নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জনমদাসীকে প্রায়ই মনে পড়ে, ভালো থাকুক জনমদাসী

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৯



২০১৭ সালে 'জনমদাসী' নিক নিয়ে একজন নারী ব্লগার লেখা শুরু করেন; প্রো-পিকে উনি নিজের ছবি দিয়েছিলেন; উনি স্নিগ্ধ ও সৌম্য কান্তির এক নারী ছিলেন; তিনি ৩ মাসেরও কম সময় ব্লগে ছিলেন; কিন্তু তিনি ব্লগ কাঁপিয়ে গেছেন।

আমার এই পোষ্টটাকে আমি আজকে বেশ কয়েকবার পড়ছি; লেখাটা তেমন কিছু না, কিন্তু বারবার পড়তে ভালো লাগছে।

ব্লগার জনমদাসী কবি জীবনান্দ দাসের একটি করিতার কয়েক লাইন তুলে দিয়ে, সেই লাইনগুলোর উপর একটা কুইজ দিয়েছিলেন; সেই লাইনগুলোর মাঝে হয়তো উনার জীবনের অনেক সুখ, কিংবা ব্যথা লুকায়িত ছিলো। সেই কুইজের ১ম পুরস্কার ছিলো, হজে যাবার সব খরচ উনি দেবেন, সাথে হাত-খরচ হিসেবে ২ লাখ টাকা দেবেন। আমি ব্লগের কুইজে কখনো অংশ নিই না; উনার পোষ্টে কমেন্ট করলাম যে, উনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন, যিনি জিতবেন, তার মন খারাপ হবে, উনি কোন পুরস্কার দেবেন না।

ব্লগে, আমার কিছু সহব্লগার ছিলেন, যাঁরা আমাকে অনেক সময় সাপোর্ট করতেন; তাঁরা কয়েকজনও কমেন্ট করলেন যে, জনমদাসী পুরস্কার দেবেন না। জনমদাসী অনেক ক্ষেপে গেলেন আমার ও সহব্লগারদের উপর। উনি ক্ষেপুক এটা আমি চাইনি: যাক, সেই সাময়িক ব্যাপারগুলো উনি ভুলেন গেছেন সাথে সাথে! উনার প্রোপিকটা এত সুন্দর ছিল যে, আমি উনার প্রোপিক দেখার জন্য উনার পোষ্ট পড়তাম; উনার পোষ্টে আজগুবি আজগুবি বিষয় নিয়ে আবেগী লেখা থাকতো; আর কমেন্টকারীদের উনি প্রেমিকের মতো ভালোবাসতেন; আমি ঘুরেফিরে একই পোষ্টে ২/৩টি কমেন্ট করতাম।

জনমদাসী মনে হয়, সব ব্লগারকে ভালোবাসতেন, আর কবি জীবনান্দ দাসকে ভালোবাসতেন। তিনি যখন ব্লগে উপস্হিত থাকতেন, ব্লগারেরা অনুভব করতেন যে, উনি পাশেই আছেন। তিনি ব্লগারদের ভালোবাসতেন, এতই ভালোবাসতেন যে, উনার আবোল তাবোল কথাও ভালো লাগতো, ব্লগকে সফটওয়ার মনে হতো হ্তো না, আমার কাছে ব্লগকে এক সুন্দরী রমনীর মতো মনে হতো, ব্লগ জীবিত হয়ে উঠতো!

উনার পতন ঘটালেন কয়েকজন ব্লগার; সেই ব্লগারগুলো অবশ্যই বুদ্ধিমান ছিলেন না, উনাদের নিজস্ব কোন গুণ ছিলো না; উনারা জনমদাসীর জীবন্ত আবেগকে ধারণ করার মতো শক্তিশালী ছিলেন না; সামান্য নুড়ি পাথর যেমন হাতির পথচলা বন্ধ করে দেয়, বে-গুণী ২/৪ জন অখ্যাত ব্লগার উনাকে থামিয়ে দেন।

উনার প্রোপিকটা আমার কাছে নেই; কারো কাছে থাকলে দেবেন। উনার চলে যাওয়া প্রায় সকল ব্লগারদের জন্য বেদনাদায়ক ছিলো; আমার মনে হয়েছিল, উনি ব্লগে আসতেন একদন্ড প্রশান্তির খোঁজে, ঠিক জীবনান্দ দাসের মতো।




মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

সাদীদ তনয় বলেছেন: উনার লেখা কি ব্লগে আছে এখনও

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



না নেই, তিনি অভিমান করে, সব লেখা মুছে দিয়েছিলেন, কিংবা ড্রাফট করে ফেলেছিলেন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জনমদাসীকে নিয়ে ১৭ ই মার্চ, ২০১৮ সালে আপনি যে পোস্ট দিয়েছিলেন, তাতে কেউ একজনের ছবি ছিলো। আপনি বলেছিলেন, সেটা ব্লগার জনমদাসী'র নয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



সেটা জনমদাসীর নয়, সেজন্য আজকে দিলাম না।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

নিমো বলেছেন: “You will never reach your destination if you stop and throw stones at every dog that barks.”

― Winston S. Churchill

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২০

চাঁদগাজী বলেছেন:



Winston S. Churchill সাহেব হট-ডগ খেতেন, মনে হয়।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫২

খায়রুল আহসান বলেছেন: 'জনম দাসী' এর কথা আমার বেশ মনে পড়ে। উনি আমার অনেক পোস্টে মন্তব্য করে গেছেন। ওনার মন্তব্য থেকে বুঝতাম, উনি আমাকে সমীহ করতেন। উনি আমাকে 'ভাই সাহেব' বলে সম্বোধন করতেন, এবং আমার লেখার প্রশংসা করতেন। উনি ওনার সব পোস্ট সরিয়ে নিয়েছেন ঠিকই, কিন্তু ওনার প্রোফাইলে "আমার করা সাম্প্রতিক মন্তব্য" কলামের অধীনে এখনও আমার একটি পোস্টের উল্লেখ আছে, যেখানে উনি মন্তব্য করেছিলেন। পোস্টটি দেখা যাবে এখানেঃ নিরুচ্চারিত অনুতাপ (অনুবাদ কবিতাংশ)

আপনি এর আগেও ওনাকে নিয়ে সম্ভবতঃ দুটো পোস্ট লিখেছিলেন, আমি সেগুলোও পড়েছি। ওনার নিকনেইমটি আমার ভালো লাগতো না, কিন্তু ওনার মন্তব্য এবং পোস্ট যে কয়টা পড়েছি, ভালো লেগেছিলো। ওনার সাথে যখন থেকে আমার ব্লগীয় ইন্টার এ্যাকশন হয়, তখন থেকেই ওনার প্রোপিক হিসেবে কবি জীবনানন্দ দাশ এর ছবি দেখেছি, ওনার নিজস্ব বা অন্য কারও ছবি দেখিনি।

আপনার মত আমিও চাই, উনি ব্লগে ফিরে আসুন এবং ওনার বিবিধ জীবন অভিজ্ঞতার কথা শেয়ার করুন। উনি যেখানেই থাকুন, ওনার জন্য শুভকামনা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



কিছু ব্লগার উনার সরলতা, আবেগ, মহানুভবতাকে অনুধাবন করতে না পেরে, উনাকে আক্রমণ করছিলো বারবার; তখন এক সময় তিনি নিজের প্রোপিক বদলায়ে ফেলেন।

আপনার লিংকটা আমাদের ব্লগিং'এর একটি আবেগময় মহুর্তের ইতিহাস ধরে রেখেছে। আমার মনে আছে, তিনি আপনাকে অনেক সমীহ করতেন।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপনার লেখাটা পড়ে জনমদাসী নামক অজানা মহিয়সীর লেখা পড়ে দেখার খুব লোভ হচ্ছে। কিছু মানুষ আসেই অল্প সময়ের জন্য। অজানা অভিমানী জনমদাসীকে সশ্রদ্ধ শুভেচ্ছা জানাই ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



তিনি ছিলেন আবেগময়ী এক মহিয়সী; ব্লগে তিনি জোয়ার এনেছিলেন।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

দি এমপেরর বলেছেন: আপনি তার প্রেমে পড়েছিলেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



তাঁর লেখার প্রতি আমার ভয়ংকর টান ছিলো; শতশত ব্লগারকে তিনি আকর্ষণ করতে পেরেছিলেন।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

কামাল১৮ বলেছেন: হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে ফেলে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



আজকের বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়ায় অহিংসুক মানুষের সংখ্যা খুবই কম; জনমদাসীকে আপনি ব্লগে পেয়েছিলেন? তিনি অহিংসার প্রতীক ছিলেন।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

ঢাবিয়ান বলেছেন: পারফেক্ট গরু রচনা। গরু রচনার সুচনা , গরুর ভাল গুন , খারাপ গুন এবং উপসঙ্গহারের এর মত করেই ব্লগার জনম দাসীকে উপস্থাপন করা হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



জনমদাসী আপনার মতো বড় ব্লগার ছিলেন না, তিনি চাঁদের মতো ছিলেন, সাগরে জোয়ার আনতেন, সরোবরে পদ্ম ফুটাতেন।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ব্লগার জনমদাসীর মতো অনেক ব্লগার হারিয়ে গেছেন। আসলে তাঁরা হারিয়ে যেতে বাধ্য হয়েছেন। কাঠাল পাতা বিশেষজ্ঞ। এবং ল্যাদানো টাইপ গল্পকার এঁর জন্য দায়ী।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



জনমদাসী আমাদের হাসায়েছিলেন, কাঁদায়েছিলেন! কিছু বেগুনী-ব্লগার উনার ব্লগিং'এর ভার সইতে পারেনি।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জনমদাসী আমাদের হাসায়েছিলেন, কাঁদায়েছিলেন! কিছু বেগুনী-ব্লগার উনার ব্লগিং'এর ভার সইতে পারেনি।

সামুতে আপনার উপরও আঘাত কম আসে নি। বহু ঝড় তুফানের পরও আপনি শক্ত পায়ে দাঁড়িয়ে আছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:



সামুতে যেসব অপব্লগার আছে, ওরা আমাকে ধাক্কা দিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

ওমেরা বলেছেন: ব্লগার জনমদাসীর নাম অনেকের কাছেই শুনেছি আপনি এর আগেও একবার পোষ্ট দিয়েছিলেন তখন বেশী জেনেছিলাম উনার সম্পর্কে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



উনি সত্যই একজন বাংগালী রমনী ছিলেন।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৪

নীল আকাশ বলেছেন: আপনি তো পুরোপুরি দুইনাম্বার পাব্লিক। একেক জায়গায় একেক কথা বলে বেড়ান।
এর আগে বেশ কিছু জায়গায় বলে এসেছেন সুনির্দিষ্ট কোন ব্লগারের নাম ধরে পোস্ট দেয়া অন্যায়।
অথচ এখন নিজেই একজন ব্লগারের নাম ধরে পোস্ট দিয়ে বসে আছেন।
আগে নিজকে ঠিক করুন। তারপর আরেকজনকে উপদেশ দেবেন।
আপনার অন্যকে উপদেশে দেয়া দেখলে মুখে কুতসিত গালি চলে আসে ভণ্ডামীর মাত্রা দেখে।
আমি কাউকে গালিগালাজ করা পছন্দ করিনা দেখে এভয়েড করি।
আপনার সর্ম্পকে ব্লগের বেশিরভাগ ব্লগারের সবাই কী ধারনা সেটা নিজে কানে শুনেলে নির্ঘাত বমি করে দিতেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি ধর্মীয় কথা বলেন, কিন্তু আপনার আচরণ খুবই নীচু মানের।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৭

নূর আলম হিরণ বলেছেন: মেয়ে বলেই হয়তো তাকে কুৎসিৎ ব্লগাররা তাকে থামিয়ে দিয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের বড় অংশ নারীদর সন্মান করে না।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩৭

কামাল১৮ বলেছেন: মনে পড়ছে না।আমি ব্লগে যুক্ত হই করোনা শুরু হওয়ার কিছু দিন পর।যখন বসে বসে আর সময় কাটছিল না।কে কি জন্য কি লেখে কিছুই বুঝতাম।এমনিতেই আমি একটু কম বুঝি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



তিনি প্রানবন্ত বাংগালী ছিলেন।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৪১

নেওয়াজ আলি বলেছেন: আপনি উনাকে খুব গভীরভাবে মনে রেখেছেন। একজন সহবগ্লার হিসাবে এইটাই দরকার

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



জীবনের একটা ভালো সময় কাটছে ব্লগারদের সাথে, এঁরাই বাংলাদেশের শিক্ষিত সমাজ; সবার কথাই মনে থাকবে

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সকল ব্লগারদের চিন্তা-চেতনা কখনোই এক হবে না।
তবে সহব্লগার হিসেবে সবাইকেই যথাযথ সম্মান প্রদর্শন করাটাই কাম্য।
মতপার্থক্য থাকবেই, কিন্তু কাউকে ব্যাক্তিগত আক্রমন কখনোই কাম্য নয়।
ব্লগে সম্ভবত আমার আগমন অনেক পরে তাই তার নাম আমি জানিনা।
আপনি তাকে মনে রেখেছেন এজন্য ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা রইল ভাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



সামু ব্লগে, কিছু ব্লগার অপধারণা সম্বলিত নীচুমানের লেখা লেখেন, তাদের লেখার সমালোচনা করলেই, তারা উহাকে "ব্যক্তি-আক্রমণ" বলে চালিয়ে আসছে।

সমালোচনাহীন মন্তব্য করার জন্য অনেক ব্লগার আছেন সামুতে।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনার লেখা সম্ভবত আমি পড়েছিলাম; তবে শক্তভাবে মনে করতে পারছিনা। তবে সত্যিকার অর্থে আপনার লেখা পড়ে খুব খুব খারাপ লাগছে। ওনার খবর কাহারো জানা থাকলে তথ্য শেয়ার করার অনুরোধ করছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



উনার সম্পর্কে কেহ তেমন কোন খবর দিতে পারেননি।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: েএকমাত্র জনমদাসী পেরেছে আপনার মন জয় করতে, ধন্য ধন্য বলি তারে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



উনি সরল মানুষ ছিলেন।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

জ্যাকেল বলেছেন: উনার কি ব্যক্তিগতব্লগ সাইট আছে? তাহলে উনার বিখ্যাত কিছু লেখা পড়তে পারতাম। উনার মত ব্লগার ছেড়ে যাওয়া ঠিক হইনি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



উনার সাইট থাকার সম্ভাবনা নেই, উনি অতি সাধারণ মানুষ ছিলেন।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

উনার লেখা পড়ার সুযোগ হয়নি; তবে বুঝা যাচ্ছে উনি ভেজাল মানুষদের স্বীকার হয়েছিলেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:





সঠিক, আমাকে আজ যারা ক্রমগতভাবে আক্রমণ করে যাচ্ছে, এদের মতো লোকজনই উনাকে অপমান করেছিলো।

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০০

সাহাদাত উদরাজী বলেছেন: যারা লেখালেখি করেন বা করতে চান, তাদের এত এত আবেগী হলে চলে না। আমি নিজেও অভিমানী, লেখার এমন জীবনে অনেক আকুকথা, আকা কথা শুনেছি, তবে ছেড়ে চলে যাব এমন কখনো ভাবি নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



গত মে'মাস থেকে আমাকে গালি ইত্যাদি দিয়ে ৩ জন ব্লগার ক্লান্ত হয়ে গেছেন; এখন ৯/১০ জন গালি দিচ্ছেন, উহারাও হয়রাণ হয়ে যাবেন।

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১০

নীল আকাশ বলেছেন: ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪২
লেখক বলেছেন: আপনি ধর্মীয় কথা বলেন, কিন্তু আপনার আচরণ খুবই নীচু মানের।

আপনি নিজকে অনেক বুদ্ধিমান মনে করেন। বেশিরভাগ নির্বোধ এবং গোয়াড় লোকজন নিজেকে তাই মনে করে। আমি আপনাকে ১২ নাম্বার মন্তব্যে প্রশ্ন করেছিলামঃ
এর আগে বেশ কিছু জায়গায় বলে এসেছেন সুনির্দিষ্ট কোন ব্লগারের নাম ধরে পোস্ট দেয়া অন্যায়। অথচ এখন নিজেই একজন ব্লগারের নাম ধরে পোস্ট দিয়ে বসে আছেন।
কেন ব্লগে এই দুনাম্বারি কাজ করে বেড়ান?
আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কা্টিয়ে গেছেন। আপনি বেশিরভাগ সময়েই এই কাজ করেন।
চোরের মতন ব্লগারদের প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যান।
আপনার সুগার ড্যাডি ব্লগে কে এটা একদিন ঠিক ঠিক প্রকাশ পাবেই।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্তব্যের সঠিক উত্তর দিলে আমার বিপক্ষে আপনি নালিশ করবেন।

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৯

নীল আকাশ বলেছেন: ব্লগ যাকে তাকে কিংবা মডুর কাছে নালিশ করার অভ্যাস আপনার, আমার না।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



একটু চাপে আছি

২৪| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ওনার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ হয়েছিল, দুবার কল এ দীর্ঘক্ষণ হয়েছিল। বায়োমেট্রিক জটিলতার কারণে ওনার নাম্বারটা অচল হয়ে যায়। তারপর আর যোগাযোগ করতে পারি নি।
ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম ওনি খুবই দুঃখী নারী। ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে চলে যান। অনেক কষ্টে ছেলেমেয়েদের মানুষ করেছেন। প্রসঙ্গত আমি ওনার সন্তানতুল্য ছিলাম, তাই হয়ত আমাকে স্নেহও করতেন। যাহোক, ওনি ব্লগে একটু শান্তির জন্য আসতেন। কিছু মানুষ ওনাকে থাকতে দিল না।

২৬ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:




সামুতে অনেক দুষ্টলোকজন স্হান করে নেয়, এদের মাঝে মানবতার অভাব আছে, এসব লোক জনমদাসীকে আক্রমণ করেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.