নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে চীন?

১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩২



চীনের ভাবসাব দেখে ও শি জিনপিং'এর কথা থেকে মনে হচ্ছে, চীন তাইওয়ান দখল করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে; এবং চীন ভালো সময়ের জন্য অপেক্ষা করছে।

তাইওয়ান হচ্ছে আরেকটি চীনদেশ, ইহা মেইনল্যান্ড চীনের পুর্ব পাশে ১০০ মাইলের ভেতরে একটি দ্বীপ, পুরোনাম হচ্ছে, রিপাবলিক অব চায়না; লোকসংখ্যা ২৪ মিলিয়ন, আয়তন ৩৬ হাজার বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমটারে ৬৬০ জন বাস করেন, মাথাপিছু আয় ৩০ হাজার ডলারের মতো, জিডিপি ৬০০ বিলিয়ন ডলার। রাজতন্ত্রের সময় ইহা চীনের অংশ ছিলো; ১৮৯৫ সালে চীন-জাপান যুদ্ধের সময় তাইওয়ান জাপানের হাতে চলে যায়; ২য় বিশ্বযুদ্ধ চলাকালে, চিয়াং কাই সেকের (১৮৮৭ -১৯৭৫ ) সরকার (১৯২৮ -১৯৪৯, ১৯৪৯ - ১৯৭৫ ) জাপানীদের থেকে তাইওয়ান ফেরত নিতে সমর্থ হয়। ১৯৪৮ সালে চীনে মাও'এর নেতৃত্বে সোস্যালিষ্ট বিপ্লব হয়; তখন চীনের ক্ষমতায় ছিলো মিলিটারী নেতা চিয়াং কাই সেকের সরকার। মাও'এর নেতৃত্বে কম্যনিষ্ট পার্টি যুদ্ধ করে চিয়াং কাই সেককে পরাজিত করে; পরাজিত চিয়াং কাইসেক তার দলবল নিয়ে তাইয়ানে আশ্রয় নেয়, সেটি চীন হিসেবে জাতিসংঘে ছিলো ১৯৭৯ সাল অবধি। ১৯৭৯ সালে, জাতি সংঘ পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেয়।

তাইওয়ান আজকের বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর সারিতে আছে। চীন যাতে তাইওয়ান দখল করে নিতে না পারে, সেজন্য আমেরিকার সাথে ইহার প্রতিরক্ষা চুক্তি আছে।

ট্রাম্পের উসকানীতে আমেরিকা আভ্যন্তরীণ সমস্যায় ভুগছে; করোনার কারণে আমেরিকা অর্থনৈতিক সমস্যায় ভুগছে; বাইডেনের ভুল সিদ্ধান্তে আফগানিস্তান থেকে আমেরিকার বেকুবী ধরণের উইড্র'এর ফলে আমেরিকার ইমেজ নষ্ট হয়েছে; ইহা চীনের জন্য তাইওয়ান দখলের জন্য মোটামুটি ভালো সময়। একই সাথে চীনাদের আজীবনের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিং বলেছে, "সব চীনারা একসাথে না থাকলে চীনারা সুখী হতে পারবে না।"

মাও'এর বিপ্লবের আগে, প্রায় ২০০ বছরের বেশী সময় চীনারা দারিদ্রতায় ভুগেছে; চীনের সাধারণ মানুষ বরাবরই কর্মঠ ছিলো; কিন্তু দয়ামায়া বলতে একটা জিনিষ এই জাতি জানতো না। চীনা পরিবার ও সমাজ বলতে, স্বামী-স্ত্রী ও তাদের সন্তানদের বুঝায়, এর বাহিরে তাদের পৃথিবী নেই।

চীন তিব্বত গ্রাস করেছে, হংকং গ্রাস করেছে, মেকাও নাকি ফেকাও নামে কি একটা ছিলো, উহা দখল করেছে; এবার তাইওয়ান দখল করে নেবে। আগামী ২ বছরের মাঝে আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা না কমে আরো বাড়বে মনে হচ্ছে; এই সময়টাকে চীন কাজে লাগাতে পারে।

চীন জাতি সম্পর্কে আমেরিকানদের ধারণা বেশ নীচু; ফলে, আগামী ২ বছরের মাঝে একদিন যদি চীন তাইওয়ান দখল করে নেয়, আমেরিকা জাতিসংঘে গিয়ে হয়তো নালিশ করবে, চীনের সাথে ব্যবসা বাণিজ্য কমিয়ে দেবে, এর বাইরে তেমন কিছু করবে বলে মনে হয় না; সব চীনারাই একই মানসিকতার লোকজন; আমেরিকা এদের জন্য যুদ্ধে যাবে না।



মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

শাহ আজিজ বলেছেন: এতো সহজ হবে না দখল করা । আমেরিকা নিজে নামবে না মাঠে তবে অত্যাধুনিক অস্ত্র দিয়ে তাইওয়ান কে সাজাবে মানে বিক্রি করে মাল কামাবে ।

১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



পৃথিবীর সব অস্ত্র যদি তাইওয়ানকে দেয়া হয়; তাইওয়ানীজরা নিজে যু্দ্ধ করলে, সর্বাধিক ২৪ ঘন্টা টিকে থাকবে।

২| ১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: তাইওয়ানের প্রাইম মিনিষ্টারকে দেখে মনে হয় না শি জিন পিং এর কথায় রাজি হয়ে যাবে।এক যদি চীন সামরিক শক্তি প্রয়োগ করে। তাছাড়া তাইওয়ান যদি হংকং এর মত মূল ভুখন্ডের সাথে যুক্ত থাকতো তবে শেষ বৃটিশ গভর্নর ক্রিস প্যাটেনের মত কেদেকেটে দেশ ছারতো।

১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:




শি জিনপিং মামার বাড়ীতে বেড়াতে যাবে না, সে দখল করে নেবে, যেভাবে তিব্বত নিয়েছিলো চীনারা।

৩| ১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: তিব্বতও তো মেইনল্যান্ড চায়নার সাথে যুক্ত। তাইওয়ানের এই একটা সুবিধা আছে। তারা বিচ্ছিন্ন। দখল করতে গেলে কিছুটা হ্যাপা পোহাতে হবে চায়নাকে।

১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


চীনের নেভীর জন্য ইহা দুধভা্ত।

৪| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: তাইওয়ানের অস্ত্র শস্ত্রের খবর নিন । আমেরিকা যুদ্ধ চাইছে যাতে চীন সাগরে নিজের ক্ষমতার স্ফুলিঙ্গ দেখানো যায় । চীনের নেভি এতো শক্তিশালি নয় বা পূর্ব অভিজ্ঞতা নেই । যুদ্ধ খরচ কোরিয়া , জাপান , তাইওয়ান বহন করবে । আমেরিকা তার নতুন অস্ত্রের টেস্ট রেজাল্ট চাইছে যেমন টেস্ট ইরাকে করেছিল ।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা কারো জন্য এখন যু্ধে যাবে বলে আমার মনে হয় না; আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা ভয়ংকর।

৫| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী আমেরিকা কি কি পদক্ষেপ নিতেই হবে?

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ১৯৭৯ সাল অবধি ইহাকে সিরিয়াসলি নিয়েছিলো; এখন সময় বদলে গেছে, চীন আর সোস্যালিষ্ট নয়, সব চীনারা ক্যাপিটেলিজমে বিশ্বাসী; ফলে, ওরা এক হলে, আমেরিকার মাথা ব্যথা থাকার কথা নয়।

৬| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

বাইডেন ও জিনপিং ফোনালাপ কি বলে??

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমি মিডিয়ায় এই ব্যাপারে কিছু দেখিনি; এগুলো নিয়ে সরাসরি কথা হয় না, মনে হয়; অন্য কোন চ্যানেলের মাধ্যমে এসব আলোচনা হয়।

চীন এখন সোস্যালিষ্ট দেশ নয়; ফলে, তাইওয়ানের ব্যবসায়ীরা খুব একটা চিন্তিত হবে না।

৭| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৭

কামাল১৮ বলেছেন: চীন তার মুল ভূখন্ড কে একিভূত করতে চায়।প্রথম দিন থেকে চীন এ কথাই বলে আসছে।দুই দিন আগে হোক বা পরে,এখানে একটা বড় রকমের যুদ্ধ হবে।প্রস্তুতি দুই দিকেই চলছে।যুদ্ধ না হওয়া সকলের জন্য মঙ্গল।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:




সোভিয়েত ও আমেরিকার মাঝে যুদ্ধ হয়েছিলো? এখন কাহাদের মাঝে, কি নিয়ে বড় যুদ্ধ হবে?

৮| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৮

কামাল১৮ বলেছেন: যুদ্ধ না হবার সম্ভাবনা বেশি।কিন্তু দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল ক্যাপিটেলিষ্ট দেশগুলির মধ্যে।বিশ্বে এখন প্রথান সমস্যা হলো,কে হবে পরাশক্তি।এই দ্বন্দ্ব যত তিব্র হবে যুদ্ধের সম্ভাবনা তত বাড়তে থাকবে।
আমেরিকার সাথে আছে ডলার।এই ডলার দিয়ে সে অনেক কে ভয় দেখায়।এখান থেকে অনেক দেশ বেরিয়ে আসতে চায়।কিন্তু পথ পায় না,আবার এভাবে চলতেও পারে না।একটা সমাধান না হলে শেষ ভরসা যুদ্ধ,আর সমাধান হয়ে গেলে যুদ্ধ পিছিয়ে যাবে।বিশ্বে আর যুদ্ধ হবে না এমন অবস্থা তৈরি হয় নাই।সবটাই আমার নিজের কল্পনা।আপনারা বিশ্ব সংবাদ দেখেন,আপনাদের বিশ্লেষণ সঠিক হবার সম্ভাবনা বেশি।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:



চীন পশ্চিমের জন্য সমস্যা ছিলো, যখন উহা সোস্যালিষ্ট ছিলো।

বিশ্বের পরাশক্তি আমেরিকা; ওদের মানুষের ওজন আছে; রাশিয়ান কিংবা চীনা মানুষের ওজন নেই; মানুষ কোনদিন রাশিয়ান বা চীনা মুদ্রা সন্চয় করবে না; কারণ, কেহ পুটিন বা শি জিনপিং'এর মতো লোককে বিশ্বাস করবে না; ইউরোপের অর্ধেকের অর্থনীতি ভয়াবহ, ভারতীয়দের আপনিও সালাম দেবেন না।

৯| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:১৩

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে এর কেমন প্রভাব পড়বে।

১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



কোন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। চীনের শক্তি বৃদ্ধিতে বাংলাদেশের প্রশাসন খুশী হবে।

১০| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চীন বিশ্বের সবচেয়ে বড় মোড়ল হতে চায়,
এজন্য যা কিছু করা দরকার সবই করবে ।

১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


মোড়ল হওয়ার মতো আচরণ শিখতে পারবে না।

১১| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৩৮

বংগল কক বলেছেন: @শাহ পাজিজ, গাজি সাহেবের মত নলেজ নিয়ে তারপর কথা বলুন। আজাইরা না বুইঝা প্যাঁচাল পাড়েন ক্যান?

১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্লগে কি করেন? আপনার দরকার ফেইসবুকে ভর্তি হওয়া

১২| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৪৭

বংগল কক বলেছেন: @শাহ পাজিজ, ১০০ কিলোমিটারের মধ্যে একটা আইল্যান্ডকে ঊড়ায় দেয়ার জন্য ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করলেই চলে আলাদা ভাবে নেভির ফুটানি দেখানোর দরকার হয় না। তাছাড়া ইরাক আর চিন এক জিনিস না। কভিড ঝড়ের শেষ হইতে না হইতেই আফগান যুদ্ধে পোংগা খাওয়ার পরে আম্রিকার অবস্থান এখন তলানিতে। কোয়াড বাদ দিয়া আউকুস বানানোর মানে হইল আম্রিকা এখন আগের মত বল পাইতেছে না। এইজন্য সাদা চামড়ার জাতভাই অস্ট্রেলিয়ারে নিউক সাব দিয়া শক্তিশালী করতেছে। কারণ কয়দিন পরে ট্রাম্প মামু ক্ষমতায় আইসা ভাঁড়ত আর জাপানরে তালাক দিয়া মই কাইড়া নিবে। তখন যাতে অস্ট্রেলিয়া এতিম না হয় এইজন্যই আউকুস।

গাজি সাহেবের দুরদর্শিতার ১০% ও আপ্নের মধ্যে নাই।

১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



এসব বিষয় আপনার জন্য লেখা হয়নি।

১৩| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৫৪

বংগল কক বলেছেন: এদিকে আবার আউকুসের সাবমেরিন ডিল করতে গিয়া ইংরাজ ভাইব্রাদারের দল ফ্রেঞ্চফ্রাইদের পশ্চাতদেশে প্রায় ৬০ বিলিয়ন ডলার মুল্যের আইক্কা ওয়ালা বাঁশ ঢুকায় দিছে - এইটাও কিন্তু একটা খেয়াল করার মতন বিষয়।

১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনার বেসিক পড়ালেখাও নেই, মনে হয়।

১৪| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:১১

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: পৃথিবীর সব অস্ত্র যদি তাইওয়ানকে দেয়া হয়; তাইওয়ানীজরা নিজে যু্দ্ধ করলে, সর্বাধিক ২৪ ঘন্টা টিকে থাকবে।
এটা শুধুই সময়ের ব্যাপার। তাইওয়ান হচ্ছে আমেরিকার যুধ অস্ত্র বিক্রির সুবন্দোবস্ত। চায়না এটা দখল করে নেয়ার পর কেউ এটা নিয়ে মাথাও ঘামাবে না। জাতিসঙ্ঘকে এখন কেউ ফুটো পয়সাও দাম দেয় না।
অসট্রেলিয়ায় সাবমেরিন বিক্রি নিয়ে আমেরিকা-ইংল্যান্ড / ফ্রান্স মুখোমুখি অবস্থানে আছে। চায়নার জন্য এখনকার চেয়ে ভাল সময় খুব কমই আছে। রাশিয়া রাজি থাকলেই কেস ফিনিস।

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



চীনের দ্বীপ যদি চীন দখল করে, আমেরিকা চুপ থাকাই উচিত; আমেরিকার জন্য ২ চীনই এখন সমান।

১৫| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৯

ইমরান আশফাক বলেছেন: চীন তো ভারতের উত্তরাংশ ও দখল করতে চায়। আর মিয়ানমার তো চীনেরই একটি অংশ।

১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



মিয়ানমারের মিলিটারী সরকার দেশটাকে অনেকটা চীনের হাতে তুলে দিয়েছে; এখন বেশীরভাগ মানুষ স্বদেশে চীনা কোম্পানীতে কাজ করছে।

১৬| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন ধরেই শোনা যাচ্ছে কিন্তু দখল নিতে গেলে মানুষ মরবে, রক্ত ঝড়বে তাই দখল কখন নিবে তা সময় বলে দিবে।

১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



চীনারা নিজকে ব্যতিত, অন্যযকে নিয়ে মাথা ঘামায় না; মানুষ মরলে, ওদের অংগ, প্রত্যংগ বিক্রয় করে দেবে; ওরা তাইওয়ান দখল করে নেবে, সময়ের ব্যাপার মাত্র।

১৭| ১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: চীন অবশ্যই তাইওয়ান দখল করতে পারবে।

কিন্তু তেমনটা করতে যাবেনা। আখিরি জামানায় যুদ্ধ হবে অর্থনৈতিক, অস্র নিয়ে যুদ্ধ হবার সম্ভবনা খুবই কম।

আর আমেরিকা বনাম চীন যুদ্ধ কখনোই হবেনা।

১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:




আমেরিকা ও সোভিয়েতের মাঝে যুদ্ধ হয়নি; সুতরাং, চীনের সাথে যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই।

১৮| ১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

জুন বলেছেন: আমেরিকাকে কয়েক লাখ তাইওয়ানিজকে শ্মরনার্থী হিসেবে আশ্রয় দেয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।

১৭ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, অনেক তাইওয়ানীজের বাড়ীঘর আছে কালিফোর্নিয়া, নিউইয়র্ক ও বষ্টনে।

১৯| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: চীন তাইওয়ান দখল করতে পারবে না। তাঁরা শুধু পারে সস্তার যে কোনো পণ্য বানাতে।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



তাইওয়ান দখলের জন্য পরিবেশ গড়ে তুলবে, শি জিনপিং বলেছে, "সব চীনা মানুষ একসাথে না থাকলে, তারা কোনদিন সুখী হতে পারবে না"।

২০| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:০২

সোহানী বলেছেন: তাইওয়ান চীনের জন্য প্রেস্টিজ ইস্যু। আজ বা কাল এর এধার ওধার করবেই। আর আম্রিকা.... ট্রাম্প তবুও কিছু হাউকাউ করছিল কিন্তু বাইডেন ভাইজান আর কমলা আপাতো পারলে গর্তে ঢুকে!!

১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প আমেরিকান জাতিকে ২ ভাগ করে গেছে, বাইডেন এখনো উহার সমাধান করতে পারছে না; ট্রাম্প আবার ভোটে অংশ নিতে পারলে, আমেরিকাকে চীন বানায়ে ছাড়বে।

২১| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: পরিস্থিতির বিশ্লেষণ ভালো হয়েছে।
চীন-তাইওয়ান একীভূত হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। সেটা যুদ্ধের মাধ্যমেই হোক, কিংবা ভয় দেখিয়ে, অথবা অন্য কোন কূটনৈতিক সমঝোতার মাধ্যমে।

২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



চীনারা এখন আর সোস্যালিষ্ট নয়; ফলে, এটা নিয়ে আমেরিকা মাথা ঘামাবে না।

২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



শি জিনপিং হয়তো সবচেয়ে ভয়ংকর চাইনীজ মানুস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.