নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

২ বছর পর আবার ফুটবল খেললাম!

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮



গত রোববার অবশেষে ভালো করে ৯০ মিনিট ফুটবল খেললাম; আপনারা খেলেন টেলেন নাকি? ব্রুলীনের বাংগালীরা ফুটবল খেলেনা, খেলা যা হয় কুইন্সের দিকে। আগে পিনকনিকগুলোতে খেলতাম, ৫০/১০০ ডলার চাঁদা দিয়ে ২০ মিনিটও খেলতে পারতাম না, তার আগেই প্লেয়ারেরা ক্লান্ত; বাংগালী তরুণদের অবস্হা দেখলে হাসি আসে, না পারে দৌঁড়তে, না পারে বলে সঠিক মতো কিক করতে! পিকনিকে গেলে প্লেয়ার যোগাড় করাই মুশকিল, সবাই মিলে খালি ছবি তোলে আর খেতে থাকে, খাবার টেবিল থেকে টেনেও মাঠে নেয়া যায় না। আবার বেশীরভাগ ড্রেস-স্যু ও স্যান্ডেল পরে পিকনিকে চলে আসে।

গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখি, গায়ে, হাতেপায়ে ব্যথা; ইহা আগে ঘটতো না, এবার ঘটলো। সকাল সাড়ে ৬'টার দিকে গিয়ে দেখি আমার প্রেকটিসের যায়গা দখল হয়ে গেছে, ২ মেয়ে টেনিস প্রেকটিস শুরু করেছে। আমি একক-টেনিস প্রেকটিসের কোর্টে নিজে নিজে প্রেকটিস করি। ভাবলাম রাতে যাবো, সন্ধ্যা থেকে বৃষ্টি। আজকে সকাল ৬'টায় গিয়ে সুযোগ পেলাম; ১০ মিনিট পরেই মেয়ে ২'টি এসে হাজির; টেনিসের লোকজন এলে তাদেরকে কোর্ট ছেড়ে দিতে হয়। আমি ৫ মিনিট চেয়ে নিলাম ওদের থেকে, ওরা কফি আনতে চলে গেলো, মিনিট ১০ মিনিট পর ফিরে এলো।

এবারের খেলার দাওয়াতটা পেয়েছিলেম মাত্র ১ সপ্তাহ আগে; স্কুল কলেজের কিছু ছেলে খেলে, তারা প্রায়ই কুইন্সে খেলে; ওখানে প্লেয়ার বেশী, আমার সুযোগ তেমন হয় না। দাওয়াত পাবার সাথে সাথে বল কিনে নিয়ে এসেছি; স্ত্রী বুঝলেন, আমি কোথায় খেলবো; আমাকে মনে করায়ে দিলেন, পড়ে গেলে কি হবে?

আমার মাথায় একটা সমস্যা আছে ( ব্লগারদের মতে আমার মাথায় অনেক সমস্যা আছে), পড়ে মাথায় ব্যথা পেলে বড় ধরণের সমস্যা হতে পারে, বলেছিলো এক ডাক্তার; আমার স্ত্রী এখনো সেটা নিয়ে আছেন; আমি এরপর কতবার পড়লাম, এখনো মরিনি। সেদিন ১ ব্লগার দেখলাম উনার পোষ্টে আমার মৃত্যু কামনা করেছে, যতসব গার্বেজ! পোষ্টটাতে মাত্র ২ জন ব্লগার প্রতিবাদ করেছেন; আরো ২০/২৫ জন মন্তব্য করেছিলেন, কেহ কিছু বলেননি, যতসব লিলিপুটিয়ান! আমি মৃত্যু নিয়ে ভাবি না, ইহা নিয়ে আমার কোন উৎসাহও নেই!

ক্যারোলিনার ১০০ বছর বয়সী ১ সিনিটরের জন্মদিনে এক তরুণ সিনেটর বলেছিলো, যে সে বয়স্ক সিনেটরের ১০১'তম জন্ম দিবসে উপস্হিত থাকতে চায়; বয়স্ক সিনেটর বললেন,
-ভালো খাবেন, ব্যায়াম করবেন, অকারণে চিন্তিত হবেন না; তা'হলে, আমার আগামী জন্মদিনে আপনি অবশ্যই উপস্হিত হওয়ার সুযোগ পাবেন।



মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১

নগরবালক বলেছেন: যারা মানুষের মৃত্যু কামনা করে তারা মানুষ নয় তারা বনমানুষ।
আমি খেলিনা, সপ্তাহে দুই দিন জীমে যাবার অথবা সাতার কাটার চেস্টা করি। বাংগালীদের অবস্থা আসলেই খারাপ। অধিকাংশ বাংগালী খাওয়া আর হাগার বাইরেও যে জীবন আছে তা জানেনা। ঢাকার মানুষের সময় যায় ট্রাফিক জ্যামে। সৌদি প্রবাসীদের সময় যায় হাড় ভাংগা খাটুনি খেটে। আর উন্নত বিশ্বের বাংজ্ঞালীদের সময় যায় কিভাবে সোশাল থেকে আর একটু টাকা আদায় করা যায় তার ফিকির করতে করতে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



এই জেনারেশনের বাংগালী তরুণেরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: গুড জব ডান

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


ছারিদিকে আধমরাদের নিয়ে বসবাস করছি।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি কোন পজিশনে খেলেন?

শরীর স্বাস্থ্য নিয়ে যা বলেছেন, তা সঠিক। আমাদের অবস্থা করুণ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


লেফট উইংগার

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: কোথায় খেলেন কুইন্সে? আমি কিন্তু পাটনার খুজতেছি, যদিও আমি অনেক ঢিলা, কিন্তু নিজেকে ফিট করতে কষ্ট করতে রাজি আছি, আপনি চাইলে আমাদের সাথে মঙ্গলবার এন ওয়াই বি সি তে ব্যাডমিন্টন খেলতে পারেন। আপনাকে নিমন্ত্রণ জানাইলাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি ব্রুকলীনে; কুইন্সে এষ্টোরিয়া পার্কে ( ট্রাইবরো ব্রীজের নীচে ) খেলা হয় নিয়মত।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৭

জ্যাকেল বলেছেন: ফুটবল মজার খেলা, আমি না খেলতে পারলেও দেখি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালো

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৪

িসজার বলেছেন: বেশ ভালো লাগলো শুনে। আমার পছন্দ ক্রিকেট। কিন্তু ফুটবল এর কিছু মজার স্মৃতি আছে, বিশেষ করে বাংলাদেশ এ বৃষ্টিতে ভিজে আর কর্দমাক্ত মাঠে দাপিয়ে খেলার স্মৃতিগুলো আজো অম্লান। আমি খেলতাম সেন্টার ব্যাক পজিশন এ। ভালো থাকুন আর মনকে প্রফুল্ল রাখবেন, যাতে বয়স জেঁকে বসতে না পারে। শুভেচ্ছা নিরন্তর।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


সুযোগ পেলে খেলি, এই বয়সে অনেকে নিতে চায় না; পরিচিতরা নেন।

বাংগালীরা খেলছে না, এতে করে লোকজন ক্রেংকি হয়ে গেছেন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬

কামাল১৮ বলেছেন: বাই পাস অপারেশনের আগ পর্যন্ত অনেক খেলাধুলা করতাম।হসপিটাল থেকে কয়েক রকমের এক্সারসাই করতে (বই সহ)বলে দিয়েছে।অনেক কিছু করতে নিষেধ করে দিয়েছে।তার পরও নিষেধ অমান্য করে ছোট খাট অনেক কিছু করে ফেলি।কিন্তু ফুটবল খেলা আর হয় নাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


কয় বছড় আগে বাইপাস হয়েছে, এখন কেমন আছেন? প্রতিদিন কমপক্ষে ৪ মাইল হাঁটবেন

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৪

কালো যাদুকর বলেছেন: এই বয়সে খেলছেন জেনে ভাল লাগছে।
সময় পেলেই খেলি , বিভিন্ন খেলা। বাস্কেটবল সবচেয়ে প্রিয়।

কোন পোস্টের কথা বলছেন? আমি অনেক পোস্টই পড়ি নাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালো, বাংগালীরা না খেলাতে মাথায় ও শীরে জং ধরে গেছে।

কিছু ব্লগার আমাকে নিয়ে সমস্যায় আছেন; এদের মগজ খুব একটা কাজ করে না; তাদের একজন আমার ফিনিতো দেখতে চেয়েছিলেন; মুছে দিয়েছে।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩

সূর্যপাজী বলেছেন: ৯০ মিনিট খেলে আপনি গোল দিয়েছেন কতগুলো?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



১ টা, ২ টা ভালো পাস দিয়েছিলাম গোলের সমানে, ষ্ট্রাইকার কাজে লাগাতে পারেননি।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩

আমারে স্যার ডাকবা বলেছেন: ৯০ মিনিট টানা খেলা তো খুবই দারুন ব্যাপার। মেসিও পারে না টানা ৯০ মিনিট খেলতে। অবশ্য আপনি তো পারবেনই। !:#P

আপনার মৃত্যু কামনা করে কে পোষ্ট দিয়েছে শুনে খুবই কষ্ট পেলাম। পৃথিবীতে প্রশ্নফাঁস বুদ্ধিমানের সংখ্যা বেশি। আপনার মতো বুদ্ধিমান মানুষের মৃত্যু কামনা করা উচিৎ না। কোন পোষ্ট? লিংক দিয়েন। :(

আমি অবশ্য একটা পোষ্টের কথা জানি, যেই গার্বেজ লেখাটা খুচরা লেখক লিখেছিলেন মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ সবাইকে কিভাবে প্রশংসায় ভাসিয়ে দেয় সেই টপিকে। উহাতে তিনি ব্লগার প্রসঙ্গে লিখেছিলেন ব্লগারদের মৃত্যু হলে বাকি ব্লগাররা কিভাবে বিবৃতি দিতো।
লেখায় কোন ব্লগারের আসল নাম উল্লেখ ছিলো না, ব্লগ নামও উল্লেখ ছিলো না। কারো ছবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি, পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট বা এমন কোন বিষয় ছিলো না যা দিয়ে বোঝা যায় কোন ব্লগার সম্পর্কে লেখা হয়েছে। তারপরে অবশ্য খুচরা লেখকটি সেই লাইনগুলো সরিয়ে নিয়েছিলেন। কারন তিনি জানতেন প্রশ্নফাঁস বুদ্ধিমানেরা ডার্ক হিউমার বোঝে না।

আপনি নিশ্চয়ই সেই লেখার কথা বলছেন না। কারন আপনি প্রশ্নফাঁস বুদ্ধিমান নন, আমি আশা করছি আপনি এটাও জানেন আসলে কি লেখা ছিলো। কারন আপনি নিশ্চয়ই লেখাটুকু পড়েছেন। ঠিক না? এখন প্লিজ বইলেন না আপনি সেই লেখা না পড়েই ঐ লেখায় জাদিদ সাহেবের মন্তব্য দেখে বুঝেছেন লেখায় কারো মৃত্যু কামনা করা হয়েছে।
আপনি নিশ্চয়ই সেই লেখার কথা বলছেন না। কারন লেখা আপডেট করার পরে ২০/২৫ জন মন্তব্যকারী মৃত্যু কামনা(?) করা লাইনগুলো দেখেনই নাই। সুতরাং তারা প্রতিবাদ করবে কেন? আপনি বুদ্ধিমান মানুষ হিসেবে এটিও নিশ্চয়ই বুঝবেন।

চিরজীবন লাভ করুন। আপনার অফুরন্ত জীবন-যৌবন কামনা করি। 8-|

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি ৬৪ বছর খেলছি, মেসি ততদিন খেলুক, তখন দেখা যাবে।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এই বেলায় এসে ফুটবল খেলা ঝুঁকিতে যাওয়া হয়ে যায় কিনা খেয়ালে রাইখেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



কিছুটা রিস্কি; তবে, আমি এই খেলাটি এখনো খেলছি।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৩

কামাল১৮ বলেছেন: ২০০১ সালে ডাক্তার দেবী শেঠীর হাতে,বেঙ্গালোরে।এখন ভালো আছি।প্রতিদিন সাত হাজার পদক্ষেপ হাঁটি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



৭০০০ পদক্ষেপে আনুমানিক কত মাইল?

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: আমার চোখে আপনি একজন হিরো।
যে বা যারা আপনাকে নিয়ে বাজে কথা বলে তাঁরা অবশ্যই দুষ্টলোক। সমাজে কিছু দুষ্টলোক থাকবেই। নবিজির দেশে দুষ্ট লোক আছে। ছিলো। থাকবে।

দুষ্ট লোকদের আমি শিক্ষা দিব।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ আপনাকে; আমাকে যারা অপমান করার চেষ্টা করেছে, তারা ব্লগে ভালো করতে পারেনি।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- গত ২০ বছর আমি কোনো খেলা ধূলাই করি নি।
তবে ছেলেবেলায় আমি ফুটবল খুব ভালো খেলতাম। আমি গোলকিপার থাকলে জীবন দিয়ে হলেও গোল রক্ষা করতাম। আবার মাঝ মাঠে খেললে- একবার যদি বল আমার পায়ে আসতো তাহলে গোল নিশ্চিত।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


সময় করে, পরীকে নিয়ে সপ্তাহে ২/১ দিন কিছু একটা ( পিংপং, ব্যাড মিন্টন, ভলিবল ) খেলুন; পরী শক্ত হবে, আপনি ভালো থাকবেন

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো কাজ। মানুষ দিন দিন অলস হয়ে যাচ্ছে। ডায়াবেটিস রোগী ব্যায়াম করতেও চায় না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



১ জন বাংলাদেশী গড়ে ৩ জন ভারতীয়ের সমান খায় ও ব্যায়াম করে না।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩১

সাদীদ তনয় বলেছেন: অনেকদিন হয়েছে খেলাধুলা করি না।
কে কারো মৃত্যু কামনা করলেই কি মৃত্যু হয়। শকুনের দোয়ায় কি গরু মরে? ঐ লেখায় আমিও কমেন্ট করেছিলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


খেলাধুলা করেন, না'হয় বয়স বাড়লে আনন্দ হারিয়ে যাবে।
ধন্যবাদ; মনে হয়, আপনি ঐ লেখায় প্রতিবাদ করেছিলেন; ঐ লোকটা অপবুদ্ধিমান।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪৭

কামাল১৮ বলেছেন: ৭০০০পদক্ষেপ প্রায় পাঁচ কিলোমিটার।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:



ভালো, আমি হাঁটি; তবে, মাত্র কয়েক ব্লক; আজকে থেকে বাড়িয়ে দেবো।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

অরণি বলেছেন: কোন এক নরাধম আপনার মৃত্যু কামনা করেছে; ভাবতে অবাক লাগছে ব্লগে এমন নরাধমও আছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



এগুলোর ভাবনাটাই আবর্জনা।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

দি এমপেরর বলেছেন: গুল মারছেন? এই বয়সে ৯০ মিনিট ফুটবল খেলা! আপনার বুলেট শটের একটি ছবি দিন দেখি

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



বুটের ও শর্টের ছবি তো তুলে রাখিনি; আমি বছরের পর বছর ৯০ মিনিট খেলছি। পিকনিকে গেলে যারা ২০/৩০ মিনিট খেলে খেলা বন্ধ করতে বলে, আমি খেলা বন্ধ না করে, তাদেরকে রেষ্ট নিতে বলি।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০০

হাবিব বলেছেন: আপনার বয়স কত হলো?

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



৭১+

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: সত্যি কথা বলি- ঢাকা শহরে হাঁটার কোনো ভালো পরিবেশ নেই। নোংরা রাস্তা। রাস্তার চেয়ে বেশি নোংরা মানুষের মনমানসিকতা এবং তাদের আচরন। করোনার ভয়ে বাচ্চাদের নিয়ে বাইরে যাচ্ছি না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


ঢাকা থেকে ক্যান্টনমেন্ট ও পিলখানা তুলে দিয়ে, ষেখানে পাবলিক পার্ক ও রিসার্চ সেন্টার করার দরকার। পার্কের অভাবে মানুষ খাঁচার ভেতর বাস করছে। আমি রাত ১০টার পরও হাঁটি, রাস্তায় কেহ থাকে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.