নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিদেশে বিনিয়োগ করবে বাংগালী ব্যবসায়ীরা?

২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৯



**** কেহ একজন আমার পোষ্টটাকে রিফ্রেশ করছেন; কাজটা বন্ধ করুন, প্লীজ ! ****
গতকাল (১০/২১/২০২১) শেখ হাসিনা মনে হয়, কোন ধরণের এক চীনা বাণিজ্যমেলা উদ্বোধন করেছেন দেশে; সেখানে তিনি বলেছেন, এখন থেকে বাংগালী ব্যবসায়ীরা বাংলাদেশের বাহিরে, অন্য দেশে বিনিয়োগ করতে পারবে। এই মাসের ১ তারিখের দিকে তিনি নিউইয়র্কে জাতিসংঘের মিটিং এসে, আমেরিকান বাংগালীদের( বিশেষ করে আওয়ামী লীগের লোকদের ) অনুরোধ করেছেন দেশে বিনিয়োগ করতে। উনার এই ২টি বিপরিতমুখী ফাইন্যান্সিয়াল ও অর্থনৈতিক পদক্ষেপকে আপনি কিভাবে বুঝতেছেন? উনি কি মার্কেলের মতো ফাইন্যান্সিয়াল যাদুকরে পরিণত হলেন, নাকি দুষ্ট ব্যুরোক্রেট ও টাকা পাচারকারীদের বড় আপাগিরি করছেন?

বাংলাদেশী ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগ করতে চাইলে, তাদেরকে দেশ থেকে ক্যাপিটেল নিতে হবে; সেটা অবশ্যই টাকায় নয়, হার্ডকারেন্সীতে। হার্ডকারেন্সী কি সরকার সরবরাহ করবে, নাকি যেসব কোম্পানী হার্ডকারেন্সী আয় করে, তারা বিদেশে বিনিয়োগ করবে? যারা হার্ড-কারেন্সী আয় করে, যেমন পোশাক শিল্প ও রপ্তানীকারকেরা, তারা যদি তাদের হার্ডকারেন্সী বিদেশে বিনিয়োগ করে, দেশে হার্ডকারেন্সী প্রবেশ করবে কিনা? এই সুযোগ দিলে, প্রতিটি রপ্তানীকারক ৪৫০ ডলার খরচ করে বিদেশে কমপক্ষে ১টি কোম্পানী খুলে বসবে ও হার্ডকারেন্সী বিদেশে জমা রাখবে ক্যাপিটেল হিসেবে।

ইহা কি বিনিয়োগ করার সুযোগ, নাকি হার্ডকারেন্সী পাচারের সুযোগ? শেখ হাসিনাকে ব্যুরোক্রেটরা কি বুঝায়েছে, তিনি কি বুঝেছেন, সেটা পরিস্কার: ইতিমধ্যে যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, তাদেরকে ব্যবসার নামে বৈধতা দেয়া ও আরো যারা ভবিষ্যতে টাকা পাচার করতে গিয়ে আইনের সাথে লুকোচুরি খেলছে, তাদেরকে সাহায্য করা। শেখ হাসিনা এটা চায় বলে আমার মনে হচ্ছে না; তবে, তাঁর ফাইন্যান্সিয়াল জ্ঞানের স্বল্পতাকে অনেকে মিলে কাজে লাগাচ্ছে।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের কতভাগ মানুষ অত্যন্ত চালাক,যারা ধরাছোঁয়ার বাইরে থাকবে সবসময়?
শেখ হাসিনার উপদেষ্টারা কিভাবে কি বুঝায়? হার্ডকারেন্সি আয়ে কত কাঠখড় পোড়াতে হয়, কিন্তু বিনিয়োগের নামে ডাকাতি কত সহজে হয়ে যাবে।

২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



৫ হাজার গার্মেন্টস, সব ফার্মাসিউটিক্যাল, ১০ হাজার এক্সপোর্টার বিদেশে কোর্পরেশন করে, বিনিয়োগের নামে টাকা পাচার করবে; শেখের মেয়ের মাথায় মগজ নেই।

২| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

গত পোস্ট রিমুভ করে দিয়েছেন?

২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, উহাতে কেমন্ট করেনি তেমন কেহ; মনে হয়, পছন্দ হয়নি।

৩| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: জনাব, বড্ড খারাপ সময় যাচ্ছে।
আমাকে জেনারেল করা হয়েছে। এত সাবধান থাকি। বুঝে পোষ্ট দেই, বুঝে মন্তব্য করি। তবু আমাকে জেনারেল করা হয়েছে। খুব দুঃখ হয়। আপনি কি করে সহ্য করেন কে জানে!

২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


সামু হলো বাংগালীদের ব্লগ; বাংগালীরা সময়ের সাথে বদলান না।

৪| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:
@ রাজীব নূর ;
আপনি আবার কি করেছেন? আপনি তো সহনীয় মাত্রায় সব কিছু করেন।

২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:



রাজিবের দৃষ্টিভংগী একটু আলাদা, এটা একটা সমস্যা।

৫| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

বিভাগ নিয়ে, কুমিল্লা ও ফরিদপুরকে "মেঘনা, পদ্মা নাম দেওয়াটা কিভাবে দেখেন?

২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



নাম বদলানোর কি দরকার? এগুলো করতো মোহাম্মদ বিন তুঘলক!

৬| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


*পোস্ট রিফ্রেশ কি?করলে কি হয়?

৪৫০ ডলার খরচ করে কোম্পানি খুলবে;ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন।

২৩ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ও ইউরোপে একটা কর্পোরেশন রেজিষ্টার করতে আনুমানিক ৪৫০ ডলার দিতে হয় ফি ও একাউন্টটেনকে; কর্পোরেশন থাকলে, আপনি ব্যবসা করতে পারবেন। বাংগালীরা কোর্পোরেশন খুলে, বাংলাদেশ সরকারকে দেখাবে যে,তারা বিদেশে ব্যবসা করছে. দেশ থেকে খয়াপিটেল নেবে।

রিফ্রেশ করলে, হিসেব করা হয় যে, পাঠকেরা উহা দেখেছে, পড়েছে।

৭| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: সুযোগ পেলেই সবাই দেশ ছাড়তে চায়। নিজদেশে স্বস্তি পায় না।

২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



বিদেশী ভিসা দেয়া হলে, একা শেখ হাসিনা থাকবেন এই দেশে।

৮| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে আবার জেনারেল করা হয়েছে । কিন্তু কেন।
আশা করি ফিরে আসবেন আবার

২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



আমি অবশ্যই ফিরে আসবো।
আমাকে জেনারেল করার কারণ এডমিন সাহেব জানেন, আমি ঠিক তো খেয়াল রাখতে পারিনি।

৯| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: আমি নিজে যা বিশ্বাস করি তা-ই লিখি। এবং নিজের অভিজ্ঞতা থেকেই লিখি। এবং খুব সাবধান থাকি আমার লেখা যেন কাউকে আহত না করে।

২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখায় কমবুদ্ধিমানরা আহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.