![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশের বেশীরভাগ মানুষের এসিম্পটোমিক-করোনা হয়েছে, মনে হয়; বাংলাদেশের শহরের ঘরগুলোতে ফ্যান আছে, এবং বেশীরভাগ মানুষ জানালা খোলা রাখে; ফলে, ঘরগুলোতে ভাইরাসের ঘনত্ব খুব একটা বাড়েনি। মানুষ রাস্তাঘাটে, দোকানে গাদাগাদি করে চলে আসছে সব সময়, ইহাতে সামান্য পরিমাণ ভাইরাস প্রায় সবাই পেয়েছেন, যতটুকু খুবই দুর্বল ধরণের করোনা সংক্রমণ ঘটায়েছে; এই ধরণের দুর্বল সংক্রমণ শহরের বেশীর লোকজনের হয়েছে। বাংলাদেশের দোকানপাটও মোটামুটি খোলামেলা ও সব যায়গায় ফ্যান আছে। ফলে, দুর্বল সংক্রমণ হয়তো সবারই হয়েছে এক বা একাধিকবার।
বাংলাদেশে বায়ু দুষণের কারণে মানুষের হাঁচিকাশি লেগেই থাকে; ফলে, এসব হাঁচিকাশিতে অভ্যস্তরা দুর্বল-করোনায় আক্রাক্ত হলে, উহাকে করোনা হিসেবে নেননি; কিন্তু এই ধারণের সামান্য সংক্রমণের কারণে শরীরে কিছু পরিমাণ এন্টিবডির সৃষ্টি হয়েছে, যা ৩/৪ মাস সময় হলেও করোনা সংক্রমণে বাধা দিয়েছে।
বাংলাদেশে নিশ্চয় হাজারবার মিউটেশন হয়েছে করোনার; কোন নতুন মিউটেশানই প্রাথমিক ভাইরাস ও ডেলটা থেকে শক্তিশালী হয়নি, মনে হয়। দুর্বল ভার্সনগুলো থেকে হওয়া করোনা অনেকটা এসিম্পটোমিক হওয়ার কথা। তবে, এসিম্পটোনিক করোনা, দুর্বল মিউটেশান কিংবা স্বল্প পরিমাণ ভাইরাস থেকে হওয়া করোনাও শরীরের জন্য ক্ষতিকর। বারবার করোনা হওয়াও বিপদজনক।
বাংলাদেশের সর্বশেষ সংক্রমণের সময়, শহরের কোন মানুষ হয়তো ইহা থেকে রক্ষা পায়নি। আমার পরিচিত যারা করোনায় ভোগেননি, কিন্তু টেষ্ট করায়েছেন, মোটামুটি প্রায় সবারই করোনা পজিটিভ ছিল।
এসিম্পটোনিক, দুর্বল করোনা, কিংবা পুরোপুরি করোনা ও ভালো হয়ে যাওয়া কিন্তু আনন্দের বিষয় নয়; যাদের করোনা হয়েছে, তাঁদের দীর্ঘমেয়াদী শারিরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে; জাতি যদি করোনাকে নির্মুল না করে, এবং একই ব্যক্তির বারবার করোনা হয়, ইহা সামগ্রিকভাবে জাতীয় স্বাস্হ্যের উপর খারাপ প্রভাব ফেলবে। এমনিতেই বাংগালীরা স্বাস্হ্যখাতে, দেশে ও বিদেশে মিলে বিপুল পরিমাণ টাকা ব্যয় করছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
জাতি মানসিকভাবে বিশৃংখল হয়ে গেছে। ২০২২ সালে বাংলাদেশ যথেষ্ট টিকা পাবে, তখন হয়তো দেশের অবস্হা কিছুটা বদলাবে; তবে, দেশে ফুসফুস, কিডনী ও এমিউন সমস্যার রোগী বাড়বে।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
শেরজা তপন বলেছেন: করোনা পরবর্তী দীর্ঘ মেয়াদী জটিলতায় অনেকেই ভুগছেন।যাদের সিম্পটো্নিক করোনা ছিল তারা করোনার কারনেইও হচ্ছে বলে মনে করছে - যাদের এসিম্পটনিক করোনা হয়েছে তারা দিশেহারা অবস্থায় আছে-
আগেরটা মুছে দিবেন প্লিজ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
করোনা জাতির স্বাস্হ্য, অর্থনীতি ও মানসিকতাকে নীচের দিকে নিয়ে গেছে।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার শিরনামের সাথে আমিও একমত।
জাতি যদি করোনাকে নির্মুল না করে
এইটা কি বললেন!!!
করোনাকে নির্মুল করা সম্ভবনা কোনো ভাবেই। একে সাথে নিয়েই চলতে শিখতে হবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
ইহা ফ্লু'র মটো টিকবে না, মনে হয়।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৮
খায়রুল আহসান বলেছেন: আপনার অনুমানগুলোকে আমার কাছে সত্য ও সম্ভাব্য বলে মনে হয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
দেশের করোনার প্যাটার্ণ ও বেসরকারী ডাটা থেকে এই ধরণের কথা মনে আসছে।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন: করোনা সম্পর্কিত আপনার পর্যবেক্ষণটি আমার কাছে সঠিক মনে হয়েছে। আমার নিজের এলাকার খুব বেশি মানুষকে করোনা টেস্ট করতে যেতে দেখিনি। অথচ অনেকেই করোনা উপসর্গে ভুগেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
সম্ভবত, শহরের বেশীরভাগ মানুষের করোনা হয়ে গেছে; এঁদেরকে ডায়াবেটিস, কিডনী সমস্যা ও ফুসফুস নিয়ে সচেতন করে তোালার দরকার।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
কামাল১৮ বলেছেন: প্রথম থেকেই করোনার প্রতি অবহেলা ছিল সরকার ও জনগনের। বেশির ভাগ লোকের করোনা হবার সম্বাবনা , এই ধারনা শতভাগ সত্য।এবং করোনা যে দুর্বল ছিলো এটাও ঠিক।বয়স্করাই বেশি মরেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
করোনা শেখ হাসিনার অদক্ষতা জাতির সামনে উলংগভাবে তুলে ধরেছে; উনার প্রশাসনে উজবুকেরা আড্ডা জমায়েছে।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১
গফুর ভাই বলেছেন: বাংলার লোকজন নিজেদের সুপার ম্যান মনে করে, আর সব কিছু আল্লাহর নামে ছেড়ে দেয়। তার পিছনে সব চেয়ে দেখা আমার বড় কারন হলো ওয়ায মাহফিলে আর ফেসবুকে মাধ্যমে যারা ধর্ম প্রচার করা পেজ গুলা দায়ি। আমার অফিস এর পিওন কে জোর করে টিকা নেবার রেজিস্ট্রেশন করে দিসি তার কথায় ভয় পেয়ে সে একদিন বলে উঠলো তার নাকি টিকার দরকার নাই।আমরা কয়েকজন ভয় পেয়ে করে দিলা টিকার দিবার ব্যবস্থা।যদিও রুট লেভেলে এর মানুষের মাঝে ব্যপক উদাসিনতা না নিবার পিছনে। এখন তো সব ওপেন করে দেয়া হইছে দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে নিশ্চয় মঙ্গল কিছু নয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
প্রশাসন টিকা না কিনাতে, তারা বেকুবদের টিকা-বিরোধীতাকে প্রশ্রয় দিচ্ছে; করোনা কমে গেলে, ঢাকার লোকেরা কলিকাতার হাসপাতালগুলোতে শুয়ে থাকবে; প্রেসিডেন্ট চলে যাবেন সিংগাপুর।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
গফুর ভাই বলেছেন: আমার করোনা হইছে এবং ভালো আছি এখন.। দোয়া করবেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
স্বাস্হ্যসন্মত খাবেন, ব্যায়াম করবেন, বিশুদ্ধ পানি খাবেন, হাঁটবেন।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশে করোনা অঙ্কেজো, অন্তত সরকারী ভাবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
সরকার জাতির স্বাস্হের কথা কোনদিনও ভাবেনি; খাদ্যে ভেজাল, কেমিক্যাল, ঔষধে ভেজাল।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৩
কাছের-মানুষ বলেছেন: এর আগে এক ষ্ট্যাটিক্স এ দেখা দেখা গেছে ঢাকার ৭১% বাসিন্দার দেহে করোনার অ্যান্টিবডি আছে, যার মানে ইতিমধ্যেই করোনা হয়ে গেছে, বিবিসিতে আসছিল খবরটা! সারাদেশে সব জায়গায় মানুষের দেহেই অ্যান্টিবডি পাওয়া গেছে মোটামুটি! করোনা ফ্লু এর মত সারাজীবন থেকে যায় কিনা এটা দেখার বিষয়!!
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
ফ্লুর দীর্ঘমেয়াদী কুফল আছে, করোনারটা হতে পারে বেশ কঠিন।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: বর্তমানের দেশে করোনার ভয় কারো মধ্যে নেই।
ঢাকায় অর্ধেকের বেশি মানুষ বাইরে বের হলে মাস্ক পড়ে না। তবে তাদের শার্টের পকেটে মাস্ক দেখা যায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
জাতির স্বাস্হ্য ভালো নয়, ভারতের ডাক্তারদের আয় বাড়বে।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪৩
নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশের মানুষ ঝড় তুফানের সাথে লড়াই করে যেমন বাঁচে তেমন করোনা নিয়েও বেঁচে থাকবে
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১১
চাঁদগাজী বলেছেন:
অঢেল ডলার থাকার পরও মানুষ টিকা পেলো না সময় মতো, সরকার কিনলো না; অকারণে মানুষকে মরতে হচ্ছে!
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের লোকজন করোনার দুর্বল ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে ইমুইনিটি ডেভেলপ করে ফেলেছে গত বছরই। তাই এবার এরা আক্রান্ত হলেও অবস্থা মারাত্মক হয় নাই অনেকের ক্ষেত্রে। যারা বয়স্ক এবং শারীরিক পরিশ্রম কম করেছেন তাদের মধ্যে মৃত্যুর হার একটু বেশি।
টাকার বস্তার মধ্যে বসেও যদি টিকা কেনার মতো হিম্মত না থাকে তবে বলতে হবে সরকার খুব বেশি কিপ্টা। সারাটা জীবনই কি ভিক্ষা করে কাটাবে এই জাতি ?
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
১৯৭২ সাল থেকেক ভিক্ষাবৃত্তিকে জাতি গঠনের নিয়ামক হিসেবে নেয়া হয়েছে; মহামারীতে জাতির প্রাণ রক্ষার কবচ হচ্ছে ভিক্ষার টিকা।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৪
কালো যাদুকর বলেছেন: আজকাল মনে হচ্ছে এর থেকে বাচার উপায় হয়ত নেই।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
টিকা গ্রহনকারীদের ,মৃত্যুর হার নগণ্য হয়ে আসছে।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৪
ফাহমিদা বারী বলেছেন: জি করোনা সবারই হবে, এটা থেকে কেউওই মুক্তি পাবে না। আর অনেকের হয়েও গেছে, জ্ঞাতে কিংবা অজ্ঞাতে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমি ইহা থেকে দুরে থাকার চেষ্টা করে যাচ্ছি; কিন্তু মনে হচ্ছে, ইহা থেকে দুরে থাকা সম্ভব হবে না।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৫
জুন বলেছেন: আমাদেরও হয়ে গেছে বা হবে কে জানে। না জানিয়ে যদি হয়ে যায় তো যাক।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকা শহরের বেশীরভাগ লোকজজনের ( শিশুদের বাদ দিয়ে ) করোনা হয়েছে, ২০২৩ সাল অবধি কয়েকবার করে হতে পারে।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা এর আগেই একটা পোস্টে লিখেছিলাম। মনের দিক দিয়ে সাহসী হওয়াও একটা পজিটিভ দিক। তাছাড়া 'করোনা' কোন মরণঘাতি রোগ নয় - ডাক্তার রাই বলেন। ১৪ দিন, লাশের স্তুপ - এগুলো কতিপয় জ্ঞানপাপীর চিন্তা ধারা। করোনা ছাড়াই আমার খালাতো বোন (বয়স ৪০ এর নীচে), আমার এক চাচা (বয়স ৫০ এর নীচে) মারা গিয়েছে। টাইম শেষ হলে, কেউ ধরে রাখতে পারবে না...
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
করোনা বিশ্বের অর্থনীতির চাকাকে থামিয়ে দিয়েছে; মহামারি সমাজকে অচল করে দেয়, এটাই বড় সমস্যা।
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫
জুল ভার্ন বলেছেন: আমার পরিচিত জনদের মধ্যে অনেকেরই কোনো প্রকার বাহ্যিক সিম্পটন ছাটাই টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় মনে হয়, প্রায় সবারই হয়ে গেছে; এখন বেশীরভাগের শ্বাসনালীতে ভাইরাস আছে।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০১
সাহাদাত উদরাজী বলেছেন: জ্বি, অনেকে ভুগেছে কিন্তু পরীক্ষা করেন নাই।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
জাতিকে যাযাবরে পরিণট করেছে সরকার।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
নতুন বলেছেন: জুলাই মাসের ১ তারিখে শুরু।
আমার স্ত্রীর জ্বর সহ অন্যান্য উপসর্গ ছিলো তবে হাসপাতালে যেতে হয় নাই। সাধারন জ্বরের ওষুধেই কাজ হয়েছে। শারমিনের জ্বর প্রায় ৭-৮ দিন ছিলো। ১ দিন সবোচ্চ ১০৩ ডিগ্রি উঠেছিলো।
আমার ২ দিন জ্বর জ্বর ছিলো ২ দিন প্যারাসিটামল খাইছিলাম। যদিও র্শদি ছিলো না শুধু শুকনা কাশি ছিলো।
স্ত্রী ঘ্রান এবং স্বাদ পাচ্ছিলো না। আমি ঘ্রান কম পাচ্ছিলাম কিন্তু স্বাদ ঠিক ছিলো।
১২ দিন পরে কাজে যোগ দেবার পরে ব্লাড প্রেসার মাপাতে গিয়ে আমাদের কম্পানির প্যারামেডিকরা করোনা টেস্ট করতে পাঠাইছিলো এবং পজেটিভ আসে তারপরে ১০ দিন করেন্টাইন
আমাদের দুজনেরই সিনোফার্মার ২ ডোজ দেওয়া ছিলো। সেই কারনেই হয়তো খারাপ কিছু হয় নাই।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
টিকা দেয়া থাকায় আপনাদের অবস্হা ভালো ছিলো।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
নতুন বলেছেন: জী আমার ডাক্তার বন্ধুও তাই বলেছে যে আমিরাতে টীকা দেবার পরে যেই রোগী তারা পেয়েছে তাদের বেশির ভাগই জটিলতার স্বীকার হয় নি। তাদের আইসিউও পযন্ত যেতে হয় নি। বেশির ভাগই সাধারন চিকিতসা করেছে বাড়ীতেই।
তবে সিনোফার্ম টিকার কার্যকারিতা কম বিধায় এখানে যারা সিনোফার্ম দিয়েছিলো তাদের সবাইকে ফাইজারের টীকা দিচ্ছে।
আমি প্রথম ডোজ নিয়েছি। ২৩ তারিখে ২য় ডোজ নেবো।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি কি দেশের বাইরে থাকেন?
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬
শাহ আজিজ বলেছেন: ঢাকার রাস্তায় মাস্ক বিহীন লোক অনেক । স্কুলগামী ছাত্র ছাত্রী দের মুখে মাস্ক আছে । এই শিথিলতার শাস্তি সবাইকে পেতে হবে ।