাটফর্মে ব্লগিং করছি, এটা তো তাদেরই পলিসির অংশ। সামু নিজেই তো সে অপশন রাখছে। আর সেটা মেনেই আমরা ব্লগিং করতে আইছি।

আপনাকে কমেন্ট ব্যান করা হইছে, এই জন্য সমবেদনা জানাচ্ছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনি লিখতে শিখেন, গরুর রচনা দিয়ে লেখা শুরু করেন; সময় করে আমি কমেন্ট করবো।

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৯

আখেনাটেন বলেছেন: ব্লগে ফিরে গত দুদিনে কমেন্ট বিষয়ক আপনার দুটি লেখা দেখলাম। ব্লগিং নিয়ে আপনার উৎকণ্ঠা টের পাওয়া যাচ্ছে লেখাগুলোতে।

কিছুদিন আগে পর্যন্ত আমি এই 'কমেন্ট ব্লগ' অপশনটি সম্পর্কে ধারণা রাখতাম না। কিন্তু এক পন্ডিতজীর বকরীর লাদির মতো কমেন্ট বর্ষনে পোস্টের অবস্থা ল্যাদাম্যাদা হওয়ার হাত থেকে রক্ষা পেতে অনেক ঝক্কি ঝামেলার পর পন্ডিতজীকে চৈত্র মাসের 'কমেন্ট বৃষ্টি' থেকে বিরত রাখতে পেরেছিলাম।

আপনার এই পোস্ট পড়ে পন্ডিতজীর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। B-)

আপনার লেখা ভালো। যদিও কখনও কখনও অতিরিক্ত এক চোখা এবং আপনি লজিক্যাল বললেও লজিকের মাথামুন্ডু খুঁজে পাওয়া যায় না। আবার যে সব ব্লগারকে দেখতে পারেন না তাদের ক্ষেত্রে এই প্রবাদ 'যারে দেখতে নারি তার চলন বাঁকা' থিউরি ব্যবহার করেন। ফলেই যত গন্ডগোল। তবে পজিটিভ/নেগেটিভ যাই হোক আপনি সামু ব্লগের লিজেন্ড। আপনার এলোপাথাড়ি মারকুটে অলরাউন্ডিং তীরন্দাজি পারফর্মেন্স উপভোগ্য। :D

পুনশ্চ: মাঝে মাঝে আপনিও কিন্তু কমেন্ট বর্ষন করেন। সেক্ষেত্রে....... :(

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগরদের পছন্দ করি, যারা ব্লগে মাছির মতো উড়ে, তাদের নিয়ে আমার কোন কাজ নেই; তাই কিছু লোকজনের বেলায় একচোখা।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

নতুন নকিব বলেছেন:



পোস্ট শিরোনাম: যাঁদের লেখা দুর্বল, তাঁরা আমাকে কমেন্ট-ব্যান করে চলেছেন।

-আমি যেহেতু আপনাকে কমেন্ট ব্যান করিনি, সেহেতু তার মানে কি এই দাঁড়ায় যে, আমার লেখা দুর্বলতা মুক্ত? আপনি যদি সেটাই বলেন, তাহলে তো ভালোই হয়! অন্ততঃ আপনার থেকে লেখালেখির উপরে মোটামুটি একটা সার্টিফিকেট প্রাপ্তির সৌভাগ্য হবে!

যাক, সার্টিফিকেট দেন বা না দেন, কোনও আক্ষেপ নেই। এমনিতেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করছি, আপনিও ভালো সময় পার করছেন। ব্লগিং উপভোগ করুন। মন খারাপ করে থাকা উচিত নয়। এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ আপনাকে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



ফেইসবুকের লোকজন ব্লগে এসে ঘুরে বেড়ায়, এটা একটা সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.