নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সন্মান করিলে সন্মান পাওয়া যায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫



শেখ সাহেব উনার সময়ের প্রবীন, সমসাময়িক, নবীনসহ, সব ধরণের রাজনীতিবিদদের খুবই সন্মান করতেন; মওলানাকে রাস্তাঘাটে পা'ধরে সালাম করতেন; সিআইএ সেই শেখ সাহেবকে হত্যা করার পর, সেইসব রাজনীতিবিদদের বড় অংশ উনার বদনাম করেছে, ফেরাউন বলেছে, সন্মান করে একটি গায়েবী জানাজাও করেনি। ইহা কি ব্যতিক্রম ছিলো?

শেখ সাহেব মনের থেকে যাদের সন্মান করতেন, শেখ সাহেব জীবিত থাকার সময় এরা উনাকে দরকারের চেয়েও বেশী সন্মান দেখাতেন, তাদের মাঝে অনেকেই 'লোক দেখানো সন্মান' করতেন শেখকে; আসলে, তারা শেখের রাজনীতি, ধারণা, চিন্তাভাবনা পছন্দ করতেন না; কিন্তু কৃত্রিম সন্মান দেখাতেন।

নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির নির্বাচন হবে আগামী ১৪ই নভেম্বর; উহাতে অংশ নিচ্ছেন মোটামুটি অসাধু এক ব্যসায়ী; গত সোমবার রাতে ব্রুকলীনের এক বাংগালী রেষ্টুরেন্টে তিনি এলাকার কিছু তথাকঠিত সোস্যাল-ওয়ার্কারদের জড়ো করেছিলেন (ইহাকে মিটিং বলা হয়! ); বাংগালীরা এসব ব্যাপারে একত্রিত হলে, প্রায় সবাই বক্তব্য রাখেন। আমাকে ওখানে যেতে হয়েছিলো, কারণ যিনি সভাপতি পদে দাঁড়ায়েছেন, তিনি আমাদের এলাকাকর মানুষ, অনুরোধ করেছেন, উপস্হিত থাকতে হলো। অনেকই বক্তব্য রাখলেন; তাদের মাঝে একজন তরুণ সোস্যাল ওয়ার্কার সভাপতি পদপ্রার্থীকে খুবই বেশী বেশী সনমান দেখায়ে বক্তব্য রাখলেন; আমার মনে হলো, ইহাতে কৃত্রিমতা আছে। বক্তব্য শেষে, তরুণ সোস্যাল ওয়ার্কার প্রার্থী সাহেবকে নিজের লেখা কবিতার বই উপহার দিলেন। গতকাল রাতে, আমি এক আইসক্রীমের দোকানে লাইনে দাঁড়ায়েছি, আমার সামনে সেই তরুণ সোস্যাল ওয়ার্কার কবি সাহেব উনার ৪ জন বন্ধুসহ লাইনে অপেক্ষা করছেন ও নির্বাচন নিয়ে আলাপ করছেন; সেই তরুণ সোস্যাল ওয়ার্কার সাহেব সভাপতি পদ-প্রার্থীকে নিয়ে হাসাহাসি করছেন, কমপক্ষে লাইনে থাকতে ৭/৮ বার 'পাগল' ডেকেছেন।

মানুষের ব্যক্তিগত সম্পর্কের মাঝে 'সন্মানী একটা সম্পর্ক গড়ে উঠে', ইহা সম্পর্কের একটি লেভেল, ইহা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। শিক্ষিতদের মাঝে একটা 'সন্মানী পরিবেশ' থাকে, ইহা শিক্ষার গুণ। আমরা অদেখা ব্যক্তিকেও সন্মান করে থাকি: কবি নজরুল ইসলামকে না দেখেও, উনার লেখা পড়ে উনাকে উনাকে সন্মান করে থাকি; কিন্তু এদের মাঝে সবাই সত নন, অনেকেই উনাকে সন্মান না করেও কৃত্রিম সন্মান দেখান।




মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

কামাল১৮ বলেছেন: যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান না করা হীনমন্যতার পরিচয়।কাউকে অসম্মান না করাটাই উত্তম কাজ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনার মতে সন্মানটা কি?

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

নূর আলম হিরণ বলেছেন: শেখ সাহেবের চেয়েও এখন বেশি লোক শেখ হাসিনাকে লোক দেখানো সন্মান করে। শেখ হাসিনাও মনে হয় এতে আনন্দিত হোন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের বেশীরভাগই লোক দেখানো সন্মান করে, এরা পেছনে খারাপ কথা বলে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে রাজনীতিতে সম্মান প্রদর্শন এর পরিবর্তে হিংস্রতার শুরু গত ১৫ বছর যাবত।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষজনের সততার অভাব ছিল সব সময়।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

লোকাল ৮ হাজার টাকার বেতনের মৌলভীকে সবাই হয়তো সম্মান করে ; কিন্তু এলাকার এমপি যখন গাড়ি নিয়ে জুমা পড়তে আসে তখন মৌলভীর খুতবা শুনে শিক্ষিতরা সম্মান নাও করতে পারে।

সম্মান একসময় ধর্মীয় গন্ডিতে ছিলো ;এখন অর্থনৈতিক গন্ডিতে আছে বিশেষ করে ৩য় বিশ্বের দেশে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:



৩য় বিশ্বে অল্প মানুষের সৎ সাহস আছে।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

চরম দূনীতিবাজ কেউ আপনার বাসায় মেহমান হয়ে আসলে আপনি কীভাবে সম্মান করবেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:



অতিথি'কে কেহ কিছু বলেছে না, এটা সাধারণ নিয়ম; সবকিছুর জন্য স্হান ও সময় আছে।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই যে দেখেন গত বছর আর এ বছর কেমন সম্মান বেড়ে গেল। দেশের সবচেয়ে নিরপেক্ষ বলে দাবিদার পত্রিকাও এখন লাইনে চলে এসেছে। এই যে দেখেন গত বছর আর এ বছর কেমন সম্মান বেড়ে গেল। দেশের সবচেয়ে নিরপেক্ষ বলে দাবিদার পত্রিকাও এখন লাইনে চলে এসেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



সাংবাদিকরা দেশ নিয়ে সঠিকভবে লিখন না; ফলে, শেখ হাসিনার প্রশাসনের লোকেরা ওদেরকে মুল্য দেয় না।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: প্রচলিত সংস্কৃতি অনুযায়ী ব্যবহার করা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



সঠিক, সভ্যতা ও জাতির সংস্কৃতির সাথে মিলিয়ে আচরণ করা।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: একজন অসৎ লোকের নিমন্ত্রণে তার প্রচারনা মূলক অনুষ্ঠানে আপনি হাজির হয়ে মুখ বুঝে ছিলেন??

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:



না, আমাকেও কিছু বলতে হয়েছে; আমি যা বলেছি, তার সারমর্ম হলো, "আপনারা আমেরিকায় আছেন, আপনাদের বেশীরভাগই বাংগালী আমেরিকান, আমেরিকানদের মতো আচরণ করুন।"

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যার টাকা আছে শুধু মাত্র সে-ই সম্মান পায়। যদিও পেছনে গালি দেয়।

বাংলাদেশে কেউ কাউকে সম্মান করে না। শুধু সম্মানের ভাব দেখায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:





সেটা আমি ব্লগেও দেখছি, অনেকেই কৃত্রিম সন্মান দেখান।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: তবে, জনাব আমি আপনাকে মন থেকে সম্মান করি। শ্রদ্ধা করি।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:



সেটা আমি অনুভবতায় আছে।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

জাপানী ও পশ্চিমাদের সম্মানে" কিরুপ পার্থক্য? আরব ও চীন?

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


জাপান ও পশ্চিমের লোকেরা প্রাকৃতিকভাবেই সৎ, ওদের মাঝে কৃত্রিমতা কম।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২১

নেওয়াজ আলি বলেছেন: সেই অসম্মান করা লোক আগে ছিলো এখনো আছে তবে মতলব আর লোভও বেড়েছে

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


সন্মান হলো উঁচু লেভেলের আচরণ, ইহাতে কৃত্রিমতা যোগ করে লুকানো মুশকিল।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সম্মান করিলে সম্মান পাওয়া যায়; একদম সত্য কথা। যে সম্মান করিতে জানেনা সে সম্মান পাওয়ার যোগ্য না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


কবি নজরুল ইসলাম আপনাকে সন্মান করেছেন?

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

জাদিদ বলেছেন: সম্মান করলে সম্মান পাওয়া যায় - এটা আমার মনে হয় জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হোক আলোচনা, সমালোচনা কিংবা ব্যক্তিগত।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের মাঝে অনেক ঠুনকো ডেফিনেশন বিরাজ করছে, আমার মনে হয়; বাংগালী চরিত্র সঠিক আচরণের মডেল নয়।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

গফুর মিয়া১৯১ বলেছেন: সম্মানি বাক্তি কে সম্মান করা যায় কিন্তু সম্মানি ব্যাক্তি যখন বিক্রি হয়ে যায় তখন তার রুপ কেমন হয় ???



৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



এরা কাহারা?

১৬| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:০৪

গফুর মিয়া১৯১ বলেছেন: বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের সাথে দুই জন মানি ব্যাক্তি দুইজন পত্রিকার সম্পাদক। বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আনভির চাঞ্চল্যকর তরণী আত্তহত্যা এর সাথে নাকি জড়িত। এই দুজন মানি লোক কিভাবে হাস্যুজ্জল ভাবে দারায় আছে তার সাথে যেখানে তাদের কে সম্মান দেখানোর মত নুন্যতম লেশ বলে কিছু নাই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আনভির।
এই ছবি টা বলে বাংলার পত্রিকার সম্পাদকের দের মান কোথায় নেমে যাইতেসে..................

বাংলার মানুষেরা এখন খাবার এর কষ্টে নাই তারা এখন নিজেদের অধিকার না পাবার কষ্টে আছে। মনে হয় আমরা কোন জমিদারের নীল চাষের বর্গা খাটা চাষা আমরা ।

০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মুর্গীর ফার্ম করেছেন

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: আলোচনাটি ভালো লেগেছে। অনেকগুলো মন্তব্য/প্রতিমন্তব্যও ভালো লেগেছে।
মুখে এক, অন্তরে আরেক মুনাফিক চাটুকার পরিবেষ্টিত শেখ সাহেবের কন্যা তার পিতার জীবন থেকে এ ব্যাপারে কোন শিক্ষা নিতে পেরেছেন বলে মনে হয় না।

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



উনার পিতা সম্পর্কে উনি সব যায়গায় বলেন, কিন্তু পিতা যা করতে চেয়েচিলেন, তিনি পিতার বিপরিত কিছু করেন; আসলে, উনি জে: জিয়ার ভাবনাকেই কার্সকরী করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.